যাওয়া যেতে পারে নিমেষেই লক্ষ কোটি দূর
বুকের গভীর মানে চেনা রোদ্দুর
আজ কাল, কাল আজ একইতো সময়
দূরের গভীর মানে কাছের প্রণয়
নদী যায়, বয়ে যায় উথাল পাথাল
মনের গভীর মানে বেহেড মাতাল
সাগরে উঠলে ঝড়, তার ঠোঁটে হাসি
ভুলে গেছো যতোবার ততো ভালোবাসি...
১২/০৮/০৯
সিডনি, অস্ট্রেলিয়া।
মন্তব্য
অনেক ভালো লাগলো।
_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ধন্যবাদ।
মূর্তালা রামাত
একটা মন্তব্য দিলাম সেটা কী হারিয়ে গেল!
অনেক সত্যি কথা বলেছেন!
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
কী পান্থ কেমন আছেন? আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো।
মূর্তালা রামাত
!!!
+++++
মূর্তালা রামাত
মন পবনের নাউ, নাকি 'নাও'?
আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছি!
মানে হলো: "মন এখন পবনের"
আপনি আসলেই বস্!
নাও..... তাড়াহুড়োজনিত ভুলের জন্য দু:খিত....
মূর্তালা রামাত
"নাও"ই হবার কথা।
আর "গভির" না হয়ে "গভীর"। আরেকটু সচেতন হয়ে টাইপ করলে ভালো।
কবিতা বেশ লিরিক লিরিক হয়েছে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
এবং বেহড না হয়ে বেহেড....আর ঠোট না হয়ে ঠোঁট......
লিরিকে সুর বসিয়ে গান গাওয়ার অনুমতি দেয়া হলো....
মূর্তালা রামাত
মূর্তালা, কবিতাটা খুব ভাল লাগল।
আমি আপনার অন্য লেখা পড়েছি। যতটুকু জানি আপনি 'গভীর' আর 'নাও' বানান ভুল করার মত লোক না---
আপনি কী অন্য কিছু ভেবে এই দু'টি শব্দ এমন করে লিখেছেন???
নেহাৎ কৌতুহল থেকেই প্রশ্নটা রাখলাম---
ভাল থাকবেন,
প্রবাস জীবন সহনীয় হোক।
নারে ভাই প্রায় ১৫০ দিন পর নতুন কবিতা প্রসব করতে গিয়ে এইসব অনিচ্ছাকৃত ভুল....
নেটে লিখে তাড়াহুড়ো করেই পাঠিয়ে দিয়েছিলাম..তাই আর সংশোধন করা হয়ে ওঠেনি....আমার অসাবধানতার জন্য আমি আন্তরিকভাবে দু:খিত....আর প্রবাস জীবন যাতে অসহনীয় হয় সেই দোয়া করলে বালো হয়..তাহলে আমি বিদেশের মায়া কাটিয়ে তাড়াতাড়ি দেশে ফিরতে পারবো। ধন্যবাদ।
মূর্তালা রামাত
খুব ভালো হয়েছে মূর্তালা। তবে, তোমার আগের থেকে (অন্তত গত কিছুদিনের থেকে) অনেকই অন্যরকম।
সুন্দর নাওবাওয়া।
তারও চেয়ে সুন্দর তোমার এই পুনরাগন।
থেকো। আর, ভালো থেকো।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন