মনজুরাউল ভাইয়ের কমেন্ট থেকে জানতে পারলাম ওনার ১০ বছরের ছোট মেয়ে খুবই অসুস্থ। শুনে খুব মন খারাপ লাগল। যখন শুনলাম ও বাবার সাথে বসে সচল পড়ে তখন ওর জন্য কিছু লিখতে ইচ্ছে হল। মনজুরাউল ভাইয়ের মত এত সুন্দর গল্প লিখতে পারিনা বলে এই ছড়া লেখার ছোট চেষ্টা। এই ছড়া দুটো তাই উৎসর্গ করছি মনজুরাউল ভাই এর ছোট মেয়ে শ্রুতি শ্রাবন্তি কে।
স্বপ্নপুরী
টেনশান ছুটোছুটি, স্বপ্নপুরীতে আজ,
স্বপ্নের মহরায় পরীদল করে কাজ।
গানের পরীরা সব রেও-য়াজ করে যায়,
পরীদের সাত সুরে, পাখিরাও গান গায়।
নাচের পরীর দল, উড়ে উড়ে ডালে ডালে,
প্র্যাকটিস করে নাচ, রুমঝুম তালে তালে।
প্রজাপতি কানেকানে, কি যেন কি বলছে,
ফুলগুলো তাই হেসে লুটোপুটি খেলছে।
রিমঝিম বৃষ্টির, প্র্যাকটিস চলছে,
রোদের আলোয় রঙ, রঙধনু খেলছে।
সাজুগুজু রেডি সব, ঠিক ঠিক হওয়া চাই,
শ্রুতি মনি ঘুমুবার, আর বেশি দেরি নাই।
পরী রানীর অর্ডার, সুন্দর স্বপ্ন,
শ্রুতি মনি যেন থাকে, সারারাত মগ্ন।
বাবা বলে "শ্রাবন্তি, শুয়ে পরো এখুনি,
স্বপ্ন মধুর হোক,গুড নাইট মামনি"।
পরদিন মিটিংয়েতে, বসেছে পরীর দল,
"আজ রাতে স্বপ্নতে, কি কি করা যায় বল?"
******************************
তুলির ছোঁয়া
আকাশ সাগর নীল, সূর্যটা খুবি লাল,
মাঠের বুকেতে যেন সবুজের মায়াজাল।
প্রজাপতি ফুলে ফুলে, কানে কানে বলে যায়,
লাল শাড়ি ছোট খুকি, রুমঝুম নেচে যায়।
নৌকায় পাল তুলে মাঝি গান ধরেছে,
নদীর ঢেউয়ের তালে, কি যে সুর তুলেছে।
নদী নালা খাল বিল, পাখি সব উড়ে যায়,
বৈশাখী ঝড়ে আম, টুপটাপ ঝরে যায়।
মৎসকুমারি ঐ, কার পানে তাকিয়ে?
সোর্ড হাতে প্রিন্স এলো, পঙ্খিরাজ উড়িয়ে।
আলাদিন কার্পেটে, প্রদিপ হাতে উড়ছে,
সিমবা পাহাড় চুরে, বাবা বলে ডাকছে।
আরো সব কত কিছু, যা কিছু মন চায়,
পেনসিল হাতে শ্রুতি, এক মন এঁকে যায়।
এই বুঝি রোদ এল, না না বৃষ্টি,
হেসে ওঠে শ্রাবন্তী, আহা কি যে মিষ্টি।
রঙিন স্বপ্ন চোখে, কত কিছু ভেবে যায়,
ধবধবে সাদা ফ্রেম, রঙে রঙে ছেয়ে যায়।
মন্তব্য
বাহ্ মুমু দারুন লিখেছেন!
শ্রুতি শ্রাবন্তি সুস্থ হয়ে উঠুক দ্রুত।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শ্রুতির প্রতি আপনাদের ভালবাসা মমতা উদ্বেগ আমাদেরকে চিরঋণী
করে দিল। বুকের গভীরতম জায়গায় একধরণের বিস্ফোরণ হয়ে গেল,যার স্পিলিন্টারগুলো কেবলই ছড়িয়ে পড়ছে.......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
মুমু আপনার লেখা দারুণ ভালো লাগলো।
শ্রুতি শ্রাবন্তির জন্য শুভ কামনা এবং পরম করুনাময়ের কাছে দোয়া করছি যাতে ও দ্রুত সুস্থ হয়ে ওঠে।
আপনি এত অসাধারণ ছড়া লিখতে পারেন? সত্যিই অসাধারণ।
শ্রুতি মনি সুস্থ হোক, সুস্থ হোক, সুস্থ হোক-------।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
শ্রুতির প্রতি আপনাদের ভালবাসা মমতা উদ্বেগ আমাদেরকে চিরঋণী
করে দিল। বুকের গভীরতম জায়গায় একধরণের বিস্ফোরণ হয়ে গেল,যার স্পিলিন্টারগুলো কেবলই ছড়িয়ে পড়ছে.......
সম্ভবত দু'চার দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে_এটা ভালখবর।
ডাক্তার বলেছে ওর শরীরে কী যেন একটা কমতি আছে_এটা খারাপ খবর।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
আরে আপু আপনি দেখি ছড়াও খুব ভাল লিখেন! আপনার ছড়া মনে হয় এবারই প্রথম পড়লাম।
শ্রুতির সুস্থতা কামনা করছি।
বেশ ভাল লিখেছেন।
শ্রুতির জন্য শুভকামনা.
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
শ্রুতি'র জন্য প্রার্থনা- সুস্থ হয়ে উঠো তাড়াতাড়ি। আর সুস্থতার পরে তোমার প্রথম কাজই হবে মুমু আন্টির কাছে চকলেটের বায়না ধরা। চুপিচুপি বলছি, মুমু আন্টি খুবই ভালো মানুষ। একটা বায়না ধরলে তিনটা কিনে দেবে। তবে আমাকে কিন্তু চকলেটের ভাগ অবশ্যই দেবে।
হুম্,
দারুন লিখেছ মুমু, তোমার ছড়াগুলো দিন দিন আরো সুন্দর হচ্ছে।
তোমার অন্ত্যমিলের সাথে অবশ্য আমার ঈর্ষা পুরানো।
আর শ্রুতি বাবুর আশু আরোগ্য কামনা করছি।
--------------------------------------------------------
আপনি তো দারুন ছড়া লেখেন! খুব ভালো লাগল। মনে হলো যেন কোন ছোট্ট মেয়ের লেখা ছড়া। সার্থক হয়েছে আপনার লেখা আর আপনার উৎসর্গ। শ্রুতির আরোগ্য কামনা করছি।
বি:দ্র: চকলেট আমারো খুউব প্রিয় ;-)
আমাদের শ্রুতি সোনা কী যে ভাল কন্যে
অনেক আদর এই মেয়েটার জন্যে !
কিছু কিছু সুখ আছে মেঘের মতন_ছোঁয়া যায় না
কিছু কিছু সুখ আছে উষ্ণ মোলায়েম_চাদরের মত জড়িয়ে থাকে।
কিছু কিছু কষ্ট আছে আজন্ম তিল এর মত_কখনো মোছে না
কিছু কিছু কষ্ট আছে ঘড়ির কাঁটার মত ঘুরে ফিরে আসে.......
আমি অভিভূত।
শ্রুতি অভিভূত।
আমরা বাবা-মেয়ে অভিভূত ।কৃতজ্ঞ।
গতকাল নিরূপন করা গেছে,ওর প্যারাটাইফয়েড। আজ ১০২ এর বেশি ওঠেনি।
আপনার ছড়া দু'টো পড়ার পর ও বিষণ্ণ মিষ্টি করে হাসল,যা কোন ভাবেই আপনি অব্দি পৌঁছানো গেল না।
শ্রুতির প্রতি আপনাদের ভালবাসা মমতা উদ্বেগ আমাদেরকে চিরঋণী
করে দিল। বুকের গভীরতম জায়গায় একধরণের বিস্ফোরণ হয়ে গেল,যার স্পিলিন্টারগুলো কেবলই ছড়িয়ে পড়ছে.......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
শ্রুতি শ্রাবন্তি..............
তুমি বেড়ে উঠ আর মমতায় ভরে যাক লেখকের মত
মনজুরাউল ভাই নিজে বাউলা হয়েছেন কিন্তু মেয়ের জন্য বাউলা না হয়ে একটু মন দিন। আর প্রার্থনা করি ছোট মনি ভালো হয়ে উঠুক।
@ লেখক- ছড়া ভালো হয়েছে।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
ভাল বলেছেন অম্লান।
বাউলামিতে আমাকে হারিয়েছি।খোপের ভেতর-মার্জিনের ভেতর-গন্ডির ভেতর নিজেকে বাঁধতে পারিনি।হয়ত সে কারণে কোন দিনও লেখক হয়ে ওঠা যাবে না।শ্রুতিকে নিয়ে আমার সেই চেষ্টা। ও নাচে,গানগায়,ছবি আঁকে,ছড়া লেখে। হয়ত একদিন সচলে লিখবে।
বাউলা হব না। মন দেব ।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
গত বছরের এমন সময়ে টাইফয়েড আক্রান্ত হয়েছিলাম আমি। হাসপাতালের বিছানায় খানিকটা জীবন যুদ্ধ করেই ফেরত এসেছি আবার। এই রোগটা কতটা খারাপ - সেটা খুব বেশি করে অনুভব করতে পারছি।
প্রাপ্তবয়স্ক মানুষ হয়েও অসহ্য রোগ যন্ত্রনায় কাতর হয়ে থাকতাম আমি - সেখানে এক ছোট্ট শিশুর এই কষ্টের কথা ভাবতেও প্রচন্ড কষ্ট হয়।
অন্তরের অন্তঃস্থল থেকে শুভ কামনা রইলো - যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে উঠুক - আরো আলোতে আলোকিত হোক সারা ঘর - এই পৃথিবী।
মুমু ! আপনার ছড়া তো অসাধারণ ! এত ভালো ছড়া লেখেন তা কিন্তু সত্যি জানতাম না !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা।
১০ দিন পর জানলাম টাইফয়েড। এর আগে ৫কিসিমের টেষ্ট করার পরও ডা. নিশ্চিত হচ্ছিল না।আমরা ভেবেছিলাম-ডেঙ্গু!যাহোক সুস্থ হতে আরো সপ্তাহখানেক লাগবে। ইন্টারনাল ইনফেকশন আছে।
মুমুর ভেতরটা সত্যিকারের এজন বাঙালি নারীর চিরায়ত স্নেহ মমতা আর ভালবাসায় পূর্ণ। মনে হচ্ছে ওকে চার সন্তানের মা(গল্পে)বানিয়েছিলাম বলে এভাবে আমায় ঋণের জালে জড়িয়ে দিল!
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
ছোট্ট শ্রুতির জন্য অনেক শুভকামনা।
ছড়া ও ছড়াকার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই (চলুক)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
আপনার জন্যও অনেক শুভকামনা।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
মুমুর ছড়ার সাথে বলি শ্রুতি হাসতে থাকুক, সুস্থ হয়ে উঠুক
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
এই বুঝি রোদ এল, না না বৃষ্টি,
হেসে ওঠে শ্রাবন্তী, আহা কি যে মিষ্টি।
রঙিন স্বপ্ন চোখে, কত কিছু ভেবে যায়,
ধবধবে সাদা ফ্রেম, রঙে রঙে ছেয়ে যায়।
আমার কাছে মুমুর এই চারটি লাইন অসাধারণ মনে হয়েছে।
মানবিক আবেগ যখন ছোঁয়ার মতন কাছে আসে তখনই মানুষ এমনি করে লিখতে পারে !
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
শ্রুতি মণির জন্য অনেক অনেক শুভ কামনা :)
শ্রুতিকে ঝটপট ভাল হয়ে যাবার জন্য অনেক অনেক শুভকামনা ওর পিগিব্যাকে বেঁধে দিলাম৷৷
আর ওর জন্য কটা লিমেরিক
১৷
মেঘ বলেছে যাব যাব, রোদ বলে যে যাই
শ্রুতির সাথে খেলব মোরা, রাত কাটে না ছাই!
আকাশদাদু তাই না শুনে
ঘন্টা মিনিট গুণে গুণে
মুছতে আঁধার খুঁজতে থাকেন, ইরেজার হাইফাই ৷
২৷
থপাথপ হাতী চলে, ছুটে চলে খরগোশ
শ্রুতিমনি ডেকে বলে, যাস কোথা? বোস বোস ৷
কুলো কান লটপট
হাতী বসে ঝটপট
খরগোশ ছুটে চলে, খাবে সে রোগন জোশ!
৩৷
কাব্যে বড়ই উপেক্ষিত কাজিরাঙ্গার গন্ডার
সবাই জানে মারলে তাকে জুটতে পারে ভান্ডার
দাও না কাতুকুতু
হাসবে না সেই ভীতু
জান্নে বাপু হাসিটা তার কোন্ মাসলের আন্ডার!!
মুমু,
আপনার ছড়াগুলো লা-জওয়াব ৷ আমার তরফ থেকে আপনাকে থাম্বস আপ (চিহ্ন দিতে পারি না)
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আপনার লিমেরিকগুলিও দারুন ! একবারে জাঝা
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
সুস্থ্য হয়ে ওঠো শ্রুতি..তাড়াতাড়ি..
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শ্রুতির সম্পূর্ণ সুস্থ্যতা কামনা করছি।
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
শ্রুতি মা, খুব শীঘ্রই ভালো হয়ে যাবে দেখো । তারপর ছড়া লিখো সচলায়তনে । ঠিক মুমু আন্টি যেমন লিখলো তোমাকে নিয়ে ।
@মুমু , ভালো লাগলো আপনার লেখা ; আর আমাদের সবার হয়ে শ্রুতিকে হাসিয়ে দেবার চেষ্টাটা ও ।
---------------------------------------------------------
আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
সুস্থ হয়ে উঠুক শ্রুতি সুস্থ হয়ে উঠবে শ্রুতি সুস্থ হয়ে উঠছে শ্রুতি আর দিনে দিনে দুর্ধর্ষ হয়ে উঠছে মুমু তাই আজ থেকে মুমুয়িত প্রশ্ন প্রকল্প পরিত্যাক্ত ঘোষণা করা হলো...
আজ থেকে মুমুয়িত প্রশ্ন প্রকল্প পরিত্যাক্ত ঘোষণা করা হলো
=))
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আমার মন্তব্যের কোটা শেষ হয়ে আসছে,তাই আরো আরো যাঁরা আমার এই শ্যামলা মেয়েটির জন্য মমত্ব-ভালবাসা-স্নেহ-আদর জানিয়েছেন আদের সবার প্রতি কৃতজ্ঞতা।
এর পেছনে সবচে' বড় অবদান যাঁর, সেই মুমুরই প্রাপ্য সবার প্রীতি,শুভেচ্ছা,ভালবাসা,কৃতজ্ঞতা।
আপনাদের সবার জীবন সুন্দর হোক।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
|
এন্ড নাথিং এলস মেটার...
---------------------------------
বাচ্চা অসুস্থ হলে বাবা মায়ের কেমন লাগে সে শুধু তারাই অনুভব করতে পারেন। শুভকামনা তোমার জন্য শ্রুতি।
মুমু, পাচ তারা, বাকীটা বুঝে নাও।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ওমা এটাকি শ্রুতির ছবি? :o খুব সুন্দর :) শ্রুতির এই ছবিটা যিনি এড করেছেন অনেক অনেক ধন্যবাদ। :) লেখাটা এখন কমপ্লিট লাগছে :)
মনজুরাউল ভাই শ্রুতি ভাল হয়ে উঠছে শুনে নিশ্চিন্ত হোলাম। ছোটৎ মনির মুখে একটু হাসি ফোটাতে পেরে খুব ভাল লাগছে :) ওর জন্য অনেক দোয়া রইল।
আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করলেন, আমার খুব লজ্জা লাগছে। মনজুরাউল ভাই কমেন্টে বলেছিলেন শ্রুতি ছবি আঁকে তাই ওটা মাথায় রেখে দ্বিতীয় ছড়াটি লেখা, ও যে গান করে আর নাচেও এটা জানতাম না। :)
দময়ন্তী আপনার অনুছড়া গুলিও খুব সুন্দর :)
সবাইকে আবারো অনেক অনেক অনেক ধন্যবাদ :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
প্যারাটাইফয়েডের একটা বড় বাজে দিক হলো ভয়ানক কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং শরীর খুব দূর্বল হয়ে যায় । জানিনা ছোট্ট মেয়েটা কি করছে এখন । ওর জন্য সমস্ত ভালোবাসা আর আদর পাঠিয়ে দিলাম । শ্রুতি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক , শুধু এই আশা । আর এই সময়টা বাবা -মা কত কষ্টের মধ্যে দিয়ে যায় , জানি । মঞ্জুরাউল ভাইকে বলব, ভাই ধৈর্য্য হারাবেন না । ইনশাল্লাহ খুব দ্রুত শ্রুতি ভালো হয়ে উঠবে ।আমাদের সবার শুভ কামনা সবসময় শ্রুতির পাশে রইল।
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
এই ছোট্ট শরীরে টাইফয়েডের ধকল। ঈশ্বর ওকে শক্তি দিন সয়ে নেবার...খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শ্রুতিসোনা।
মুমু, ছড়া লা-জওয়াব। দারূন লিখো তো তুমি।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শ্রুতি দ্রুত সুস্থ হয়ে উঠুক এই কামনা করি। আরো বড় হয়ে একজন বাবা-মায়ের মুখ উজ্জ্বল করুক।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
শ্রুতি সুস্থ হয়ে উঠুক।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
শ্র“তি খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে। কারণ, এতগুলো মানুষের ভালোবাসা আছে ওর সঙ্গে। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, কারণ অনেক কিছু করার আছে ওর। এত গুণী একটা মেয়েকে শুয়ে থাকলে কি আর চলে? শ্র“তি সুস্থ হয়ে উঠেই গানের মূর্চ্ছনায় আর নূপুরের শব্দে পাগল করে দেবে আমাদের, কাঁপিয়ে দেবে সারা বাংলাদেশ...
শ্র“তি, এই যে মাথায় হাত রাখলাম তোমার... আর অল্পকটা দিন... দেখতেই দেখতেই শরীর ভালো হয়ে যাবে তোমার...
ভালো হয়ে ওঠ তুমি, অনেক চুমু আর অনেক আদর তোমার চাচ্চুর কাছ থেকে...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সৃষ্টিকর্তা যেন মেয়েটিকে খুব তাড়াতাড়ি সুস্থ্য করে দেন।
অনেক অনেক শুভকামনা পিচ্চিটার জন্যে।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
- শুভকামনা, অনেক, পুচকেটার জন্য। (চলুক)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শ্রুতি সোনা খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবে।
ছড়াগুলো মিষ্টি হয়েছে, মুমু।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সোনামনিটা এখন কেমন আছে? সুস্থতা কামনা করছি।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শ্রতি এখন মোটামুটি সুস্থ। সেকেন্ডটার্ম পরীক্ষা দু- পেপার গ্যাপ হওয়ায় বৃত্তি পরীক্ষার সুযোগ হারিয়েছে। যাক ওনিয়ে আমরা চিন্তিত নই। ও ভাল হয়ে উঠছে, সেটাই বড় কথা। আপনাদের সবার মঙ্গলাকাংখায় আমরা শ্রদ্ধাবনত। যাদের পৃথকভাবে কৃতজ্ঞতা জানানো হয়নি তাদের সবাইকে কৃতজ্ঞতা,শুভেচ্ছা জানালাম। ভাল থাকুন সকলে।
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......
নতুন মন্তব্য করুন