ব্লগীয় ছায়াছন্দ: হারানো দিনের প্রেম ভালোবাসার গান (দ্বিতীয় পর্ব)

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: শনি, ১৪/০২/২০০৯ - ৪:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

সূধী দর্শক চোখ টিপি
এক সপ্তাহ পর আবার বাংলা ছবির সে যুগের কিছু রোমান্টিক গান নিয়ে হাজির হলাম।

১. সুখে থাকো

প্রথমেই আসছে সেসময়ের সাড়াজাগানো নায়ক জাফর ইকবালের কন্ঠে তারই অভিনীত গান, "সুখে থাকো, ও আমার নন্দিনী"। খানিকটা দেবদাস টাইপের এি গান আশির দশকের মাঝামঝি সময়ে ছ্যাঁকা খাওয়া উঠতি কিশোর/যুবকদের জন্য একটা অবশ্য গাহিতব্য গানে পরিণত হয়েছিলো। আবার মাচো জাফর ইকবালের কল্যাণে সেযুগের নারী দর্শকদের কাছেও গানটি ছিলো সেরকম জনপ্রিয়। ইউটিউবে লিটু আনামের অভিনয়ে একটা ভিডিও পাওয়া গেল, মূল ছবিরটা মনে হয় নেই। আপাততঃ দুধের স্বাদ ঘোলে মেটানো যাক।

কথা:
সুখে থাকো ও আমার নন্দিনী,
হয়ে কারো ঘরনী।
জেনে রাখো, প্রাসাদের বন্দিনী,
প্রেম কভু মরেনি।

চলে গেছো!
কিছুতো বলে যাওনি;
পিছু তো ফিরে চাওনি।
আমিও পিছু ডাকিনি,
বাঁধা হয়ে বাঁধিনি।
..... .... .... .... ....

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

২. একবার যদি কেউ (ছবির নাম: জন্ম থেকে জলছি মাগো)
সৈয়দ আবদুল হাদী -- সেসময়ের বাংলা ছায়াছবির গানকে যারা জনপ্রিয় করে রেখেছিলেন, তাদের প্রথম সারির একজন। তাঁর গাওয়া এই গানটিও দেবদাস গোত্রের লোকজনের মুখে মুখে শোনা যেত। ইউটিউবে "ক্ষুদে গানরাজ" অনুষ্ঠানের এক বাচ্চা মেয়ের (নাম বেলা) কন্ঠে গানটিকে পাওয়া গেল; দেব কি দেবোনা ভাবছিলাম, পরে দেখলাম, গানের অর্থ বুঝুক আর না বুঝুক, সে খারাপ গায়নি। তবে ইস্নিপসে সৈয়দ সাহেবের নিজকন্ঠের গানটি পাওয়া গেছে।

ইস্নিপসে পাওয়া গান:

Get this widget | Track details | eSnips Social DNA

ইউটিউবে পাওয়া ভিডিও:

কথা:
একবার যদি কেউ ভালোবাসতো
আমার নয়নদুটি জলে ভাসতো আর ভালোবাসতো
এজীবন তবু, কিছু না কিছু, পেতো

যদি এমন হতো একটি কথা
আমায় বলে কেউ ভেঙে দিতো সব নীরবতা
এজীবন তবু কিছু না কিছু পেতো
..... ..... ...... ..... ....

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৩. চুমকি চলেছে (ছবির নাম: দোস্ত-দুশমন) তৃতীয় গানটিও বিরহী পুরুষদের জন্য, তবে এখানে এখনও দুঃখ এসে ভর করেনি, বরং সেযুগের সিনেমাতেও যে টাংকিবাজীকে একটা প্রচ্ছন্ন আস্কারা দেয়া হয়েছে, খুরশীদ আলমের গাওয়া এগানটিই তার প্রমাণ।
কোন এক প্রোগ্রামে খুরশীদ আলমের কন্ঠেই গাওয়া গানটি পাওয়া গেছে ইউটিউবে, উপভোগ করুন। ইস্নপসের ভার্সনটিও তুলে দিলাম।

ইউটিউব:

ইস্নিপসে পাওয়া গানটি শুনুন:

Get this widget | Track details | eSnips Social DNA

কথা:

চুমকি চলেছে একা পথে,
আরে! সঙ্গী হলে দোষ কি তাতে,
হার মেনেছে, দিনের আলো,
রাগলে তোমায় লাগে আরো ভালো।
হেই, চুমকি চলেছে, একা পথে।
..... ..... ...... ..... ....

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৪. বন্ধু তিনদিন (ছবির নাম: কসাই)

এটাও বিরহের গান, তবে আগের গানটির মতোই এতেও দেবদাসীয় কষ;টের ছোণনয়া নাই। বোঝা যায়, সবযুগেই বিরহে আনন্দ পেয়েছে একদল মানুষ। তাই তিন তিনদিন বন্ধুর বাড়ীতে গিয়ে না পেয়েও মনের আনন্দে নেচে নেচে গান গায় কেউ কেউ।
রুনা লায়লার স্টেজ পারফরম্যান্সে গানটির ভিডিও ইউটিউবে আছে, তবে রুনার স্টেজের পারফরম্যান্স দেখে আমার মনে হলো তিনি গানের প্রতি অবিচার করেন। এসব গানের এমন আবেদন যে এগুলোকে বদল করে না গাইলেই ভালো লাগেও। তাছাড়া আশপাশে নানান ধরনের লোকজন এসে নাচ-গান জুড়ে দেবে রুনার স্টেজে -- ভাবতে ভালো লাগেনা। তাও রুনার কন্ঠের গান বলেই কথা, তার ওয়াশিংটনের জগাখিচুড়ীসহই গানটি তুলে দিলুম।

বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম দেখা পাইলামনা,
বন্ধু তিনদিন!
গ্রামপার হইতে ছয়আনা, ফিরা আইতে ছয়আনা,
আইতে যাইতে বারোআনা, উশুল হইলোনা,
বন্ধু তিনদিন!

বুধবার অশুভযাত্রা, বিষ্যুদবারে মানা,
শুক্কুরবারে প্রেমপীরিতি হয়না ষোলআনা,
শনিবারেও গিয়া বন্ধু দেখা পাইলামনা।
..... ..... ...... ..... ....

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৫. বাড়ীর মানুষ কয় (ছবির নাম: ??) বিরহের গান অনেক হলো, বিরহ সাথে চটুলতা মিশ্রিত গানও হলো। এবার বাংলা ছবির সবচেয়ে চটুল গানটি এসেছে, এবং আনন্দের ব্যাপার হলো এটি বিরহের না। "বাড়ীর মানুষ কয় আমায়"!
রুণার কন্ঠে এ গানটি খুঁজে পেলামনা। লিজা নামে সম্ভবতঃ নতুন কোন গায়িকার গাওয়া গানটি পেলাম ইউটিউবে, ভালোই গেয়েছেন মনে হলো। তাহলে শুনুন।

কথা:
বাড়ীর মানুষ কয় আমায় তাবিজ করেছে,
পাড়াপড়শী কয় জ্বিনে ভূতে ধরেছে।
কি করে বলি ওদের
কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে।

আমি নাকি জলের ছলে যাই ঘাটে,
আমার নাকি পথ চেয়ে দিন কাটে!
কি বলে ছাই বুঝিনা,
মন্দ ভালো বুঝিনা,
শুধু জানি মনের ঘরে চোর এসেছে।

আমি এখন নিজের কানে দেই তালা,
বিধি নিষেধ শুনলে করে গা জালা,
যা বলে তা মানিনা,
মন্দ ভালো জানিনা,
শুধু জানি কারো চোখে চোখ পড়েছে।
..... ..... ...... ..... ....

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৬. আমার গরুর গাড়ীতে (ছবির নাম: ??)
একসময় বাংলা ছবিতে ইলিয়াস কাঞ্চন বললেই কান টানলে মাথার মতো সুচরিতার নাম চলে আসতো। এদুজন জুটি হিসেবে দর্শকের মন জয় করেছিলেন। ইলিয়াস টিকে থালেও সুচরিতা হারিয়ে গেছেন অনেক আগেই ছবির জগত থেকে। তবে তাদের "মার গরুর গাড়ীতে" গানটি সম্ভবতঃ আরো অনেকদিন টিকে থাকবে। চমৎকার একটি হালকা চটুল চালের গান।

কথা:
আমার গরুর গাড়ীতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধূ সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুরবাড়ী নিয়ে

যা, যা!!
তোমার ভাঙা গাড়ীতে আমি যাবোনা
কারো ঘরের ঘরনী আমি হবোনা
করবোনা তো কোনদিনও বিয়ে

হে যাবো তোমায় শ্বশুরবাড়ী নিয়ে
..... ..... ...... ..... ....

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৭. ও চোখে চোখ পড়েছে (ছবির নাম: অনন্ত প্রেম)
বিরহের গানও অনেক হলো, হালকা চপল গানও হলো। তবে হারানো দিনের গান বললে এখনও খানিকটা ধীরগতির, একটু গভীরতাপূর্ণ কথার গানকেই বোঝানো হয়। বাংলা ছবিতে এরকম গান হয়েছে অনেক, এদের মধ্যে কয়েকটি বাচাই করে যোগ করলাম। প্রথমেই, ও চোখে চোখ পরেছে যখনই! ইউটিউবে পাওয়া গানটি নতুন শিল্পীরা গেয়েছেন টিভির কোন একটি গানের অনুষ্ঠানে। চমৎকার গেয়েছেন দুজনেই।

কথা:
ও চোখে চোখ পড়েছে যখনি
তুমি হলে মনের রাণী
তোমার দৃষ্টি যেনো ছোবল হানে
যখন তখন শুধু আমার প্রাণে, ওরে কালনাগিণী

ওচোখে চোখ পরেছে যখনি
আমি হলেম কলঙ্কিনী।
আমার অঙ্গ ঢাকে আটপৌরে শাড়ী,
মনটা থাকে সদাই বাহির বাড়িতে,
ওরে উদাসিনী,
ও চোখে চোখ পড়েছে যখনই।
..... ..... ...... ..... ....

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৮. গান হয়ে এলে (ছবি: নীল আকাশের নীচে)
ফেরদৌসী রহমানের গাওয়া আমার অতি প্রিয় একটি গান এবার। ফেরদৌসী রহমানের গলার কারুকাজ দেখুন, এখনও সেরা! অল্প কিছু কথা, অথচ সূর আর গলার কাজে অসামান্য হয়ে উঠেছে।
ইউটিউবে পাওয়া গেলোনা, সমস্যায় পড়েছিলাম, তবে কপাল ভালো -- ইস্নিপসে পেয়ে গেলাম।

Get this widget | Track details | eSnips Social DNA

কথা:
গান হয়ে এলে, মন কেন বলে,
সারাবেলা এত সুর নিয়ে
নিজেরে কেমনে বলো রাখি লুকিয়ে?

ওগো মোর ভাবনা, ওগো মোর কামনা,
এ শিশু জীবনে তবু তোমারে কেনো বুঝিনা?
এ কেমন অলংকারে, দিলে জড়িয়ে!

তুমি মোর নয়নে, তুমি মোর স্বপনে
যে ছবি এঁকেছো সে তো শুধুই রবে গোপনে।
এহৃদয় অহংকারে, দিলে ভরিয়ে!

/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/_/

৯. চেনা চেনা লাগে (ছবির নাম: সূর্য্যকন্যা)

এ গানটি হয়তো আগে থেকেই হারানো দিনের গানের স্ট্যাটাস অর্জন করেছে। তাও, নতুন হারানো দিনের গানের লিস্ট হোক আর যাই হোক, েটাকে এড়ানো গেলোনা।

কথা:

চেনা চেনা লাগে, তবু অচেনা
ভালোবাসো যদি, কাছে এসোনা।

এলোমেলো পথচলা,
মনে মনে কথা বলা।
আকাশভরা, স্বপনঝরা,
আকুল করা বেদনা,
ভালোবাসো যদি, কাছে এসোনা।

তুমি আমি যেনো নদী,
চলে যাবো নিরবধি,
অজানা বেশে, যেখানে এসে
আঁধারে মেশে দুজনা।
ভালোবাসো যদি, কাছে এসোনা।

একটা নোট:
গানগুলোর কথা তুলে রাখতে গিয়ে দেখলাম অধিকাংশ গানেরই কথা খুব কম!
সবগুলো গানের কথা পুরোপুরি লিখিনি, বাংলা ভাষায়ই তো, শুনতে শুনতে বুঝে নেবেন। হাসি

রোমান্টিক গানের আসর এখানেই শেষ।

এরপর কখনও হয়তো নন-রোমান্টিক গানের একটা আসর করা যাবে। সবাইকে ধন্যবাদ।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১। "সুখে থাকো ও আমার নন্দিনী" যতদূর জানি কোন ছায়াছবির গান নয়। সত্তরের দশকের হার্টথ্রব/সেলিব্রেটি জাফর ইকবালের এই গান আর "দূরে চলে গেলে যদি" কোন মুভির ব্যাকআপ ছাড়াই জনপ্রিয় হয়েছিল।

২। "একবার যদি কেউ ভালোবাসতো"-এর আরেকটা ভার্সান আছে একই ছবিতে সামিনা (নবী) চৌধুরীর কন্ঠে।

৩। "চুমকী চলেছে একা পথে" শোলের বাংলা ভার্সান "দোস্ত-দুশমন"-এর গান।

৪। "বন্ধু তিনদিন তোর বাড়িত গেলাম" আমজাদ হোসেনের "কসাই" ছবির।

৫। "বাড়ীর মানুষ কয় আমায়" -এ অভিনয় করেছিলেন অঞ্জনা, ছবির নাম মনে পড়ছেনা।

৬। "আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে", বহু চেষ্টা করেও সামিনা-এণ্ড্রু-র গাওয়া এই ছবির নাম মনে পড়লনা।

৭। "ও চোখে চোখ পড়েছে যখনি" অনন্ত প্রেম ছবির এই গান গেয়েছেন সাবিনা ইয়াসমীন-মোহাম্মদ খুরশীদ আলম।

৮। "গান হয়ে এলে" - আপনার তথ্য সঠিক বলে মনে হচ্ছে, যদিও ছবির নাম নিয়ে একটু সংশয় আছে।

৯। "চেনা চেনা লাগে তবু অচেনা" সূর্য্যকন্যা ছবির গান শ্যামল মিত্রের গাওয়া। আপনার আগের পোস্টের মন্তব্যে এই তথ্য জানিয়েছিলাম।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দৃশা এর ছবি

আপনে তো পুরা সিনেমাখোর!!! অ্যাঁ
---------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

পান্ডবদা নিশ্চিত টিফিনের টাকা বাচাইতো আর স্কুল পালাইয়া .... চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি সিনেমাখোর কথাটা এই অর্থে সত্য যে এর অপ্রয়োজনীয় খুঁটিনাটি বিষয়গুলো আমার মাথায় থাকে। আমি রেডিওতে সিনেমার গান আর ট্রেইলার শুনে বড় হওয়া প্রজন্ম। তাই আমার দেয়া তথ্য আপনাদেরকে অবাক করলেও তাতে অবাক হবার কিছু নেই।

টিফিন খাবার জন্য পয়সা দেয়া হত না, তাই টিফিনের পয়সা বাঁচিয়ে সিনেমা দেখার উপায় ছিল না। তবে ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখেছি বটে তবে তা ভিসিআর-এ হিন্দী ছবি আর কুংফু-কারাতে ভরপুর (যেমন স্নেকস অন দ্য মাঙ্কিস শ্যাডো) ইংরেজী ছবি।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জ্বিনের বাদশা এর ছবি

আপনি তাইলে ব্রুস লী'র ফ্যান!
চাইনীজদের ব্রুস লী ক্রেজ দেখলে আমার মনে হয়, এই লোক সম্ভবতঃ জন লেনন আর এলভিসের চেয়েও বড় লিজেন্ড
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি কোন লী'র ফ্যান না। কুংফু-কারাতে ১৯৮৬ সালের সাথে সাথে বিদায় নিয়েছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

জ্বিনের বাদশা এর ছবি

হায় হায়! "সুখে থাকো" সিনেমার গান না!!!! থাক, দিয়েই যখন ফেলছি, থাকুক!

বস্ আপনারে স্যালুট!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নীহার এর ছবি

"আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে" মনে হয় 'আঁখিমিলন' ছবির গান!!

দৃশা এর ছবি

(তালিয়া) (তালিয়া) (তালিয়া)
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সোহিনী এর ছবি

পুরনো বাংলা ছবি বলতে এই অনবদ্য গানটিকে জায়গা দিতেই হবে। পুরনো বাংলা ছবির অন্যতম সেরা রোম্যান্টিক গান -

(Description: Anjuman Ara Begum and Najmul Huda on Rekha and Shubhash Dotto. The movie was Harono Din, the second Bangla movie made in Dhaka I believe.)

কথা

নারী:
"অভিমান কোরোনা, তুমি কি গো বোঝোনা
এ যে শুধু মন নিয়ে মনে মনে ছলনা"

পুরুষ:
"যার লাইগা হায় কাইন্দা মরি রে, সে জন বোঝেনা
মনের দু:খ্যে মরলাম আমি, মন যে পাইলাম না"

নারী:
"হায় আল্লা! মন খারাপ
এ কথা কি জানোনা, অভিমান বোঝোনা
তোমারে যে ভালোবাসি তা কি তুমি মানোনা
আর তুমি প্রিয়তম অভিমান কোরোনা"

পুরুষ:
"নারী, ছলনায় তোমরা হয়েছ জয়ী
দেবতারা বোঝেনি তোমাদের মন
তুমি নারী মিথ্যা ছলনাময়ী
নারী!" মন খারাপ

নারী:
"যার লাইগা হায় কাইন্দা মরি রে, সে জন বোঝেনা
মনের দু:খ্যে মরলাম আমি, মন যে পাইলাম না"

পুরুষ:
"তাই নাকি?
অভিমান কোরোনা, তুমি কি গো বোঝোনা?
এ যে শুধু ..." অ্যাঁ

দ্বৈতকণ্ঠে:
"অভিমান কোরোনা, তুমি কি গো বোঝোনা?
এ যে শুধু ..." চোখ টিপি
অত:পর:
"লাল্ লাল্ লা ও হো হো লাল্ লাল্ লা পম্ পম্ পম্ ..."

ইত্যাদি.... দেঁতো হাসি

জ্বিনের বাদশা এর ছবি

জটিলস্য একটা গান দিলেন!! চলুক

তবে, এটা কি অলরেডী হারানো দিনের গান স্ট্যাটাসপ্রাপ্ত না?
এই অনুষ্ঠানে নতুনভাবে কিছু গানকে স্ট্যাটাস দেয়া হয়েছে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

গোলাপী এখন ট্রেনের একটা স্পেশাল গান ছিলো ....পান্ডবদা বা দৃশাদি, মনে আছে?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

দৃশা এর ছবি

এই মুহুর্তে তো এগুলার কথাই মনে পড়ে। আপনি কোনটার কথা কন?
আছেন আমার মোক্তার-

Get this widget | Track details | eSnips Social DNA

হায়রে কপাল মন্দ-

Get this widget | Track details | eSnips Social DNA

আর এইটা-

Get this widget | Track details | eSnips Social DNA

--------------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

ইউরেকা! ইউরেকা!!

"হায়রে কপাল মন্ড, চোখ থাকিতে অন্ধ, এজীবন জইলা পুইড়া শেষ তো হইলোনা ..."
জিনিয়াস গান!!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

১। আছেন আমার মোক্তার, আছেন আমার বারিস্টার- সৈয়দ আবদুল হাদী
২। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ- সাবিনা ইয়াসমীন (সাথে আনোয়ারার কন্ঠও আছে)
৩। আইছে জামাই সাহেব হইয়া বইছে মুখে রুমাল দিয়া- সম্ভবতঃ রুলিয়া আজম
৪। ও তোদের মা জননী- সৈয়দ আবদুল হাদী-সাবিনা ইয়াসমীন



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সোহিনী এর ছবি

আরো একটি মণিমুক্তো, হারানো দিন ছবি থেকে এটিও--

সোহিনী এর ছবি

এগুলোও রাখা হোক --

কী মিষ্টি এ সকাল:


হয়তো তোমারি জন্য:

জ্বিনের বাদশা এর ছবি

আপনিও তো দেখি পান;ডবদার চেয়ে কম যাননা!!! চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

- "আমার গরুর গাড়িতে" - এটা আমার অসম্ভব প্রিয় একটা গান। এই একটা গান আমি সাফল্যের সাথে পুরোটাই "আবৃত্তি" করতে পারি। দেঁতো হাসি

কিন্তু ভ্রাতঃ টাংকীবাজিকে কি 'দুষ্টুকাজ' বললেন? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জ্বিনের বাদশা এর ছবি

"দুষ্টু" কিন্তু, "দুষ্ট" নয় ... খিয়াল কইরা চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তানবীরা এর ছবি

http://www.youtube.com/watch?v=Mrv01om90F4

একটা গান ছিল, ববিতা ফারুক রওশন জামিল আর গরু ছাগল সমেত নৌকায়, আমার গুষ্টি আমার ছাও, আমারে কয় ম্যাও, কলিকালের রকম সকম বুঝি না। একবার এই গান গাওয়ার অপরাধে স্কুলে শাস্তি খেয়েছিলাম। গানটা আমার অল টাইম ফেভ। কেউ খোজ জানলে আমারে একটু মেল বা ম্যাসেজে পাঠিয়ে দিয়েন না। প্লীজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জ, মানুষের পিত্তি জ্বালাইতে আমি আবার খুব ভালো পাই দেঁতো হাসি দেঁতো হাসি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জ্বিনের বাদশা এর ছবি

এটা "তেরো নম্বর ফেকু ওস্তাগারলেন" ছবির না?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

তানবীরা এর ছবি

না ঐটা গ্রামের ছবির গান আর তেরো নম্বর শহুরে পটভুমিতে করা। রাজ্জাক হীরো।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জ্বিনের বাদশা এর ছবি

আমি তো দেখি সব তালগোল পাকিয়ে ফেলছি ...নাহ, মেমোরীতে আসলেই জং পড়ছে মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

গানের শুরু "আহ্লাদী এক ঢ্যাঁপের খই অ্যাতো ঠমক পাইল কই রূপের ঠেলায় চউখে কিছু দেখে না, ও দাদী রূপের ঠ্যালায় চউখে কিছু দেখে না" মোহাম্মদ খুরশীদ আলম-সাবিনা ইয়াসমীন-রওশন জামিলের গাওয়া এই গানের ছবির নাম মনে নেই।

বিঃদ্রঃ তাতা-পু যে কী জিনিষ সামনা-সামনি দেখে বুঝি নাই। তখন মনে হয়েছিল ফ্রাইড ফিশটা টার্ন করে খেতে জানেন না। এখন একটু একটু করে বোঝা যাচ্ছে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ইশতিয়াক রউফ এর ছবি

দারুণ সব গানের সংকলন হচ্ছে এই সিরিজে।

জ্বিনের বাদশা এর ছবি

আপনাদের প্রজন্মের কাছে বাংলা ছবির হারানো দিনের গান কোনগুলো?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জি.এম.তানিম এর ছবি

দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুমন চৌধুরী এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।