আপনারা পিন্টুর জন্য করে দেখিয়ে দেবেন।- খালেদা জিয়া !!!!

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ১৭/১২/২০০৮ - ৩:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

পিন্টুকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। সবাই বেরিয়ে এসেছে কিন্তু পিন্টুকে আটকে রেখেছে। এটি একটি ষড়যন্ত্র। পিন্টু আপনাদের জন্য অনেক করেছে। আপনারা পিন্টুর জন্য করে দেখিয়ে দেবেন।- খালেদা জিয়া।

ঢাকার লালবাগে এক নির্বাচনী জনসভায় গতকাল এই বক্তব্য দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। তিনি নাসিরউদ্দীন পিন্টুকে নিজের অপর দুই ছেলের সাথে তুলনা করে অবিলম্বে তার মুক্তি দাবী করেছেন!!

ছাত্রদলের সাবেক সভাপতি এবং লালবাগ এলাকার সাবেক এমপি নাসিরউদ্দীন পিন্টুকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। তিনি তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এমনিতে দেশবাসীর কাছে যথেষ্ঠ পরিচিত। বিভিন্ন কারণে ব্যাপকভাবে সমালোচিত এই নেতা সম্প্রতি ডেপুটি আইজি (প্রিজন) কে প্রহার করে খবরের শিরোণাম হয়েছেন। এই কাজের জন্য কারাগারে তার সুযোগসুবিধাগুলো বাতিল করা হয়। তার আগে তিনি আদলত কক্ষে বিচারককে হুমকি দিয়ে আলোচনায় আসেন। এর আগে থেকেই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনি অভিযুক্ত। ছাত্রদলে থাকার সময় লাল্টু-পিন্টু জুটি ছিলো ঢাকা শহরের ত্রাস। এমপি হবার পর তার দাপটে এলাকার বিরোধী দলের লোকজনেরা ছিলো অসহায়। আওয়ামী লীগের হাজারী, মকবুল, ইকবাল এর মতো সন্ত্রাসী গডফাদারের সাথে তার তুলনা করা হয়।

এহেন লোককে ধোয়া তুলসী পাতার সার্টিফিকেট দিয়ে বেগম জিয়া কীসের ইঙ্গিত দিলেন! দেশে যখন পরিবর্তনের হাওয়া লেগেছে, জনগণ যখন দাঁত চেপে দুটি বছর কষ্টের পর পরিবর্তিত ও পরিণত রাজনীতির প্রত্যাশায় উন্মুখ তখন সাকা কিংবা নাসিরউদ্দীন পিন্টুর মতো বিতর্কিত ব্যক্তির নির্বাচনে পুণরায় মনোনয়ন পাওয়া এবং তার পক্ষে বেগম জিয়ার সাফাই গাওয়াটা প্রচণ্ড হতাশার বৈকি।

ইতহাস বলে আমাদের দেশের রাজনীতিবিদেরা প্রতিশ্রুতি দেন বটে প্রতিশ্রুতি পালন করেন করেন না, ভুল করলেও ভুল থেকে শিক্ষা নেন না। পিন্টুর পক্ষে খালেদা জিয়ার সাফাই দেখে মনে হয় তিনি তথা বিএনপি সেই পথেই হাঁটছেন। গতানুগতিক বস্তাপচা রাজনীতিকেই পুণরায় প্রতিষ্ঠিত করতে চাইছেন। দেশকে, দেশের রাজনৈতিক ধারাকে পরিবর্তনের কোনো ইচ্ছাই তাদের মধ্যে নেই। অথচ একথা সবাই একবাক্যে স্বীকার করবেন যে ১/১১ বাংলাদেশের মানুষকে যেকোন সময়ের চে' বেশি রাজনৈতিকভাবে সচেতন করে তুলেছে। তাদের পাশাপাশি নতুন প্রজন্মের অসংখ্য ভোটার যারা এবার ভোট দেবেন তারা কেউই হাজারী, ইকবাল, পিন্টুর মতো গডফাদারদের পুণঃ প্রতিষ্ঠা দেখতে চায় না। এই সত্যটি যদি খালেদা জিয়া উপলব্ধি করতে না পারেন তবে আসন্ন নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপির বিপর্যয় ঠেকানো কেউ থাকবেনা বলেই মনে হচ্ছে।

murtala31@gmail.com


মন্তব্য

হিমু এর ছবি

পিন্টা বদমাইশটার ছবি সরিয়ে নিলে কেমন হয় মূর্তালা? নীড়পাতায় ওর খোমা দেখলেই বিরক্ত লাগতেছে।

পিন্টার বিপরীতে মহাজোট থেকে কে দাঁড়িয়েছে? যদি হাজি সেলিম হয়, তাহলে ষোলকলা পূর্ণ।


হাঁটুপানির জলদস্যু

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।
সরিয়ে দিলে ভালোই হয়। তবে লোকটাকে যারা চেনে না তাদের জন্য না হয় কিছুক্ষণ থাকুক।
হাজী সেলি এখন দেশে ফেরে নাই। উড়ো খবর অনুযায়ী সে ভুটানে কমলা বাগানের ব্যবসা করছে।
তার বদলে আওয়ামী লীগ থেকে সাবেক ছাত্রলীগ নেতা ডা. মোস্তফা জামাল মহিউদ্দীনকে নোমিনেশন দেয়া হয়েছে। বেচারা গত ১৫ বছর ধরে নমিনেশন পাবার চেষ্টা করে আসছেন।

মূর্তালা রামাত

এনকিদু এর ছবি

ছবি নীড়পাতায় সম্ভবত আসবে না যদি দুই এক প্যারা টেক্সটের পরে ছবিটা রাখা হয় । লেখক ভেবে দেখতে পারেন ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

এনকিদু এর ছবি

'করে' দেখিয়ে দিতে বলেছে যখন, করে দেখিয়ে দিলেই হয় । বর্জন করে ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মূর্তালা রামাত এর ছবি

আমরাতো কী করতে কী করি তার কোনো ঠিক থাকে না...

মূর্তালা রামাত

নজমুল আলবাব এর ছবি

সোনার ছেলে বলে কথা।

ভুল সময়ের মর্মাহত বাউল

অছ্যুৎ বলাই এর ছবি

হ, পিন্টু খালেদার সোনার ছেলে।
ছবি আছে থাক। পিন্টু তো আর নিরাকার ঈশ্বর না; ছবি থাকলে থুথু দিতে সুবিধা হয়। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নির্বাক এর ছবি

মেজাজটাই গরম হয়ে গেল, কি যে বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা…............!

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

হিমু এর ছবি

পিন্টা জনগণের সাথে যা করেছে, জনগণ সেইটা পিন্টার সাথে করে দেখিয়ে দিলে পিন্টার রেক্টাল ডায়ামিটার মাপার জন্য ভূমি ব্যবস্থাপনা অধিদপ্তরের গুদাম থেকে চেইন ইস্যু করাতে হবে।


হাঁটুপানির জলদস্যু

অবাঞ্ছিত এর ছবি

ওরে কাগু !!!! কড়া !!! পুরা গুল্লি !

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

কীর্তিনাশা এর ছবি

সুনার ছেলেরে সুনা দিয়ে মুরিয়ে রাখা হউক আগাপাশতলা।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

কী কমু, আমগোর রাজনীতি তো এমন হাজারো সোনার ছেলে তুল্য পিন্টুতে ভরা।

অম্লান অভি এর ছবি

আমরা তো ভোট দেই না। আমরা শুধু ব্লগিং করি, সভা করি আর মন দুঃখ মনে রেখে পথে দাঁড়িয়ে প্রতিবাদ শেষে নিজেকে একটু শান্তনা দেই- কিছু তো করলাম- এই বলে।
আজ অফিসে একজনের সাথে কথা হল- সে জানেই না ২০০১ অক্টোবরে বাংলাদেশের অলিতে গলিতে এই সব পিন্টুরা যে মাতন মাতিয়েছিল। সেই সব মানুষের কাছে তো এরা সোনার ছেলে আর যিনি উচ্চারণ করলেন তিনি তো তাদের জন্যই ওই মসনদ বাসী। হায় বাংলাদেশে, হায় নেতা নেতৃ- যারা শিক্ষক আর অভিভাবকের ভূমিকায় থাকার কথা তারাই আজ পথভ্রষ্ট কানাকে সাথে নিয়ে পথ চলা শুরু করতে চায়।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

১/১১-র পরে যারা সুখী সমৃদ্ধ বাংলাদেশ পেয়ে যাবেন বলে স্বপ্ন দেখেছিলেন তাদের জন্য আসলেই কষ্ট হয়... তবে এটাই সত্যি যে এবার যেই দলই ক্ষমতায় যাক... ছিড়েঁ কুড়ে খাবে... এবার আর কোনো রাখঢাকই করবে না। হিংস্র রূপটা বাইরইবো... খাড়ান... কয়ডা দিন ধৈর্য্য মাইরা খাড়ান... আইতাছে শুভদিন... ধানের শীষে ভোট দিন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিবিড় এর ছবি

হুম...... সব আসলে নতুন বোতলে পুরান মদ ।

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! বেগম খালেদা জিয়ার বিবেচনাবোধের প্রশংসা করছি আমি। অন্তত তিনি যে তার দুই ছেলের সাথে তুলনা করার মতো যোগ্য মুখ খুঁজে নিতে পেরেছেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

বিবেচনাবোধ???????
---

এটা খালেদার কাছে কি জিনিস? এটা কি খালেদা খায় নাকি ফিন্দে? যে মহিলা নিজের ৫ টা জন্মদিন নিয়ে ঘুরে বেড়ান!

অনেকের কাছে সে আবার আপোষহীন!

হিমু এর ছবি

৫টা হয়ে গেছে নাকি? আমি তো শুনসিলাম ৩টা! আরো দুইটা বাড়লো কোন্দিকদিয়া?

আরে ভাই, একটা জন্মদিন মানে তো একটা দাবির সঙ্গে আপোষ করা! সেইটা কি আপোষহীন নেত্রীর পক্ষে করা সম্ভব? হুদাই ঝাড়ি লইতাসেন!


হাঁটুপানির জলদস্যু

অতিথি লেখক এর ছবি

আরে না, ঝাড়ি না। এখানে দেখেন খালেদা জিয়া'র জন্মদিনের ডকিউমেন্টস

ধুসর গোধূলি এর ছবি

- এই মহিলাই আমাদের দেশের প্রধানমন্ত্রী আছিলেন! কতোটা অথর্ব একটা দেশের জনগণ আমরা, কতোটা জিম্মি আমরা এই সকল ধুরন্ধর, চতুর আর অদূরদর্শী দু'পেয়ে জন্তুর হাতে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

পিন্টুই তো জেলের ভেতর সবার সামনে প্যান্ট খুলে ফেলেছিল, তাইনা?

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এগুলা মনে হয় ভাবমুর্তি নষ্টের চেষ্টা।

তারেক এর ছবি

ফিন্টুরে ভুট দিমু আমি... চাইসিলাম ও... দুষ্ক আসনটা মিস করছি একটুর লাইগা। আমার ঢাকা-১২
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ক্যামেলিয়া আলম এর ছবি

এর পরও বিএনপি' হয়তো এবার বা ভবিষ্যতে ক্ষমতায় আসবে ------- বসবে ------ আর পিন্টু হবে হয়তো শিক্ষামন্ত্রী---------আজ বা অন্যদিন।

আমাদের মতন ভন্ডদের হাত দিয়ে। আসুন আমরা ভোট দিয়ে পিন্টুকে আর কয়েকটা থাপ্পর কষাবার সুযোগ এনে দেই ----- পিষে মাটিতে মিশাবার পর নতুন জন্ম হয়তো হতেও পারে আমাদের।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

জিজ্ঞাসু এর ছবি

পিন্টু কিসের ছাত্র ছিল?
রণদীপমের মন্তব্যে চলুক

___________________
সহজ কথা যায়না বলা সহজে

বিপ্রতীপ এর ছবি

তিনি নাসিরউদ্দীন পিন্টুকে নিজের অপর দুই ছেলের সাথে তুলনা করে অবিলম্বে তার মুক্তি দাবী করেছেন!!

নাহ...ম্যাডামের বিবেচনা আছে...তুলনা ভালোই করেছেন চোখ টিপি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

উত্তম জাঝা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আরিফ জেবতিক এর ছবি

কিন্তু ফালু ভাইয়ের বিষয়ডা ....

রানা মেহের এর ছবি

ছবিটা দেয়ায় ভালো হলো
বদের চেহারাটা চিনতাম না।

বিপ্রতীপের মন্তব্যে বিপ্লব
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানভীর এর ছবি

খালেদার কথাই কোট করি- (ব্রাকেটে যা তিনি বলেন নি)

পিন্টু আপনাদের জন্য অনেক (দুর্গতি) করেছে। আপনারা ("না" ভোট প্রদানের মাধ্যমে) পিন্টুর জন্য করে দেখিয়ে দেবেন।

অবাঞ্ছিত এর ছবি

এর এগেইন্সট এ সেলিম বা ইকবাল রে দাঁড় করানো দরকার। নিজেরা নিজেরা মারামারি কইরা সাফা হয়া যাইতো।

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

জ্বিনের বাদশা এর ছবি

এই অতিরিক্ত দাম্ভিক মহিলার ভাবসাব এমন যে জেলে থেকে ছাড়া পেয়ে উনি হিরোইন বনে গেছেন!!
সে এমন ভাব নিতেছে যেন তার শাসনামলের একেকজন পান্ডা হিমালয়ের সাধু ছিলো আর কি!
জনগনই এই আচরণের উপযুক্ত জবাব দিবে, তখন টের পাবে "করে দেখিয়ে দেয়া" কাকে বলে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।