রেনেটের শুভ জন্মদিন!

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: শুক্র, ২৯/০৮/২০০৮ - ৭:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কয়েকদিন আগেই টের পেলাম রেনেটের জন্মদিন আসছে। ভাবলাম কিছু লিখি, কিন্তু কি লিখি? কি লিখি? চিন্তিত ওর মত মজা করে হাসির গল্প লেখার সাধ্য আমার নেই। তো যাইহোক কি লিখব কি লিখব এমন করেই কিভাবে জানি এই হাবিজাবি এটা লেখা হয়ে গেল।

********************************

রেনেট কাহিনী


*********************************
কা কা করে সব কাক উড়ে চলছে
রেনেটের নাকি আজ জন্মদিন হচ্ছে? শ্রদ্ধা

কালু কাক বলে উঠে, "রেনেট? সেটা কে-জানি?"
"কাকদের রাজ্যে কি নতুন এলো আমদানী?" চিন্তিত

"আমাদের দলে কাক-রেনেটের যোগদান"
"প্রায় এক মাস হয়", বলে কাক রুপবান, দেঁতো হাসি
"আজ ওর কাক হয়ে জন্মের দিনক্ষন",
"জানো নাকি কেউ এ শাস্থির কি কারন?" চিন্তিত

"জানি জানি আমি জানি" বলে কাক তালবাজ, দেঁতো হাসি
চল ওই গাছে বসে বলি আমি তবে আজ"।

আম গাছ দেখে সব কাক গিয়ে বসল,
ডালে ডালে গোল হয়ে গসিপিং চলল।

"সে এক ইতিহাস বলে হবেনাকো শেষ",
"শত কু-কর্মের ফল এই কাক বেশ"। শয়তানী হাসি
"তবে এটা বলে রাখি খুন,চুরি,ডাকাতি",
"করেনি সে কখনো হে ভিতু ছিল সে অতি"।

তবে এটা ঠিক ঠিক, প্রেমে তার জুরি নেই, চোখ টিপি
নিরা মিরা যারে দেখে তারি প্রেমে পরবেই, হো হো হো
প্রেম করে ঘুরে ফিরে "বাই" বলে নিলা কে, চাল্লু
"হায় সুইট কেমন আছ? চোখ টিপি " হেসে বলে মিলা কে। দেঁতো হাসি

এই করে মহাসুখে দিন কাটে, আসে রাত, দেঁতো হাসি
প্রেম প্রেম খেলা চলে, পড়াশোনা সব বাদ। চাল্লু

একদিন মা বলে, "আয় বাবা সোনা চাঁদ,
সাধ হয় দেখি তুই বিয়ে করে ঘর বাধ"।
লাজুক হাসিতে রেনেট গোলে পরে যায় যে, লইজ্জা লাগে
"বউ কই?", মা বলে, সব রেডি এই যে। দেঁতো হাসি

ছবি দেখে যথারিতি প্রেমে হাবুডুবু সে
সুন্দরি মেয়ে, পারে নাকি ভাল না বেসে?
ছ্যাকা প্লান শুরু করে, "নট ইউ, ইটস মি", শয়তানী হাসি
কাঁদে সব গার্লফ্রেন্ড, কিমি সিমি আর ইমি। ওঁয়া ওঁয়া

ধুম ধাম বিয়ে হয়, বউ পাগল রেনেটজি হাততালি
আচলের নিচে রাতদিন করে জি! জি!। লইজ্জা লাগে

কিন্তু হায় একদিন অফিসেতে কল আসে
বউ বলে "ইয়ে মানে কথা ছিল" আর কাশে, ইয়ে, মানে...
বাড়ি এসে দেখে হায় সব খালি কেউ নাই অ্যাঁ
জামা জুতা ফারনিচার সব সহ বউ নাই। অ্যাঁ

রাগে ক্ষোভে বসে পোরে কাঁপিতে কাঁপিতে ইয়ে, মানে...
চেয়ে দেখে সাদা চিঠি পরে আছে মাটিতে,
লেখা আছে "ভাল থেক, সরি, bye, টা টা", মন খারাপ
"জনির আর আমার প্রেম বহুদিনের কথা"।

জীবনে প্রথমবার ছ্যাকা খেয়ে বেচারা ইয়ে, মানে...
হার্ট এটাক সামলাতে পারেনি, গেল মারা, মন খারাপ
এত শত ছ্যাকা দিয়ে অবশেষে অভিশাপ শয়তানী হাসি
নিজেরি ওপর পরে, নাই মাপ, নাই মাপ। অফ যা

এই হল আমাদের রেনেটের কাহিনী দেঁতো হাসি
খুব হেসে অবশেষে থামে কাক বাহিনী গড়াগড়ি দিয়া হাসি

"চল যাই পার্টিতে", বলে কাক তালবাজ,
"বড়লোকের ময়লায় ফিস্ট হবে নাকি আজ?" দেঁতো হাসি
"চল চল পার্টিতে দেরি বুঝি হয়ে যায়",
এই বলে কাক দল একসাথে উড়ে যায়। হাসি

বি:দ্রো: এই কাহিনী সম্পুর্ন কাল্পনিক, পাঠক কেউ রেনেটকে সত্যি কাক ভেবে ভুল করবেন না।

********************************

ভয় পেয়না রেনেট, তোমার জন্মদিনে আমি একদম এসব উল্টা পাল্টা উইশ করছিনা।
দোয়া করি সারা জীবন তুমি সুখে শান্তিতে থাকো হাসি তুমি যেমন মজার, সব সময় যেন এমন মজারই থাকো, কখনও চেন্জ হবেনা। তোমার কাছের সবাইকে (ইনক্লুডিং আমরা, সব সচলদের আর সচল পাঠকদের) যেন আরো অনেক অনেক বছর মজার মজার গল্প উপহার দিয়ে হাসাতে পারো। অনেক অনেক শুভ কামনা আর শুভেচ্ছা রইল।
শুভ শুভ জন্মদিন হাসি


মন্তব্য

আলমগীর এর ছবি

শুভ জন্মদিন রেনেট। অস্ট্রেলিয়ার সময় আগে থাকার সুবিধা আছে মুমু।

রেনেট এর ছবি

ধন্যবাদ আলমগীর ভাই। বিদেশে থাকার সুবাদে এখন ৩৬ ঘন্টা ব্যাপী জন্মদিন পালন করতে পারি (বাংলাদেশ সময় রাত ১২ - আমেরিকা রাত ১২ টা দেঁতো হাসি)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন রেনেট

রেনেট এর ছবি

ধন্যবাদ আকতার ভাই হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

জ্বিনের বাদশা এর ছবি

ওমা! সব ফাঁস করে দিলেন???

শুভ জন্মদিন রেনেটকে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

রেনেট এর ছবি

নিজে কাক না হলে মুমু এ কাহিনী জানল কেম্নে? চিন্তিত

ধন্যবাদ জ্বীনের বাদশা ভাই। আমার সময় বড় খারাপ যাচ্ছে...আপনার জ্বীনদের বলে কয়ে কিছু একটা ব্যবস্থা করা যায় না?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

কাকগুলি যে আম গাছে কথা বলছিল আমি ওই আম গাছের নিচে ছিলাম খাইছে
শুনে ফেলসি, আমি আবার কাক ভাষা বুঝতে পারিতো খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍রেনেটকে জন্মদিনের শুভেচ্ছা। তবে একটি শর্ত: নিয়মিত মজাদার লেখা না ছাড়লে শুভেচ্ছা ফিনিয়ে নেয়া হবে।

ভালো থাকুন, সুস্থ থাকুন, মজায় থাকুন আর আমাদের মজায় রাখুন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

রেনেট এর ছবি

ধন্যবাদ সন্ন্যাসী ভাই। আগে নীচের সমীক্ষায় অংশ নেনঃ

কোনটি চান?
সঠিক অপশনে টিক দিনঃ
১) নিয়মিত লেখা দিন (মজার না হলে ও চলবে)
২) মজার লেখা দিন (নিয়মিত না হলে ও চলবে)
৩)নিয়মিত মজার লেখা দিন (মজার না হলে কিন্তু খবর আছে))
৪) লিখলে লিখেন, এত প্যাচাল পাড়েন ক্যান?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

গৌতম এর ছবি

শুভ জন্মদিন, রেনেট। নিয়মিত মজার লেখা চাই। নইলে জরিমানা---
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রেনেট এর ছবি

ধন্যবাদ গৌতমদা। আমার ডিকশনারীতে নিয়মিত মানে হচ্ছে মাসে একটা হো হো হো
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন!
---
মুমু, লেখায় একমাত্র (বিপ্লব) আইকনটাই ব্যবহার করতে ভুলে গেছেন!মন খারাপ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

এনকিদু এর ছবি

ব্যাপার না , বিপ্লব তো আপনি দিয়েছেনই, আমি জাঝা দিয়ে দিলাম দেঁতো হাসি

এটাই মূল লেখায় নাই ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

রেনেট এর ছবি

আমারে বিপ্লব দেয়ার কিছু খুইজা পায় নাই...বিপ্লব দিবে কেম্নে?
যারে তারে বিপ্লব দিলে কেম্নে কি?

ধন্যবাদ বিপ্লব ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

বিপ্লব ভাই আমি তো এতোবড় মানের ইমোটিকন দেয়ার মত কোনই লাইন খুজে পাইনি তাই মন খারাপ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, রেনেট !!!

রেনেট এর ছবি

ধন্যবাদ অনিকেতদা হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অমিত আহমেদ এর ছবি

শুভ জন্মদিন রেনেট মিয়া।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

রেনেট এর ছবি

ধন্যবাদ অমিত ভায়া হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রেনেট এর ছবি

মুমুর মধ্যে এত বিরাট কাব্য প্রতিভা লুকিয়ে আছে জানলে কি আর আমি মুমু কাহিনীর মত ছাইপাশ লিখে ওকে ক্ষ্যাপাতে যাই?
তবে আমার মনে হয় মুমু ছোটখাট একটা ভুল করেছে। আমার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ছড়া লিখে জন্মদিনে ছেপে দিয়েছে হো হো হো
মুমুকে অনেক ধন্যবাদ আমার জন্মদিন মনে রেখে লিখার জন্য। (যদিও টপিক নিয়ে কিঞ্চিত আপত্তি আছে...যাউক গা...আজকের দিনে সব মাফ হাসি)
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

আরেহ না মৃত্যুবার্ষিকী আমি জানব কিভাবে ইয়ে, মানে...
আজকে না তোমার কাক হয়ে জন্মবার্ষিকী?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

রূপবান কাকটা কি মুমু নাকি? চিন্তিত
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

ওমা অ্যাঁ আমি কেন কাক হব? আমি কি তোমার মত মানুষদের ছ্যাকা দিয়ে বেরাই নাকি খাইছে আর রুপবান তো ছেলের নাম আমি হব কেন ওটা।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রাফি এর ছবি

শুভ জন্মদিন রেনেট ভাই...
মুমু'পার লেখায় *****

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

রেনেট এর ছবি

ধন্যবাদ রাফি ভাই!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

থ্যান্কিউ রাফি জি হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন রেনেট,
কিন্তু মুমু এইটা কি লেখল গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুশফিকা মুমু এর ছবি

এইটা হইল রেনেট কাহিনী দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ পন্ডিত মশাই।
মুমুর কথা বিশ্বাস করবেন না। মুমু অনেক মিথ্যা কথা বলতে পারে।
বিশ্বাস না হলে মুমুর বয়স জিজ্ঞেস করে দেখেন হো হো হো
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

খেকশিয়াল এর ছবি

হাহাহা তাই নাকি
মুমু আপনার বয়স কত ?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

স্বপ্নাহত যাকে এর ছবি

আদব কায়দা এই বুইড়া বয়সেও কিসু শিখতে পারলেন না।

মাইয়াদের বয়স জিগাইতে হয়না।

মুশফিকা মুমু এর ছবি

@রেনেট - আমি মিথ্যা বলি??? অ্যাঁ অ্যাঁ অ্যাঁ
@খেকশিয়াল ভাই - ইয়ে, মানে... ইয়ে ... মানে হল গিয়ে ... মেয়েদের কখনও বয়স জিজ্ঞেস করতে হয়না এটাতো আপনার জানার কথা শিয়াল ভাই খাইছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

খেকশিয়াল এর ছবি

হায়রে ! জানি কিন্তু কেন জিজ্ঞাসা করতে হয় না ? জিজ্ঞাসা করলে কি হয় ? ইয়ে, মানে...

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুশফিকা মুমু এর ছবি

আমার বাসায় যে আয়নাটা আছে ওটাতে 'সুইট সিক্সটিন' বয়স প্রোগ্র্যাম ইন্স্টল করা। তাই আসল বয়সটা ঠিক মনে নাই চোখ টিপি
আর আপনিতো জানেনই যে আমি আপনার ছোট, স্পিসিফিক করে জানার কি দরকার খাইছে তাও যখন এতকরে জানতে চাচ্ছেন, আমি ২২৬ দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

তার মানে আপনার বয়স এখন ২২ বছর ৬ মাস? শয়তানী হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

মুশফিকা মুমু এর ছবি

চিন্তিত হুম
ইস ইট ৬ মাস ২২ বছর খাইছে
ওর ইস ইট ২ মাস ২৬ বছর খাইছে
ওর ইস ইট নান ওফ দা কম্বিনেশনস খাইছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

আই থিংক ইদার ইওর এইজ ইজ ২২ বছর ৬ মাস অর ইউ থিংক ইউ আর "সুইট ১৬" ফর দা পাস্ট ২২ বছর ৬ মাস অভ ইওর লাইফ হুইচ আয়্যাম অ্যাফ্রেইড টু সে মেইকস ইউ ৩৮ বছর ৬ মাস! দেঁতো হাসি

আরো কম্বিনেশন ভাববো নাকি? শয়তানী হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাহাহাহা ভাবতে থাকেন গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

চোখ টিপি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

তারেক এর ছবি

শুভ জন্মদিন রেনেট ভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রেনেট এর ছবি

ধন্যবাদ তারেক ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন। অনেক শুভেচ্ছা আর শুভকামনা। হাসি

তবে ইমো-তে ভরপুর এই কবিতাটা অসম্ভব মজার লেগেছে। হাসতে হাসতে অবস্থা খারাপ দেঁতো হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

মুশফিকা মুমু এর ছবি

হায় হায় অবস্থা খারাপ হইলেতো অসুবিধা ইয়ে, মানে...
ভাল লেগেছে শুনে খুব ভাল লাগল হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ বিডিআর ভাই।
আমার মনে হয় মুমু শুধু ইমো দিয়ে ও ছড়া লিখতে পারবে হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

শিক্ষানবিস এর ছবি

শুভ জন্মদিন

রেনেট এর ছবি

ধন্যবাদ শিক্ষানবিশ!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্বপ্নাহত যাকে এর ছবি

শুভ জন্মদিন রেনেট ভাই।

কড়া একটা ছড়ার জন্য মুমু বেগমকে জাঝা

মুশফিকা মুমু এর ছবি

ধন্যবাদ স্বপ্নাহত জি দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ স্বপ্নাহত ভাই
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন!



অজ্ঞাতবাস

রেনেট এর ছবি

ধন্যবাদ বদ্দা। আপনার জন্মদিন কেমন হল?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

গোলাম মারুফ মজুমদার এর ছবি

শুভ জন্মদিন বন্ধু ।

রেনেট এর ছবি

ধন্যবাদ দোস্ত। তুই থাকিস কৈ?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রানা মেহের এর ছবি

Heavy Birthday Renet

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

রেনেট এর ছবি

ধন্যবাদ রানা মেহের। আপনার বাংলা ফন্টের কি হল?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!

রেনেট এর ছবি

ধন্যবাদ স্নিগ্ধা আপু।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তীরন্দাজ এর ছবি

শুভ জন্মদিন রেনেট!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেনেট এর ছবি

ধন্যবাদ তীরুদা। আপনাকে বহুদিন পর দেখলাম। ব্যস্ত নাকি ইদানীং? অনেকদিন আপনার অসাধারণ গল্প পড়ি না।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হিমু এর ছবি

রেনেটকে জন্মদিনে যথারীতি আমার শুকনা কাঁথার স্টক থেকে সবচেয়ে বড়টা দিয়ে শুভেচ্ছা জানাই।


হাঁটুপানির জলদস্যু

রেনেট এর ছবি

বড় কাঁথার জন্য বিশাল ধন্যবাদ দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হাসান মোরশেদ এর ছবি

রেনেট কে শুভেচ্ছা জন্ম নেয়ার আর মুমু কে জন্ম দেয়ার (ছড়া) :)।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ হাসান ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পুতুল এর ছবি

হ্যাপী বডডে টু ইউ ডিয়ার রেনেট।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রেনেট এর ছবি

অনেক ধন্যবাদ পুতুল ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আমি যথারীতি বড় মোমবাতি সহ রেনেটকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।

শুভজন্মদিন রেনেট!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

রেনেট এর ছবি

অনেক ধন্যবাদ জুলিয়ান ভাই! কিন্তু মোমবাতি তো দেখি না চিন্তিত
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুভ জন্মদিন রেনেট।
আর মুমুকে ধন্যবাদ এরকম সুন্দর একটা ছড়া লেখার জন্য...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুশফিকা মুমু এর ছবি

লইজ্জা লাগে আপনাকেও ধন্যবাদ নজরুল ভাই হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ নজরুল ভাই!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

প্রকৃতিপ্রেমিক এর ছবি

দেরীতে হলেও শুভেচ্ছা জানাই। বেটার লেট দ্যান নেভার হা হা ....

অভিজিৎ এর ছবি

হ্যা, দেরীতে হইলেও আমারো শুভেচ্ছা...



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

রেনেট এর ছবি

ধন্যবাদ অভিজিৎদা
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রেনেট এর ছবি

ধন্যবাদ প্রকৃতিপ্রেমিক ভাই। লেট কোন বিষয় না। দেরী হইলে একটা কথা ছিল দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন রেনেট।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

রেনেট এর ছবি

ধন্যবাদ জলিল ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অছ্যুৎ বলাই এর ছবি

শুভ জন্মদিন রেনেট। আজ থেকে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ শুরু হচ্ছে। আশরাফুলের সাথে ব্যাট করতে রেনেটকে আবার দরকার। হাসি

আর মুমুদির মহাছড়িতা মারাত্মক।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুশফিকা মুমু এর ছবি

লইজ্জা লাগে থিন্কিউ বলাই জি হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

হাহা...অনেক ধন্যবাদ বলাইদা। আমি আপাতত 'বিশ্রামে' আছি হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রেনেট এর ছবি

গতকাল দৌড়ের উপর মুমুকে দায়সারা গোছের ধন্যবাদ জানিয়ে চলে যেতে হয়েছিল।

মুমুকে বিশাল ধন্যবাদ

মুমুর চমতকার ছড়া আমার জন্মদিনে অন্যরকম মাত্রা যোগ করেছে। কিন্তু এর প্রতিদান দেয়ার ক্ষমতা আমার নেই। কারণ আমি ছড়া লিখতে পারি না হাসি

সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সময় করে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য হাসি
সবাই ভাল থাকুন।

-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

তোমাকেও বিশাল একটা ওয়েলকাম হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

রেনেট ভাই, আমি যথারীতি লেট ...

শুভ জন্মদিন ...

নেন একটা গান দিলাম আপনার জন্যঃ

Get this widget | Track details | eSnips Social DNA

................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

রেনেট এর ছবি

কুনু সমস্যা নাই কিঙ্কু ভাই। আমরা আমরাই তো।
ধন্যবাদ সুন্দর গানের জন্য।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দৃশা এর ছবি

কিংকু ভাই আমি আপনার থেইকাও লেইট। কেন জানি কাউরেই সময় মত উইশ করতে পারি না। যাউকগা রেনেট বিরাদার জন্মদিনের একদিন লেইট শুভেচ্ছা নেন।
-------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

রেনেট এর ছবি

লেইট হয় নাই গো। ক্যালিফোর্নিয়ার সময় অনুযায়ী আপনি ঠিক দিনেই শুভেচ্ছা জানিয়েছেন হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

রণদীপম বসু এর ছবি

আইজকাইল এইটা কী শুরু হইল ! জন্মদিন আইলেই জন্মগ্রহীতাকে ভুত বানিয়ে ফেলছে সবাই। ভাই রেনেট, মুমুর প্রথম নিকে চেহারা দেইখা তো এমোন খুনী খুনী মনে হয় নাই ! এইটা কেমনে কী হইলো ? আপনি কি জীবিত আছেন ? না কি ভৌতিক অবস্থায় ? জন্মদিনের শুভেচ্ছায় কি এত্তোবড়ো লাইন পড়ে নাকি ! মরলে পরে সমবেদনা জানাতেই না বিশাল লাইন পড়ে দেখছি ! এইটা কোনটা ? এই লাইন ভাঙতে গিয়া আমার অবস্থাই তো কাহিল হইয়া গেছে ভাই।
আরো অনেক অনেক দিন বাঁইচা থাকেন ভাই, আর এই রকমের গ্যাঞ্জাম লাগাইয়া রাখেন।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। কিন্তু তা মুমুর মাধ্যমেই পাঠাইলাম আমি। পাইলেন কিনা জানাইয়েন কিন্তু। হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুশফিকা মুমু এর ছবি

এইটা কি বলেন রণদীপম ইয়ে, মানে... ভাই আমি ওকে ভুত বানাইলাম কই ইয়ে, মানে... ওকে তো বানাইলাম কাক গড়াগড়ি দিয়া হাসি
চিন্তা করবেন না আপনার শুভেচ্ছা পোস্ট করে দিসি হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ রণদীপমদা।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পরিবর্তনশীল এর ছবি

প্রচণ্ড সুইট একটা লেখা দিয়ে মুমুপু রেনেট ভাইয়ের জন্মদিন্টা সেরকম করে দিলেন।
শুভ জন্মদিন রেনেট ভাই। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মুশফিকা মুমু এর ছবি

থিন্কিউ ডিয়ার কিন্তু আমি সুইট কিছু লিখলাম বলেত মনেহয় না গড়াগড়ি দিয়া হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

ধন্যবাদ পরিবর্তনশীল। মুমুপুরে সাইজ করতে হবে। সাইডে আসেন, প্ল্যান করি দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা পরশু থেকে রোজা, এমনিতেই সাইজ হয়ে যাব দেঁতো হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

শুভ জন্মদিন রেনেট ভাইয়া !

মুমু, তোমার ছড়াটা ভাল লাগল। কই থিকা যে মজার মজার এসব ছড়া লিখ !!!

--------------------------------------------------------

রেনেট এর ছবি

ধন্যবাদ বাচ্চা ভূঁত হাসি
মুমুকে প্রতি সপ্তাহে একটা ছড়া লেখার নির্দেশ জারি করতে হবে চিন্তিত
এত চমতকার ছড়া লিখতে পারে, কিন্তু লিখতেই চায় না। অলস আর কাকে বলে!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

অনেক ধন্যবাদ টুত খাইছে
আর রেনেট নিজে কি লিখসো ইদানিং চিন্তিত
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

আমি রিসার্চ পেপার লিখতেসি মন খারাপ
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

দেরি হইছে তো কি হইছে - শুভেচ্ছা জানিয়ে গেলাম :

হ্যাপি বাড্ডে !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

অনেক ধন্যবাদ কীর্তিনাশা ভাই। শুভেচ্ছাটাই আসল। সময় কোন ব্যাপার না!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নুরুজ্জামান মানিক এর ছবি

১। শুভ জন্মদিন !
গতকাল অফলাইন ছিলাম তাই দেরি
সরি সরি সরি !

২। মুমুর কাব্যপ্রতিভায় আমি চরম বিস্মিত !

নুরুজ্জামান মানিক
************************************

বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রেনেট এর ছবি

ধন্যবাদ মানিক ভাই হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

কি যে বলেন মানিক ভাই লইজ্জা লাগে থ্যান্কিউ থ্যান্কিউ লইজ্জা লাগে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জিফরান খালেদ এর ছবি

অনেক অনেক লেইট জন্মদিন মোবারক... ভাল খানা পিনা হইলো কিনা জানায়েন...

রেনেট এর ছবি

ধন্যবাদ জিফরান। আমার ভালো খাওয়াদাওয়া কেম্নে হইবো? আমার বৌও নাই, মামা ও নাই, মামী ও নাই। কেম্নে কি?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পান্থ রহমান রেজা এর ছবি

বাসি শুভেচ্ছা।

রেনেট এর ছবি

বাসি শুভেচ্ছা দিলেন ক্যা? খেলুম না।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।