জিতিলোরে জিতিলো, মোহামেডান জিতিলো !!! (ম্যাচ নভেম্বর ২০০৮)

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: মঙ্গল, ০৪/১১/২০০৮ - ৭:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমেরিকার ভোটে যেই জিতুক তাতে আমাদের কতটুকু লাভ -- এসব নিয়ে বেশী ভাবলে এই মারাত্মক ইলেকশন-ফাইটটাকে উপভোগ করা কঠিন হয়ে যাবে। তাই কি হবে না হবে, এসব অতসব না ভেবে, এটাকে একটা বিনোদন হিসেবে উপভোগ করাই আমার মতে শ্রেয়তর ;)। তো এই বিনোদনটাতে বাড়তি একটা ফ্লেভার দেয়ার জন্যই একে আমাদের বাঙালীর চিরাচরিত "আবাহনী-মোহামেডান" ম্যাচের আয়োজনের প্রচেষ্টা। আশা করি সবাই মুক্তহস্তে দান (থুক্কু) চোখ টিপি, মুক্তমনে অংশগ্রহন করবেন। আপনাকে যেটা করতে হবে তা হলো,

১. আপনি আবাহনী/মোহামেডানের কোনটার সাপোর্টার, প্লাস,
২. আমেরিকার ভোটের রেজাল্ট সম্পর্কে ভবিষ্যদ্বাণী

সকল সচল সদস্য আর সম্মানিত অতিথিরা,
শুধু কয়েকটা শব্দ, আর কিছুনা, অংশ নিয়ে ফেলুন আবাহনী-মোহামেডানের ম্যাচটিতে।

নিয়মাবলী:
ওবামার জেতার চান্স যেহেতু খুব বেশী, তাই ভবিষ্যদ্বাণীর ক্যাটেগরী বাড়ালাম। নিচের ৫ টি অপশন থেকে একটিকে ভবিষ্যদ্বাণী হিসেবে ঘোষনা করুন চোখ টিপি
(এখানে ভোট মানে ইলেকটোরাল ভোট)
ক) জন ম্যাকেইন জিতবে (কত ব্যাবধানে ডোন্ট কেয়ার)
খ) বারাক ওবামা জিতবে (২৭০ থেকে ২৮০ ভোটে)
গ) বারাক ওবামা জিতবে (২৮১ থেকে ৩১০ ভোটে)
ঘ) বারাক ওবামা জিতবে (৩১১ থেকে ৩৫০ ভোটে)
ঙ) বারাক ওবামা জিতবে (৩৫০ এর বেশী ভোটে)

কিভাবে অংশ নেবেন:

আপনার পছন্দের দল (আবাহনী অথবা মোহামেডান) প্লাস উপরের ক) থেকে ঙ) এর একটি পছন্দ করুন।

স্কোরিং :

আবাহনী বা মোহামেডানের প্রত্যেক সমর্থকের ভবিষ্যদ্বাণীর জন্য নিচের স্টাইলে স্কোরিং করা হবে:
১. সঠিক ভবিষ্যদ্বাণীর জন্য ১ পয়েন্ট
২. ভুল ভবিষ্যদ্বাণীর জন্য - ০.২৫ পয়েন্ট (অতিথি সাইজা এক্সট্রা ভোট দিয়া ফায়দা নাই চোখ টিপি)
৩. ভবিষ্যদ্বাণী না করলে শূন্য পয়েন্ট (ভোট না দিয়া হুদাই আবাহনী/মোহামেডান নিয়া লাফাইয়া ফায়দা নাই চোখ টিপি)

এভাবে প্রত্যেক দলের মোটপয়েন্ট যোগ করে, সেই যোগফলকে মোট সমর্থকসংখ্যা দিয়ে ভাগ দেয়া হবে।

ভাগফলটাই স্কোর।


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

যেমন, আমারটা দিচ্ছি:

মোহামেডান ---- ঙ)

দলে দলে অংশ ন্যান ... জমাইয়া ফেলান
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বস মনে হয় বেশি এক্সাইটেড ... এক পোস্ট তিনবার দিয়া ফেলছেন দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

জ্বিনের বাদশা এর ছবি

মুছলাম ... চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আমিও মোহামেডান, কিন্তু ভোট কিসে দিমু বুঝতাছি না ইয়ে, মানে...

মোহামেডান ফুলের বাগান, আবাহনী ুয়ের পানি দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

রেনেট এর ছবি

অপজিশন না থাকলে আবাহনী-মোহামেডান ম্যাচ জমবে কেম্নে?
এই লন অপজিশন আইসা গেলাম দেঁতো হাসি
দলঃ আবাহনী
উত্তর (ক)
(যদিও স্বয়ং ম্যাকেইন বিশ্বাস করে না ও জিতবে)
এবার বলি আবাহনী করার কারণঃ
১) ম্যাকেইন আর আমার জন্মদিন একই দিনে হাসি
২) ম্যাকেইনের বউয়ের চেহারা সেইরকম চোখ টিপি
৩) সারাহ পলিন ও কম সুন্দরী না দেঁতো হাসি
৪) ম্যাকেইন প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউসে একজন বাংলাদেশী থাকবে (ম্যাকেইনের বাংলাদেশী কন্যা) চাল্লু
হইছে এবার...আন্নেরা যুক্তি দেন দেখি... বা আমার যুক্তি খন্ডান দেখি...
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দিকে দিকে এ কী শুনি
আবাহনীর জয়ধ্বনি!

auto

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

মোহামেডান ফুলের বাগান
আবাহনী ুয়ের পানি দেঁতো হাসি

Image Hosted by ImageShack.us
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

ধুসর গোধূলি এর ছবি
কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সত্য কথা অপ্রিয় হইলেও বলিতে হইবেক দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

জ্বিনের বাদশা এর ছবি

সত্য-মিথ্যা রাইখা আগে নিজের প্রেডিকশনটা লিখেন হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

auto

নীল হলুদ জিতে গেলো

সাদা কালো লজ্জা পেলো

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

জ্বিনা, আসলে কে জিতছে এইখানে দ্যাখেনঃ

Image Hosted by ImageShack.us
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

জ্বিনের বাদশা এর ছবি

ভ্রাতঃ,
এখন অংশ নেন মিয়া ... নাইলে নিজের দলের পার্সেন্টেজ কমে যাবে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি
জ্বিনের বাদশা এর ছবি

প্যালিন বেগমের জন্য সিস্টেম ভোট শেষে করন যাইবো ...তার আগে প্রেডিকশন লেখেন, নাইলে তো দলরে ডুবাইবেন চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মোহামেডান ---- ঙ)

আপনাকে টেম্পোরারী ভোটিং অপশনটা দিবো নাকি?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

জ্বিনের বাদশা এর ছবি

ভোটিং কি পোস্টে সেট করা যায়?
তাহলে তো বেশ ভালো হয় .... না হলে আপনিই একটা বানিয়ে ফেলুন ... পোস্টে ইটপাটকেল ছোঁড়াছুঁড়ি চোখ টিপি চলল, আর ভোটিং সিস্টেমে জরিপ চলল .... ভালোই হবে চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

নাহ থাক এই পোস্টটা জমে উঠেছে। এটেনশনটা ভেঙ্গে দিতে চাইনা। ভবিষ্যতের জন্য মাথায় রাখবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আবাহনী.... ক)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

আমারও ধারণা ক। ম্যাকেইন জিতবে। কেমনে সেটার জন্য, ভোটিং মেশিন, ব্যালটের সমস্যা, কোর্ট, উকিল, সুন্দরী ইত্যাদি তো আছেই।

জ্বিনের বাদশা এর ছবি

বস্ কোন দলের সাপোর্ট করেন সেইটা যদি বলতেন .... চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আলমগীর এর ছবি

আবাহনী আবাহনী।

জ্বিনের বাদশা এর ছবি

স্কোরিং পদ্ধতি তো লিখতে ভুলে গেছি! এখানে যোগ করে দিচ্ছি:

আবাহনী বা মোহামেডানের প্রত্যেক সমর্থকের ভবিষ্যদ্বাণীর জন্য নিচের স্টাইলে স্কোরিং করা হবে:
১. সঠিক ভবিষ্যদ্বাণীর জন্য ১ পয়েন্ট
২. ভুল ভবিষ্যদ্বাণীর জন্য - ০.২৫ পয়েন্ট (অতিথি সাইজা এক্সট্রা ভোট দিয়া ফায়দা নাই চোখ টিপি)
৩. ভবিষ্যদ্বাণী না করলে শূন্য পয়েন্ট (ভোট না দিয়া হুদাই আবাহনী/মোহামেডান নিয়া লাফাইয়া ফায়দা নাই চোখ টিপি)

এভাবে প্রত্যেক দলের মোটপয়েন্ট যোগ করে, সেই যোগফলকে মোট সমর্থকসংখ্যা দিয়ে ভাগ দেয়া হবে। ভাগফলটাই স্কোর।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

পান্থ রহমান রেজা এর ছবি

আবাহনী.... ক)

হিমু এর ছবি

আবাহনী (গ)

তওবা কইরা বল কেলাডা চার রে পারভেইচ্চা ...


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- আমি ব্রাদার্স (ইউরোপিয়ান) ইউনিয়ন, মানে পরিস্থিতি তীব্রভাবে পর্যবেক্ষণে রাখছি। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

যেখানেই যাই, সেখানেই দেখি চাঁদ-তারা দলের সাপোর্টারদের আধিক্য। তাই চুপ কইরা থাকি। সচলে আবাহনী কম না, মনে হইতেসে। তাইলে নীরব থাকুম ক্যান?

আবাহনী!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

জ্বিনের বাদশা এর ছবি

সন্ন্যাসীদা, শুধু আবাহনী বলিলে তো আবাহনীর শিকেতে শূন্য ছাড়া কিছু জমবেনা !
ক) থেকে ঙ) এর মধ্যে কোন একটা বেছে ফেলুন চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রেনেট এর ছবি

আমি তো ভাবছিলাম আমি একলাই আবাহনী। এখন দেহি...না দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ইশতিয়াক রউফ এর ছবি

মোহামেডান, মোহামেডান, মোহামেডান।

খুব সম্ভবত (ঘ) হবে। মিসৌরি নিয়ে অনিশ্চিত এখনও, তাই মন চাইলেও (ঙ) দিলাম না।

কীর্তিনাশা এর ছবি

আবাহনী (গ)

ভাই এই মোহামেডানটা কি? এইটা কি খায় না মাথায় দেয়? দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জ্বিনের বাদশা এর ছবি

শিমুল আর কিংকর্তব্যবিমূঢ় -- ভ্রাতঃদ্বয়কে অবিলম্বে প্রেডিকশন ঘোষনা করার জন্য দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তানিয়া এর ছবি

জরিপের উত্তর (ঘ)
যদিও ফলাফল ঙ হলে বেশী খুশি হব

মোহামেডান, মোহামেডান, মোহামেডান,মোহামেডান, মোহামেডান, মোহামেডান হাসি দেঁতো হাসি

ইলিশ মাছের তিরিশ কাঁটা
বোয়াল মাছের দাড়ি
আবাহনী ভিক্ষা খোজে
মোহামেডান এর বাড়ী চোখ টিপি

হি হি হি দেঁতো হাসি

হিমু এর ছবি

একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই ফর্জারি ধরা পড়ে যাবে।

ছন্দে হোঁচট খায় না যদি বলি

ইলিশ মাছের তিরিশ কাঁটা
বোয়াল মাছের দাড়ি
মোহামেডান ভিক্ষা খোজে
আবাহনীর বাড়ি।

এভাবে মূল ছড়াকে পেঁচিয়ে বলার তেব্র নেন্দা জানাই।


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক এর ছবি

একটু খুঁটিয়ে লক্ষ্য করলেই হিমুর ফর্জারি ধরা পড়ে যাবে দেঁতো হাসি

ছন্দে ছন্দে সবাই আনন্দে দুলবে যদি বলি হাসি হাসি দেঁতো হাসি

ইলিশ মাছের তিরিশ কাঁটা
বোয়াল মাছের দাড়ি
আবাহনী ভিক্ষা খোজে
মোহামেডানের বাড়ি।

এভাবে মূল ছড়াকে পঁচিয়ে পেঁচিয়ে বলায় তেব্র নেন্দা দ্রুত জানাই।
খাইছে খাইছে খাইছে খাইছে খাইছে

তানিয়া

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দড়ি ধরে মারো টান,
মোহামদন খান খান।

জ্বিনের বাদশা এর ছবি

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল:

আবাহনী সমর্থক
৮ জন:
শিমুল, রেনেট, হিমু, সন্ন্যাসী, পান্থ, কীর্তিনাশা, নজরুল, আলমগীর
প্রেডিকশন:
(ক) ৪ জন, (গ) ২ জন, (ভোটদানে বিরত) ২ জন

মোহামেডান সমর্থক
৫ জন:
জ্বি.বা, কিংকর্তব্যবিমূঢ়, এসএম৩, ইশতি, তানিয়া
প্রেডিকশন:
(ঘ) ২ জন, (ঙ) ২ জন, (ভোট দানে বিরত) ১ জন

রেফারী [দুধভাত ;)] : ধুসর গোধূলী

বাকীরা সময় থাকতে দলে দলে ভোট প্রদান করেন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আবাহনী জয়যুক্ত হয়েছে...
আবাহনী জয়যুক্ত হয়েছে...
আবাহনী জয়যুক্ত হয়েছে...

বাচ্চালোগ তালিয়া বাজাও
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

খাইছে খাইছে খাইছে বল্লেই হলো খাইছে খাইছে খাইছে খাইছে

তানিয়া

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি কিছু বলি নাই তো... জ্বীনের বাদশার কমেন্টে জরিপের ফলাফল দ্রষ্টব্য...
আর এত লজ্জা পাওয়ারও তো কিছু নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

জ্বীনের বাদশা তো ফলাফল এখনও দেয় নাই - খালি কয়জন সাপোর্টার সেইটা গুনসে

আর আমি তো ভেংচি দিসি লজ্জা পাই নাই... খাইছে খাইছে খাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এখনো ফলাফলের জন্য অপেক্ষা? ভালো... করতে থাকেন... আবাহনীর পতাকাটা বাইর করি বিজয় মিছিলের নিমিত্তে...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

আল্লাহ আবাহনীর পুরান অভ্যাস আর গেলোনা ......... এখনও স্বপ্নে পান্তা খায় খাইছে খাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সম্ভাবনাটাই স্বপ্নে রূপ নিছে... কিন্তু মোহামেডানের তো কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না।
থাকেন... আশায় থাকেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

সম্ভাবিলিটির বেইল নাইগো ভাইডু হাসি এ জামানায়
তার উর্পে সম্ভাবনাটাই স্বপ্নে রূপ নিছে অ্যাঁ অ্যাঁ
হে হে হে দেঁতো হাসি

ধুসর গোধূলি এর ছবি

- এখনো সময় আছে, ওয়াণ্ডারার্স ক্লাবে যোগ দিন, মোসাম্মৎ প্যালিন আক্তারকে ভুট দিন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

রানা মেহের এর ছবি

মোহামেডান মোহামেডান এবং মোহামেডান - ঙ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আবাহনী।

আমৃকার ভোটেঃ খ

auto

জ্বিনের বাদশা এর ছবি

রেজাল্ট সব দেইখা টেইখা এখন আইছে ভুট দিতে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

ভোট গ্রহন এখানেই শেষ ...যথাসময়ে বিজয়ী ঘোষনা করা হবে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

- প্রেসিডেন্ট, আমি তো ভুট দেই নাই। আসল কথা আমি বুঝিই নাই এই ভুটিং সিসটেম। দেঁতো হাসি

এখন বুজছি। মোসাম্মৎ প্যালিন আক্তাররে জাল ভুট দিতে গেছিলাম দেইখা ইট্টু দেরী হয়ে গেছে। চোখ টিপি

গ গ গ - আমার ভুট 'গ'

দ্রষ্টব্যঃ এইটা কিন্তু পরিবর্তনশীল দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জ্বিনের বাদশা এর ছবি

রেফারী(দুধভাত চোখ টিপি)'র আবার ভুট কি!! চোখ টিপি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

হুহাহাহাহা ....
মনে তো হইতেছে (ঙ) ই জিতলো

মানে মোহামেডান জিতা গেছে .... হুহাহাহাহা .... একদিনে দুইটা বিজয় চলুক

সব মোহামেডান, ফূর্তি করো!!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

হ আপনেরে কইসে মোহামেডান জিতসে খাইছে

এইখানে আবাহনীর সাপোর্টার বেশি তাই আবাহনীই জিতসে।

জিতিল রে জিতিল
আবাহনী জিতিল দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানিয়া এর ছবি

জিতসে রে জিতসে মোহামেডান জিতসে হাসি হাসি দেঁতো হাসি দেঁতো হাসি দেঁতো হাসি

হারলো রে হারলো আবাহনী হারলো খাইছে খাইছে খাইছে খাইছে

তানিয়া

জ্বিনের বাদশা এর ছবি

যেহেতু নর্থ ক্যারোলাইনা ওবামার পকেটেই যাবে, কাজেই ওবামা ৩৬৪ মিনিমাম পাচ্ছে .... বাচ্চালোক তালিয়া হবে চোখ টিপি

এখন খেলার হিসাব
আবাহনী ৮ জন
ক) ৪ জন, (খ) ১ জন, (গ) ২ জন, (ভোটদানে বিরত) ১ জন
৭টা ভুল উত্তরের জন্য ৭x(-০.২৫) = -১.৭৫

আবাহনীর স্কোর -১.৭৫/৮ = -০.২২

মোহামেডান ৬ জন
(ঘ) ২ জন, (ঙ) ৩ জন, (ভোট দানে বিরত) ১ জন
২ টা ভুল উত্তর ২x(-০.২৫) = -০.৫, ৩টা ঠিক উত্তর ৩x১=৩

মোহামেডানের স্কোর: ২.৫/৬ = ০.৪১৬

নির্বাচন কমিশন থুক্কু লীগ কমিটি মোহামেডানকে বিজয়ী ঘোষনা করিল

তালিয়া হবে, তালিয়া!!!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কীর্তিনাশা এর ছবি

এই রেজাল্ট মানিনা, মানুম না। রেগে টং

জিতিল রে জিতিল
আবাহনী জিতিল হাততালি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রানা মেহের এর ছবি

মোহামেডান জয়যুক্ত হয়েছে
মোহামেডান জয়যুক্ত হয়েছে
মোহামেডান জয়যুক্ত হয়েছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।