বুশের জুতো খাওয়া নিয়ে কিছু কার্টুন

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: শুক্র, ৩০/০১/২০০৯ - ৩:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ইরাকে বিদায়ী বক্তব্য রাখতে গিয়ে জর্জ বুশের জুতো খেয়ে হেনস্তা হবার খবর এখন দুনিয়ার সবাই জানে। মুন্তাজের এখন শুধু ইরাক না, আরব বিশ্বও না, পৃথিবীতেই হিরো। তার জুতোর দাম সৌদি ধনকুবের হেঁকেছে ১ কোটি ডলার, এখবরও আমরা জানি; আবার সেটা আসলেই বিক্রী হয়ে গেলে মান ইজ্জত কিছু থাকবেনা এ ভেবে সেটাকে নষ্ট করে ফেলা হয়েছে -- এখবরও আমরা শুনেছি। আবার আজ দেখলাম ইরাকেই বুশকে জুতোমারা উপলক্ষ্যে তৈরী হয়েছে বিরাট এক মন্যুমেন্ট, জুতোর। বুশ হোয়াইট হাউস ছেড়ে চলে গেছে, তবে তার এই জুতো খাওয়া বিষয়ক রসালো গল্প আলোচনাগুলো এখনও রয়ে গেছে, মনে হচ্ছে আরো কিছুদিন রয়ে যাবে।

বিশ্ব রাজনীতিকে খুব তীক্ষ্মভাবে প্রকাশের মাধ্যম হিসেবে পশ্চিমা মিডিয়ায় কার্টুনের ব্যবহার অনেকদইনের। একেকটা ঘটনা ঘটে, আর কার্টুনিস্টদের তুলির আঁচড়ে তার নানান মাহাত্ম্য আমাদের সামনে ফুটে ওঠে। বাদ জায়নি বুশের সেই ঘটনাও। সেরকমই কিছু কার্টুন আমি পেয়েছি ই-মেইলে। নিজের ভালো লাগা কয়েকটা তুলে ধরলাম।

মুন্তাজেরের জুতো যখন ছুটে আসছিলো বুশের দিকে, তখন সে ডাক করায় জুতো গিয়ে লাগে আমেরিকার পতাকার গায়ে। দেখে মনে হয়েছিলো, "শেষমেষ বুশ আমেরিকার পতাকাকে রক্ষা করতে পারলেননা" এরকম একটা ক্যাপশনের সিরিয়াস কার্টুন আঁকা যায়। আমি আঁকতে পারিনা একদমই, কেউ চেষ্টা করতে আগ্রহী থাকলে আমার অগ্রীম সাধুবাদ গ্রহন করুন।

যাইহোক, আসুন কার্টুনগুলি দেখি:

সবচেয়ে তীক্ষ্ন যেটা, একদম কষে থাপ্পড় মেরে দেয় সভ্যতার গালে, সেটাই প্রথমে দিলাম।
এর শিরোনাম দেয়ার ক্ষমতা আমার নেইএর শিরোনাম দেয়ার ক্ষমতা আমার নেই

এটাকে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মনে হয়েছে
কার্টুন ২কার্টুন ২

ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভবতঃ একেই বলে
কার্টুন ৩কার্টুন ৩

এটার পেটেন্ট করে রাখা ভালো, ভবিষ্যৎ কাটতি নিশ্চিত চোখ টিপি
কার্টুন ৪

এই দু'টা দেখে হাসতে হাসতে গড়াগড়ি, পারফেক্ট পশ্চিমা দর্শন চোখ টিপি
কার্টুন ৫কার্টুন ৫
কার্টুন ১১

জুতোও অবশেষে জাতে উঠলো চোখ টিপি
কার্টুন ১৪কার্টুন ১৪

এইটাও সিরাম!! চোখ টিপি
কার্টুন ৬কার্টুন ৬

আর কমেন্ট করলামনা, বুশের জুতা খাওয়া কার্টুন, সবগুলাতেই মজা পাইছি।

কার্টুন ৭

কার্টুন ৮কার্টুন ৮

কার্টুন ৯

কার্টুন ১০কার্টুন ১০

শেষ করলাম এই স্থূলটা দিয়ে .... হা হা হা হা হা হা হা হা হা হা হা হা
কার্টুন ১২কার্টুন ১২


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

বেশ মজার! ইটালীর বিখ্যাত আরমানী ফ্যাসন ডিজাইনারও থেমে থাকেনি। তারাও এই জুতোকে ঘিরেই নতুন ডিজাইন করেছে। তার ছবিটা দিলাম..

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

জ্বিনের বাদশা এর ছবি

হা হা হা ... বুশের মাথার মাপের নাই? চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

অমিত আহমেদ এর ছবি

ধুন্দুমার মজাক পাইলাম চলুক


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অভ্রনীল এর ছবি

সিরম জটিল হইসে... গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

_______________

এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

অতন্দ্র প্রহরী এর ছবি

ব্যাপক মজা পাইলাম হো হো হো

আমি একটা দেখেছিলাম, বুশের কোনো এক পার্টিতে প্রবেশের সময় অতিথিদের জুতা খুলে রাখা হচ্ছে। সেটাও বেশ মজার ছিল।

তানবীরা এর ছবি

আমি দিনে দিনে খারাপ হইয়া যাইতেছি। মন থেকে মায়া দয়া উধাও হয়ে যাইতেছে গা। এই সব কার্টুন দেখলে কেন যে এতো আনন্দ লাগে, আহাআআআআআআআ মজা হি মজা বলো মজা হি মজা। আর বাকী রইছে ইস্রায়েলের কুত্তেটা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দৃশা এর ছবি

কার্টুন দেখিয়া মজা লইয়া আর কি হইবে, বাস্তবে তো ঘটনা ঘটিতে ঘটিতেও ঘটিল না। যাহাও একদা একজনে সাহস করিয়া পাদুকা ছুড়িয়া মারিল, হারামী বৃদ্ধের দারুন রিফ্লেক্সের দরুন তাহা হইতে হইতেও আর হইল না। (দীর্ঘশ্বাস)
-------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

মুস্তাফিজ এর ছবি

সেইরকমসেইরকম
পোস্টের জন্য একপাটি বুশ পাদুকা উপহার দেয়া হইলো।

...........................
Every Picture Tells a Story

পরিবর্তনশীল এর ছবি

হো হো হো
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জ্বিনের বাদশা এর ছবি

এইটাতো সিরাম হইছে, এক্কেবারে সিরাম চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রায়হান আবীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

=============================

এনকিদু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
দারুন


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্রতীপ এর ছবি

কার্টুনগুলো দূর্দান্ত চলুক
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মুস্তাফিজ ভাই, কঠিন দিয়েছেন। জ্বীনের বাদশাহ নিশ্চই এবার পালাবে।

জ্বিনের বাদশা এর ছবি

কন কি? বুশের কি জুতা হইয়া এদিকে ছুটে আসার সম্ভাবনা আছে নাকি!! চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

বিরহী এর ছবি

ঝাক্কাস হইছে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।