কার জামিন কে পায় !!!

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বিষ্যুদ, ০৪/০৯/২০০৮ - ৩:৩৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

চোর ছ্যাচড়ে পাচ্ছে জামিন
আবু মিয়া জেলে
কোর্টের দোরে ঘুরে ঘুরে
ক্লান্ত তাহার ছেলে !

আবু মিয়া কৃষক ছিলো
ধানের ক্ষেতে মন
শান্তি তাহার কেড়ে নিলো
হাজার টাকার লোন !

কোমরে তার পড়লো দড়ি
ঋণখেলাপের দায়ে
না-মঞ্জুর হলো জামিন
এক বিচারের রায়ে !

এমনি করে পাঁচটি বছর
চলছে বিচার চলে
জামিন পাওয়া শক্ত বেজায়
বিচারওয়ালা বলে !

আবু মিয়ার চোখের জলে
রুমাল তারা দ্যায়
সবার জন্য আইন সমান
আইন মানে ন্যায় !

চোর ছ্যাচড়ে পাচ্ছে জামিন
প্রশ্ন যখন এটা
তারা বলে ওঁরাতো সব
দেশ কাঁপানো নেতা !

ওঁদের সাথে আবু তোমার
তুলনা কী হয়
এই দেশটা ওদের জন্য
তোমার জন্য নয়!

একটা খুন করলে ওঁদের
সাতটা খুন মাফ
আইন কেবল তোমার জন্য
আষ্টেপৃষ্টে সাপ !

৪/০৯/০৮
মহাখালী, ঢাকা।


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

এই ছড়াটা কালকের সব পত্রিকার প্রথম পাতায় থাকা উচিত ...মানুষের একটু বোঝার দরকার আছে দেশটার কোনপথে যাচ্ছে!!!

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মূর্তালা রামাত এর ছবি

বুঝে কী লাভ বলেন!

মূর্তালা রামাত

পরিবর্তনশীল এর ছবি

খুব ভালো লিখছেন।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুমম। একটু সাবধানে থাকবেন। যা দিনকাল পড়েছে। ওরা তো আবার বেরিয়ে এলো বলে।

শেখ জলিল এর ছবি

খুব ভালো লাগলো।
সাধারণ মানুষের দুর্দশা নিয়ে কেউ লেখে না.....আপনি লিখেছেন।
সাধুবাদ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তারেক এর ছবি

পেপারে ছবি দেখলাম লোকে মোনাজাত ও করে এরা মুক্তি পাইলে... দুনিয়া কি বিচিত্র!
ছড়ার জন্য জাঝা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

তারেক এর ছবি

পেপারে ছবি দেখলাম লোকে মোনাজাত ও করে এরা মুক্তি পাইলে... দুনিয়া কি বিচিত্র!
ছড়ার জন্য জাঝা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আকতার আহমেদ এর ছবি

ছড়ার জন্য (বিপ্লব)

অনিন্দিতা এর ছবি

বড় ঠিক কথা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কী সব উল্টাপাল্টা লেখেন! যার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বারোটি মামলা করা হয়েছিল, তার সাথে তুলনা করেন দাগি আসামি আবু মিয়ার? আপনার সাহস তো কম নয়!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সাইফুল আকবর খান [অতিথি] এর ছবি

"সাবধানে মূর্তালা!" বলতে ইচ্ছে করে না, যদিও অরুচিকর একটা ভয় হয়।
হয়তো বা ভয় নয়, ইচ্ছেতে ইস্তফা। তারও নিশ্চয়ই বিভিন্নরকম কারণ থাকে। সব জাস্টিফাইড হয়ও না। কিছু থাকে লেফ্ট কিংবা রাইট অ্যালাইনড!
তবে, এইটুকু বুঝি- যে ভাবনাগুলো ঝেড়ে ফেলে এসেছিলাম বহু আগে, হ্যাঁ, হয়তো অকালেই- সেই পথে আবার ডাকে এমন মানুষের জন্য লেখা, দশজনের জন্য ভাবা, মনুষ্যত্বের কথা, অবিচার-অনাচারে তলিয়ে যাওয়া ভুলেও যাওয়া নিজেদের কথা, ...
জানি, যেতে পারবো না আর। শক্তিরও অনেক রকম থাকে, তবু স্টক দেখি না আর!
শুধু ঘুম দিই। বারোমাস শীতঘুম।
জেগে থাকো।

মূর্তালা রামাত এর ছবি

আপনার মন্তব্য মনে থাকবে।

মূর্তালা রামাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।