আমার ধারনা অনেকেই ছোটবেলায় বা বড় বেলায় বানিয়ে বানিয়ে খেলা খেলেছেন। ভাই-বোনদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে মজা করে নিশ্চয়ই অনেকে অনেক খেলা বানিয়েছিলেন। তাহসিনের এই লেখাটি পড়ে নিজের বানানো কিছু খেলা মনে পড়ল। আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা খেলা গুলো খেলে মজা পাবেন।
কোনটা তুমি
এ খেলাটি আমার বানানো, ঠিক কবে মনে নেই তবে তখন বেশ ছোট ছিলাম। কোনো একদিন ভাই, কাজিন সবাই মিলে টিভি দেখছিলাম আর বোর হচ্ছিলাম। তখন খেলাটি আমাদের মাঝে অনেক হাসি, মজা এনে দিয়েছিল। খেলাটি দুই ভাবে খেলা যায়। প্রথম ভাবে রিমোট কন্ট্রোল দিয়ে এক জন প্রতিবার চ্যানেল বদল করবে, আর দ্বিতীয় ভাবে টিভি এক চ্যানেলে রেখে খেলতে হবে, বদল করা যাবেনা।
খেলার শুরুতে যারা যারা খেলবে তাদের মাঝে একজনকে "তুমি" বানাতে হবে। তারপর যার কাছে টিভির রিমোট আছে সে বলবে "পরের চ্যানেলে যে মেয়েকে বা ছেলেকে প্রথম দেখা যাবে সে হবে তুমি"। তারপর চ্যানেল বদল করা হবে। এভাবে প্রতিবার চ্যানেল বদল করার আগে একজন কে "তুমি" বানাতে হবে। চ্যানেল সিকুয়েন্স শেষ না হওয়া পর্যন্ত সেম চ্যানেল রিপিট করা যাবেনা। মজা হয় যখন টিভিতে এমন কাউকে দেখায়, যে "তুমি" হয়েছে সে ঐ মানুষ হতে চায় না। যেমন ছোট কাউকে "তুমি" বানানোর পর দেখা গেলো চ্যানেলে খুব বুড়ো বা বুড়ি কাউকে দেখানো হচ্ছে।
দ্বিতীয় ভাবে খেলাটিও একি রকম শুধু এবার টিভির চ্যানেল বদল করা হবেনা। টিভির এড চলার সময় বলতে হবে এর পরের এড এর মেয়েটা বা ছেলেটা তুমি। এভাবে প্রতি এড এ একজনকে "তুমি" করা হবে।
দেশে টিভিতে অনুষ্ঠানের ফাকে যেভাবে একটার পর একটা এড হতে থাকে তখন এই খেলা খেলে সময় পার করা যাবে। আমরা এখনো এ খেলা খেলি ভাই কাজিনদের সাথে। আশা করছি এই আপনারাও মজা পাবেন। :)
আই স্পাই
এ খেলাটি আমার বানানো নয়, এটা এখানে ছোটদের মাঝে অনেক প্রচলিত। এবার দেশে গিয়ে এটা বড়দের সাথেও অনেক খেলেছি গাড়িতে বসে এখানে সেখানে যাওয়ার সময়। তাই ভাবলাম যারা জানেন না তাদের জন্য বলি।
এ খেলাটি আপনি যেখানে ইচ্ছা খেলতা পারেন। যেমন খুব দুরের কোনো ট্রিপ এ গাড়িতে বসে খেলতে পারেন। গাড়ির ভিতর কোনো কিছু মনে মনে ভাববেন যেমন "সিটবেল্ট", তারপর বলবেন "আই স্পাই উইত মাই লিটল আইস সামথিং বিগিনিং উইত "S"। যারা যারা খেলবে তারা তখন গাড়ির ভিতর "S" দিয়ে কি কি জিনিসের নাম শুরু হয় একে একে বলতে থাকবে, যে সঠিক করে বলবে সে ১ পয়েন্ট পাবে আর সে মনেমনে কিছু ঠিক করে পরের অক্ষর বলবে। এ খেলা বাংলা অক্ষর দিয়েও খেলা যায়। সময় কাটানোর জন্য বেশ মজার খেলা যা কিনা ছোট বড় সবাই খেলতে পারে।
পয়েন্ট খেলা
এই খেলাটা আমার নতুন বানানো। এবার দেশে বেড়াতে গিয়ে একবার মামীর সাথে সপিং এ মামার জন্য অপেক্ষায় বসে ছিলাম। তখন আশে পাশে মানুষদের আসা যাওয়া দেখে খেলাটি মাথায় এলো। খেলায় একটা "সাবজেক্ট" ঠিক করতে হবে আর এটা যে কোনো কিছু হতে পারে। তারপর যে যত এই "সাবজেক্ট" খুঁজে পাবে এবং অন্য খেলার সাথিকে দেখাবে, সে তত পয়েন্ট পাবে। না দেখাতে পারলে পয়েন্ট পাবেনা।
আমাদের খেলার "সাবজেক্ট" ছিল মোটা মানুষ। একটু মোটা না, প্রচন্ড রকমের মোটা, নরাচরা করতে কষ্ট হয় এমন মোটা। আপনার খেলার "সাবজেক্ট" এমন কিছু হলে একটু সাবধানে থাকতে হবে যেন কেউ বুঝতে না পারে। আমাদের খেলায় আমি যেমন মামীকে বলেছি "মামী আপনার ডান পাশে আমার ১ পয়েন্ট" আবার মামী বলেছে "তোমার পিছনে আমার ২ পয়েন্ট"। আপনার খেলার "সাবজেক্ট" সাধারন কিছু হলে কোনো সমস্যা নেই। আর প্রতি সাবজেক্টে কত পয়েন্ট হবে তা মিউচুয়েল এগ্রিমেন্টে বারানো যাবে যদি সাবজেক্ট তত পয়েন্ট পাওয়ার যোগ্য হয়।
আশা করছি আপনারাও আপনাদের বানানো খেলার নিয়ম শেয়ার করবেন। আর আমার লেখা খেলা গুলিও হয়ত খেলে মজা পাবেন। :)
মন্তব্য
পয়েন্ট খেলাটা মজা লাগলো। তবে বুঝেশুনে না খেললে গণ ধোলাই খাওয়ার সমূহ সম্ভাবনা (একবার পিটানি খেতে খেতে বেঁচে গিয়েছিলাম (দেঁতোহাসি) )
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হুমম তাই তো বললাম ওটা একটু সাবধানে খেলতে হবে যদি খেলার সাবজেক্ট ওরকম হয় :p
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
০১
এই খেলা একেবারে পানির মতো ইজি বুঝলাম। (মনখারাপ)
০২
এটা ছোটবেলায় আমাদের খেলিত একটা খেলার কাছাকাছি।
সুর করে একজনকে বলতে হতো, "আমি যাহা দেখি, তুমি তাহা দেখো না"। আর অন্যরা হিন্টস জিজ্ঞেস করে বের করার চেষ্টা করতো জিনিসটা কি। (হাসি)
০৩
এটা মজার, তবে আসলেই ক্ষেত্রবিশেষে সাবধানে খেলতে হবে। (চোখটিপি)
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বাহ! বাংলা ভার্ষনটা তো খুব সুন্দর :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বাংলা ভার্সনটা আমারও জানা ছিল।
মুমু আপনি তো দারুন দারুন সব খেলা বানাতে পারেন! পয়েন্ট খেলাটায় বেশ চ্যালেঞ্জ আছে। আজ থেকেই শুরু করা যাক...
(তাহসিন গালিব)
:) আশা করি মজা পাবেন। আপনার আগের কমেন্টটি মুছে দিলাম একি রকম বলে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু কতো জ্ঞানীইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই!
পান্থ ভাই আমি জানিইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই :D
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনার খেলাগুলোর বর্ণনা পড়ে কিন্তু আমার আরও কিছু খেলার কথা মনে পড়ে গেল। খুব শীঘ্রই সচলায়নের পাতায় দিতে পারবো আশা রাখি।
(তাহসিন গালিব)
ঠিক আছে :) পড়ার অপেক্ষায় আছি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সবগুলো খেলাই মজার। তবে পয়েন্ট খেলাটা বেশি মজার মনে হচ্ছে। দেখি একবার টেরাই করতে হবে....... (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
:D
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কী প্রতিভা! :)
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
:p
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বড়ই তাজ্জব! (টাশকীর স্মাইলি) :p
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
তাজ্জবের কি বললাম বুঝলাম না, ভালো তাজ্জব নাকি খারাপ তাজ্জব?
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বেশ ভালো।
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
থ্যাংকিউ :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
খাইছে! মুমুর মাথায় তো দেখি অনেক বুদ্ধি! এক্ষুণি পেটেন্ট করাও এইগুলার। নাইলে পরে রয়্যালটি পাবা না কিন্তু ;-)
ছোটবেলায় আমি আর আপু যে খেলা খেলতাম, টিভির অ্যাডের একটা হতো আমার, একটা ওর। কখনো কখনো খুব পছন্দের কোন অ্যাড হয়ত পেয়ে যেতাম ভাগ্যে, আবার কখনো কখনো খুব বিচ্ছিরি কিছু পেতাম। বেশ মজা হতো।
আরেকটা খেলা ছিল মনে মনে কোন একটা বিষয় ভাবা, আর বিশটা প্রশ্ন করে সেটার উত্তর বের করা। আবার এটাও খেলতাম যে, আমি হয়ত কোন একটা জিনিস দেখলাম, তারপর সেটা আন্দাজ করে বলতে হবে আরেকজনকে (ওই 'আমি যা দেখতেসি তুমিও কি তাই দেখতেস?' স্টাইল)।
তোমার লেখা খুবই মজারু হইসে।
আরো কোন মজার গেমের আইডিয়া থাকলে লিখে ফেল। :-)
হাহাহা মজার তো টিভির এড নেয়ার গেম টা :p
তুমি তাইলে রাশিয়ান ও বুঝো ;) আচ্ছা মজার গেম মনে পড়লে লিখে দিব :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এই খেলা গুলো ক্রিয়েটিভ।
আমরা একটা খেলা খেলি যেটা শুরু হয় এভাবে
"আমি যা দেখি তুমি কি তা দেখ?"
"হ্যা দেখি"
এখন প্রশ্ন কর্তা তার অবস্থান থেকে দেখা যায় তেমন একটা জিনিসের কাব্যিক বর্ণনা দিবে।
যেমন সে হয়তো বললো।
"আমি দেখি 'কার্নিশে সাদা বৃদ্ধ' "
হয়তো সেটা একটা বুড়ো সাদা কবুতর বসে আছে কোনো বাড়ির কার্নিশে।
উত্তরদাতা কে সেটা খুজে বেরকরতে হবে।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
বাহ! সুন্দর বর্ণনা তো :) অনেকটা আই স্পাই এর মতই শুধু কোনো ক্লু দেয়া হয়না ওটায় :)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু, দেখছি, বেজায় ক্রিয়েটিভ!
একটা ঘটনা মনে পড়লো। একদিন আমার এক বন্ধু কলম দিয়ে একটা ছবি এঁকে আমাকে জিজ্ঞেস করলো, "বল তো, কীসের ছবি?"
আমি দেখে বললাম, "সূর্যোদয় বা সূর্যাস্তের।"
সে বললো, "হলো না। ছবিটা ডিম-পোচের।" :))
এর পর থেকে শুরু হলো আমাদের উদ্ভাবনী খেলা। যেমন, একটা "ডট" এঁকে একজন জিজ্ঞেস করলো, "এটা কী?"
আমরা হাজার রকম উত্তর দিই, কোনওটাই তার সঠিক মনে হয় না।
শেষে সে জানায়, "এটা সুইয়ের ডগা"। :))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
হাহাহাহাহাহা
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সন্ন্যাসী দা কি যে বলেন $-) আমি ক্রিয়েটিভ কৈ!
ছবি আঁকা খেলাটা তো দারুন মজার, যা ইচ্ছা বলা যাবে হাহাহাহা, খুব মজা পেলাম! :))
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ছবি আঁকার খেলাটা তো দারুণ মজার !
পছন্দ হয়েছে খুব, সন্ন্যাসীজি। খেলতো হবে তো। (হাসি)
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হিহিহি হুমমম
আচ্ছা আপু বলেন তো এইটা কি?
o
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কি আবার, পিঁপড়ার ডিম। মনে হচ্ছে লাল পিঁপড়া।
দেখলেন! আমি জানি ;-)
(তাহসিন গালিব)
হাহাহা হয় নাই হয় নাই।।। এটা ওয়ালে একটা ফুটা :))
বলোতো এবার এইটা কি? =))
o
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এক টেকো লোকের মাথা। ওপর থেকে দেখা।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
হাহাহা =)) না হয় নাই হয় নাই নাইস ট্রায়
এটা ওপর থেকে স্ট্র এর ভিতর দিয়ে দেখা :p এই খেলাটা দারুন মজার
এবার বলেন তো এইটা কি
o
=))
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এটা ' o ' হচ্ছে একটা জেলপেন কলমের রিফিলকে ওপর থেকে রিফিলের ভিতর দিয়ে দেখা। খাইছে
...................................................................
Not All Men Are Fool, Some Are Bachelor!
পুরানো কাগজপত্র ঘাটতে গিয়ে তুমি তোমার অংক পরীক্ষার খাতা খুঁজে পেয়েছ।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
পয়েন্ট খেলাটা ঠিকমতন বুঝিনাই। তোমার সাথে না খেললে এই খেলার বাকিটা মাথায় ঢুকবেনা মনে হচ্ছে !
------------------------------------------
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন