রাজকীয় ছড়া (উৎসর্গ: ফারুক ওয়াসিফ)

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: শুক্র, ২৩/০৫/২০০৮ - ৯:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ধন্যবাদ জানাই ফারুক ওয়াসিফকে, তার রিসেন্ট লেখাটা আবারও সেই ২০০৩ এর সময়ের ডায়রীটা খুঁজে বের করিয়েছে।
আমেরিকার ইরাক আক্রমণের পর একটা অখাদ্য ছড়া লিখেছিলাম, ছাড়ার লোভ সামলাতে পারছিনা। এজন্য অবশ্য মৃদুলের ছড়াগুলো পড়ারও একটা অবদান আছে।

রিগ্যান-গর্বাচেভকে নিয়ে লেখা কাছাকাছি ধরনের একটা ছড়া ছোটবেলায় পড়েছিলাম। সেই ছায়া ধরে লেখা, তাই এটাকে পুরোপুরি মৌলিক বলা যাচ্ছেনা। সাথে সাথে

রাজকীয় ছড়া

সাতসকালে খবর দিলো ভোয়া*,
বুশ গাধাটার শখ, খাবে সে ছেলের হাতের মোয়া।
"ছেলের হাতের মোয়া খাওয়া, নয়কো সোজা কথা"
ভাবতে গিয়ে রামসফেল্ডের বাড়লো দাঁতের ব্যাথা।

খানিক বাদেই বিবিসিতে কয়,
সরষের ফুল দেখে চোখে, ব্লেয়ার পেলো ভয়।
"সর্ষেফুলে ভয় পাওয়া, নয় চাট্টিখানি কথা!"
ভেবে ব্যাকুল, জ্যাক দাদাভাই -- বাড়ছে চোখের ব্যাথা।

এনএইচকেতেও কোইজুমির লেটেস্ট খবর বলে,
অশ্বডিম্ব কিনতে গ্যাছেন, লোকাল আস্তাবলে।
"লাঞ্চে শুধুই অশ্বডিম্ব! কত্ত মহান নেতা!"
ভেবেই অবাক, টের পান আবে**, স্টমাকের ব্যাথা।

বিকেল বেলা আল-জাজিরা কাভার নিউজ করে,
ডুমুর ফুলে কিং ফাহাদের বাগান গেছে ভরে।
"ডুমুরের ফুল! বাদশা মহান! নিত্যনতুন প্রথা!"
ভাবছেন উজির, পাচ্ছেনও টের, উটকো নাকের ব্যাথা।

সকাল বিকাল রাজ-রাজড়ার খবর শুধুই ওড়ে,
আমরা দেখি ক্লাস্টারবোম নামছে আকাশ ফুঁড়ে।

(সুজন চৌধুরী যদি এই অলীক কল্পনার ছড়াটার একটা দৃশ্যমান রূপ দিতে সময় করতে পারেন, ভীষন কৃতজ্ঞ হই)

টীকা:
* ভোয়া (VOA) -- ভয়েস অভ আমেরিকা
** আবে -- কোইজুমির সেই সময়ের উজিরে আযম চোখ টিপি


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

বাদশা ভাই, এ থেকে তো রীতিমতো এক জারী গান বানানো যেতে পারে। খুব ভাল লাগলো....!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ তীরুদা ,,,, চলুক তাহলে জারিগান
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

খেকশিয়াল এর ছবি

জোস ! জোস ! আরো ছাড়েন কিছু !

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ ফক্সসাহেব চোখ টিপি
কিন্তু আমি তো ভাই মৃদুলও না বেক্কল ছড়াকারও না ,,, অনেক কষ্টেশিষ্টে গায়ের জোরে ছন্দ মিলিয়ে একটা লিখেছি কোনমতে মন খারাপ ,,, আরো ছাড়তে বললে ছড়া যে কিসে পরিণত হবে! হাসি
তবে আপনার কমেন্টে ইন্সপিরেশন পাইলাম ,,,আবারও ধন্যবাদ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুজিব মেহদী এর ছবি

রাজকীয়ই বটে।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ কবি ,,,, রাজারাজড়াদের ছড়া বলে কথা হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আকতার আহমেদ এর ছবি

বাদশা ভাইয়ের এই প্রতিভার কথা জানতামনা তো !
ছড়া দারুণ হইছে...নিয়মিত ছড়া চাই

জ্বিনের বাদশা এর ছবি

আপনার কাছে ছড়া বিষয়ক সার্টিফিকেট পাওয়া তো বিরাট ব্যাপার!! হাসি
কমেন্ট করা হয়নি (অলসতা মন খারাপ) দেখে ভাববেননা যে আপনার একটা ছড়াও পড়তে বাকী রেখেছি হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বিকেল বেলা আল-জাজিরা কাভার নিউজ করে,
ডুমুর ফুলে কিং ফাহাদের বাগান গেছে ভরে।
"ডুমুরের ফুল! বাদশা মহান! নিত্যনতুন প্রথা!"
ভাবছেন উজির, টেরও পাচ্ছেন, উটকো নাকের ব্যাথা।

দারুণ হইছে। আকতার ভাই, খেকশিয়াল ভাইয়ের সাথে একমত... আরো ছাড়েন দেখি দুইচাইরটা।

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ ,,,, দেখি মাথায় আসলে তো ছাড়বই হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধন্যবাদ ,,,, দেখি মাথায় আসলে তো ছাড়বই
মাথায় এমনিতে আসবে না, মনেমনে বলেন - আমি পারবই।

জ্বিনের বাদশা এর ছবি

হাসি
তবে ছড়া লেখা আসলেই কঠিন কাজ!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গুল্লি

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ ভ্রাতঃ

এখন আমাকে বলেন, এই 'সন্ত্রাসী বেড়াল' দেয় কিভাবে হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ব্র্যাকেটে গুলি লিখতে হয় । গুল্লি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
জ্বিনের বাদশা এর ছবি

বহুত বহুত শুকরিয়া হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মৃদুল আহমেদ এর ছবি

অই বাদশা ভাই, আপনি তো আমাদের ভাত মারার তাল করছেন! দুর্দান্ত ছড়া লিখেছেন! তলে তলে এত? তবে ভাতের চিন্তা করছি না, কারণ এখন আলু আছে! আপনার কাছ থেকে কিন্তু ভালো কিছু ছড়া পাওয়ার আছে... আমাদের এই অধিকার থেকে বঞ্চিত করবেন না নিশ্চয়!
আর আমার পক্ষ থেকে আপনাকে প্রথম গুল্লি
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

জ্বিনের বাদশা এর ছবি

গুল্লি পাওয়াতে ভালো হইছে ...আলু পোড়াইয়া খাওয়া যাবে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হাসান মোরশেদ এর ছবি

কি অবস্থা?
অনেকদিন লিখছেননা ...

-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জ্বিনের বাদশা এর ছবি

মোরশেদ ভাই, কি খবর আপনার? কেমন চলছে?
মনে করার জন্য অসংখ্য ধন্যবাদ

গত কয়েকমাস খুব ব্যস্ততায় গেল ,,, নানান রকম ,,, দেখি, আবার আস্তে আস্তে ব্লগিংয়ে ঢোকার মোডে আসছি ,,,

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।