ছোট্ট পাখি ছোট্ট পাখি
রোজ সকালে তোমায় দেখি,
সুখ মানে কী তুমি আমায় বলতে কি ভাই পারো?
নীল আকাশের কোন অজানায়,
ভর করে এই পাখির ডানায়,
মনের সুখে ঘুরে বেড়াই, বাধ মানি না কারো।।
প্রজাপতি প্রজাপতি,
রঙিন সাজে রূপবতী,
সুখ মানে কী? সুধাই তোমায়, বল আমায় শুনি।
রঙ বেরঙের ফুলের মাঝে,
উড়ে বেড়াই সকাল সাঁঝে,
ফুলের কানে চুপিচুপি সুখের স্বপ্ন বুনি।।
জোনাক পোকা জোনাক পোকা,
আঁধার আলোয় নয়তো একা,
সুখ মানে কী তোমার কাছে? বলবে আমায় ভাই?
রাতের আঁধার যায় পালিয়ে,
সুখের আলোয় ঝিকিমিকিয়ে,
পথ দেখাবো তোমায় বলে, প্রহর গুনে যাই।
আমায় ঘিরে সবাই এলো,
সুখ মানে কী? তুমিই বলো,
সবুজ আশার বীজ বুনেছি,
ভালবাসার গান শুনেছি,
মন দুয়ারে সে এসেছে, সুখের দেশের রাজারকুমার,
যার হাতে হাত রাখবো, দেবো মুঠো ভরা স্বপ্ন আমার।।
____ উৎসর্গ: তোমাকে ____
মন্তব্য
আরে মুমু দেখি----বহুদিন পর---কোথায় ছিলে এতদিন?
সব ভালো তো?
ছড়া ভাল লেগেছে---
শুভেচ্ছা
আসলে কাজের চাপে আছি কিছুদিন অনেক তাই ভাইয়া, সবই ভালো
ছড়া ভাল লাগল শুনে খুব ভাল লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কে সেই সৌভাগ্যবান? আর আপনি ভালো আছেন তো, অনেকদিন আপনার আনাগোনা নাই
সাইফ
হাহাহা আছে একজন আমি ভাল আছি, কিছুদিনের মাঝেই আবার কমেন্ট করায় ব্যাক করব
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরে মুমু যে! বাহ! দারুণ লাগলো ছড়া! কত্তদিন কোন ছড়া/মন্তব্য দেখি না। খুবই ভাল লাগলো। কেমন যেন কোমল, শান্ত একটা ছড়া। মন খুশি-খুশি হয়ে উঠে পড়ে। উৎসর্গ নিয়ে কিছু বললাম না। কেউ না কেউ খুবই সৌভাগ্যবান!
কেউ অ্যাক্যুস্টিক গিটারে টুংটাং জুড়ে দিয়ে এটাকে একটা গান করে ফেলেন না... অন্তত সুর বেঁধে দেন, মুমুই গাক।
বাবামা প্রোজেক্টের অধীনে কিছু বানান ধরিয়ে দেই। মাইন্ড খাবা না তো?
সুখ মানে কী?
বীজ
রূপবতী
থিংকিউ খুব ভালো লাগল কমেন্ট পড়ে
আরেহ কি যে বলো মাইন্ড খাবো কেনো? থ্যাংকস ভুল ধরায়ে দেয়ার জন্য ঠিক করে দিচ্ছি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হাহাহাহাহা ছড়ার নাম দেখে হাসতে হাসতে পড়ে গেলাম
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
নামের জন্য যে কত সময় নষ্ট করলাম, কিছুই মাথায় আসল না, পরে শেষ মেষ এই নাম লোল :p দেখি পরে মাথায় কিছু আসলে বদল করে দিব
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমুরে মাইর দেওয়া দরকার... রেগুলার লেখে না কেন?
ছড়া দারুণ লাগলো... মনে সুখ আসলে এইরকম লেইখেন মাঝে মধ্যে...
আর উৎসর্গ পড়ে চিন্তাইতেছি... কারে ইশারা দিলেন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হাহাহাহা আসলেই সবাই যে বলে প্রেমে পড়লে সবার কবিতা ছড়া বের হয় তা ঠিক
ভালো লাগল শুনে খুব ভাল লাগল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বাঃ বাঃ, খুব সুন্দর ছড়া। বেশ দিলখোলা সোজাসাপটা আনন্দের কথা। দিব্বি লাগলো, মুমু।
অনেক অনেক ধন্যবাদ মূলত পাঠক ভাই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরে অনেকদিন পরে দেখা গেল আপনাকে। ছড়া ভাল লাগছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ নিবিড় জী! কাজের চাপে আছি কিছুদিন তাই লগইন করা হয়না কিন্তু লেখা পড়ি। আবার কমেন্টে ব্যাক করব সুন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কী খবর মুমু?
এতদিন কোথায় ডুব দিয়েছিলেন?
আমিতো মনে মনে খু*জছিলাম।
চন্দ্রবিন্দু আসছে না স্যরি।
কাজের চাপে ডুবে গিয়ে ছিলাম আপু, এখন একটু ভেষে উঠেছি, আরো কমে গেলে আবার কমেন্টে ব্যাক করব আপনি আমাকে খুঁজেছিলেন শুনে কি যে বলব বুঝতে পারছিনা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কী বলবো
ভেসে উঠেছি
হাহাহাহা পয়েন্ট কামানো হচ্ছে দেখা যায়, তোমার ভয়ে এখন সাবধানে কমেন্ট করতে হবে এখন তো আর কমেন্ট এডিটও করা যাবে না
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অনেকদিন পর সচলে মুমুর দেখা মিলল ।
ছড়া দুর্দান্ত হয়েছে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
অনেক অনেক ধন্যবাদ মানিক ভাই, এত বড় থামসআপ দেয়ার জন্য
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ভালো লাগলো।
অনেক ধন্যবাদ নীল
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
-আহা! কে বলেছে জগতে প্রেম নাই!!
বলেন কী? কেউ এই জগতে প্রেম নাই বলসে নাকি? ধইরা নিয়ে আসেন মাইর দেই
অনেক অনেক ধন্যবাদ!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ফেসবুক স্টাট্যাস দেখেও এইটাই মনে হচ্ছিলো!
কংগ্রাজুলেশন!!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
অনেক অনেক ধন্যবাদ স্পর্শ-জি!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
পদ্য সুস্বাদূ লাগলো, শেষ লাইনে ছন্দ বা মাত্রা ... কিছু একটা ঘাপলা হইছে। এইটা আমার বলার কথা না, কিন্তু কেউ বললো না দেখে বললাম
আমারও ভুল হইতে পারে।
আপনার সুখের কথায় সুখী হলাম। ভালো থাকুন।
আপনি আমার সুখে সুখী হয়েছেন শুনে খুব ভাল লাগল ভাইয়া অনেক ধন্যবাদ।
লেখায় ঘাপলা হওয়াটাই সাভাবিক, আমি কি উলটা পালটা লিখি, কোথাও কোনো ছন্দের ঘাপলা না হলেই বরং আমি অবাক হবো
অবশ্য যার জন্য লেখা সে বুঝে নাই তাই কোনো সমস্যা নাই হিহিহিহি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হাহাহাহাহাহা....খুবই আনন্দের কথা!
আপনার 'তাকে'ও আমার আন্তরিক শুভেচ্ছা।
আপনার শুভেচ্ছা পৌছে দিব, অনেক ধন্যবাদ ভাইয়া
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরে আমিতো আগে পড়ার পর কিছুই বুঝি নাই কিন্তু এইবার সব ফকফকা
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
হাহাহাহা, ইটস ওকে, ছোট মানুষদের বড়দের ব্যপার বুঝতে একটু সময়ই লাগে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নাহ
মুমু এখন পুরোপুরি মুমুআপা হয়ে গেছে
(বুদ্ধি একটু কমেছে আর চালকি একটু বেড়েছে)
হাহাহাহা
ভাইয়া হয়ত আপনি ঠিকই বলসেন, প্রেমে পড়লে মনেহয় বুদ্ধি একটু কমেই যায়
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মানুষের সুখ দেখাতেও সুখ। কবিতার নাম ঠিকাছে। তাকে আমার শুভেচ্ছা দিও।
কবিতা খুব ম্যাচিওরড হয়েছে।
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আপু অনেক বড় একটা কমপ্লিমেন্ট দিলেন "ম্যাচিওরড কবিতা" আপনার শুভেচ্ছা পৌছে দিব। অনেক অনেক ধন্যবাদ
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বোঝা যাচ্ছে, 'তুমি' মানেই সুখ।
অনেক অনেক ভালো কাটুক সময়গুলো, মুমু।
অভিনন্দন।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হি হি হি থ্যাংকিউ আপু। দোয়া করবেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
নাম আর ছবি ছাড়া জনগণ কিচ্ছু বিশ্বাস করে না।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হাহাহাহা নাম আর ছবি এখানে কখনই দেয়া হবেনা......... তবে ফেসবুকে দিব পরে কখনো
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সোজাসাপ্টা সরম কবিতা, পড়ে খুব ভালো লাগলো। আপনার নাম মানুষের কমেন্টে কমেন্টেই দেখি শুধু, আপনার লেখা দেখি কম। আরো নিয়মিত লিখুন না।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
আপনার ভাল লেগেছে শুনে খুব ভাল লাগল, কিন্তু "সরম" কবিতা মানে? লজ্জা জাতীয় কিছুনা নিশ্চয়ই?
নিয়মিত লিখব কিভাবে ভাই আমি তো আপনাদের মত "প্রো" না তবে কমেন্টে নিয়মিত হব সুন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এহহে, সরল লিখতে গেছিলাম। ধুস!
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
ওহ আচ্ছা 'সরল' হি হি হি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুমু এলো অনেকদিন পরে...
সুখের কথা নিয়ে...
অভিনন্দন!
(মনে আনন্দ নিয়ে লিখলে লেখা যে ভালই হয় এ তো প্রমাণিতই)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হাহাহা অনেক অনেক ধন্যবাদ তানিম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
প্রেম এমন এক অসুখ,যা শুধু সুখের ভাবনা ভাবায়।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
দোয়া করবেন যেন আমার ভাবনা গুলো রিয়েলিটি পায়
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
প্রেমের মতোই নরম কোমল ছড়াখানা। শুধুই ছুঁয়ে দিতে ইচ্ছে করে।
আর হ্যাঁ কেউ কথা না রাখার যুগে মুমু কথা রেখেছে। ধন্যবাদ সেজন্য।
অনেক ধন্যবাদ পান্থ ভাই, আরেহ আপনার কথা রাখবনা তা কি হয়!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
কিউট হইছে। কিন্তু "তেমাকে" টা কে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
থ্যাংকিউ এভার-চেন্জিং ম্যান "তেমাকে" টা কে তা তো আমিও জানিনা তবে "তোমাকে" বলে একজন আছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মিষ্টি ছড়া
--------------------------------------------------------
২০. হাতি খাইতে গেলে গিল্লা না খাওনই ভালো
ধন্যবাদ অদৃশ্য মানব
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
"তোমাকে" পেয়ে আমাকে ভুলে গেলেন?
আরেহ না কি যে বলনা, তোমাকে ভুলব এটা একটা কথা বললা! তুমি হইলা আমার প্রিয় আবীর জী
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আররে এইটা তো আগে দেখি নাই ... কনগ্র্যাটজ ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...
অনেক ধন্যবাদ কিংকর্তব্যবিমূঢ়
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
যাক অনেক দিন পর মুমুর দেখা পাওয়া গেলো।
এবার একটু নিয়মিত হবেন প্লিজ্ !
ছড়া চমৎকার হয়েছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ কীর্তিনাশা ভাই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আরে, মুমু যে! এতদিন পর লিখলা, তাও আবার 'সুখের কথা'! ইশ, আমিই মনে হয় সবার শেষে জানলাম
প্রাসঙ্গিক না, তাও বলি, টিভিতে এখন একটা গান শুনলাম চ্যানেল পাল্টাতে গিয়ে-
"এক দিওয়ানা, দুই দিওয়ানা, তিন দিওয়ানা, চার
হাত বাড়ালেই বন্ধু হাজার, ইটস ফীল লাইক সুপারস্টার"
শিল্পীর নাম মিমি। কী হাস্যকর একটা গান! তবে, মজার না?
কনগ্র্যাটস। সে যে-ই হোক না কেন, সে যে খুব খুব খুব ভাগ্যবান, তাতে কোনই সন্দেহ নাই। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকল। খুব তাড়াতাড়ি ছবি-নামসহ বিস্তারিত পোস্ট দেখতে চাই। আর, নিয়মিত লিখ। আমাদের এভাবে ভুলে যাওয়া ভালু না। আজকাল তো তোমার দেখা পাওয়া অমাবস্যার চাঁদ হয়ে গেছে।
আর হ্যাঁ, ছড়াটা খুব খুব খুউব সুইট লাগল। দারুণ লিখসো।
কই সবার শেষে জানলা, তোমাকে তো অনেক আগেই বলসিলাম ছড়া পরে পরায় কোনো অসুবিধা নাই, আর ঐ গানটা তো ভালৈ হাসির হাহাহা, বাংলাদেশি নাকি কলকাতার?
যাইহোক, অনেক ধন্যবাদ ডিয়ার ওর কথা জানিনা কতটুকু ভাগ্যবান কিন্তু আমি অবশ্যই ভাগ্যবতী আর নাম সহ বিস্তারিত পোস্ট আসবে না কখনো তাই সেই আসা ছেরে দাও হাহাহাহা আর কাজের চাপটা কিছু কমলেই আরো নিয়মিত হব, লেখা লিখি তো তেমন পারিনা কিন্তু কমেন্টিংয়ে নিয়মিত হয়ে যাব।
ছড়া ভাল লাগল শুনে খুব খুশি হলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
ওরে! পাঙ্খা ছড়া হইছে!
উৎসর্গ কাকে?
------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থিংকিউ ভাইয়া
উৎসর্গটা একজন কে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
উৎসর্গটা বেশি ভাল্লাগসে
---------------------------------
তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!
---------------------------------
বাঁইচ্যা আছি
তাই awwwww তুমি অনেক সুইট স্বপ্নাহত জী
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বা বাহ্, 'তোমাকে' তো অনেক খুশি হবে!
অনেক সুইট হয়েছে।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হুমম খুশিতো হয়েছেই অনেক ধন্যবাদ ভাইয়া
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
বাহ্! আপডেটেড খবরে তো আমিও খুশি হয়ে গেলাম এবার!
বেশ।
চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
কবিতাটা পড়া শুরু করার পর এর প্রথম কিছু অংশের সাথে আমি শিরোনামের মিল খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু শেষ প্যারায় এসে সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে গেল। তোমার ছড়া/কবিতা পড়তে বরাবরই অনেক ভাল লাগে। এটাতেও তার ব্যতিক্রম হলনা। আজকাল মনেহয় তুমি কাজ আর ব্যক্তিগত জীবনে ভীষব ব্যস্ত হয়ে পড়েছ। তবুও সময় করে লিখো। পড়তে ভাল লাগে। আর হ্যাঁ, তোমাদের দু'জনের সুখী জীবনের কামনা করছি। অনেক শুভকামনা রইল।
---------------------------------------------------
--------------------------------------------------------
অনেক অনেক ধন্যবাদ টুত সাহেব
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
মুশফিকা মুমু আপনার নাম দেখে আটকে গেলাম। আমার ছোট বোনের ছেলের নাম 'মুশফিক' আর মেয়ের নাম 'মুমু'।
লেখার শুরুটা ভালো ছিল শেষে গতানুগতিক। চিন্তার এই ।ভেঙ্গে বেরিয়ে আসুন।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
Tareq
ওমা তাই নাকি? আমার ছোট ভাইয়ের নামও মুশফিক আর আমার ডাক নামও মুমু, দারুন মিল তো, খুব মজা পেলাম আপনি আবার আমার মামা নন তো? হিহিহি
অনেক ধন্যবাদ কমেন্টের জন্য
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
পথিক কি পথ হারিয়েছেন?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
নতুন মন্তব্য করুন