(প্রথমেই বলে রাখি এই পোস্টটা আজ দুবার দেব; দুঘন্টা পর আবার পোস্টটা দেব ... একজন চাইলে দুবারই অংশ নিতে পারবেন)
এখানে কগনিটিভ সাইন্সের একটা রিসার্চের রেজাল্টকে ভেরিফাই করে দেখতে চাই। সবাই প্লিজ অংশগ্রহন করুন, পাঁচ মিনিটের বেশী সময় লাগবেনা।
==============================
ধরুন সুমন নামের ৬ বছরের একটি বাচ্চা, ছবিতে (আমার গ্রাফিক্স কিরকম অসাধারন দেখতেই পাচ্ছেন , লাল রঙের বলটা নিয়ে অনেকক্ষণ খেলাটেলা করে, তারপর বলটাকে ছবির বক্সে রেখে পানি খেতে গেল। উপরের ছবির (A)দেখুন।
তো সুমন যখন পানি খেতে গেল, তখন তার বড় ভাই রুমন এসে বলটাকে বক্স থকে তুলে বাস্কেটে রেখে, এরপর উপরের ছবির বক্স, বাস্কেট, বাকেট আর পটকে পজিশন অদলবদল করে ছবি(B)এর মতো করে রেখে চলে গেল।
পানি-টানি খেয়ে আবার হেলতে দুলতে সুমন চলে আসল তার ডেরায়, বলটা নিয়ে আরো কিছুক্ষণ খেলবে বলে।
এখন আপনাকে ধারনা করতে হবে যে বলটাকে নেয়ার জন্য সুমনের কোন পাত্রটাতে প্রথমে খুঁজে দেখার সম্ভাবনা কতটুকু?
মানে এভাবে:
১. বক্স : -- %
২. বাস্কেট : -- %
৩. বাকেট : -- %
৪. পট : -- %
আশা করি সবাই অংশগ্রহন করবেন।
=============================
এই টেস্টটা দিয়ে বোঝা যাবে যে জ্ঞান মাঝে মাঝে ঘাপলা বাঁধায় কিনা।
ধন্যবাদ।
মন্তব্য
১. বক্স : ১০ %
২. বাস্কেট : ৮০ %
৩. বাকেট : ৬ %
৪. পট : ৪ %
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
১. বক্স : ৩০ %
২. বাস্কেট : ৬০ %
৩. বাকেট : ৫ %
৪. পট : ৫ %
বাস্কেট 75%
বক্স 10%
বাকেট 10%
পট 5%
বক্স ১০০%।
হাঁটুপানির জলদস্যু
১. বক্স ৫০%
২. বাস্কেট ৫০%
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
box 100%
প্রথমে বক্সে যে খুজবে সেটা নিশ্চিত। তারপর বক্সে বলটা না পেয়ে আবার বক্সে খুজবে, এইবার তন্নতন্ন করে। বক্সটা উল্টেও দেখতে পারে। কিন্তু অন্য কিছুতে খোজার কোনো মানেই আমি দেখি না।
বক্সে না পাওয়া গেলে তারপর সুমন ধরে নেবে যে কাজটা তার বড় ভাইয়ের কাজ। সুতরাং আর গরু খোজাখুজি না করে চিল্লানি দিয়ে ভাইকে বল কই জিঙ্গাসা করবে।
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
বাস্কেট ১০০%
-যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
গুড!!
বেশ কয়েকজন অংশ নিয়েছেন ,,,অনেক অনেক ধন্যবাদ।
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
প্রথমেই বক্স খুজবে,কারন সে সেখানেই রেখে গিয়েছিল।
তবে ৬ বছরের কম বাচ্চা হলে বাস্কেটেও খুজতে পারে প্রথমে।
basket---60%
box------40%
==============================
আমিও যদি মরে যেতে পারতাম
তাহলে আমাকে প্রতি মুহূর্তে মরে যেতে হত না।
box = 100%
বাস্কেট ৭০%
বক্স ৩০%
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
বক্স ৫০%
বাস্কেট ৩০%
বাকেট ১০%
পট ১০%
যদি বলটা আগেই বাইরে থেকে না দেখতে পায় তাহলে অবশ্যই বক্সে গিয়ে খুঁজবে - সে ৬ বছরই হোক আর ৬০ বছর হোক।
আমার ভোট: বক্স ১০০%
কি মাঝি? ডরাইলা?
সার্ভের রেজাল্ট আপডেট দিচ্ছি
বক্স: ৭১৫(৫৫%)
বাস্কেট:৫৩০(৪০.৭%)
বাকেট:৩১(২.৪%)
পট: ২৪(১.৯%)
এখনও কেউ অংশ নিতে চাইলে নিতে পারবেন ,,, ব্যাখ্যাটা শীগগিরই দেব ,,,সময় করে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
নতুন মন্তব্য করুন