ক্ষমতাসীন আওয়ামী লীগ সংসদের সংরক্ষিত মহিলা আসনে অন্য অনেকের সাথে মনোনয়ন দিয়েছে বুকটা ফাইট্যা যায় খ্যাত কণ্ঠশিল্পী মমতাজকে।
মমতাজ-
২০০৫ সালের ১ বৈশাখে ঢাবির টিএসসিতে জাসাস আয়োজিত অনুষ্ঠানে গান গান। গানটির রচয়িতা তিনি নিজেই। গানের প্রথম দুটি কলি ছিলো- তারেক আমার ভাই, জিয়া আমার পিতা/ জিয়া ছাড়া এই ভূবনে আমার কেহ নাইরে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমান স্বয়ং। তিনি করতালি দিয়ে মমতাজকে অভিনন্দন জানান।
মমতাজ-
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির বর্তমান সহ-সভানেত্রী।
মমতাজ-
বিএনপির অঙ্গসংগঠন জিসাস-এর নেত্রী হিসেবে জিসাসের প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রপতি ইয়াজউদ্দীন আহমদের সাথে দেখা করেছেন।
মমতাজ-
দূর্গতদের মাঝে জিসাসের নেত্রী হিসেবে ত্রাণও বিতরণ করেছেন।
মমতাজ-
জোট সরকারের আমলে জিসাসের নেত্রী হিসেবে অসংখ্যবার বিদেশ সফরের সুযোগ গ্রহণ করেছেন।
মমতাজ-
জিসাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিসাসের নেত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন।
মমতাজ-
হাওয়া ভবনে নিয়মিত যাতায়াত করতেন এবং হাওয়া ভবন সংশ্লিষ্ট কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করতেন।
১৯৯২ থেকে ১৯৯৭ পর্যন্ত তিনি মানকিগঞ্জ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে কাজ করেন। সেসময় তিন বঙ্গবন্ধুর আদর্শের ব্যাপারে সোচ্চার ছিলেন।এরপর তিনি জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোল পাল্টে বিএনপির সাথে সম্পৃক্ত হন। এজন্য তাকে মানকিগঞ্জ আওয়ামী লীগ অবাঞ্চিত ঘোষণা করে। মমতাজ এখন আবার ডিগবাজি খেয়ে নিজেকে বঙ্গবন্ধুর সৈনিক দাবি করে পত্রিকায় বিবৃতি দিয়েছেন! এবং যথারীতি আওয়ামী লীগের অনেক নিবেদিত প্রাণ কর্মীকে টপকে নারী আসনে মনোনয়ন বাগিয়েছেন!
অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে এসব আদর্শবিচ্যুত ডিগবাজি খাওয়া সুবিধাবাদী সুখের পাখিরাই আওয়ামী লীগের অন্যতম ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা আমজনতা বুঝতে পারলেও আওয়ামী লীগের ঝানু নীতি নির্ধারকেরা বুঝতে পারেন না! নাকী বুঝতে চান না!
মমতাজের মনোনয়ন প্রমাণ করে আওয়ামী লীগের ডিসিশন মেকারদের মধ্যে শর্ষের ভেতরকার ভূত এখনও আগের মতোই ঘাপটি মেরে রয়েছে। এদেরকে চিহ্ণিত করে বিতাড়িত না করতে পারলে আওয়ামী লীগের পরিণতি যে অতীতের চেয়েও ভয়ানক হবে একথা নির্দ্বিধায় বলে দেয়া যায়।
১৯/০৩/০৯
মহাখালি, ঢাকা।
মন্তব্য
আপামর জনতার প্রিয় কুকিলকন্ঠী গায়িকা হিসেবে তিনি নামকরনের সার্থকতা করিয়াছেন। তিনি একজন অতিশয় বুদ্ধিমতি বসন্তের কুকিল।
খালেকের মহিলা ভার্শন?
এইটা লটকে রাখার মতো পোস্ট।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
দলবদল একটা গোল্ডলিফ সিগারেট...
---------------------------------------------
আমাকে ছুঁয়ো না শিশু... এই ফুল-পাখি-গান সবই মিথ্যা!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
লা জবাব.........
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
জাসদের জন্মই আলীগের ফ্যাসিজমের বিরোধিতার জন্য। ইনু নৌকা নিয়ে নির্বাচন করে এখন জোটের সাংসদ।
ওয়াকার্স পার্টির রাশেদ খান মেননের কথা আর নাই বললাম। উনিও এখন জোটের সাংসদ।
মমতাজ তুচ্ছ ফ্যাক্টর।
খালেদা মেয়র নির্বাচনের জন্য পাঁচ কোটি চেয়ে বিপদে পড়লেন ও ফেললেন।
ইনি যে কত পেয়েছেন , বোনকে তার ভাগ বুঝিয়ে দিয়েও, তার হিসেব নেই। কোথায় জানি পড়লাম, নতুন মহিলা এম,পি,দের ৩১% কোটিপতি। দল, আর আদর্শ, হা হা!
আম্লীগের কেউ হয়তো তাদের জন্যও একই টেম্পলেট "...... আমার ভাই, ....... আমার পিতা/ ..... ছাড়া এই ভূবনে আমার কেহ নাইরে।" অনুযায়ী একটা গান মমতাজকে নিয়ে গাইয়ে নিতে চাইছেন ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
"নেতিকরণের নেতিকরণ"। দ্বান্দ্বিক বস্তুবাদের তৃতীয় সূত্রের যথার্থতা প্রতিপন্ন হল। তিনি প্রথমে আলীগকে "না" করেছিলেন, এখন বিএনপিকে "না" করলেন।
সমাজে বোধহয় এভাবেই বিপ্লব আসে!
নো প্রবস্
তওবা পড়ে নিলেই হবে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
মৃদুল সঠিক।
দল্বদল এট্টা গোল্লিপ সিকারেট
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
এমন ডিগবাজি দেয়া শিখতে চাই!
ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়!
মাইন্সে যখন ভোট লইয়া, আমার বাড়ীর পাশ দিয়া,
রঙ্গ কইরা, হাইট্টা যায়,
ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়!
ভোল না পাল্টে কি উপায় আছে? আর আম্লীগ এদেরকে জায়গা না দিলে সুবিধা পাবে কি করে।
আমরা যেই তিমিরে ছিলাম, সেই তিমিরেই রাখা হয়েছে আমাদের ও চিরদিন থেকেই যাব!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ফাইট্টা যায়, বুকটা ফাইট্টা যায়
...........................
Every Picture Tells a Story
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
সংরক্ষিত আসনের সঙ খেলা বন্ধ করা দরকার। এমনিতেই অনেক মহিলা এমপি আছেন সংসদে, মন্ত্রী পরিষদে, বিরোধী দলে। চাকুরীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষা যেমন দুর্ণীতির সুযোগ দেয়, এরকম সংরক্ষিত আসন বা কোটা সিস্টেমও একই কেস।
সবকিছু যতো ওপেনে হবে, ততো দুর্ণীতির সুযোগ কমবে। পাবলিকের ভোটে নির্বাচিত হতে পারলে সাংসদ, না পারলে নাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
পতিত স্বৈরাচার এরশাদ একবার মিজান চৌধুরীর ব্যাপারে মোটামুটি এরকম বলেছিল, "উনি ত্যাগী নেতা। একবার উনি বঙ্গবন্ধুকে ত্যাগ করে আমার কাছে এসেছিলেন আর এখন উনি আমাকে ত্যাগ করে শেখ হাসিনার কাছে গেছেন"। আমাদের দেশজুড়েই এমন ত্যাগী নেতা-নেত্রীদের ছড়াছড়ি। আওয়ামী লীগের এখনকার কেন্দ্রীয় নেতাদের অনেকেই এক কালে সকাল-বিকাল বঙ্গবন্ধুর মাথা হাতে কাটতেন, আর আজ বঙ্গবন্ধুর গুণগান করতে করতে তাদের মুখে ফেনা উঠে যায়। মমতাজ সেই ঐতিহ্যই রক্ষা করেছেন। তার আর দোষ কী?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
উনি ত্যাগী নেতা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
অনেকদিন মমতাজের সেই বিখ্যাত আলু-সঙ্গীত শুনি না।
আর উনি যা করছেন (এমন কী 'ফাইট্টা যায়'ও ), সবই বাণিজ্যের জন্যই করছেন।
তাছাড়া আটার কলের কাছে, আখের রস চেয়ে লাভ কী।
তবে এক সময়ের রাস্তার শিল্পী মমতাজ এখন যে পর্যায়ে উঠে এসেছেন, তা কিন্তু তার অসাধারণ সুরেলা ও বাউল গায়কী কন্ঠের জোরেই।...এটি খুব সহজ কথা নয়।
সব কিছুর পরেও এটিই হচ্ছে চূড়ান্ত বাস্তবতা। আর সম্ভবত মমতাজের মতো একজন গুনী শিল্পী এ গ্রহে এখনো একটিই আছে!
সবাই ধন্যবাদ।।
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ভাল গানের গলার সাথে ভাল সাংসদ হ্ওয়ার সম্পর্কটা ঠিক বুঝলামনা বস্...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
আওয়ামী লীগ সম্ভবত মমতাজ আফার ভক্তকূলের এসএমএস...থুক্কু...ভোট বাগিয়ে নেয়ার জন্য এই কাজ করছে...
এখন যদি মমতাজ আফা গান গায়,
" জয় আমার ভাই, মুজিব আমার পিতা"
তাইলে ক্যাম্নে কিতা? (কি?)
সর্বশেষ খবর, ত্যাগী নেত্রী মমতাজ বিনা প্রতিদ্বন্ধীতায় মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
বুক ফাইটা যাওয়ার মতোই খবর...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বেশি লাফালাফি করতেছে। যেদিন এরশাদ আঙ্কেলের চোখ পড়বো, সেইদিন বুঝবো যৌবন কোন ব্র্যান্ডের সিরকেট
বুকটা ফাইটা যায় গানটা তাইলে লেখা কারে নিয়ে ?
মমতাজের দোষটা কি ? যিনি খিলাফতের সাথে লিখিত বোঝাপড়া করেন, কয়েক শ অত্যন্ত মেধাবী, যোগ্য ও দলের প্রতি আনুগত প্রার্থী বাদ দিয়ে মমতাজকে মনোনয়ন দিয়েছেন, তিনি নিষ্চয়ই কিছু পেয়েছেন মমতাজ ও সমগোত্র সং এমপিদের কাছে।
ভোটের বাক্সের রাজনীতি বুঝতে পারাটা আমার কর্ম নয়। তিনশটা জোকারের মাঝে মমতাজ খুব বেমানান কি? সংসদে একজন "রসের আধার" আছেন বলে, কোরাম সংকট কাটবে, এর রকম একটা ডিজিটাল উদ্দেশ্য থাকেতেও তো পারে, কি বলেন?
নতুন মন্তব্য করুন