• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

দেয়ালের সাথে বিয়ে !!

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: সোম, ১৬/০৬/২০০৮ - ১১:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সেদিন খবরের কাগজে খবরটি দেখে আমি হতবাক, ভাবলাম হয়ত পাঠকদের চোখে পরার জন্যই হয়ত এমন শিরোনাম, কিন্তু না। লেখা পড়ে বুঝতে পারলাম ঘটনা একশত ভাগ সত্যি। আজকালকার যুগে সভ্য মানুষেরাও যে এমন করতে পারে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল।

যাইহোক ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করি আপনার মতে প্রেম-ভালবাসা মানে কি? আমরা সবাইতো জীবনে কাউকে না কাউকে ভালবেসেছি, বাসছি এবং বাসব। ক্ষণিকের জন্য হলেও এ ভালবাসা আমাদের সবার জীবনেই কখনো না কখনো এসেছে। হোকনা সে চুপিচুপি, মনেমনে বা সবাইকে জানিয়ে।

এই লেখাটি পড়ার পর আমি ভেবে দেখলাম যে মানুষ মাত্রই ভালবাসে। কিন্তু এ ভালবাসার রূপ নির্ভর করে পাত্রের ওপর। যেমন বাবা-মা, ভাই-বোন এর প্রতি ভালবাসা এক রূপ। আবার আমাদের পোষা কুকুর, বিড়াল, পাখি, মাছ, ব্যাঙ, সাপ এমনকি ফুলের গাছ, আম গাছ এরকম আরও কতকিছুর প্রতি আমাদের ভালবাসা আরেক রূপ যা এক ধরনের মমতাবোধ থেকে আসে। তাই যে কোনো জীবকেই আমরা ভালবাসতে পারি।

তবে জড় পদার্থকে কি আমরা ভালবাসতে পারি? কেন নয়, অবশ্যই পারি। ভেবে দেখলাম আমিওতো আমার ব্যাগ, জুতা, ফোন, আইপড, পিএসপি ইত্যাদিকেও ভালবাসি। তবে আবারো সেটা শুধুই মমতাবোধ আর মানুষের মমতাবোধতো যে কোনো কিছুর জন্যই হতে পারে।

কিন্তু লেখাটিতে যে ভালবাসার কথা বলেছে তা শুধু মায়া, মমতাবোধে সীমাবদ্ধ নয়। শিমুল আপুর "কত্ত রঙ্গের ভালোলাগায়" আবার পরিবর্তনশীল ভাইয়ের "মেয়ে টু দি পাওয়ার ইনফিনিটি" সিরিজ গুলোতে দেখেছি নারীর প্রতি পুরুষের আকর্ষণ, আবার পুরুষের প্রতি নারীর আকর্ষণ। যদি বলি এমন আকর্ষণ বা ভালবাসা কেবল মাত্র নরের নারীর প্রতি বা নারীর নরের প্রতিতে সীমাবদ্ধ নেই, সেটা জড় পদার্থের ওপরও কখনো কখনো হতে পারে? আশ্চর্য হচ্ছেন? হুমমমম আমিও হয়েছি। :s

ভালবাসার এ অস্বাভাবিক রূপ হল এক ধরনের অসুখ। এই অসুখের নাম হল অবজেকটাম সেক্সুয়ালিটি। এই অসুখের কিছু আশ্চর্যজনক, আজগুবি কাণ্ডের বা পাগলামীর নমুনা দিচ্ছি নিচে।

প্রথম মনোরোগি
এক সুইডিস মহিলা এখন যার বয়স এখন ৫৪, দীর্ঘ ২৯ বছর সংসার করেছেন "বার্লিন ওয়াল" এর সাথে। বিয়ের পর নিজের নাম পালটে নামও রেখেছেনে এলিজা রিট্টা বারলিনার মাউএর (বারলিনার মাউএর মানে জার্মান ভাষায় বারলিনের ওয়াল)। উনি বলেছেন ওয়ালকে ছেলেবেলায় টিভিতে দেখেই উনি এর প্রেমে পড়ে যান আর ওয়ালের ছবি যোগাড় করা শুরু করেন। ওয়ালটিকে দেখতে যাওয়ার জন্য টাকাও জমা করা শুরু করেন তখন থেকেই। এরপর পাঁচ বার ডেট করার পর ১৯৭৯ সালে তাদের ষষ্ঠ ডেট এ উনি আর ওয়াল বিবাহবন্ধনে আবদ্ধ হন। উনি বলেন "লম্বা, পাতলা আর হরিযোন্টাল লাইনের জিনিস ওনার কাছে খুব সেক্সি বলে মনেহয়"। মানুষের দৃষ্টিতে কুমারী হলেও উনি তাদের এ দাম্পত্য জীবন ভালবাসায় পরিপূর্ণ বলে মনে করেন। আরো বলেন চীনের মহাপ্রাচীর বা দা গ্রেট ওয়াল ওফ চায়না নাকি ওনার কাছে এট্রাক্টিভ মনে হয় কিন্তু একটু বেশি মোটা।
যাইহোক এই বার্লিন ওয়াল যখন ১৯৮৯ সালে ভেঙ্গে ফেলা হয় তখন উনি অনেক কষ্ট পেয়েছিলেন। তবুও স্বামীকে ভেঙ্গে ফেলার পর থুক্কু মেরে ফেলার পরও তিনি স্বামীর একটা মডেল বাসায় রেখে সংসার করেছেন। আহ্‌! কত প্রেম। তবে তা বেশিদিন টেকেনি কারণ এখন উনার নতুন প্রেম হছে বাসার বাগানের দেয়াল।

দ্বিতীয় মনোরোগি
এক আমেরিকান আর্মি অফিসার, ৩৬ বছর বয়স, বিয়ে করেছেন ফ্রান্সের আইফেল টাওয়ার। উনি গতবছর এই লোহার স্মৃতিস্তম্ভের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নাম বদল করে রেখেছেন এরিকা লা আইফেল টাওয়ার। ওনার মতে পাবলিক জিনিসের প্রেমে পরার অসুবিধা হোল অন্তরংগ হবার অসুবিধা। উনি আরচারি বা ধনুবিদ্যায় ওয়ার্ল্ড চাম্পিয়ানও হয়েছিলেন।

তৃতীয় মনোরোগি
এমি ওলফ নামে আরেক আমেরিকান মহিলা, বয়স ৩২, নিউ ইয়র্কে থাকেন, যার প্রেমিক হোল নিউ ইয়র্কের খেলার মাঠের বাচ্চাদের এক খেলার রাইড। এতে আশ্চর্য হলে তার পূর্ব প্রেমিকের তালিকার কথা শুনুন, সেই তালিকায় আছে গান শোনার হাই-ফাই সিস্টেম যার নাম রেখেছেন জেক, চার্চের অরগান আর স্পেসশিপের মডেল সহ আর কিছু জড় পদার্থ।

অবজেকটাম সেক্সুয়্যালিটি নামে এ পাগলামির প্রায় অর্ধেকের বেশি মানুষের মাঝে আরেক ধরনের লক্ষণ দেখা যায় যার নাম "এস্পারগার সিম্পটম"। এই সিম্পটমের মানুষ জড় পদার্থকে ভালবাসলেও বিপরীত লিঙ্গের প্রতিও আকৃষ্ঠ হয়, আর তাদের কাছে জড় পদার্থ ভালবাসার কারণ অনেকটা ব্যাকআপ ভালবাসা হিসেবে। মনোবিজ্ঞানীরা বলেন এই পাগলামির কারণ হতে পারে ছেলেবেলায় সেক্সুয়াল এবিউস, প্রত্যাখ্যাত অথবা এবান্ডনমেন্ট থেকে। এইসব কারনে ওরা আস্তে আস্তে জড় পদার্থের ওপর নির্ভর করতে শুরু করে।
দুঃখজনক হোলেও এমন আজগুবি কান্ড পড়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছিলাম।

হায়!! এসব কি !!! সত্যজিত রায়ের গানটির কথা মনে পরছে, "কত রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাইরে কত রঙ্গ দেখি দুনিয়ায়"।
আসল নিবন্ধ টা এখানে পাবেন এখানে

বি.দ্র. কেউ আমার লেখায় কষ্ট পেয়ে থাকলে আমি দুঃখিত :(


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেক অজানা জিনিস জানা হলো। অবাক হলাম, চমকিত হলাম, আনন্দিত হলাম। আপনি সুন্দর করে লিখেছেন। ভাল লাগল খুব :-)
আসলেই কত রঙ্গের মানুষ যে আছে এই দুনিয়ায়! :-D

মুশফিকা মুমু এর ছবি

:) ধন্যবাদ অতন্দ্র প্রহরী, আপনার ভাল লেগেছে শুনে ভাল লাগল।
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

মজা পেলাম পঢ়ড়। ঐ সব পাগলাটে মানুষগুলোর জন্য মায়া হচ্ছে আমার।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

হুম আমারো হয়েছিল, তবে হাসাহাসির পর।
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

বড়ই বিচিত্র এই দুনিয়া! কতটুকুইবা জানা হলো তার! আপনার লেখা খুব ভালো লেগেছে।

মুশফিকা মুমু এর ছবি

ধন্যবাদ আখতারুজ্জামান ভাই :)
---------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মুহাম্মদ জহিরুল কাইয়ুম ভূঁইয়া এর ছবি

বড়ই চমৎকার! এক গাল হাসা গেল বহুদিন পরে। তবে এই সব পাগলদের জন্য সত্যিই কষ্ট হয়। হায়রে মানুষ; হায়রে জীবন; হায়রে বৈচিত্র্য।।।।।।।।

মুশফিকা মুমু এর ছবি

আপনাকে গাল ভরে হাসাতে পেরে খুব ভাল লাগছে :)
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্পর্শ এর ছবি

ভালবাসা ব্যপার টা বুঝিনা। কেন যেন এইসব অনুভুতি হয় না আমার !! :(
মাথায় খালি অন্য চিন্তা!! :-s
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি (এনটয়েশ্ট) এর ছবি

আপনে পুরা লাইনে আছেন। আমার এক দুস্ত প্রেমেভক্ত আরেক দুস্তরে কইছিলো, "আইচ্ছা ক' দেহি এইযে মন-প্রাণ-ভালোবাসা এইসবের শেষ কোন জায়গায়? সেইতো ঘরের দরজায় খিলই দিবি। আমিও দিমু, তাইলে এতো ঝামেলার রাস্তা ফলো করার কী দরকার আমারে বুঝা"!

স্পর্শ এর ছবি

:-?
দোস্তদের কথা কইলেন। কিন্তু আপনি কোন দলে সেইটা তো কইলেন না? !!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

দিগন্ত এর ছবি

আমি আমাদের দেশে এই একই ব্যাপারের আরেক মাত্রা দেখি। সাপ-ব্যাঙ-ছাগল-বানর এর সাথে মেয়েদের বিয়ে দেওয়া - কখনও গুণিনের পরামর্শে আবার কখনও প্রায়শ্চিত্ত করতে। দুনিয়া আজব ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

মুশফিকা মুমু এর ছবি

তবুও সেটাতো জোর করে কোন ধর্মিয় বিশ্বাসে বা অন্যকারনে, কিন্তু এতো নিজে থেকে ভালবেসে :s
---------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

হা হা হা...অতি বাস্তব কথা এইগুলা। এই যেমন আমি আমার পিসিটারে খুব ভালোবাসি। এইটা আর নেট থাকলে আমার দুনিয়ার আর কোন কিছুর দরকার নাই...

ওয়ালের সাথে বিয়ে... সেইরকম... Free Smileys & Emoticons at Clipart of.com

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

মুশফিকা মুমু এর ছবি

দারুন ইমোটিকন হিহিহি
সেটাতো আমিও বাসি, আমার জুতা গুলি সবচেয়ে বেশি, তবে পিসি ভালবাসলেও বিয়েতো আর করবানা, নাকি করবা? :s
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

আপনি কাজি হইলে ভাইবা দেখি। :D
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

মুশফিকা মুমু এর ছবি

=)) বিয়ে পড়াবোনা মানে ... আপনার পিসি গার্লফ্রেন্ড নিয়ে আজকেই আসেন পড়ায়ে দেই তবে সাক্ষী হিসেবে মাউস আর কিবোর্ড আনতে ভুলবেন না ;)
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

স্পর্শ এর ছবি

আমিতো আমার পুরাতন আদ্দিকালের পিসি টা এখনো প্যাকেট করে খাটের নিচে রেখেদিয়েছি!!
এইটা মনে হয় আমার প্রথম প্রেম!! :-?
এক বার হলে থাকতে আমাদের এক হলের বড়ো ভাই কে বিয়ে দিয়ে দিয়েছিলাম সবাই মিলে। তার পিসির সাথে !!! দারুণ মজা হইসিল।
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

ধুসর গোধূলি (এনটয়েশ্ট) এর ছবি

আমরা একবার আমাদের এক বান্ধবীকে সোহরাওয়ার্দী উদ্যানের এক গাছের সাথে বিয়ে দিয়ে দিছিলাম। এবং যথারীতি কাজীর দায়িত্ব পালন করেছি আমি। সেই বিয়ের পর ফুচকা আর চটপটি দিয়ে বরযাত্রী আপ্যায়ন আর ভেনাল এর কাঠালপাতার তেহারী দিয়ে উদযাপিত হয়েছে বৌভাত। :D

স্পর্শ এর ছবি

আহারে দারুণ মজা করছেন। অনেক 'বান্ধবী' ছিল দেখতেছি !! ;)
আমার বান্ধবী ভাগ্য... !! :(
শালার বুয়েটে কোন মেয়েই পড়ে না!! আর কম্পু তো আরো না। :(
নাইলে আমিও কত ফুচকা চটপটি খাইতাম !! :-s

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা তাই নাকি! তাড়াতাড়ি লিখেন এই মজার কাহিনী :D
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

আমার ল্যাপটপ আমার সবচেয়ে পছন্দের। কেউ ল্যাপটপ ধরতে আসলে সে ২ হাত দূরে থাকতেই ধমক দেই একটা। হৈ মিয়া, ল্যাপটপ দেখছো নাকি জীবনে? সাবধানে ইউজ করো বাবা। ল্যাপটপ ব্যাথা পেতে পারে।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

হি হি হি আমিও প্রথম প্রথম আমার ল্যাপটপ নিয়ে এমন করতাম কিন্তু এখন আর এত মায়া নাই, নতুন একটা কেনার পায়তারা করছি :p
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেজওয়ান এর ছবি

ধন্যবাদ পশ্চিমের দেশগুলোতেও এই ধরনের কুসংস্কার (বা পাগলামি) আছে এই বিষয়গুলো জানা ছিল না।

জানতে ইচ্ছে করছে কোন ছেলেও কি এভাবে কোন জড় পদার্থকে তাদের প্রেয়সী হিসেবে ভাবে?

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

মুশফিকা মুমু এর ছবি

নিশ্চয়ই করেছে কিন্তু এমন আজব কোনও ঘটনা পেলাম না। :(
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অচেনা কেউ এর ছবি

বাহ্‌ আজকাল দেখি মুমুর কাছ থেকে বেশ নিয়মিত লেখা পাওয়া যাচ্ছে।খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম তোমার লেখাটি।একদম অন্য স্বাদের লেখা।আসলে পশ্চিমা দেশগুলোর মানু্ষের সেক্সুয়ালিটি নিয়ে কটাক্ষ করতে চাইনা খালি একটা কথাই বলব পেটে ভাত থাকলে তো গায়ে তেল বেশি থাকবেই।আমাদের মতন তৃতীয় বিশ্বের গরিব মানুষগুলোকে এমন পাগলামো করতে শুনেছেন কি আপনারা কখনো? শুনবেনও না আশাকরি।আমার ব্যক্তিগতভাবে মনেহয় আমেরিকায় এমন গায়ে তেল বেশি পাগলের সংখ্যা পৃথিবীর অন্য কোন দেশের চেয়ে বেশি হবেই।আমেরিকার নাগরিকরা আমার কথায় কষ্ট পেয়ে থাকলে আমি লজ্জিত।আমি নিজেও ইন্টারনেটে আসক্ত একজন মানুষ, তাই বলে যে আমি যে সেক্সুয়ালিও এদের উপর আকর্ষণ অনুভব করি এমনটা অবশ্যই নয়।আগামী লেখার প্রত্যাশায় রইলাম।মুমু পাগলীর(আমি ওকে এটাই বলে ডাকি) জন্য আন্তরিক শুভকামনা।

মুশফিকা মুমু এর ছবি

শুভকামনা আর পড়ার জন্য অনেক ধন্যবাদ অচেনা, তবে যদি কখনও সামনে পর তাইলে এই পাগলি বলার জন্য কিন্তু মাইর খাবা ইন্টারেস্ট সহ :p ।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

মুমু আপু, আমিও হাসতে হাসতে গড়াগড়ি খাইলাম। এই রোগের নামগুলো psychology course করার সময় শুনেছিলাম। কিন্তু এতো সুন্দর কাহিনী শুনি নাই।

-নিরিবিলি

মুশফিকা মুমু এর ছবি

:D আমার মত তুমিও গড়াগড়ি খেয়েছো শুনে খুশি হলাম। আমারতো হাসতে হাসতে মুখ ব্যাথা করছিল। :p
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

থার্ড আই এর ছবি

মুগ্ধ হচ্ছি ,আপনার লেখা দিনে দিনে যেভাবে পরিপক্ক হচ্ছে, এই উন্নতিতে আপনাকে জাঝা
আর দেয়ালের কিংবা আইফেল টাওয়ারের সাথে বিবাহের কথা বলছেন ?? যে হারে শালি সংকট দেখা দিয়েছে অচিরেই আমদেরও এই পথই মাড়াইতে হইবে মনে হইতেছে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুশফিকা মুমু এর ছবি

অনেক ধন্যবাদ জাঝার জন্য, আসলে সচলে আপনাদের সব এত ভাল ভাল লেখা পড়েই লেখার ধরন কপি করা শিখছি আস্তে আস্তে :p
আর আপনার শালি বিষয়ের কমেন্টের জন্য আপনাকেও জাঝা
=))
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অচেনা কেউ এর ছবি

মুশফিকা মুমু লিখেছেন:
শুভকামনা আর পড়ার জন্য অনেক ধন্যবাদ অচেনা, তবে যদি কখনও সামনে পর তাইলে এই পাগলি বলার জন্য কিন্তু মাইর খাবা ইন্টারেস্ট সহ :p ।
‍‍

আমার মাইর দেওয়ার হিসেব ঠিক মতন রেখ কিন্তু, সুদে-আসলে কিন্তু বেশ ভাল একটা অংকে গিয়ে দাঁড়িয়েছে।তোমাকে নিয়ে তো সংশয়, হিসেব গুলিয়ে ফেলো কিনা !!!!

ইশতিয়াক রউফ এর ছবি

খবরটা মূল লিংকেই পড়েছিলাম। আমার কথাগুলো আগে অনেকেই বলে গেছেন। ঘুরে-ফিরে কথা তো দুইখানই।

প্রথমত, আমি তো মোটামুটি দুই সতীনের মাঝে পড়ে গেছি -- বিছানা আর কম্পিউটার। রাতে বিছানা-বৌয়ের কাছে যেতে গেলে পিসি-বৌ বলে, 'আমার কাছে ইন্টারনেট আছে। এই যে, নেবে?' ওদিকে দুপুরের দিকে পিসি-বৌয়ের কাছে যেতে গেলে বিছানা-বৌ বলে, 'এই যে দেখছো বালিশ-তোষক? আসতে হবে না আমার কাছে, শুধু ছুঁয়ে দিয়ে যাও। বাকি তোমার মর্জি।'

দ্বিতীয়ত, রইলো বাকি শ্যালিকা-সংকট। সেই দুঃখের কথা কী আর বলবো? থাক, থাকি এই দুই বৌ নিয়েই।

কতই রঙ্গ দেখি দুনিয়ায়... আহ, গান ছিল একটা!

মুশফিকা মুমু এর ছবি

=)) ... আরেহ পিসি বৌ আর বিছানা বৌ এর মাঝে কখনও মিল হয় না এটা জানোনা? এক কাজ করো, পিসি বৌ ডির্ভোস দিয়ে একটা ল্যাপটপ বৌ আনো, ভাগাভাগির চিন্তা নাই :p
গানটা আসলেই দারুন !!
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ইশতিয়াক রউফ এর ছবি

সেটাও আছে। রাত বাড়লে ওটার সাথে চুপিচুপি পরকিয়া করি আর কি! ;)

মুশফিকা মুমু এর ছবি

হায় হায়! তোমার আসল মানুষ বৌ এর তো তাইলে দেখি অনেক কম্পিটিশন হবে :( বেচারা
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

চতুর্থ পাগল মানে মুমুর কাহিনীটা কোথায়?
সেটা কি মুমু নিজেই লিখবে নাকি অন্য কাউকে দায়িত্ব দেবো লেখার?
(অন্য কেউ লিখলে কিন্তু পাত্র পছন্দ করার সুযোগ দেবে না। ধরেই বিয়ে দিয়ে দেবে। ((((এটা একটা সতর্কীকরণ)))))

মুশফিকা মুমু এর ছবি

লীলেন ভাই, আপনি আমাকে শেষ পর্যন্ত পাগল বললেন :(
আর আমি পাত্রও পছন্দ করতে পারবোনা :o ?? হায় হায়!
-----------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

রেনেট এই পোস্ট পড়ার আগেই নিজের কাহিনী নিজে লিখে ফেলো
না হলে রেনেট তোমাকে কার সাথে যে বিয়ে দেবে সে রেনেটই জানে

রেনেট এর ছবি

সুখ নাইরে পাগল! সমগ্র বাংলাদেশ ৫ টন (চাল্লু)
আমি পইড়া ফালাইছি (দেঁতোহাসি)
মুমু কাহিনী পার্ট ২ লিখব, না লীলেন কাহিনী লিখব, আপনারা ২ জন টস করে আমাকে জানান।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মাহবুব লীলেন এর ছবি

ওহহো
রেনেট যে এখন মাথার জাম্বুরা খুলে কার না কার জানলার ফাঁক দিযে হাত ঢুকিয়ে সচলায়তন পড়ে তা খেয়াল ছিল না

এই পোস্টে জাম্বুরা খুঁজে না পেয়ে ভাবলাম রেনেট এখনও পড়েনি

কী আর করা
মুমুকে বাঁচানো গেলো না

০২
আর আমার কাহিনী লিখে লাভ নাই
যার সঙ্গে আমার কাহিনী সাজানো হবে মনের দুঃখে সেই আত্মহত্যা করবে
ইভেন সেটা যদি বাঁশও হয়

মুশফিকা মুমু এর ছবি

=)) লীলেন ভাই আমার কাহিনী তো রেনেট লিখেই ফেলসে তাই এবার আপনার কাহিনী হয়ে যাক :p ...
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

আমার কাহিনীও লেখা হয়ে গেছে বহু আগে

এইবার তাহলে রেনেটরে ধরতে হয়

রেনেট এর ছবি

নামের কি এতই আকাল পড়লো নাকি?
আরো কত সচল আছে----
সচলত্ব প্রাপ্তির ক্রম অনুসারে গল্প লেখা হোক!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

=)) সরি লীলেন ভাই হাসার জন্য কিন্তু সেটা আসলেই অনেক মজার একটা ঘটনা ছিল :D
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

এমন পাগল বাংলাদেশে কি আছে দুই একটা?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মুশফিকা মুমু এর ছবি

আমি কারো খোঁজ পেলে আপনাকে জানাবো :p
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

হিমু এর ছবি

এক জার্মান মহিলা এক জড়বস্তুর প্রেমে মগ্ন। সেই জড়বস্তুর নাম ফ্রেড। তাকে নিয়েই মহিলা ব্লগিং করেন। তবে বস্তুটা বেশি সুবিধার নয় বলে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা থেকে বিরত থাকলাম।


হাঁটুপানির জলদস্যু

মুশফিকা মুমু এর ছবি

:-?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

www.sachalayatan.com এর সাথে মুমুর বিয়ে দিয়ে দেই আসেন সবাই মিলে :D

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুশফিকা মুমু এর ছবি

:o এইটা কি রকম কমেন্ট হোল ? :s
--------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৌরভ এর ছবি

মেলা লুকে তো গ্যাঁজাইয়া গেসে এই পোস্টে।


আবার লিখবো হয়তো কোন দিন

মুশফিকা মুমু এর ছবি

হ আপনেও :D
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কারুর পাগলামিতে অন্য কারুর ক্ষতি না হলে তাতে খারাপ কিছু তো দেখি না!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

মুশফিকা মুমু এর ছবি

সবাইতো মজাই পায় খারাপ কিছুতো কেউ বলেনি, মজা পাওয়াতো ভালোই :)
----------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দ্রোহী এর ছবি

বিবাহিত পুরুষরা একটু দেয়াল টাইপের হয়ে যায়। ;)


কি মাঝি? ডরাইলা?

মুশফিকা মুমু এর ছবি

তাই নাকি :p কতদিন লাগে সেটা হতে?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

দারুণ !
বিষয়টা সম্পর্কে একেবারেই জানা ছিল না।
কুসংস্কারের বশবর্তী হয়ে গাছপালার সাথে বিয়ের কথা শুনেছি। কিন্তু এইভাবে প্রেমে পড়ে বিয়ে...ইন্টারেস্টিং !
আপনার লেখা দিনকে দিন অনেক অনেক গোছানো এবং সুন্দর হচ্ছে, মুমু।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুশফিকা মুমু এর ছবি

অনেক অনেক ধন্যবাদ আপু :D
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নুরুজ্জামান মানিক এর ছবি

ভা=ভাবনার
ল=লহরীতে
বা=বাঁধা যে
সা=সাথী

এখানে , সাথী= নর/নারী , সাপ, কুকুর, পুসি , পিসি .............ইত্যাদি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মুশফিকা মুমু এর ছবি

ভালই বললেন সংগা :p
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

বিপ্লব রহমান এর ছবি

অনেক দেরীতে বলছি, এই অন্য রকম লেখার জন্য মুমু, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক অজানা জিনিষ জানা গেলো। আপনার জন্য জাঝা।

তবে আমার মনে হয়, সাব-হেডগুলো ‌'প্রথম পাগল, দ্বিতীয় পাগল...' --এ ভাবে না লিখে 'প্রথম মনোরোগি, দ্বিতীয় মনোরোগি...'হিসেবে লিখলে ভালো হতো।

(চলুক)


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

মুশফিকা মুমু এর ছবি

অনেক ধন্যবাদ বিপ্লব ভাই :)
ঠিক করে দিলাম :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

পরিবর্তনশীল এর ছবি

চমকপ্রদ লেখা। অনেক ইন্টারেস্টিং। *****
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুশফিকা মুমু এর ছবি

:D
---------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এনকিদু এর ছবি

আমার ধারনা ...

পার্কের রাইডের প্রেমে মগ্ন ভদ্রমহিলা হয়ত শৈশবে এরকম কোন রাইডে চড়ার ভীষণ শখ থাকা সত্ত্বেও পারতেন না । হতে পারে দারিদ্র, হতে পারে সামাজিক কারনে অথবা হতে পারে বাড়ির আশেপাশে এরকম কিছু ছিল না । পরিনত বয়সে কোন কারনে মানসিক ভারসম্য হারিয়ে ফেললেন যখন তখন সামনে ছিল শৈশবের নায়ক এই রাইড । একেই তাই আঁকড়ে ধরেছেন ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুশফিকা মুমু এর ছবি

তাইলে অন্য গুলোর কারণ? :p
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ফারুক ওয়াসিফ এর ছবি

হুমম, বুঝলাম, আপনাকে লইয়াও ভয় হইতেছে...

অফ টপিক, আপনি কি দিনাঙ্কুর কুণ্ডু রিংকু নামে কাউকে চেনেন? বগুড়ার? জানা থাকলে জানায়েন, ও আমার বন্ধু ছিল বা আছে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মুশফিকা মুমু এর ছবি

চিন্তা করেন না, আমাকে নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নাই :D

আমি রিংকু ভাই কে চিনিতো, রিংকু ভাই আমাকে একটা ওয়েবসাইটে সাহায্য করছে, জুমলা নিয়ে কাজ। ওনার সাথে পরশু দেখা হওয়ার কথা, আপনার কথা বলব। :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

হুমম.... জানার আছে অনেক কিছু।

~ ফেরারী ফেরদৌস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।