৩১ আগস্ট, আমার জন্মদিন

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: রবি, ৩১/০৮/২০০৮ - ১১:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বছর ঘুরে আবার চলে এলো ৩১ আগস্ট, আমার জন্মদিন। প্রতি বছর যে এই দিনটির জন্য অপেক্ষা করি তা নয়, তবে দিনটা আসলেই কেমন যেনো একটা ভালো লাগা কাজ করে।

গত বছরের চে' এ বছরের জন্মদিনটা একটু ভিন্ন। গত বছরের জন্মদিনে ইউনিভার্সিটিতে ছিলাম। এই দিনে কতো বন্ধুবান্ধবের মিলনমেলা। এক বছরের ব্যবধানেই ইউনিভার্সিটি জীবন শেষ। বন্ধু বান্ধবেরা যে যার মতো চাকরী-বাকরি নিয়ে এখানে সেখানে ব্যস্ত। সবাই মিলে একসাথে হবার সময় কোথায়! তাই ফোনে উইশ পেয়েই এ বছরের জন্মদিন পালন করতে হচ্ছে।

গত বছর ছাত্র ছিলাম তাই সারা দিনটাই মজা করে কাটিয়েছি। এবার অফিসে বসে বসে সচলায়তন ঘাটছি আর নিজের জন্মদিনের ঢোল নিজেই পেটাচ্ছি! প্রিয় সচলেরা, বিরক্ত হবেন না প্লিজ- মাত্রতো একটা দিনই......


মন্তব্য

হিমু এর ছবি

জন্মদিনে শুকনা কাঁথার শুভেচ্ছা রইলো।


হাঁটুপানির জলদস্যু

মূর্তালা রামাত এর ছবি

জন্মদিনের পরের দিন আপনাকেও শুভেচ্ছা।

মূর্তালা রামাত

কনফুসিয়াস এর ছবি

বিরক্ত হবো ক্যানরে ব্যাটা! দৌড়ের উপর ছিলাম, নইলে আমিই পোস্টাইতাম।
হ্যাপি বার্থ ডে! লম্বা দিন বেঁচে থাক, আর আমাদের কবিতা শোনাতে থাক।

-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মূর্তালা রামাত এর ছবি

আরে তুই ক্যান বিরক্ত হবি!! তুই বাদে অন্য সবাইয়ের কথা ভাবতেছিলাম.....

মূর্তালা রামাত

স্নিগ্ধা এর ছবি

শুভ জন্মদিন!

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ,স্নিগ্ধা।

মূর্তালা রামাত

মুশফিকা মুমু এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মূর্তালা রামাত এর ছবি

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মূর্তালা রামাত

রাফি এর ছবি

শুভ জন্মদিন রামাত ভাই।

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মূর্তালা রামাত এর ছবি

শুভ ধন্যবাদ, রাফি ভাই।

মূর্তালা রামাত

মূর্তালা রামাত এর ছবি

শুভ ধন্যবাদ, রাফি ভাই।

মূর্তালা রামাত

ফারুক ওয়াসিফ এর ছবি

শুভ জন্মদিন কবি রামাত।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মূর্তালা রামাত এর ছবি

কবি রামাত ফারুক ওয়াসিফকে কবিতাময় শুভেচ্ছা জানাচ্ছে।

মূর্তালা রামাত

সবজান্তা এর ছবি
মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

মূর্তালা রামাত

পান্থ রহমান রেজা এর ছবি

শুভ জন্মদিন মূর্তালা।

অফিসে আমি আর মূর্তালা দু'জনেই সচল অ্যাডিক্টেড। পরীক্ষার কারণে আমি একটু দৌড়ের উপর আছি, সচলায়তন থেকে দূরে থাকার চেষ্টা করছি। তবে মূর্তালা পূর্ণদমে মাঠে আছে। আর তাই ও সকালে অফিসে এসেই পোস্ট দিয়েছিল- নিজের জন্মদিন নিয়ে। সন্ধ্যা পর্যন্ত ছিল এই বুঝি পোস্টটা এলো। আসেনি। সন্ধ্যাবেলা ও অফিস ছাড়লো ছোট ভাই- বোনদের সাথে জন্মদিন কাটাতে। বললাম, পোস্ট আসলে জানামুনে। জানালাম ওকে। বললাম সচলের সবাই ওকে শুকনা কাথার শুভেচ্ছা জানাচ্ছে।

মূর্তালা রামাত এর ছবি

যথা সময়ে পোস্ট না আসায় খুবই হতাশ লাগছিলো। ভাবছিলাম পোস্ট এলেও কোন কমেন্ট করবো না। কিন্তু আপনি যখনই ফোন করে জানালেন পোস্ট আসছে তখনই মনে হলো একটু সচল হয়ে বসি। হাতের কাছে নেট না থাকার কারণে তা হলো না।

তবে সকালে এসেই কিন্তু সচল খুলে বসেছি। আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো। পরীক্ষার ব্যস্ততার মধ্যেও যে শুভেচ্ছা জানানোর সময় পেলেন এ জন্য আমি কৃতজ্ঞ।

মূর্তালা রামাত

দৃশা এর ছবি

যাক একটা বার্থ ডে সময় মত ধরতে পারলাম...নইলে আর একটুর লাইগা এইটাও গেছিলগা।
জন্মদিনের অনেক শুভেচ্ছা মূর্তালা রামাত।(এমুন কঠিন নাম আংকেল আন্টি কই থেইকা পাইল? উচ্চারন করতেই দম ফুরাইয়া যায়)
------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

মূর্তালা রামাত এর ছবি

শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
কী আর বলবো্ ভাই এই নাম আত্মস্থ করতে গিয়ে আমারও দুই তিনটা দাঁত ভেঙ্গে গেছে।

মূর্তালা রামাত

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কর্ম দিয়ে যার সাথে পরিচয় সেই মূর্তালা রামাতকে ব্লগে পেয়ে আমার সত্যিই খুব ভালো লেগেছিল। ক্লোজআপ ওয়ানের ফাইনালে মুহিনের গানটার এত সুন্দর ভাষা যে আমি সত্যিই মোহিত হয়েছিলাম। এখনো ভালো লাগে। যদিও ব্লগে তার অনেক লেখার সাথে বা মতের সাথে আমার অমিল হয় তবুও বেশ কয়েকটি লেখা, যেমন "চিড়িয়াখানা" বিষয়ক লেখাটা আমার অতি ভালো লেগেছে। আরো অনেকগুলোই আছে তবে এটার কথাই বিশেষ করে মনে পড়ছে।

ব্যক্তিগত ব্যস্ততা, সচলায়তনের ডামাডোল ইত্যাদির মাঝখানে কখন যে আপনার জন্মদিন এলো টেরই পেলামনা। খুবই দু:খিত সেজন্য। তাই আপনার জন্মদিনে একটু বেশী শুভেচ্ছা। আরো ভালো ভালো লেখা লিখে আমাদের উপহার দিন এই কামনায়।

মূর্তালা রামাত এর ছবি

আপনার কাছ থেকে জন্মদিনে একটু বেশি শুভেচ্ছা পেয়ে আমি ধন্য। আমার অন্তত কিছু লেখা আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগছে।

মূর্তালা রামাত

জিফরান খালেদ এর ছবি

এই সচলে কনফু ভাই ছাড়া বোধহয় আমার লগেই মূর্তালা ভাইয়ের অনেক অনেক আগে থেকে পরিচয়। আমি যখন ইন্টারে পড়ি, সবে কীটস আর ব্রেতো মহাশয় আমার মাথা একযোগে খাইলো, তখন একটা সহপাঠীদের গ্রুপে কেমনে কেমনে ঢুকে পড়ি। ইকবাল ভাই, হাসান ভাই, চাচা মইন, আমার প্রিয়তম সুহৃদ লিলি মইন, মহসিন ভাই, তালাল ভাই, জাহিদ ভাই, এবং পরিশেষে মূর্তালা ভাই। মূর্তালা ভাই ছিলেন এই গ্রুপের কবি। আমি তো ওনার লগে পরিচয় হয়েই কাইত। পরে উনি আমারে সবসময় আতেল টাতেল বলে গালিগালাজ করলেও, আমি ঢাকায় গেলেই মূর্তালা ভাইয়ের এক্কেরে কোণার রুমটাতে জানালার পাশে বিছানায় গড়াগড়ি দিতাম। সেই জানালার জানলা নাই আবার। জহরুল হক হল বলে কথা। অনেক অনেক আনন্দের স্মৃতি, কবিতার স্মৃতি। আমি যখন লিখতেই পারতাম না মোটেও, মূর্তালা ভাইয়ের দীর্ঘ কবিতা গুলো পড়ে পড়ে মুগ্ধ হতাম। এখনো বাংলাদেশে আমার কাছে দু'তিন্টে কবিতা আছে। কবিতা নিয়ে আমার এবং মূর্তালা ভাইয়ের চিন্তা ভিন্ন হলেও কবিতা লিখার জন্যে ওনার কাছে উতসাহ পাইসি অনেক। মূর্তালা ভাই ঢাকায় আমারে অনেক জায়গায় নিয়া গেসেন। অনেক আড্ডা, অনেক কবিতা পাঠ।

মাঝখানে যোগাযোগ বন্ধ হয়ে গেসিল। এবার যেন আর না হয়। ওনার অনেক কৃতিত্বের খবর আমি অনেক পরে পাইসি। সে যাক, আমার যে মূর্তালা ভাই, সাইকেল চালানো, তার জন্মদিনে শুভেচ্ছা।

মূর্তালা রামাত এর ছবি

কী জিফরান চামেতো ভালোই তেল দিয়া দিলা! তার চে' বড় কথা তুমি আমারে নস্টালজিক করে দিলা!!! আহা! সেইসব দিনগুলো!!সেই জিফরান..............

মূর্তালা রামাত

সাইফুল আকবর খান [অতিথি] এর ছবি

বিরক্ত হলাম একটু। কারণ জানতে পারলাম না সময়মতো। এমন কতো কিছুই সময়ে করা হলো না, কেতা না-বোঝার কিংবা বিষয়ই না-জানার কারণে। যাক, দিন-শেষে হ'লেও জানা যে গেল, খুবই অস্বাভাবিক ঘটনায় (‌'দুর্ঘটনা' না-ই বা বললাম!)। আমি তো এখানে লিখিইনি কোনোদিন। আজ কেন এমন এক অ-কালে এলাম বা! এজন্যই এলাম বুঝি-বা! এটা কখন দেখবে জানি না। তবু 'শুভ জন্মদিন' বলতে কার্পণ্য করছি না। হঠাৎ এমন আবিষ্কারের পরক্ষণাৎ ফোনে খুঁজেও পেলাম না তোমাকে। এখানে লিখলাম তোমাকেই প্রথম, সে দুর্যোগের সুযোগ নিয়েই! হাসি
সকল শুভ কামনা ক'রে যাচ্ছি তোমার জন্য- এই আঘাটায়, অবেলায়-নির্জন এই ছায়া-সবুজ কূলে।

মূর্তালা রামাত এর ছবি

আরে বস আপনি!!!!!!! আমিতো দেখছি খুবই ভাগ্যবান! সচলে স্বাগতম। আর শুভ কামনার জন্য বলার কোন ভাষা নাই।

মূর্তালা রামাত

অতিথি লেখক এর ছবি

আ রে, ধুর!

কী যে বলো!

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন মূর্তালা।
সব কবিতা বুঝতে পারিনা নিজের সীমাবদ্ধতার জন্য.. এর মধ্যেও আপনার কিছু কবিতা ছুঁয়ে যায় । হয়তো জানানো হয়ে ওঠেনা সে'ভাবে । আজ জানিয়ে রাখলাম ।
শুভ কামনা কবি ..

মূর্তালা রামাত এর ছবি

আকতার ভাই,
আপনাদের এ ধরনের ভালোবাসাই কবিতা লেখতে উৎসাহ দেয়............অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

মূর্তালা রামাত

মুজিব মেহদী এর ছবি

অনেক শুভেচ্ছা।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ প্রিয় কবি মুজিব মেহেদী।

মূর্তালা রামাত

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন মূর্তালা রামাত

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

মূর্তালা রামাত

পরিবর্তনশীল এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনে। ভালো থাকেন... আপ্নের কয়েকটা কবিতা পড়ে আসি। অনেকদিন কিছু পড়া হয় না। ক্ষমা চাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

মূর্তালা রামাত এর ছবি

অসংখ্য ধন্যবাদ।

মূর্তালা রামাত

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

নিজের জন্মদিন নিজে ঘোষনার জন্য ডবল বড় মোমবাত্তি আর ডবল শুভজন্মদিন।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মূর্তালা রামাত এর ছবি

ওরে বাবা আপনিতো দেখছি বিশাল হৃদয়ের অধিকারী!!!!

মূর্তালা রামাত

রণদীপম বসু এর ছবি

দেরি হলেও সময় পিছিয়ে দেবো প্রয়োজনে। তবু শুভ জন্মদিন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মূর্তালা রামাত এর ছবি

অসাধারণ উক্তি! গ্রহণ করলম আপনার শুভ জন্মদিন।

মূর্তালা রামাত

অনিকেত এর ছবি

শুভ জন্মদিন, মুর্তালা রামাত। আপনার নামের চেয়েও আরো বেশি যদি কোনো কিছুর ভক্ত আমি হই---তবে সেটা আপনার কবিতা।

আপনি অসাধারন লেখেন।
আপনার জন্মদিন তারচেয়েও অসাধারন হোক---এই কামনা।

মূর্তালা রামাত এর ছবি

আমার কবিতার এমন অসাধারণ পাঠক আছে জেনে আমি অভিভূত, আনন্দিত এবং আপ্লুত। আপনার এ মন্তব্যে আমার এখনই অনেক অনেক কবিতা লিখতে ইচ্ছা করছে।ধন্যবাদ আপনাকে।

মূর্তালা রামাত

তারেক এর ছবি

শুভ জন্মদিন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

মূর্তালা রামাত

রেনেট এর ছবি

দেরী করতে গিয়া লেট হয়ে গেল । শুভ জন্মদিন মুর্তালা ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মূর্তালা রামাত এর ছবি

আমারোতো লেট করতে গিয়ে দেরী হয়ে গেলো...ধন্যবাদ, ধন্যবাদ এবং ধন্যবাদ.........

মূর্তালা রামাত

পুতুল এর ছবি

শুভ জন্মদিন।
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মূর্তালা রামাত এর ছবি

শুভ ধন্যবাদ।

মূর্তালা রামাত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

অসম্ভব বিরক্ত লাগলো আপনার লেখা পড়ে।
জন্মদিনে একটা কবিতা তো দিতে পারতেন... তার বদলে এসব কি?
দিলাম না শুভেচ্ছা... আগে কবিতা ছাড়েন... তারপরে ভাইব্যা দেখি।

সচলায়তনে আপনার প্রথম কবিতাতেই বোধহয় আপনার সম্পর্কে আমার মনোভাব জানাইছিলাম... রিপিট করার প্রয়োজন বোধ করছি না।

আপনে মিডিয়াকমে?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হাসান মোরশেদ এর ছবি

কষ্টালজিয়ার কবি-শুভ জন্মদিন ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ক'দিন ধরে সচলায়তনে "থাকিয়াও নাই" হয়ে ছিলাম বলে বেজায় দেরি হয়ে গেল।

শুভ জন্মদিন, মূর্তালা রামাত। বিলম্বে হলেও গ্রহণ করুন অভিনন্দন।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।