গল্প কুইজ

মুশফিকা মুমু এর ছবি
লিখেছেন মুশফিকা মুমু (তারিখ: সোম, ০৯/০৩/২০০৯ - ৬:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এটা একটা সময় নষ্ট করা এমনি এমনি পোস্ট। তাই নিজ দায়িত্বে সময় নষ্ট করুন। যাদের খেয়ে, দেয়ে, সচল পড়ে, ঘুমিয়ে আর কোনোই কাজ নেই তারা এই কুইজটা করতে পারেন।

ঠিক কুইজ নয়, একটা গল্পের মত। আর আপনি হবেন সেই গল্পের নায়ক বা নায়িকা। দেঁতো হাসি আগেই বলে রাখছি কুইজটা করার জন্য আপনার প্রেমিক বা প্রেমিকা থাকা আবশ্যক নয়। স্কুলে থাকতে বান্ধবীদের কাছে শোনা ইংলিশ কাহিনীটা একটু বাঙ্গালী ভাবে লেখার চেষ্টা করছি। তবে শুরু করা যাক....

**************************************
দিনটা খুব সুন্দর। এতই সুন্দর যে বলে বোঝানো যাবেনা। আপনি কল্পনা করে নিন। এমন সুন্দর দিনে পাশে সেই প্রিয় মানুষটা না থাকলে কি হয়? আপনি ঠিক করলেন এখুনি আপনার প্রিয় মানুষটার বাসায় যাবেন। ফোন করে জানাবেন? না না। তাকে সারপ্রাইজ দিবেন। চায়ের মগটা রেখে আপনি উঠে গেলেন রেডি হতে।

রেডি হয়ে বের হয়ে গেলেন। একটা রিকশা ডেকে উঠে বসলেন। রিকশাচালক জিজ্ঞেস করতেই আপনার মনেহল আরেহ যাওয়ার তো দুটো পথ আছে।
প্রথম প্রশ্ন, ১. আপনি কোন পথে যাবেন?
(ক) - এ পথে গেলে খুব তাড়াতাড়ি পৌছে যাবেন, তবে রাস্তাটা খুব ভালো নয়।
(খ) - এ পথে গেলে একটু সময় বেশি লাগবে কারণ শপিং সেন্টারের ভিতর দিয়ে যাবে।

আপনি বলার পর রিকশা যেতে থাকল। এক জায়গায় গিয়ে রিকশা ছেরে আপনি হাটতে শুরু করলেন। সুন্দর একটা পার্কের মাঝ দিয়ে আপনাকে যেতে হবে। আপনার দুপাশে গোলাপের বাগান। একপাশে সব লাল, অন্য পাশে সব সাদা। শত শত গোলাপ। শুধু ফুল আর ফুল, ফুলে ফুলে ভরা। এত সুন্দর যে বলে বোঝানো যাবেনা, কল্পনা করে নিন। হঠাত আপনার নজরে পরল একটা সাইন লেখা, "দয়া করে ফুল ছিরুন, তবে ২০টার বেশি নয়"। আপনার মনেহল আরেহ, খালি হাতে যাওয়ার চেয়ে কিছু ফ্রি ফুল নিয়ে যাই ওর জন্য।
দ্বিতীয় প্রশ্ন, ২. আপনি ২০টা ফুলের মাঝে কত গুলো লাল আর কত গুলো সাদা গোলাপ ফুল নিবেন?

ফুলগুলো নিয়ে আপনি আপনার প্রিয় জনের বাসার সামনে এসে পৌঁছলেন। আপনি ছেলে হলে গলার টাই টা ঠিক করুন বা মেয়ে হলে আপনার ওড়না বা শাড়ির আঁচলটা ঠিক করুন। এবার বেল রিং করুন। দুবার বাজতেও দরজা খুললো।
তৃতীয় প্রশ্ন, ৩. কে দরজা খুললো?

তৃতীয় প্রশ্নে আপনার উত্তর যেটাই হোক, আমি মনেকরে নিলাম কাজের বুয়া দরজা খুলেছে। পরিচিত বুয়া দেখেই খুশি হল কিন্তু বলল আপনার প্রিয়জন বাসায় নেই। কি আর করা।
চতুর্থ প্রশ্ন, ৩. আপনি এখন কি করবেন?
(ক) ফুলগুলো এখন কি বুয়ার হাতে দিয়ে আপনি ওকে খুঁজতে বের হবেন।
(খ) ভাবলেন থাক একটু বসে দেখি যদি ও ফিরে আসে, নিজেই ফুলগুলো নিয়ে ওর ঘরে রাখতে যাবেন।

চতুর্থ প্রশ্নে আপনার উত্তর যেটাই হোক আমি ধরে নিলাম আপনি ফুলগুলো ওর ঘরে রেখে আসতে গেলেন। ওর ঘরে গিয়ে দেখলেন সুন্দর করে সাজানো। বুয়া আপনাকে বসতে বলে চা বানাতে গেল। আপনি ফুলগুলো কোথায় রাখবেন তাই চিন্তা করছেন।
শেষ প্রশ্ন, ৫. ফুল গুলো কোথায় রাখবেন?
(ক) জানালার পাশের খালি ফুলদানিতে?
(খ) বিছানার ওপর?

ফুলগুলো রেখে চা শেষ করে আপনি চলে আসলেন।

**************************************
কুইজের প্রশ্নের উত্তরে কোন সঠিক বেঠিক নেই। সবই ঠিক। উত্তরের মানে কাল এখানেই পোস্ট করা হবে। হাসি

বি:দ্রো: কেউ এটা আগেই শুনে থাকলে বলে দিয়েন না প্লিজ দেঁতো হাসি


মন্তব্য

ভূঁতের বাচ্চা এর ছবি

হায় হায় এত প্রশ্ন দেখেই তো আমার মাথায় বাজ পড়ার মতন অবস্থা মুমু !
বিয়ার ইন্টারভিউ দিতে গেলেও তো আমাকে এত প্রশ্নের উত্তর দিতে হবেনা।
প্রশ্নের চোটে মাথা ঘুরতেসে !

আর তুমি প্রথমে বললা যে ঠিক-বেঠিক নাই উত্তরের আবার পরে বলতেস যে উত্তরের মানে প্রকাশ করা হবে কালকে। তুমি তো আরো বেশি প্যাঁচ লাগায়ে দিয়া গেলা !
------------------------

--------------------------------------------------------

মুশফিকা মুমু এর ছবি

ধুর! সামান্য কয়েকটা প্রশ্নের উত্তরই দিতে পারলা না। যাও গিয়ে মাথা ঘুরা ট্যাবলেট খাও গিয়ে।

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

কি করব বলো ! প্রশ্ন দেখলেই তো আমার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় ... মাথা যাতে না ঘুরে এমন কোনও ভাল ওষুধ জানা থাকলে নাম বইলা যাও !!!
----------------------------

--------------------------------------------------------

সাইফুল আকবর খান এর ছবি

না, শুনি নাই। অপেক্ষায় থাকলাম উত্তরের মানে'র।
কীরকম অপেক্ষায়- সেটা ব'লে বোঝানো যাবে না, আপনি কল্পনা ক'রে নিন।

চোখ টিপি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মুশফিকা মুমু এর ছবি

আপনিও উত্তর দিলেন না মন খারাপ

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সাইফুল আকবর খান এর ছবি

এইগুলান আমার গিয়াঞ্জাম লাগে, বিয়াপক। মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

পান্থ রহমান রেজা [অতিথি] এর ছবি

চিন্তিত

মুশফিকা মুমু এর ছবি

না না না হবেনা কেউ উত্তর না দিলে আমিও দিব না। এটা শুধু একটা খেলা আর কিছুই না। হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নুড়ি এর ছবি

১ম উত্তর: খ
২য় উত্তর: সব গুলো সাদা গোলাপ
৫ম উত্তর: খ
আমি প্রথম উত্তর দাতা; আপু আশা করি সুন্দর সুন্দর মানে বলবেন।
হাসি

মুশফিকা মুমু এর ছবি

নুড়ি জি অনেক ধন্যবাদ সবার প্রথমে উত্তর দেয়ার জন্য, হাসি
আমিতো বানিয়ে লিখছি না যা শুনেছি তাই বলব, তবে তুমিতো ৩ আর ৪ এর উত্তর দাও নি,
১ম উত্তর: খ - মানে হোলো তুমি বুঝে শুনে সময় নিয়ে প্রেমে পর
২য় উত্তর: সব গুলো সাদা গোলাপ - এর মানে হলো তুমি তোমার প্রেমিক বা প্রেমিকার জন্য সব উজার করে দিবে বিনিময়ে কিছুই চাইবে না।
৫ম উত্তর: খ - এর মানে হলো তুমি অনেক রোমান্টিক হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

নুড়ি এর ছবি

৩ আর ৪ এর উত্তর ও দিতে হবে!! আমি তো ভাবলাম উত্তর দেয়াই আছে;
বুঝে শুনে সময় নিয়ে প্রেমে পরি বলছেন-বুঝে - শুনে - সময় নিয়ে নিয়ে প্রেমে পরাটাই হলো না,

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রশ্ন-১: ক
প্রশ্ন-২: উনিশটা সাদা, একটা লাল
প্রশ্ন-৫: খ

যদি পঁচাইসো, তাইলে তোমার খবর আছে কিন্তু! দেঁতো হাসি

এটা একটা সময় নষ্ট করা এমনি এমনি পোস্ট।
বাই দ্য ওয়ে, তোমার এই চাকরিটাও কি ধীরে ধীরে আগেরটার মতো হয়ে যাচ্ছে নাকি? চোখ টিপি

মুশফিকা মুমু এর ছবি

অনেক ধন্যবাদ প্রহরী উত্তরের জন্য হাসি না একটুও পঁচাবো না দেঁতো হাসি
প্রশ্ন-১: ক - এর মানে তুমি কিছু না ভেবেই প্রেমে পরো, তারমানে এইনা যে যাকে দেখো তাকেই। আসলে মিন করছে তুমি তেমন কিছু না চিন্তা করেই প্রেমে পর।
প্রশ্ন-২: উনিশটা সাদা, একটা লাল - সাদা গোলাপের মানে তুমি কতটা ডেডিকেটেড হবা আর লাল মানে তুমি কতটা তোমার প্রেমিকার কাছে চাও। তোমার উত্তরের মানে তুমি বেশি করবা বিনিময়ে তুমি তেমন কিছুই চাও না।
প্রশ্ন-৫: খ - এর মানে তুমি বেশি রোমেন্টিক
বাকি দুইটার উত্তর কই??

না আমার চাকরির কোন উন্নতি হয়নি, বাসায় বসে ঘুম বাদ দিয়ে লিখছিলাম খাইছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কিছু পয়েন্ট কামাই এর ছবি

সারপ্রাইস = সারপ্রাইজ
তারাতারি = তাড়াতাড়ি
কারন = কারণ
ছেরে = ছেড়ে
পৌছলেন = পৌঁছলেন
আচলটা = আঁচলটা

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা অনেক ধন্যবাদ, ঠিক করে দিব।। আপনাকে চেনাচেনা লাগে খাইছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রায়হান আবীর এর ছবি

মাথা ঘুরাইতেছে। যাই পানি খাইয়া আসি ...

=============================

মুশফিকা মুমু এর ছবি

ধুর আজকাল কার পোলাপান যে কি না, খালি খালি মাথা ঘুরায়!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

এইহানে কি হইতাছে? আমি তো নতুন আমি খেলুম না, শুধু দেহি মুমু আইচ্ছা?

মুশফিকা মুমু এর ছবি

তোমার খেলতা হবেনা, তুমি দুধভাত হাসি তবে তুমিটা কে?

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জি.এম.তানিম এর ছবি

১. যে পথে তাড়াতাড়ি যাওয়া যায়।
২. ১০ টা ১০ টা, সাদা লাল এর কম্বিনেশনটা সুন্দর।
৩. এর জবাব দিব না। প্রেমিকা খুলুক চাইসিলাম, বুয়ারে দিয়ে দরজা খুলানোয় দুক্ষু পাইসি।
৪. ঘরে যাব।
৫. হাতে নিয়ে বসে থাকার ইচ্ছা ছিল। অপশনের মধ্যে হইতে হইলে বিছানা।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মুশফিকা মুমু এর ছবি

বাহ! এই প্রথম ফুল এনসার পাইলাম। দেঁতো হাসি ভেরিগুড চলুক
১. যে পথে তাড়াতাড়ি যাওয়া যায় -- এর মানে তুমি তারাতারি প্রেমে পরো। কোনো কিছু ভাব না, মেয়ে কি করে না করে কিছু ম্যাটার করেনা। হাসি
২. ১০ টা ১০ টা, সাদা লাল এর কম্বিনেশনটা সুন্দর -- কম্বিনেশনটা আসলেই সুন্দর তবে রুল অনুযায়ি এর মানে দাড়াচ্ছে তুমি তোমার প্রেমিকার প্রতি যতটা ডেডিকেটেড হবা ঠিক ততটাই তুমি তার কাছে চাও।
৩. এর জবাব দিব না। প্রেমিকা খুলুক চাইসিলাম, বুয়ারে দিয়ে দরজা খুলানোয় দুক্ষু পাইসি -- আরেহ আমিতো গল্পের জন্য বলসি, তোমার উত্তর যদি বল প্রেমিকা তাহলে তার মানে হলো তুমি প্রেমে পড়লে নিজেই গিয়ে তাকে বলবা, অন্য কারো সাহায্য আশা করবা না বা নিবা না।
৪. ঘরে যাব -- ফুলগুলো বুয়ার কাছে না রেখে নিজেই ঘরে নিয়ে যাওয়া মানে তুমি সম্পর্কে অন্য কারো ইন্টারফিয়ারেন্স পছন্দ করোনা।
৫. হাতে নিয়ে বসে থাকার ইচ্ছা ছিল। অপশনের মধ্যে হইতে হইলে বিছানা -- এর মানে তুমি অনেক রোমেন্টিক

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জি.এম.তানিম এর ছবি

স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ছাড়ার পর অনেক দিন পর একটা ভেরি গুড পাইলাম দেঁতো হাসি

আমি তো দেখি অনেক রোমান্টিক...এত্তো রোমান্স এখন কই যে রাখি... চিন্তিত
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার তো প্রেমিকা নাই, বউ আছে। সে আমার সাথেই থাকে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুশফিকা মুমু এর ছবি

আহা বিবাহিত হলেও সমস্য ছিলনা মন খারাপ ধুর ওপরে এটা লেখা উচিত ছিল আমার মন খারাপ প্রেমিকার জায়গায় বউ বসিয়ে দিতেন

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

প্রথম উত্তর

দুইটার কোনোটাই না
যার কাছে যাবার অতগুলা রাস্তা সে মানুষ সুবিধার হতে পারে না
কারণ তার কাছে নানান কিসিমের লোক যায়
আমার যাবার দরকার নাই

দ্বিতীয় উত্তর

মোবাইল করে জেনে নেবো বাজারে কোন গোলাপরে দাম বেশি
যেইটা বেশি সেইটা নেবো

তৃতীয় উত্তর

আমি দরজা খুলিনি

চতুর্থ উত্তর

বুয়াকে বলব একটা কাঁচি দিতে যাতে ফুলগুলার মরা পাতা কেটে সুন্দর সান্দর করা যায়। তারপর বসে বসে ফুল সাইজ করতে থাকব

শেষ উত্তর

বিছানায় পড়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠে চা খেয়ে ফুলগুলো নিয়ে বাজারে চলে যাবো বিক্রি করতে

অতন্দ্র প্রহরী এর ছবি

বিছানায় পড়ে একটা লম্বা ঘুম দিয়ে উঠে চা খেয়ে ফুলগুলো নিয়ে বাজারে চলে যাবো বিক্রি করতে
আপনি পারেনও! দেঁতো হাসি

মুশফিকা মুমু এর ছবি

হাহাহাহাহা গড়াগড়ি দিয়া হাসি আচ্ছা দেখি আপনার লিলেনীয় প্রশ্নের উত্তর দেয়া যায় নাকি খাইছে

১) আপনার উত্তরের মানে দাড়াচ্ছে আপনি প্রেমেই পরেন না গড়াগড়ি দিয়া হাসি

২) আচ্ছা তাও ভাল খালি হাতে যাবেন না, ফুল নিয়ে যাবেন। মানে হয়ত দাড়ায় আপনি সুবিধাবাদী, কখনো হয়ত প্রেমিকার প্রতি ডেডিকেটেড হবেন আবার কখনো হবেন না।

৩) চিন্তা করে দেখলাম এর মানে হবে আপনি যার প্রেমে পড়বেন তাকে জানাবেন না কখনো খাইছে

৪) তার মানে আপনি ঘরে যাবেন। এর মানে হল আপনি প্রেমে পড়লে যদি জানাতে চান তাইলে নিজেই করবেন অন্য কারো সাহায্য ছারা।

৫) গড়াগড়ি দিয়া হাসি এইটার কোনো এক্সপ্লেনেশন পাইতেসিনা

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

১. কীভাবে প্রেমে পড়তে হয়?

২. কীভাবে ডেডিকেটেড হতে হয়?

৩. প্রেমে পড়লে কীভাবে জানাতে হয়?

৪. প্রেমে অন্যরা কীভাবে সাহাজ্য করতে পারে?

৫. কেন পাইতেছেন না? আপনার কাছে কি ছোটদের অর্থনীতি বই নাই?

মুশফিকা মুমু এর ছবি

১) হাবুডুবু ভাবে
২) ঐ যে যেভাবে হয় সেইভাবে দেঁতো হাসি
৩) জানানোর নিয়মে জানাতে হয়
৪) অন্যদের জিজ্ঞেস করলেই জানা যাবে
৫) ছোটদেরটা আছে কিন্তু লীলেনিও অর্থনীতি বই নাই
হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুলতানা পারভীন শিমুল এর ছবি

লীলেনিও প্রশ্নের মুমুয়িত জবাব।
মজা পাইলাম খুব। দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ভূঁতের বাচ্চা এর ছবি

লীলেন ভাই তো এইবার পুরা ধরা খাইসে !
-------------------

--------------------------------------------------------

তানবীরা এর ছবি

বাচ্চার মায়েরাও কি কুইজে এ্যলাউড মুমু? আমারও খেলতে মন চায়।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

মা-বাবা কোটা পরে, আগে আমাদের কোটা। মানে মামা-চাচাদের কোটা। ঐটা পূরণ করে জায়গা খালি থাকলে ওয়েটিং লিস্ট থেকে টেনে নেওয়া হবে। ততোক্ষণ ধৈর্য্য ধরে থাকুন তাতাপু! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

অবশ্যই এলাউড আপু, প্লিজ ওপরে কারো উত্তরের মানে না পড়ে নিজেরটা লিখে দেখুন কি হয় হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ধুসর গোধূলি এর ছবি

-
১. খ।

ব্যাখ্যাঃ যেহেতু শপিং সেন্টারের ভেতর দিয়ে যেতে হবে দেখতে দেখতে যাওয়া যাবে। কতো রঙের বালিকাই তো থাকে সেখানে। আর এমনও হতে পারে, এমন সুন্দর বিকেলে (ধরে নিলাম আরকি!) যার কাছে যাচ্ছি সে ঘরে না থেকে একটু এদিকে হাওয়া খেতে এলো। তাইলে রিক্সা ভাড়া বেঁচে যাবে অনেকটা। আর তার টাকায় ফুচকাও খাওয়া হবে! হাসি

২. একটা লাল একটা সাদা।

ব্যাখ্যাঃ ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট! তাছাড়া মাগনা পেলেই ফুল ছিঁড়া ঠিক না। ফুলেরা গাছে সুন্দর ললনারা শপিং মলে। আর কে জানে, ঐটা হয়তো একটা ফাঁদ। হঠাশ করে কোন মালী এসে বলবে, "দেও মিয়া প্রতি ফুলে তিন টেকা করে!"

৩. এখানে আমার উত্তর না নিয়ে তো দেখি নিজে নিজেই উত্তর বসিয়ে রেখেছো। হবে না, এটা দুর্নীতি, এটা স্বজনপ্রীতি। মানিনা মানবো না! মোবাইলের সিসটেম রাখো নাই ক্যান?

৪. এইখানেও কথা আছে। একজন মেয়ের শোবার ঘরে হুট করে ঢুকে যাওয়াটা কেমন কথা? আবার বুয়ার হাতেও ফুল দিয়ে আসটা কেমন দেখায়! বুয়া যদি ভাবে যে তাঁর সাথে লাইন মারতেছি, তাইলে কী হবে? তোমার নিয়্যত পরিষ্কার করো। বুয়ার হাতে মাইর খাওয়ানোর তেব্র নেন্দা জানালাম।

৫. যেহেতু জোর করেই 'প্রিয়জনে'র রুমে ঢুকিয়ে দিলে তাইলে একটা কাজ করা যায়। যেহেটু সুন্দর করে গোছানো, প্রথমেই যেটা করা যায় তাহলো খানিকটা এলোমেলো করে দেয়া (এটা না করলেও হয়)। কিন্তু, মানুষ এতো গোছানো হবে কেনো? দ্বিতীয় ধাপ হবে সাদা ফুলটা বিছানায় রেখে লালটা ফুলদানীতে রাখা। আর বিছানার ফুলের পাশে একটা ছোট্ট চিরকুট লেখা, "অই ছেমড়ি, ঘর বাড়ি ফেলাইয়া কই গেছোসগা? জানোসনা আজকা ভ্যালেন্টাইনস ডে। যদি আজকেও কাউরে না পাইয়া থাকোস, তাইলে জানালার দিকে যা। আর যদি কোনো বেক্কল আদম তোর মতো পেত্নীর কথায় সাড়া দিয়া ফেলে তাইলে সাদা ফুলেই শুকর গুজার কর। গেলাম গা!"

এই বলে লাল ফুলের গোড়ায় "তে আমো..." লেখা একটা কাগজের টুকরা ফেলে সেখান থেকে চলে আসবো, ফিনিতো।

আরো বহুত জায়গায় ফুল নিয়ে যাইতে হবে! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুশফিকা মুমু এর ছবি

আমার এই সময় নষ্ট পোস্টে আপনি এত সময় ধরে লম্বা উত্তর দেয়ার জন্য আপনাকে জাঝা হাসি এবার দেখি এর কি মানে হয়!
১) আপনি অনেক বুঝে শুনে দেখে টেখে সময় নিয়ে তারপর প্রেমে পড়েন খাইছে
২) গড়াগড়ি দিয়া হাসি ঠিক আছে, ১:১: রেশিও ধরে বলা যায় সমান সমান মানে ১০টা সাদা ১০টা লাল। এর মানে আপনি আপনার প্রেমিকার জন্য যতটুকু করবেন আপনি যান সেও ততটুকুই করবে।

৩) আহা আমিতো শুধু গল্পের জন্য ধরে নিলাম, আপনার নিজের উত্তর দেয়ার কথা। মন খারাপ
৪)

বুয়া যদি ভাবে যে তাঁর সাথে লাইন মারতেছি, তাইলে কী হবে?
গড়াগড়ি দিয়া হাসি
আরেহ বুয়া তো পরিচিত, বুয়া আপনাদের সাহায্য করে চিঠি চালাচালিতে। বুয়া মারবে কেনো? আমারো আরো ভালো ভাবে বলা উচিত ছিল।

৫) গড়াগড়ি দিয়া হাসি কি আর বলব। নাইস এনডিং খাইছে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মাহবুব লীলেন এর ছবি

আচ্ছা প্রেমিকা যদি কানা হয়
মানে চোখে না দেখে
তাহলে সে লাল আর সাদা ফুলের পার্থক্য বুঝবে কী করে?

মুশফিকা মুমু এর ছবি

ধু-গো ভাই বলে দিবে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

guest write rajkonya এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কীর্তিনাশা এর ছবি

১ম উত্তর: খ
২য় উত্তর: ১০ টা লাল , ১০টা শাদা
৫ম উত্তর: ক

পঁচাইলে খবরাছে কিন্তু খাইছে

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

ভাইয়া আপনিও তো দুইটা প্রশ্ন মিস করলেন খাইছে তবুও ধন্যবাড উত্তর দেয়ার জন্য হাসি না না একদম পঁচাবো না হাসি
১ম উত্তর: খ - এর মানে আপনি অনেক ভেবে চিন্তে বুঝে শুনে প্রেমে পরেন দেঁতো হাসি
২য় উত্তর: ১০ টা লাল , ১০টা শাদা -- সমান সমান মানে আপনি ভাবীর জন্য যতটুকু করেন, ভাবীর কাছে ততটুকুই এক্সপেক্ট করেন।
৫ম উত্তর: ক -- জানালার পাশে রাখা মানে, ভাবী বেশি রোমেন্টিক, আপনার চাইতেও, আর আপনি এটাই চান হাসি
অনেক ধন্যবাদ উত্তরের জন্য। আপনার কিউট প্রিন্স কেমন আছে হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কেউ না এর ছবি

১। খারাপ রাস্তা দিয়ে
২। ২০ টা লাল গোলাপ
৩। দরজা কেউ খুলে নাই, আমার কাছে ওর বাসার চাবি আছে
৪। অপেক্ষা করব
৫। বিছানায়

মুশফিকা মুমু এর ছবি

১) বেশি তাড়াতাড়ি প্রেমে পড়েন
২) শুধু প্রেমিকার কাছেই সব কিছু আশা করেন
৩) গড়াগড়ি দিয়া হাসি তাইলে তো বলব নিজেই প্রেমিকাকে প্রেমের কথা বলবেন
৪) এর মানে ইন্টারফিয়ারেন্স পছন্দ করেন না
৫) আপনি রোমান্টিক
অনেক ধন্যবাদ কেউ না হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

জ্বিনের বাদশা এর ছবি

প্রথম প্রশ্ন, ১. আপনি কোন পথে যাবেন?
(ক) - এ পথে গেলে খুব তারাতারি পৌছে যাবেন, তবে রাস্তাটা খুব ভালো নয়।

দ্বিতীয় প্রশ্ন, ২. আপনি ২০টা ফুলের মাঝে কত গুলো লাল আর কত গুলো সাদা গোলাপ ফুল নিবেন?
লাল ২০ টা, সাদা একটাওনা চোখ টিপি

তৃতীয় প্রশ্ন, ৩. কে দরজা খুললো?
প্রেমিকার বাবা মন খারাপ

চতুর্থ প্রশ্ন, ৩. আপনি এখন কি করবেন?
(ক)/(খ) এর কোনটিই তো পছন্দ হচ্ছেনা
আমি ফুলগুলো হাতে নিয়েই আপনি ওকে খুঁজতে বের হবো

শেষ প্রশ্ন, ৫. ফুল গুলো কোথায় রাখবেন?
(খ) বিছানার ওপর?

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মুশফিকা মুমু এর ছবি

হাহাহা গড়াগড়ি দিয়া হাসি অনেক ধন্যবাদ ভাইয়া উত্তরের জন্য
প্রথম প্রশ্ন (ক) -- এর মানে আপনি তারাতারি প্রেমে পড়েন, কিছু না ভেবেই.
দ্বিতীয় প্রশ্ন সব লাল -- এর মানে আপনি চান ভাবী একাই ডেডিকেটেড হবে, আপনি কিছুই না গড়াগড়ি দিয়া হাসি
তৃতীয় প্রশ্ন প্রেমিকার বাবা -- এর মানে আপনি প্রেমে পরলে নিজে প্রেমিকাকে কিছু বলতে পারবেন না
চতুর্থ প্রশ্ন -- হলোনা তো মন খারাপ ক বা খ পিক করার কথা। আচ্ছা আমি নিজেই বানায়ে বলেফেলি। এর মানে হয়ত দাড়ায় আপনি সম্পর্কে অন্য কারো ইন্টারফিয়ারেন্স পছন্দ করেন না আবার নিজেও কিছু সলভ করবেন না। খাইছে
শেষ প্রশ্ন বিছানায় -- মানে আপনি অনেক রোমেন্টিক দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ভূঁতের বাচ্চা এর ছবি

আচ্ছা মুমু একটা প্রশ্ন করা হয়নাই তোমাকে... এই গল্প-কুইজটা কি শুধু ছেলেদের বেলাতেই প্রযোজ্য নাকি মেয়েদের বেলাতেও কাজ হবে ? যদি হয় তাহলে প্রেমে পড়ার আগে সম্ভাব্য প্রেমিকাকে এই গল্পটা পড়াতাম।

সাদা আর লাল গোলাপের ব্যাপারটা আমি অন্যভাবে ভাবছিলাম। মনে করছিলাম যে যত বেশি লাল গোলাপ তত বেশি প্রেম । হেঃ হেঃ হেঃ। লাল গোলাপ তো আবার ভালবাসার চিহ্ন বুঝতেই পারছ !!!
--------------------------------------

--------------------------------------------------------

মুশফিকা মুমু এর ছবি

আরেহ অবশ্যই, এটা সবাই করতে পারে। এটা এমনি একটা স্কুলের ছেলেমেয়েদের বানানো খেলা, মজা করার জন্য। আমি কোনো সাইকিক না =D আর প্রেমে পড়ার আগে সম্ভাব্য প্রেমিকাকে এই গল্পটা পড়াতে হবে নাকি গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

পোস্ট এবং কমেন্ট পড়িয়া অনেক বিনোদন প্রাপ্তি হইল। দেঁতো হাসি

মুশফিকা মুমু এর ছবি

তোমার বিনোদন প্রাপ্তিতে আমার অনেক খুশি প্রাপ্ত হইল দেঁতো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

আরে... বেশ পিছনে পরে গেলাম দেখা যায়।

যাহোক, আমার উত্তরগুলো হল :

১। শপিং মল ঘুরে যাব।
২। ২০ টা সাদা গোলাপ।
৩। শ্রদ্ধেয়া শ্বাশুড়ী দরজা খুললেন। অত:পর আমি কদমবুসি করে ফেললাম। উনি বললেন, থাক বাবা থাক।
৪। অপেক্ষা করব
৫। বিছানায়

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুশফিকা মুমু এর ছবি

অনেক ধন্যবাদ রেনেট কিন্তু ওপরে তো উত্তর দিয়ে দিসি, তুমি আবার দেইখে দেইখে লিখ নাই তো চিন্তিত
১) অনেক সময় নিয়ে প্রেমে পরো
২) তুমি অনেক ডেডিকেটেড হবা তোমার পার্টনারের ওপর, কিছুই আশা করবানা তার কাছে
৩) গড়াগড়ি দিয়া হাসি শাশুড়ীকে সালাম দিয়ে তুমি চলে আসবা, তোমার আর প্রেমিকা কে প্রেমের কথা বলা হবেনা
৪) সম্পর্কে অন্যকারো ইন্টার্ফিয়ারেনস পছন্দ করনা
৫) তুমি অনেক রোমান্টিক

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রেনেট এর ছবি

আরে তাইতো উপরে সব উত্তর লেখা অ্যাঁ
দেঁতো হাসি

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।