সচলায়তনে বহুদিন পর লিখতে বসলাম। মনে হচ্ছে অনেকগুলো বছর এরই মধ্যে পেরিয়ে গেছে। অথচ তা নয়। অস্ট্রেলিয়ায় এসেছি এখনো চার মাসও হয় নি! এই চার মাসের ভেতর নেটে বসলেই সচলায়তনে এক ঢু মেরে এসেছি কিন্তু ইচ্ছা থাকার পরও কিছু লিখতে পারি নি। কারণ লাইব্রেরির নেটে বসে আধাঘন্টায় কতটুকুই বা আর লেখা যায়। তার উপর নতুন একটা জায়গায় একটু গুছিয়ে নেয়ার ব্যাপারতো ছিলোই।
যাই হোক অবশেষে আজ আবার সচলায়তনে লিখতে বসেছি। কীযে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। আশা করছি এখন থেকে নিয়মিতই সচলায়তনের সাথে যোগাযোগ রাখতে পারবো।
আরো অনেক অনেক কিছু লিখতে ইচ্ছা করছে। তার আগে প্রিয় সচলায়তনের প্রিয় মানুষেরা বলুন- আপনারা সবাই কেমন আছেন?
murtala31@gmail.com
সিডনি, অস্ট্রেলিয়া।
মন্তব্য
আমরা ভালো আছি।
আপনার জন্যও থাকলো শুভেচ্ছা আর অনেক অনেক শুভকামান (হাসি)
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ।
মূর্তালা রামাত
পরবাসী জীবনের শুরুটা বেশ ঝুটঝামেলার। আশা করি সামলে উঠেছেন।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
এখনো সামলে উঠিনি তবে উঠছি....ভালো আছেন তো?
মূর্তালা রামাত
ফিরে আসতে পারার একটা আনন্দ আছে।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আশা করি আপনি রাজনীতি নিয়ে অনেক পোস্ট দেওয়ার মতো উপকরণ খুঁজে পাবেন। ইতোমধ্যেই অনেকগুলো আমরা মিস করেছি। আর করতে চাইনা। প্রবাস জীবন আনন্দের হোক, সেই কামনায়।
এই গানটা আপনার জন্য।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
সচলায়তনের অতিথি হিসেবে আপনার প্রত্যাবর্তনে স্বাগতম তো জানাতেই পারি। স্বাগতম, নিজ ঘরে নিজ বেশে। আর উপযাচক হয়ে উত্তর দিতে পারি আপনার জিজ্ঞাসের- ভালো আছি। আশা আপনার লেখনিতে আরও ভালো রাখতে ই পারেন আমাদের আগামীকে। ভালো থাকুন বিদেশ বিভূই এই বিশ্বে।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
কী খবর মূর্তালা! কেমন চলছে পরবাসী জীবন?
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
হ আছি আর কি । আপনার খবর কি ?
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ভাল আছেন তাইলে (হাসি) এখন থেকে আবার তাইলে নিয়মিত দেখা হবে (হাসি)
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
প্রথম চার মাস উৎরে গেছেন যখন, বাকিটাও আরামেই কেটে যাবে। স্বাগতম!!
আপনার প্রবাস জীবন আনন্দময় হোক।
অনেক অনেক শুভকামনা থাকল।
বাহ্, আপনার লেখাগুলো মুগ্ধ করার মত! প্রবাসী জীবন আসলে খুব নস্টালজিক করে দেয় মানুষকে।
নতুন মন্তব্য করুন