প্রতীতির বর্ষবরণ
সিডনিতে বরাবরই বেশ জাঁক-জমক ভাবেই নববর্ষ পালন করা হয়। প্রতি বছরের মত এবারও সিডনির এ্যাশফিল্ড পার্ক এর বটমূলে বাংলার নতুন বছর কে বরণ করে নিল প্রতীতি। প্রতীতি সিডনির একটি সংগীত গোষ্ঠি। বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সিরাজুস সালেকিন, যিনি পরিচালনা করছেন এবং নিজ হাতে গড়েছেন এই গানের গোষ্ঠি, যার অন্য পরিচয় প্রখ্যাত লোকসংগীত শিল্পী ও ভাষা দিবস গানের রচয়িতা ও সুরকার মরহুম আবদুল লতিফ এর ছেলে। প্রতীতির বর্ষবরণ উৎসব বাংলাদেশের বৈশাখী মেলার মতই হইচই আনন্দে ভরপুর হলেও একটু ভিন্নধর্মী।
যারা সিডনির বাইরে আছেন তাদের জন্য এ্যাশফিল্ড পার্ক এর বৈশিষ্টটা বলে রাখছি। রমনা বটমূলের মতই এখানেও বহুপুরানো অনেক গাছের সমাবেশ রয়েছে। ভাষা শহীদের স্মরণে এই পার্কে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে প্রতিবছর শহীদ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের দিন ভোর ৪টা-৫টা থেকে মাঠ আর মঞ্চের সাজসজ্যা, সাউন্ড ব্যালেনস সুরু করা হয় এবং ঠিক ৯.৩০ এ অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠান শুরু হয় সরদ এবং ভৈরবী রাগ দিয়ে। হালকা শীতের সকালে, মাঠে গাছের নিচে প্রতীতির বর্ষবরণের গান প্রবাসী বাঙালীদের কিছুক্ষণের জন্য মনে করিয়ে দেয় রমনার বটমুল, বৈশাখের আমেজ, নববর্ষের আনন্দ।
প্রতীতির গান ও কবিতা পাঠের আসরের পাশাপাশি অনুষ্ঠানের অন্য আকর্ষণ হল প্রতি বছর প্রতীতি একজন কে বেছেনেন ঐ বছরের "সেরা বাঙালি" হিসেবে যাকে অনুষ্ঠানের দিন পুরস্কৃত করা হয়। তাছারাও উপস্থিত দর্শকদের মাঝে বেছে নেয়া হয় "সেরা বাঙালী সাজ" এর একজন নারী ও পুরুষকে। ছোট ছোট শিশুদের জন্যও ছিল গল্প শোনার আসর।
আমার জানামতে সিডনির এই এ্যাশফিল্ড পার্কেই একমাত্র ছায়ানটের মত প্রতীতি এভাবে নববর্ষ পালন করে। পরবর্তী প্রজন্মদের বাংলা সংস্কৃতি বুঝতে এবং ধরে রাখতে সাহায্য করার জন্যই প্রবাসে প্রতীতির এমন আয়োজন। আমরা যারা দেশের বাইরে বড় হয়েছি, হচ্ছি, যারা কখনও দেশে বৈশাখী মেলা দেখিনি বা রমনার বটমূলে গান শুনতে যায়নি তারা প্রতীতির অনুষ্ঠানে সেই বৈশাখি আমেজ অনুভব করতে পারি।
মন্তব্য
সারা পৃথিবী জুড়ে বাঙালির জয়যাত্রা অব্যাহত থাকুক। তথ্যবহুল পোস্টের জন্য মুমুকে অনেক শুভেচ্ছা ও বিপ্লব।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
আমার প্রথম বিপ্লব অনেক অনেক ধন্যবাদ অমিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
চেয়ার গুলো ছাড়া পুরো আবহটাই রমনার বটমূল !
চমৎকার ফিচারের জন্য ধন্যবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আপনাকেও ধন্যবাদ থার্ড আই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনি তথ্য গোপনের চেষ্টা করছেন! কারা কারা অনুষ্ঠানে গান গেয়েছেন তাদের নাম কই?
~রেনেট
গোপনের চেষ্টা করব কেনো ... এত সবার নাম আপনাকে পরে জানাবো
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
প্রতীতির বর্ষবরণ ... লেখাটি পড়লাম। প্রাণবন্ত বর্ণনা।
এক অলিখিত আনন্দ অনুভব করছি।
শুভেচ্ছা ...।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
আপনাকে আনন্দ দিতে পেরে আমারো আনন্দ লাগছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
- হ, কতো কিছু জানেরে!
এ্যাশফিল্ডের পিৎসাহাটে বসে একবার একটা ডাহা সাইজের বীফ পিৎসা খেয়ে ফেলেছিলাম ক্ষুধার চোটে। কাউন্টারের ব্যাটা আমার দিকে তাকিয়ে ছিলো হা করে। আর বন্ধুরা আমার নাম দিয়েছিলো, "অদ্ভুত পিৎসাখোর!"
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অদ্ভুত পিৎসাখোর ভাই মেলা মিস করলেন এবার
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ধন্যবাদ।
আশা করি সিডনির সাংস্কৃতিক খোঁজ খবর নিয়মিত জানতে পারবো।
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
চেষ্টা করব যতটা সম্ভব জানাতে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
প্রথম জেনারেশনের প্রবাসী বাঙালিরা দেশের বাইরে নিজের পরিচয় দাঁড় করিয়েছিল হয় এশিয়ান - না হয় ইন্ডিয়ান - না হয় মিসকিন
সেই পরিচয়টা আস্তে আস্তে ঘুঁচে বাঙালিরা ভেতরে বাইরে বাঙালি হয়ে উঠছে আবার...
হাহাহা মিসকিন মনে হয় কখনও বলতে হয়নি
তবে আপনি ঠিকই বলেছেন প্রথম জেনারেশনের প্রবাসী বাঙালিদের অনেক অসুবিধার সম্মুখিন হতে হয়েছে, কিন্তু এখন অন্যরকম। অন্যান্য দেশের কথা জানিনা, সিডনিতে বাঙালিরা খুব ভাল ভাবে আছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু, অফটপিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করিঃ
সিডনীতে একটা বাংলা রেডিও চ্যানেল আছে, একুশে বেতার সিডনী। সম্ভবতঃ রোববারে দেড় ঘন্টার অনুষ্ঠান প্রচার করে। অনলাইনে শুনছি- গত বেশ ক'বছর ধরে। এবার শুনলাম - তারা অলিম্পিক মাঠে (?) নববর্ষ পালন করবে, সকাল দশটা থেকে রাত দশটা। আপনি যে অনুষ্ঠানের কথা বললেন, সেটা মনে হয় একুশে বেতারেরটা না। একুশে বেতারের প্রোগ্রাম কেমন হলো, কোনো খবর জানেন?
আপনি ঠিকই শুনেছেন। আমি মাত্র একটু আগেই ঐ মেলা থেকে আসলাম । অলিম্পিক মাঠেই হয়েছে, খুব মজা হয়েছে যদিও বৃষ্টি হল কয়েকবার তারপরও সবাই খুবি এনজয় করেছে Fireworks ও করেছিল ওরা।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
রেনেটের সাথে একমত।
শুধু গান কারা গেয়েছে, তার লিস্টিই না, সেরা বাঙালী সাজে সেরা নারী কে হলো সেটাও আমরা জানতে চাই।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হাহাহা লিস্ট দিব, সেরা বাঙালি সাজে যিনি হয়েছেন তাকে তো আর আপনারা চিনবেন না। আমি প্রতীতির একজন তাই হওয়ার কোনও সুযোগ ছিলোনা কারণ।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এই পোস্টটার আপনাকে (বিপ্লব) না দিয়ে থাকতে পারলাম না।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
.... আরেকটা বিপ্লব ...
আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
দান দান তিন দান...
মুমু আপুর সুন্দর ফিচারের জন্য (বিপ্লব)
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
... আপনার দয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নতুন মন্তব্য করুন