সবাইরে ধন্যবাদ দিলেন ঠিক আছে।
বলাইরে কি বুইঝা দিলেন? সাবধান কিন্তু, কনফু ডাকাত গেলার চেষ্টা করতেছে মাত্র। বলাই কিন্তু আস্ত চোর গিলা বইসা আছে।
এখন একটা বিবাহ বিষয়ক জটিলতা লিখে ফেলেন।
----------------------------------------------- সচল থাকুন ---- সচল রাখুন
----------------------------------------------- মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মন্তব্য
স্বাগতম। আপনি আসাতে মজা লাগতেছে! আমি কবে গেসমাস্টার হমু? গেস করেন তো!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ধন্যবাদ, তারেক।
কঠিন প্রশ্ন করলেন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
happy new year!!!
oops ... Sorry, Men is mortal.
--------------------------
আমার রুজি রোজগার
ওয়েলকাম, ভ্রাত: ।।
শুরু হোক - নেশা ধরানো ধাঁধা।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
সুস্বাগতম ব্রাদার
তোমার সুরে সুরে সুর মেলাতে
স্বাগতম হে জিবনের!! বাদশা
কি মাঝি? ডরাইলা?
স্বাগতম স্বাগতম। যাক, তবু তো এলেন।
হি হি হি @ দ্রোহী ভাই। পুরান কথা মনে করিয়ে দিলেন।
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
হাসান, অমিত, দ্রোহী, শিমুল, ধন্যবাদ।
শিমুল, আসছে ধাঁধা শিগগিরই ... মিয়া, আপনার লেখা অনেক মিস করছি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
স্বাগতম মিয়া বাই। খালি পড়লে হইব না। লেখা চাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
স্বাগতম!
স্বাগতম জ্বিনের বাদশা। লিখলে ভালো লাগে।
হাঁটুপানির জলদস্যু
স্বাগতম জ্বিনের বাদশা ভাই।
কেমন কাটছে সময়?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
তিথি, ধন্যবাদ। মেমরী বিট্রে না করলে (সৌরভের কাছে শুনেছিলাম), আপনিই সামহোয়ারের প্রজাপতি, রাইট?
কনফুকে দেখে রাইখেন, ব্যাটা ডাকাত গিলছে
মুর্শেদ, অরূপ, হিমু, ওয়াও!! সবাইকে দেখলাম লম্বা সময় পর ... লিখবতো অবশ্যই ... কিন্তু আমি তো আপ টু আ লেভেল বকলম ... বাংলা টাইপ ফোনেটিক ছাড়া পারিনা
... টুকিটাকি টেকি হেল্প লাগবে
বলাই, ধন্যবাদ। ভালই কাটছে, একটু বোতলবন্দী
ব্লগার চোর কি এখানে আছেন? কেউ বলতে পারবেন? ব্যাটাকে মিস করছি খুব
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
বস এই কথা কইলে তো মাইন্ড খাইলাম। আপনে যদি বকলম হন তাইলে আমরা কি?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সবাইরে ধন্যবাদ দিলেন ঠিক আছে।
বলাইরে কি বুইঝা দিলেন? সাবধান কিন্তু, কনফু ডাকাত গেলার চেষ্টা করতেছে মাত্র। বলাই কিন্তু আস্ত চোর গিলা বইসা আছে।
এখন একটা বিবাহ বিষয়ক জটিলতা লিখে ফেলেন।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ওরে, না রে!!!
বলাই আর চোর পুরা ভিন্ন জিনিস।
জ্বিনের বাদশা ভাই চোরারে খুঁজতেছে মাইর দেওনের লাইগা অথবা আরো বড় মাইর, আই মিন উনার শালী গছানোর লাইগা। নিরীহ বলাই এই দুইটার কোনোটারই শিকার হইতে রাজি না।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
আচ্ছা এখানে কেউ বলছে যে বলাই চোর?
বলাই কলা খাই নাই বলে চ্যাঁচায় কেন?
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
হু বাদশা ভাই, ঠিকই শুনেছেন।
চোর তো আপনাকে স্বাগত জানিয়ে গেছে এসে!শোমোচৌ-এর কথাটা শুনবেন কিন্তু, খুব খেয়াল কইরা!
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
আহালান ওয়া সাহালান জ্বীনের বাদশাহ!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ইয়োকোসো
আবার জমবে খেলা ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
স্বাগতম। এখনো লেখা শুরু হয় না কেন ?
_____ ____________________
suspended animation...
আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আপনার হাত বরকতময় হবে। লিখে কুল পাবেননা।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সুস্বাগতম গ্যাসমাস্টার থুক্কু গেসমাস্টার।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
মুর্শেদ, আসলেই ফোনেটিক ছাড়া লিখতে পারিনা। :'(
শোহেইল ভাই, বিবাহ বিষয়ক জটিলতা!! সর্বনাশ!!! আমি তো দাদা সবে রূকি ... আপনি বরং আমাদের কিছু টিপস দিন
আজব ব্যাপার হলো, বলাইর কমেন্টটা পড়েই চোরদার কথা মনে পড়েছিল (আমি অবশ্য অলৌকিকতা দাবী করছিনা)... হ, চোররে বড় ধরনের মাইর দেয়ার জন্য খুঁজতেছি ... থুক্কু, বলাইরে
সুমন্দা, শুকরিয়াহ ... শামীম ভাই, আরিগাতো গোজাইমাস
নজমুলদা, জটিল অবস্থা দেখি! পীরের নাম কি?
অলৌকিক, আমি তো ভাই লৌকিক ,,,, আলাদা লাইনের
অমিত, একটু বোতলবন্দী আছি তো
ঝরাপাতা, দিলেন তো মেরে ... (বাঁচাওওও) ...
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
নতুন মন্তব্য করুন