প্রায় দেড় বছর কারাভোগের পর আজই হয়ত জামিনে ছাড়া পাবেন বহুল আলোচিত নেতা তারেক রহমান। দেশের অনেকের কাছেই দুর্নীতি এবং তারেক রহমান একে অপরের সমার্থক। চার দলীয় জোটের আমলে হাওয়া ভবন কেন্দ্রিক তার কার্যকলাপের জন্য তিনি সুবিদিত। আড়ালে আবডালে তাকে কখনো যুবরাজ কখনো মি. ২৫% নামে ডাক হয়। বলা হয়ে থাকে তার জন্যই দেশে ১/১১ এর সূচনা।
তারেক রহমানকে গ্রেফতারের পর আনেকেই এটিকে তার রাজনৈতিক জীবনের শেষ বলে মন্তব্য করেছিলেন। কিন্তু সবার ভবিষ্যতবাণীকে ভুল প্রমাণ করে সবগুলো মামলায় জামিন নিয়ে তিনি বীরের বেশে বেরিয়ে আসছেন। দেশের জনগণ তার প্রতি এতোই সহানুভূতিশীল যে তার অসূস্থতার খবর শুনে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা!!!!যদিও বলা হচ্ছে তিনি ছাড়া পাবার পরপরই উন্নত চিকিৎসার নামে দেশান্তরী হবেন, আগামী নির্বাচনে অংশ নেবেন না, নির্দিস্ট সময়ের জন্য কোনোরকম দলীয় কার্যক্রমও পরিচালনা করবেন না- কিন্তু এতো কিছুর পরেও আমার মনে হয়, আজ হোক কাল হোক ভবিষ্যত বাংলাদেশের হাল তিনিই ধরতে যাচ্ছেন।
বাংলাদেশের বেশির ভাগ মানুষের কাছে দুর্নীতি টুর্নীতি যে মূখ্য নয় তা গত সিটি কর্পোরেশন নির্বাচনেই প্রমাণিত হয়ে গেছে। সুবিধাবাদী আমরা, যার কাছ থেকে বেশি সুবিধা পাই তাকেই মহান নেতা হিসেবে বরণ করে নিতে অভ্যস্ত। সুতরাং সবচেয়ে দুর্নীতিবাজ বলে যাকে আখ্যায়িত করা হবে আমরা তাকেই সবচেয়ে পড় পদে বসাবো- এতে অবাক হবার কী আছে। মি. ১০% খ্যাত, দুর্নীতির দায়ে ১১ বছর জেল খাটা, অনেক বছর ধরে দেশান্তরী থাকা চিহ্ণিত দুর্নীতিবাজ আসিফ আলী জারদারী যদি পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন তবে সব অভিযোগ থেকে আইনগত ভাবে খালাস পাওয়া তারেক রহমান কেনো বাংলাদেশের ভবিষ্যত কাণ্ডারি হতে পারবেন না? সব সম্ভবের এই দেশে এটাই বাস্তব এবং চরম সত্য।
মন্তব্য
যুবরাজ পাঁচ বছরে চাঁদাবাজি করে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলেন। এই কয়েকমাস বিশ্রাম নিয়ে তিনি আবার ফিরে আসুন আগের চেয়েও বেশি ফিটনেস নিয়ে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হা হা হা.............
মূর্তালা রামাত
আশা করা যায় এইবার ভদ্রলোক বীগ হিটের দিকে না গিয়া উইকেটের চাইরদিকে খুচরা রান নিয়া স্কোরবোর্ড সচল রাখায় মন্দিবেন।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমারও সেটাই মনে হয়।
মূর্তালা রামাত
তিনিই আমাদের মহান নেতা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আমিন............
মূর্তালা রামাত
আমার পরিচিত একজন দুঃখ করে বলতেন "বাঙালির পাছায় যে লাথি মারে সেই হয় বীর"। তারেক রহমান যে আমাদের বীর তাতে আর বিস্ময় কিসের?
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
সেটাই। আসলে আমরাই খারাপ।
মূর্তালা রামাত
মহান নেতা তারেক রহমান জিন্দাবাদ। সুখী-সমৃদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ!!!????
আপনার মুখে ফুল চন্দন পড়ুক!!!!!!!!!!!!!!!!
মূর্তালা রামাত
জয় তারেক জিয়া।
গত ক'মাসে বাংলাদেশের রক্তশুন্য শরীরে যেটুকু তেজ ফিরে এসেছিলো, আবার সিরিঞ্জ বসিয়ে তা টেনে নেবার তওফিক এনায়েত করুন খুদাতা'লা তাকে!
সবাই বলুন...আমিন!
আমিন আমিন আমিন....
মূর্তালা রামাত
আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন।
আর আমাদেরকে খুব তাড়াতাড়ি মাইরা ফালান।
আমিন।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
সুম্মা আমিন................।
মূর্তালা রামাত
তারেক রহমানের আসন্ন মুক্তির খবরে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল) এলাকায় ভিড় জমিয়েছে বিএনপি নেতা-কর্মীরাসহ উৎস্যুক জনতা। ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা। হাসপাতাল এলাকায় নেতা-কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন 'সংস্কারপন্থী' হিসেবে পরিচিত বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন।
ভাইএরা সবাই তালি দেন। আমাদের মহান নেতা ফিরছেন। দেশের সেবা করে এতদিন তিনি "শত্রুর ষড়যন্ত্রে" জেল খেটে এসেছেন......আসুন, সবাই মিলে তাকে ফুলের মালা দিয়া বরণ করে নেই......
আসতাছি ভাই...........
মূর্তালা রামাত
দেশে আধাসামরিক সরকার ক্ষমতায় বইসা যখন আমাদের মহান নেতাদেরকে ধইরা ধইরা জেলখানায় নিতেছিলো... এই জাতি তখন খুশিতে বগল বাজাইছে আর স্বপ্নদোষে কাপড় নষ্ট করছে। মনে মনে সুখি সমৃদ্ধ বাংলাদেশ গইড়া ফেলাইছে...
যতোই বলছি যে ভাই লাভ নাই... ভাণুমতির খেইল দেখবা সামনে তখন আমার বুদ্ধিশুদ্ধি নিয়া তারা সন্দিহান হইছে... গালিগালাজো কম করে নাই।
এখন বেবাকে চুপ...
তবে খেইল এখনো অনেক বাকি... সবে তো শুরু মামা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এখনও বেবাকে চুপ না। কার্যধারা পালটাইছে। এখন সুশীল তেলুপাট্টির টার্গেট সোনাবাহিনীকে মাথায় তোলা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
করুক, যার যা খুশি করতে থাক........
মূর্তালা রামাত
তবে খেইল এখনো অনেক বাকি... সবে তো শুরু মামা...
জটিল ভবিষ্যতবাণী.......
মূর্তালা রামাত
মূর্তালা, কি ভাবলাম কি হলো? বাংলাদেশ কি প্যালেষ্টাইন হচ্ছে? জন্ম থেকে জ্বলছি ???
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
প্যালেস্টাইন না, আমার মনে হয় পাকিস্তান হতে যাচ্ছি........
মূর্তালা রামাত
পলিটিক্যাল রিফার্বিশমেন্ট ।
পঁচে গন্ধ হয়ে যাওয়া জিনিসপত্তরকে লোকচক্ষুর আড়ালে নিয়ে সুন্দর প্যাকেটে মোড়ে আবার বাজারজাতকরন ।
এবার গলাবাজী হবে তীব্রতর । দুর্নীতিবাজ বলার সাহস আছে কারো? একেবারে আইনসিদ্ধ সাধুবাবা এক
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এবং এটাই হলো ১/১১ এর আসল উদ্দেশ্য.......
মূর্তালা রামাত
বিচিত্র এই দেশে "ন্যায় বিচার" ছাড়া অসম্ভব বলে আর কিছুই নেই!
এক সময় সবাই বলবে, দেশের জন্য তারেক রহমান জেল খেটেছে! 'দুষ্টচক্রের' ষড়যন্ত্রে সে ও তার মা দেশকে 'ভালোবাসা'-র সুযোগ থেকে বঞ্চিত হয়েছে!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
আসলেই বড় বিচিত্র এই দেশ আর দেশের মানুষ
মূর্তালা রামাত
- কী আর কমু। যেই দ্যাশে মইত্যা রাজাকারের মতো ইতর হায়েনা জরুরী অবস্থা ভাইঙা ফুলের শুভেচ্ছা নেয় জলপাইগো নাকের ডগায় সেইখানে যুবরাজ মুক্তি পাইবো, এইটাই মোক্ষম সাব্যস্ত।
বলাই ভাই আর বদ্দার আশংকাই ঠিক। সুম্মা আমিন বলেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যারা এখনও বলেন নাই তারা তাড়াতাড়ি বলেন-সুম্মা আমিন।
মূর্তালা রামাত
আপনার লেখার মধ্যে একটা খুব জরুরী কথা বলেছেন যে, দুর্নীতি যে দেশের লোকের কাছে মুখ্য না, সিটি কর্পোরেশন নির্বাচনে তা বোঝা গিয়েছে।
এর মধ্যেই কিন্তু একটা চিন্তার খোরাক লুকিয়ে আছে। শুধু গালি দিয়ে আর হা হুতাশ করে আসলে এর থেকে মুক্তি নেই। আমাদের ভাবতে হবে কেন মানুষ এদেরকেই ভোট দিচ্ছে ? কারণ এদের কোন বিকল্প গড়ে উঠে নি। বিকল্পের নাম করে যত 'বিকল্প ধারাই' গড়ে উঠুক না কেন, সব শিয়াল এক সুড়েই কোরাস গায়।
আমার হিসেবে আগামী দুবছর বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে যদি সত্যিকারের কোন রাজনৈতিক দল না গড়ে উঠে, এ জাতি-দেশের কপালে যে ভালো কিছু নেই, তা মোটামুটি নিশ্চিত।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আগামী দু'বছরে কোনো বিকল্প গড়ে উঠবে বলে আমার মনে হয় না। যেহেতু আমরা সবসময় নিজের সুবিধা খুঁজি সেহেতু নতুন বিকল্পকেও সুবিধাবাদীদের কাতার থেকেই আসতে হবে। এটাকে সুবিধাবাদের দুষ্ট চক্র বলা যেতে পারে। এই চক্র ভাঙ্গতে হলে আমাদের সুবিধাবাদী দৃষ্টিভঙ্গি অবশ্যই পাল্টাতে হবে।
মূর্তালা রামাত
আদালত থেকে জামিনের বলে
হলেন তারেক বার,
জনগণ! কাছা মেরে ঢাকো পাছা
আবারও আরেকবার।
মশা মেরে ঐ গরজে কামান
দুর্নীতি মারিয়াছি
ডাকাত ফাটক ভেঙে এসে বলে
"ভয় নাই, আমি আছি।"
হাঁটুপানির জলদস্যু
এইটা আলাদা এট্টা পোস্ট হৈতারে....
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
মারহাবা, মারহাবা......
মূর্তালা রামাত
জাতির ভ্রাতা, জিন্দাবাদ!
আমীন, সুম্মা আমীন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আমিন কইতে এতা দেরী করলেন কেন?
মূর্তালা রামাত
জিন্দাবাদ।
(কারে দিলাম জানি না! )
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
করসোছ কী!!!!!এখনই তারেক ভাইরে জিন্দাবাদ দে।
মূর্তালা রামাত
দেশ আরো কিছু গুয়ামারা খাবে।
হায় আল্লাহ এই দেশকে বাঁচাও...
মূর্তালা রামাত
নতুন মন্তব্য করুন