রক্তনামা
সবইতো রক্তের খেল
রক্তের ওঠানামা, রক্তের হাসি
কান্নাও যেনো
রক্তের নোনা স্রোত
চোখের কোমর ধরে যেই চোখ নাচে
গ্রীবার কাছাকছি যেই ঠোঁট
যেই শ্বাস,
শ্বাসরুদ্ধ করে দেয় সময়
সেইসব আতশবাজির মহাকাল
কেবলই রক্তের ছুটে চলা
স্পর্শে কেনো কেঁপে ওঠো
খুনইতো হতে চেয়েছিলে
এই চুম্বন
এতো খুন,
যুগল অবয়বে রক্তের দাপাদাপি
অহর্নিশ সৃষ্টির সেরা পথ...
১৪/০৪/০৮
হাজিপাড়া, রামপুরা; ঢাকা
কবির মৃত্যু নেই
যারা তাকে মৃত বলে
তারাতো অন্ধ অথবা সুযোগসন্ধানী
মৃত্যু সবার জন্য নয়
জীবনকে যারা হৃদয় বানিয়ে ফেলে
তারাতো কেবলই রক্তের স্পন্দন
হে প্রজন্মপূত্রেরা, কানপাতো
ধমনীতে দেখো সাত পুরুষের পংক্তির গর্জন
তোমার অহংকার
তার কোন কোন অবদানকে তুমি অস্বীকার করো
তিনিতো সফেদ সৌরভ ছড়ানো
নক্ষত্র অবিরাম
আর প্রশস্ত বুকের সাহস
আর গন্তব্যের পথ
যারা তাকে মৃত বলে
তারা পথের কিনারে দাঁড়ানো
বৃত্ত অথবা কেবলই লক্ষ্যহীন দীর্ঘশ্বাস
১৭/০৮/০৮
মহাখালি, ঢাকা
মন্তব্য
ভাল্লাগলো।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ
মূর্তালা রামাত
ধন্যবাদ
মূর্তালা রামাত
ভালো লাগল। ধন্যবাদ ভাই।
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।
'রক্তনামা' বেশি ভালো লাগলো।
উইথ ডিউ রেসপেক্ট, 'কষ্টালজিয়া'র থেকে বেশ আরো পরিণত মনে হয়েছে।
সহজে বলি একটু-
সুন্দর! :-)
অহর্ণিশ সৃষ্টি, কি-বা ভাঙন পৌনঃপুনিক
আঁধারে রক্ত-মেশা সাদার ঝিলিক!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কষ্টালজিয়া নিয়ে আপনার কাছ থেকে আরো কিছু বক্তব্য পেলে অবশ্যই ভালো লাগবে।
মূর্তালা রামাত
মৃত্যু যেমন সবার জন্য নয়; কবিতাও তেমনি সবার জন্য নয়- কবিতাই খুঁজে নিবে কে তার অনুসারী।
ভালো লেগেছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন