দেশের বিভিন্ন ব্যাটেলিয়ানে বিডিআর বিদ্রোহ..!!! লাস্ট আপডেট

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বিষ্যুদ, ২৬/০২/২০০৯ - ১০:৩৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সিলেট বিডিআরে বিদ্রোহ শুরু হয়েছে। এখানকার আখালিয়া খ্যাম্পে প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। শাবির ছাত্রছাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করছে।

আরও খরবর পাওয়া যাচ্ছে। দিনাজপুর, রাজশাহী, ফেনী, সাতক্ষীরায় বিদ্রোঞ শুরু হয়েছে।
কেউ বিস্তারিত জানলে আপডেট জানান।

এখানে কিছু খবর পেলাম
http://www.bdnews24.com/bangla/home.php


মন্তব্য

বন্যা এর ছবি

যা নিয়ে ভয় পাচ্ছিলাম সারাদিন মনে হয় তাই হতে যাচ্ছে...। আর কারও কাছে এ ব্যাপারে আপডেট থাকলে জানাবেন, আশা করি। সচলায়তনের সদস্যরা দেশ থেকে যেরকম লাইভ তথ্য দিয়েছেন কালকে থেকে তা আসলেই বিশেষভাবে প্রশংসার দাবী রাখে। দেশের পত্রিকাগুলোতে খবর আসার অনেক আগেই সচলায়তনে অনেক খবর চলে এসেছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।

বিপ্রতীপ এর ছবি

একটু আগে ফোনে কনফার্ম হলাম সিলেটের ব্যাপারে। বিডিআররা ক্যাম্পের সামনের রাস্তা বন্ধ করে অবস্থান করছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

মূর্তালা রামাত এর ছবি

সিলেটের এক বন্ধুকে ফোন করলাম। ও শাবিতে আছে। গোলাগুলিতে শাবি ফাঁকা।

মূর্তালা রামাত

ইশতিয়াক রউফ এর ছবি

হ্যাঁ, এবারের ঘটনার কাভারেজ খুব গোছানো ছিল। মানেও দারুণ। অনেকেই বিশেষ করে নজরুল ভাইয়ের অনেক প্রশংসা করলেন। সচল ও অতিথিরা কিছু জানলে জানিয়েন, অপেক্ষায় থাকলাম।

জ্বিনের বাদশা এর ছবি

সাতক্ষীরা, ফেনী ...

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মূর্তালা রামাত এর ছবি

সাতক্ষীরায় একজন জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।
বান্দরবনেও বিদ্রোহ শুরু হয়েছে!

ফেনী: ১৯ ব্যাটেলিয়ানে সকালে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে। তারা ফেনী-মাইজদি সড়ক বন্ধ করে দেয়। বিদ্রোহী জোয়ানদের তাড়া খেয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কবির ও উপ-অধিনায়ক মেজর মাসুদ পরিবার পরিজন নিয়ে পালিয়েছেন। সূত্র: বিডি নিউজ।

মূর্তালা রামাত

মূর্তালা রামাত এর ছবি

এইমাত্র জানা গেলো লালমনিরহাটেও বিদ্রোহ শুরু হয়েছে।

মূর্তালা রামাত

আমি এর ছবি

প্লিজ, আপনারে একটু যাচাই করে সংবাদ দেন। যা বলছেন, তা তো ভয়াবহ!!!
কেমন যেন অস্থির লাগছে।

নিবিড় এর ছবি

আচ্ছা ভিতরে আটকা পরা পরিবার গুলোর খবর কি??
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

জ্বিনের বাদশা এর ছবি

সবখানে!! রাজশাহী, দিনাজপুর ... পরিস্থিতি হাতের নাগালের বাইরে ... আর্মি টাফ এ্যাকশনে গেলেও অবাক হবার কিছু নাই ...
আজকের এসএসসি পরীক্ষা বন্ধ ঘোষনা করা উচিত ছিলো

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মূর্তালা রামাত এর ছবি

ঘটনা এমনই ঘটছে। খুব দুঃশ্চিন্তায় আছি। দেশের অবস্থঅ থমথমে। সাইন্স ল্যাবে আর্মি পজিশন নিচ্ছে।

মূর্তালা রামাত

ভাঙ্গা মানুষ [অতিথি] এর ছবি

এভাবে সারা দেশে বিদ্রোহ হওয়াটা খুবই উদ্বেগের কথা, সীমান্ত পাহারা দিবে কারা তাহলে?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।