বইটির ১ লক্ষ কপি নিঃশেষ

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বিষ্যুদ, ১৯/০২/২০০৯ - ৯:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বইটির নাম মুক্তিযুদ্ধের ইতিহাস। বইটি আমাদের স্বাধীনতা সংগ্রামের বিস্তারিত ইতিহাস। লিখেছেন স্বনামধন্য এবং আমাদের সবার প্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল।

শুনে অবাক হবেন বইটির পৃষ্ঠা মাত্র ২২! আপনি বলবেন এত অল্প পৃষ্ঠার ভেতরে মুক্তিযুদ্ধের বিস্তারিত ইতিহাস কীভাবে লেখা সম্ভব! কিন্তু নিঁখুত মমতায় সেই কাজটিই করে দেখিয়েছেন জাফর ইকবাল স্যার।

৫৬ টি বইয়ের রেফারেন্স এতে সন্নিবেশিত হয়েছে। এতেই বোঝা যায় ছোট্ট বইখানির পেছনে তিনি কতোটা শ্রম দিয়েছেন। জাফর ইকবাল বলেছেন সবার কাছে এদেশের স্বাধীনতা সংগ্রামের বিস্তারিত ইতিহাস সঠিকভাবে তুলে ধরতেই তাঁর এ প্রয়াস। তিনি বলেন বইটি ইচ্ছা করেই আমি ছোট রেখেছি যাতে হাঁটতে চলতে চলতেই অল্প সময়ের ভেতরেই এদেশের স্বাধীনতার সত্য ইতিহাসটি মানুষের মাথার ভেতর গেঁথে যায়। আর বইটির দাম একবারেই কম রাখা হয়েছে যাতে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে এটি পৌঁছানো যায়।

সত্যিই তাই । গতকাল বইমেলা থেকে বইটি কেনার পর একটানেই শেষ করে ফেলি। বইয়ের কথাগুলো এখনও মাথার ভেতর ঘুরছে। ইতিহাস বিষয়ক বইটির শুরুটাই আমার কাছে অসাধারণ লেগেছে- মানুষের যতগুলো অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা কিছুকে ভালোবাসা সম্ভব তার মাঝে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধু মাতৃভূমির জন্য। যারা কখনো নিজের মাতৃভূমির জন্য ভালোবাসা অনুভব করেনি তাদের মতো দূর্ভাগা আর কেউ নেই।

আগাগোড়া সহজ সরল ভাষায় লেখা বইটি এদেশের স্বাধীনতার ইতিহাসের ওপর লেখা অন্যতম সেরা বই। যখন যেখানে যার যে রকম ভূমিকা ঠিক সেভাবেই তা তুলে ধরা হয়েছে। বইয়ের শেষও হয়েছে শিহরণ জাগানো অসম্ভব আবেগের ভেতর দিয়ে- আমরা স্বপ্ন দেখি আমাদের নূতন প্রজন্ম মাতৃভূমিকে ভালোবাসার তীব্র আনন্দটুকু অনুভব করতে শিখবে। তারা তাদের প্রিয় মাতৃভূমিতে ঘুরে ঘুরে অভিমানী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে তাদের হাত স্পর্শ করে বলবে, আমাদের একটি স্বাধীন দেশ দেয়ার জন্য ভালোবাসা এবং ভালোবাসা। তারা মুক্তিযোদ্দাদের চোখের দিকে তাকিয়ে কোমল গলায় বলবে, আমরা তোমাদের কথা দিচ্চি, তোমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলে আমরা সেই বাংলাদেশকে গড়ে তুলব। তোমাদের রক্তের ঋণ আমরা শোধ করবো।

বইটি এবারের বইমেলার সবচেয়ে সস্তা বই।
দাম মাত্র ১০ টাকা।
পাওয়া যাচ্ছে প্রতীতি প্রকাশনীর স্টলে।
স্টলটি লিটল ম্যাগাজিন কর্নারে ঢোকার মুখেই বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের স্টলের পাশেই।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

বইটি দেখেছি। কিন্তু পড়া হয়নি। কম দাম থাকার কারণে কাজের কাজ হয়েছে। সবাই কিনছে। এটা আমাদের নিজ উদ্যোগেই ছড়িয়ে দেয়া দরকার। যাতে সবাই আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। আর কম দাম থাকার কারণে কাজটা আরো সহজ হয়েছে।

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

শুনেছি, এই বই বিতক্রির টাকা দিয়ে আবার পরবর্তী কোনো বই প্রকাশ করা হবে; এবারের বইটার জন্য কেউ কোনো পারিশ্রমিক নেননি।

মৃদুল আহমেদ এর ছবি

দারুণ! জাফর ইকবাল আসলেই একজন সেরকম মানুষ! আবারও সেটারই প্রমাণ রাখলেন তিনি!
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তানবীরা এর ছবি

একদম ঠিক। ২০০৬ এর বইমেলায় দেখা হয়েছিল, অনেক ক্ষন কথা হয়েছিল, নিতান্ত ভালোমানুষ। আর কয়েকজন এরকম ভালো মানুষের ভীষন প্রয়োজন বাংলাদেশের

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

জাফর স্যারের তুলনা তিনি নিজে!

স্যারের জন্যে নতজানু শ্রদ্ধা।

মুর্তালা রামাত কে অনেক ধন্যবাদ এমন একটা মন ভাল করা খবর শেয়ার করার জন্যে।

অনিশ্চিত এর ছবি

দেশটাকে পরিবর্তনের জন্য এরকম কয়েকজন মানুষই যথেষ্ট। দেশকে নিয়ে ভাবেন অনেকেই, দেশের জন্য উদ্বেগ কিংবা ভালোবাসাও আছে অনেকের মধ্যে, কিন্তু সেই ভাবনা, উদ্বেগ ও ভালোবাসাকে কাজে পরিণত করতে পারেন মাত্র গুটিকতক মানুষ। জাফর ইকবাল সেরকমই একজন। এরকম আরও কিছু মানুষের অভাব বোধ করি।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

বাইশ পৃষ্ঠার বইয়ে ৫৬টা বইয়ের রেফারেন্স থাকলে তা কি ইতিহাস না হয়ে ইতিহাসের তথ্যসূত্র হয়ে যায় না? কী জানি? বই না পড়ে মন্তব্য করা উচিত না, তাই বইটি নিয়ে আর কোন কথা বলছি না।

কিন্তু পোস্টের শিরোনামে এক লক্ষ কপি নিঃশেষ হবার খবরে মনে প্রশ্ন জাগে, বইটির লেখক মুহম্মদ জাফর ইকবাল না হয়ে মূর্তালা রামাত হলে বিক্রির সংখ্যাটি কি এমন হত? অথবা এর লেখক ষষ্ঠ পাণ্ডব হলে সংখ্যাটি কি আঙ্গুলের কড় গোনায় চলে আসত না? বিষয়বস্তু, মূল্য, বাঁধাই, ছাপা, ছবি ইত্যাদি তখন কতটা বিবেচ্য হত?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ছায়ালীন এর ছবি

ব্যাপারটাকে এভাবে দেখেন,

মু. জা. ইকবাল স্যার এর খ্যাতি, অর্থ আছে বলেই তো উনি এটাকে ব্যবহার করছেন একটা ভাল কাজে। আপনি-আমি লিখলে হয়তো মাত্র ১০ টাকায় মানুষের হাতে হাতে তুলে দিতে পারতাম না ।

বইটা এখনো পড়িনি, তাই মন্তব্য করা গেল না ।

অমিত আহমেদ এর ছবি

তাঁর জনপ্রিয়তা কাজে লাগিয়ে যদি মানুষকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের সামান্যও জানানো যায়, তাতেও তো লাভ।

স্যারের জন্য শ্রদ্ধা।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

নিঝুম এর ছবি

স্যারের জন্য শ্রদ্ধা । যারা এখনো উনার গল্প সমগ্রটি পড়েন নাই , সবার কাছে অনুরোধ প্লিজ বইটি যেভাবেই পারেন জোগার করে পইড়েন । অতি উত্তম কিংবা সর্বসেরা এই ট্যাগে ট্যাগায়িত না করি । কিন্তু একজন পাঠক হিসেবে আমি মনে করি এই বইটি না পড়লে মুক্তিযুদ্ধের খন্ড খন্ড কিছু অনুভূতি থেকে অনেকেই বঞ্চিত রয়ে যাবেন । মুক্তিযুদ্ধ টা কেবল ময়দানেই হয় নাই, অনুভূতির প্রতিটি আনাচে কানাচে হয়েছে, এই বইটি পড়লে তা আরেকবার অনুধাবন করা যাবে । বিশেষ করে "একজন দূর্বল মানুষ" এবং "বলদ" গল্পটি । অনেকদিন ধরেই চিন্তা করছি এই বইটি নিয়ে বিস্তারিত পোস্ট দিব । সময়ের অভাবে আর অলসতার কারনে আর হয়ে উঠে নাই ।

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

আলাভোলা এর ছবি

আসলেই অসাধারণ সব গল্প।
অলসতা ঝেড়ে ফেলে লিখে ফেলুন রিভিউ।

===================
আয়রে ভোলা খেয়াল-খোলা
স্বপনদোলা নাচিয়ে আয়,
আয়রে পাগল আবোল তাবোল
মত্ত মাদল বাজিয়ে আয়।

নদী এর ছবি

এটা ঠিক জাফর ইকবালের মতই কাজ। টিভিতে দেখা মুক্তিযুদ্ধের সুন্দর নাটকগুলো তাঁরই লেখা। তাঁর লেখা কলামগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি।
অপ্রাসংগিক হলেও বলতে ইচ্ছ হচ্ছে, এমনটা কি করা যায়, দেশের যেকোন গুরুত্বপূর্ণ কাজে কমপক্ষে একজন মুক্তিযোদ্ধা রাখা (একজনই বার বার রাখা নয়)। যেমন,
১ রাষ্ট্রীয় চুক্তিতে
২ যে কোন গুরুত্বপূর্ণ গোলটেবিল বৈঠকে
৩ গুরুত্বপূর্ণ খেলায় ( আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবল যেখানে আমাদের অংশগ্রহন রয়েছে) বিশেষ অতিথি হিসাবে
৪ প্রতিটি সরকারী বিশ্ববিদ্যালয়ে/কলেজে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে
৫ প্রতিটি সরকারী স্কুলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে (খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি)

এই রকম সব অনুষ্ঠানে ।
এটা এজন্য বলছি যে, মানুষ মরণশীল- আজ থেকে ৫০ বছর পরে হয়তো কোন মুক্তিযোদ্ধাই বেঁচে থাকবেন না। কিন্তু দেশটাই যাঁদের তাঁরা অন্তত দেখে যাক যে, দেশটা তাঁদের মনের কথা বলছে কিনা। প্রশ্নবোধক মুক্তিযোদ্ধাদের আপাতত হিসাবে নিচ্ছি না; চোরের ভয়ে তো মাটিতে ভাত খেতে পারব না।

একসময় হয়তো বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিবে- দর্শনে, সায়েন্সে। সেই সময়ের মানুষেরা এই ভেবে আনন্দ পাবে যে, আমরা জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছি। আর আমরাও আনন্দ পাব তাদের সম্মান দিতে পেরে।
(আমি জানি না তবে নিশ্চিত যে, আমার এই ভাবনা অন্য কেউ অনেক আগেই ভেবেছেন)
নদী

এনকিদু এর ছবি

উত্তম প্রস্তাব । সমর্থণ করি ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মূর্তালা রামাত এর ছবি

আমি লেখক হলে অবশ্যই এক লক্ষ কপি বিক্রি হতো না। সেজন্যই বইটি আমি বা আমার মতো আমজনতার হাত দিয়ে বের না হওয়াটা উপযুক্ত কাজ হয়েছে।
এবং এটা ভেবে তৃপ্তি পাচ্ছি যে বইটির লেখক জাফর ইকবাল স্যার। তার জনপ্রিয়তার কারণেই বইটির এতোগুলো কপি বিক্র হলো, হচ্ছে। এতোগুলো মানুষ এক পলকেই স্বাধীনতার প্রকৃত ইতিহাসটা জেনে নিতে পারছে-এটাইতো অনেক বড় পাওয়া। অন্যসবকিছু রেখে আমরা কি এটাতেই আনন্দিত হতে পারি না?

বইটি যদি ইতিহাসের তথ্যসূত্রও হয় তবুও আমি পড়ার পর আমি বলবো বইটা পড়ে আমি ইতিহাস পড়ারই আন্ন্দ পেয়েছি।

মূর্তালা রামাত

অতন্দ্র প্রহরী এর ছবি

জাফর ইকবাল স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁর তুলনা আসলে তিনি নিজেই। বইটা অবশ্যই সংগ্রহ করব।

খেকশিয়াল এর ছবি

বইটা লাগবেই!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি
কীর্তিনাশা এর ছবি

অবশ্যই কিনবো !

জাফর ইকবাল স্যারের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুজিব মেহদী এর ছবি

এটি 'মুক্তির উদ্যোগ' নামক একটি দলের কাজ, যাদের প্রকাশনা ইউনিট 'প্রতীতি'। দলে আছেন হাসান আজিজুল হক, সুলতানা কামাল, আবুল মোমেন, মুহম্মদ জাফর ইকবাল, সোহরাবউদ্দীন, হাবিবুর রহমান চৌধুরী, লিজা চৌধুরীসহ আরো অনেকেই।

'মুক্তির উদ্যোগ' এটি নিয়ে ভাবিত হয় যে, ইতিহাস যেভাবে বিকৃত হচ্ছে, তরুণ সমাজ যেভাবে পথভ্রষ্ট হচ্ছে তাতে তাদেরকে সঠিক পথে চালিত করবার জন্য আমাদের দায় রয়েছে। কী করা যায় সেজন্য? প্রথমেই প্রস্তাব আসে যে মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সহজ ভাষায় সংক্ষেপে লিখে তরুণ সমাজের মধ্যে সস্তায় ব্যাপকভাবে বিতরণ করা দরকার। জাফর ইকবাল স্যার স্ক্রিপ্ট তৈরি করে দিতে রাজি হন। তিনি রাজি হওয়ায় বইটির আট কোটি কপি বিতরণের পরিকল্পনার পালে হাওয়া লাগে। তাঁর যে জনপ্রিয়তা সেটা এর সার্কুলেশনে বেগ যুক্ত করে।

বইটি সারাদেশের সকল স্কুলে যাতে পৌঁছানো যায় সে চেষ্টা পুরোদমে চলছে। ইতোমধ্যে লাখখানেক কপি নানাদিকে বিতরণ করা সম্ভব হয়েছে। সবাই এক্ষেত্রে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন। এমনকি সারাদেশের বিভিন্ন স্থানের যারা পুস্তক ব্যবসায়ী তারাও কোনো মুনাফা করছেন না এ বই থেকে। দশ টাকা বিক্রি করে দশ টাকাই মুক্তির উদ্যোগকে দিয়ে দিচ্ছেন। এ অনেক বড়ো অবদান তাদের।

এই উদ্যোগের নেপথ্যে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যুক্ত থাকতে পেরে আমি অনেক গর্বিত বোধ করি।
..................................................................................
ঘড়ির কাঁটার দিকে তাকালে আমার কেবলই মরে যাচ্ছি বলে মনে হয়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

এনকিদু এর ছবি

স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদেরকে ধরা হয়েছে এই বইয়ের বড় একদল পাঠক হিসেবে । জানা মতে, গনিত অলিম্পিয়াড ও এধরনের অন্যান্য অনুষ্ঠানে যারা অংশগ্রহন এবং আয়োজনে জড়িত থাকে যারা সেসব ছেলেমেয়েদের কে উৎসাহ দেয়া হচ্ছে এসব নিয়ে চিন্তা ভাবনা এবং পড়াশোনা করার জন্য ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

মুজিব মেহদী এর ছবি

তিনি রাজি হওয়ায় বইটির আট কোটি কপি বিতরণের পরিকল্পনার পালে হাওয়া লাগে। তাঁর যে জনপ্রিয়তা সেটা এর সার্কুলেশনে বেগ যুক্ত করে।
ছি, 'আট লাখ' লিখতে গিয়ে 'আট কোটি' লিখে ফেলেছিলাম। খুব আনমনা ছিলাম হয়ত লিখবার সময়। কেন যে এমন হয়!
..................................................................................
ঘড়ির কাঁটার দিকে তাকালে আমার কেবলই মরে যাচ্ছি বলে মনে হয়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

মুজিব ভাই, আপনার আনমনা লিখাটাই যাতে একদিন সত্য হয়ে ওঠে। কেননা ওটা আমারও মনের কথা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তীরন্দাজ এর ছবি

বইটি জোগাড় করে রাখতে বলে দিয়েছি বাংলাদেশে।

ভালো কিছু বলতে গেলে যে বেশী কিছু বলতে হবে, জাফর ইকবাল হয়তে তারই প্রমান রাখবেন!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রাকিব হাসনাত সুমন এর ছবি

কিনবই কিনব

রেনেট এর ছবি

বইটা অবশ্যই সংগ্রহ করাবো। দেশে গিয়ে টিভিতে এক সাক্ষাতকারে এই বইয়ের কথা জেনেছিলাম।
মুহম্মদ জাফর ইকবাল সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই। প্রিয় লেখক, প্রিয় মানুষ।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

বিপ্রতীপ এর ছবি

এই মানুষটা সোজাসাপ্টা যা লিখে তাই পড়তে অসাধারন লাগে, যা বলেও তা শুনতেও অসাধারন লাগে। বইয়ের শুরু আর শেষ পড়েই আমি রীতিমতো মুগ্ধ। পুরো বইটা পড়ার জন্য মনটা রীতিমতো আকুঁপাকু করছে। ইচ্ছে হচ্ছে, কপিরাইটকে ফুঁ দিয়ে উড়িয়ে দিয়ে কাউকে পুরো বইটা স্ক্যান করে পাঠাতে বলি। টানা দু'বছর বইমেলায় যাওয়া হলো না। যাই হোক, স্যারকে সশ্রদ্ধ স্যালুট...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

মুজিব মেহদী এর ছবি

'মুক্তির উদ্যোগ' কর্তৃপক্ষের একটা সুদূরপ্রসারী পরিকল্পনা হলো এই গ্রন্থটি ধরে কিশোরকিশোরীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা। এটা প্রথম পর্যায়ে হবে স্কুলে, পরে আরো বড়ো অর্থাৎ উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে। ভাবা হচ্ছে এ আয়োজন কিশোরকিশোরীদের মনোযোগ দিয়ে বইটি পড়া নিশ্চিত করবে।
..................................................................................
ঘড়ির কাঁটার দিকে তাকালে আমার কেবলই মরে যাচ্ছি বলে মনে হয়

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।