ইগনোবেল থিওরী: অপেক্ষা করো অথবা অপেক্ষা করাও

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: বিষ্যুদ, ২৬/০৭/২০০৭ - ৪:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিদিনকার জীবনে ফ্যাকড়া লাগার খুব সাধারণ একটা উদাহরণ হলো টেলিফোন। যেমন ধরুন, কোন প্রয়োজনে বা এমনি গ্যাঁজানোর জন্য কাউকে ফোন করলেন। ৬/৭/৮...১০বার রিং হলো কিন্তু ওপাশে কেউ ফোন ধরেনা! সেক্ষেত্রে আপনি কি করেন? লাইন কেটে দ্যান, তাইতো?

এখন আবার ভাবুন, উল্টোটাও তো ঘটে। প্রায়ই কি এমন হয়না যে টেলিফোন বাজল আর আপনার মনে হলো 'এই অসময়ে কে ফোন করল!'? তারপর যাবতীয় আলস্যকে ঠেলে যখন ফোনটা ধরা হলো ঠিক সেই মুহূর্তেই দেখা গেল যে লাইনটা কেটে গেল!!

একটু ভাবলেই বুঝবেন, যিনি ফোন করেছিলেন তিনি কিন্তু এক্ষেত্রে লাইন কেটে দিলেন।

কেন এমন হয়? সেখানেই আমার থিওরী

***********************************************
মানুষের অপেক্ষা করার সর্বোচ্চ সময়, আর অপেক্ষা করানোর সর্বনিন্ম সময় প্রায় কাছাকাছি; এবং এই সময়টা সব মানুষের ক্ষেত্রেই খুব কাছাকাছি।
***********************************************

(টেলিফোনের ক্ষেত্রে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলে এই সময়টা হলো সাত/আটবার রিং করার সমান। তবে ব্যাপারটা সম্ভবতঃ আরো অনেকেই টের পেয়েছেন, কারণ মোবাইল ফোনকোম্পানীগুলো 'কল ফেইলড' মেসেজ দেয়ার জন্য ডিফল্ট হিসেবে ৭ বার রিং হওয়াকে সেট করে রাখে।)

আজই পরীক্ষা করে দেখুন আপনার ক্ষেত্রে এই সংখ্যাটা কত?

সময়ের হিসেবে বলি, যেমন ধরুন ডেট করতে গ্যাছেন। প্রেমিকার/প্রেমিকের আসার নাম নেই। মোবাইলে ফোন করে দেখেন মোবাইলও বন্ধ। কতক্ষণ অপেক্ষা করবেন?

সাধারণ মানুষ ১৫ মিনিট অপেক্ষা করে, আর দেরী করার ক্ষেত্রেও মানউষ সাধারণত ভাবে যাকে অপেক্ষা করাব সে ১৫ মিনিট অপেক্ষা করলে নিশ্চয়ই খুব বিরক্ত হবেনা হাসি

ডেটিংয়ের সময় যেটা সেট করবেন, প্রেমিক/প্রেমিকাকে তারচেয়ে ১৫ মিনিট আগের সময়টাকে 'মিটিং টাইম' হিসেবে বলুন।

রাস্তায় কাঁচুমাচু চেহারা নিয়ে দাঁড়িয়ে ঘামতে হবেনা

ৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎ
ৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎৎ


মন্তব্য

শামীম এর ছবি

ডেটিং-এর টাইমের ব্যাপারে কথাটা ঠিক না মনে হয় ... কারণ

অপর ইগনোবেল থিওরী কার্যকর হবে তখন, ঠিক পুরাপুরি মনে পড়ছে না... কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় - এই টাইপের কিছু।

ব্যক্তিগত বাজে অভিজ্ঞতা আছে মন খারাপ

(হি.হি. সামহোয়্যারে একাউন্ট আনসাবসক্রাইব করেছি আজকে দেঁতো হাসি)
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

জ্বিনের বাদশা এর ছবি

বস্, কন কি? তারমানে ভাবী কি আপনাকে আধঘন্টার বেশী অপেক্ষা করাতেন, নাকি এক্কেবারে টাইমলি ছিলেন? হাসি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

শামীম এর ছবি

টাইমলি ছিলো। কেন জ্বিনের বেগম কি কিছু জানেন না? একই ডিপার্টমেন্ট বলে কথা ... ... ... চোখ টিপি
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

দ্রোহী এর ছবি

হে জিবনের বাদশা!

পুরান থিওরী যে! নতুন থিওরী কই?


কি মাঝি? ডরাইলা?

জ্বিনের বাদশা এর ছবি

************************************মানুষের অপেক্ষা করার সর্বোচ্চ সময়, আর অপেক্ষা করানোর সর্বনিন্ম সময় প্রায় কাছাকাছি; এবং এই সময়টা সব মানুষের ক্ষেত্রেই খুব কাছাকাছি।
************************************এটা পুরান থিওরী নাকি?
জানতামনা তো!! তাহলে আমি তো দেখি মহামূর্খ মন খারাপ

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

জ্বিনের বাদশা, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে একঘণ্টা অপেক্ষা করার রেকর্ডও আছে আমার। তখন তো মোবাইলও ছিলো না! মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জ্বিনের বাদশা এর ছবি

শামীম ভাই, তাইলে তো আপনি মহাভাগ্যবান
বেগমতো কিছু বলছেনা মন খারাপ

জুবায়ের ভাই, বলেন কি? একঘন্টা!!!
সিগারেট কয়টা খাইছিলেন?

আমি একবার ১৫ মিনিটে ৪ টা !!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমার ধূমপান দেখার জিনিস, দর্শকদের মন্তব্য।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার এক বন্ধুর প্রেমিকা জিজ্ঞেস করেছিলো, এতো সিগারেট খান কেন? একটার পা একটা খেয় যাচ্ছেন!

উত্তরে বলি, একটার পর একটা এইজন্যে যে একসঙ্গে দুটো খাওয়া যায় না!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

জ্বিনের বাদশা এর ছবি

হা হা হা ,,, 'পৌরুষে' সিগারেট খাওয়ার পক্ষে যেভাবে লিখেছিলেন পড়েই বুঝছি আপনি জটিল স্মোকার হাসি
এখানে ঢুঁ দিয়ে দেখতে পারেন হাসি
http://madamfathom.blogspot.com/2007/04/got-nicotine.html

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।