সচলায়তনের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: সোম, ০৮/১২/২০০৮ - ১১:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আগে আগে সূর্য্য ওঠার কারণেই হোক, অথবা অন্য কারণেই হোক, দেখা যাচ্ছে কোরবাণী ঈদের প্রথম পরশটা এসে জাপানেই লেগেছে।

কাকডাকা (যদিও কাক নেই) ভোরে উঠে, নামাজের জন্য রেডী হয়ে, বউয়ের বানানো সেমাই আর ফিরনী খেয়ে রওয়ানা দিলাম ঈদগাহ, থুক্কু, বাড়ীর কাছের টোকিও মাক্কী মসজিদে। আজ সকালে দেরীতে অফিস গেলেও সমস্যা ছিলনা, তাই নামাজ শেষে এর ওর সাথে কোলাকুলি, গপসপ, তারপর গনখাওয়া -- মেন্যু গরুর মাংসের খিচুড়ী আর সেমাই -- বিনে পয়সায় খাওয়ার কারণেই হোক, রাঁধক বাবাজীর হাতের কল্যাণেই হোক, অমৃতের মতোই লাগল।

তারপর অফিস, এখন কাজ ফাঁকি দিয়ে ব্লগ লিখছি। মুহাহাহাহা, এই না হলে ঈদ!!

সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই।

(বিঃ দ্রঃ, ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিন্নভাবে লেখা একটা পোস্ট অন্য পাড়ায় দিয়েছি চোখ টিপি)


মন্তব্য

তাসিফ আহসান দীপ্ত এর ছবি

আপনাকেও শুভেচ্ছা। সব্বাই ভালো থাকুন।

আবির আনোয়ার [অতিথি] এর ছবি

তা ভাই আ্পনেরেও ঈদ মোবারক। কিন্তু মডু ভাই রা ব্যানার এ কিসু দেয় না ক্যান?

রণদীপম বসু এর ছবি

ঈদ মুবারক সবাইকে।
যদিও বাংলাদেশে ঈদ হবে আগামীকাল।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জ্বিনের বাদশা এর ছবি

আইচ্ছা কালকে আবার ঈদ মোবারক জানামুনে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অভ্রনীল এর ছবি

আপনাকেও ঈদ মোবারক!!

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

ফাহিম এর ছবি

আপনাকে ও সচলায়তনের সবাইকে ঈদের শুভেচ্ছা।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

তুলিরেখা [অতিথি] এর ছবি

সবাইকে ঈদ মুবারক।

অনিন্দিতা এর ছবি

সবাইকে ঈদের শুভেচ্ছা।

ধ্রুব হাসান এর ছবি

অনেক কিছুই ছেড়ে দিয়েছি কিন্তু গরু আর খাসীর মাংস খাওয়াটা ছাড়তে পাড়লামনা! আসলে ছাড়তে চাইও না। প্রতি কোরবানিতে তাই খাওয়া দাওয়াটা ভীষনভাবে মিস্‌ করি......

দুধের স্বাদ ঘোলে মেটাতে নিজেই খাচ্চি বিরিয়ানি রান্না করছি...সবাইকে বিরিয়ানিময় ঈদের শুভেচ্ছা!

চেনা অচেনা এর ছবি

ঈদ মোবারক!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনাকে ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা রইল। হিম শীতল আবহাওয়ায় ভালোমন্দ খেতে খেতে আনন্দময় হয়ে উঠুক আপনার সকাল-দুপুর-সন্ধ্যা গুলো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দিগন্ত এর ছবি

আমার তরফ থেকে সবাইকে ঈদ মোবারক।


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আপ্নাকেও ঈদ মোবারক...।

জ্বিনের বাদশা এর ছবি

সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা

ঈদ কে কেমন কাটালেন, লিখে ফেলুন হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

বিপ্লব রহমান এর ছবি

ঈদের সারাটা দিন কাটলো ব্লগিং এ, বিভিন্ন লেখা পড়ে। কাজের চাপে এখন তো ব্লগিংএর সময়ই পাওয়া যায় না। সামহোয়ারিনে সহব্লগার আরিফ জেবতিকের এই লেখাটা পড়ে অনেকদিন পর প্রাণখুলে হাসলাম। গড়াগড়ি দিয়া হাসি

সারাদিন বাসা থেকে বের হইনি শুকনো রক্ত আর পশু বর্জ্যের বিভৎস রকম কটুগন্ধের মুখোমুখি হতে হবে বলে। দেখি সন্ধ্যার দিকে এদিক-সেদিক হয়তো যাবো।

আচ্ছা, এই একবিংশ শতাব্দীতেও উৎসবের নামে, ধর্মের নামে এভাবে হাজার হাজার নিরীহ প্রাণী হত্যার মহিমা কোথায়, কেউ বলতে পারেন ??

নাকী এই প্রশ্নটিই এখনো অবান্তর, অচল??


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

জ্বিনের বাদশা এর ছবি

তাহলে ঈদ আপনার মন্দ কাটেনি!

তবে উৎসাব আর প্রাণীহত্যা কি অঙ্গাঙ্গিভাবে জড়িত না? ... উৎসব হবে একটু জমজমাট খানাদানা হবেনা, সেটা কি কখনো হয়? চোখ টিপি

বিয়ের উৎসবের নামেও শতশত মাছ-মুরগী-খাসী জবাই হয়, রোজার ঈদের নামেও হাজার হাজার মাছ-মুরগী জবাই হয় (আমার মনে আছে রোজার ঈদের আগের দিন বাবা কমসেকম পাঁচটা বড়বড় মোরগ নিয়ে আসতেন)

উল্টোভাবে বললে, আমাদের মানবের উৎসবের পেছনে যে একদল পশুর ত্যাগ নিহিত সেটা হয়ত কোরবানীর এই সিস্টেম না থাকলে আমরা সেভাবে খেয়ালই করতামনা

অন্যপ্রাণীদের খেয়ে আসলে আমরা তাদের প্রাণের একাংশ নিজে গ্রহন করে বেঁচে থাকি; যার থেকে প্রাণ নিচ্ছি, তার কষ্টটা কতটুকু সেটা দেখাও একটা শিক্ষা, সেটাকে এভয়েড করা একটা প্রতারণা

চিন্তা করুণ, আপনার অনেক জমি আছে, সেখানে প্রতিদিন বর্গাচাষীরা হাড়ভাঙা খাটুনি খাটে ... আপনি তাদের কষ্টটা প্রতিদিন জমির পাশে বসে দেখেন, এতে করে কি আপনি আরো নিষ্ঠুর হবেন,
নাকি ওরা কি কষ্ট করছে সেটা যাতে আপনার চোখে না পড়ে সেজন্য কখনই জমির ধারেকাছে না গিয়ে শুধু যেদিন ফসল ভাগ হবে সেদিন হাজির হলে আপনি নিষ্ঠুর হবেন

এই দিকটাও কিন্তু আছে

আমার নিজের অভিজ্ঞতা বলতে পারি, বছর বছর কোরবাণী দেখে আমি কি নিষ্ঠুর হয়েছি? এই প্রশ্ন নিজেকে করে আসলে আমি "হ্যাঁ" উত্তর বলতে পারিনা ... অনেকবারই এমন হয়েছে যে নিজেদের গরুটাকে মরতে দেখে কষ্ট পেয়েছি, পরে মাংস খেতে গিয়ে কান্না পেয়েছে, তারপর ধীরে ধীরে বুঝেছি, এসব করেই তো আমরা মানুষেরা, বড় অরথে প্রাণীরা বেঁচে আছি ... "পশুহত্যার উৎসব" যেমন বলা যায়, "পশুদের কষ্ট স্বচক্ষে দেখা"র শিক্ষাও তেমনি বলা যায় ... কারণ দেখতে খারাপ লাগুক, ভালো লাগুক, এটা হচ্ছেই, প্রকৃতির নিয়মেই আমরা পশু মেরে খাচ্ছি ... সেটা দেখাকে এড়ানোটাও খানিকটা প্রশ্নবোধক

আপনাকে ঈদ মোবারক

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

বিপ্লব রহমান এর ছবি

হুমম...এই তাহলে ঘটনা!!

ঈদ মুবারক।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানবীরা এর ছবি

হাহাহাহ জিনের বাদশা, আমরা যারা ঈদ উপলখখ্যএ ভালো করে খেতে পাইনি, তারা একটু নিরদয় হয়েই বলছি, যারা ভালো মন্দ খেয়েছে তারা আজকে পেটের ব্যথায় কষ্ট পাককআআআআক্কক্কক্কক্কক্কক ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জ্বিনের বাদশা এর ছবি

হায় হায়! বলেন কি!!
এজন্যই তাহলে আজ সকাল থেকে এমন পেটব্যাথা হচ্ছিলো চোখ টিপি
অসুবিধা নেই, পেটব্যাথার হাত থেকে বাঁচতে আগামী ঈদে পার্সেল করে খাবার পাঠিয়ে দেব হাসি

ঈদ মোবারক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।