সুখ
সুখ আসলে সত্যিকারের সুখ হয় না...আমি সুখি, কিন্তু আসলে সুখি না-
সুখ হন্যে হয়ে হাঁটে
মলে শপিং করে, বারে
মাতাল হয়, হুড খুলে লং ড্রাইভে যায়
মধ্যরাতে-
সুখ অসুখীর বেগে গাড়ি চালায়
লাল চোখে লাল সিগন্যাল
পার হয়ে যায়,
সুখের গন্তব্য মানে
নক্ষত্রের আতশবাজি-
সুখ পোড়ে, পিনপতনে পোড়ায়
সুখে পুড়তে পুড়তে সন্ন্যাসী বনে গেলো
কতো স্বপ্ন কারো কারো
সুখ নির্বিকার-
ক্যাসিনোতে কোটি কোটি টাকা ওড়ায়
নর্তকীর কোমরের শেষ টুকরো হয়ে খুলে
পড়ে, সুখ-
অবেলার অসুখে ঝিম মেরে থাকে
কার্তিকের কাকের মতো কাঁপে,
বুক খোলা সফেদ বকের ভেতর
সুখ রক্তবিন্দু হয়ে ঝরে....
৩/১০/০৯
সিডনি, অস্ট্রেলিয়া।
** প্রিয় নজু ভাই, http://www.sachalayatan.com/nazrul_islam/27654- আপনার এই লেখা পড়ে অবশেষে রাইটারর্স ব্লক ভেঙ্গে লিখতে বসতেই হলো। আহ্ কতোদিন পর যে একটানে লিখতে পারলাম! লিখতে পারার ভেতর কীযে সুখ! কিন্তু,হায় সুখ- কেউ কি তাহারে পায়?
মন্তব্য
কড়া একটা লেখা। একটানে পড়ে ফেল্লাম।
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমি রাইটার না, কিন্তু আমার ব্লক হল কেনো? আপনার সমকালীন রাজনীতি নিয়ে লেখাগুলো মিস করছি। ইদানিং বেশ কয়েকটা নাটক হলো তো, সেগুলো নিয়ে দুয়েকটা ছাড়ুন না।
আমিও একটা মানুষ, তার আবার...
যাহোক, জীবনে এই একটা দারুণ ব্যাপার আইলো, কোনো কবিরে জাগাইতে পারলাম। আপনের কবিতা পড়লাম অনেক দিন পর... হে কষ্টালজিক কবি... বিদেশ কেমন লাগে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
_________________
ঝাউবনে লুকোনো যায় না
চমৎকার লাগলো।
নৈশী।
বহুদিন পর আপনার লেখা পড়লাম, ভাল লাগল।
কষ্টালজিক কবি বুঝি এবার সুখের দেখা পেলেন, তাই সুখ নিয়ে লিখলেন।
খুব সুন্দর হৈছে মূর্তালা। বেশ লাগলো।
আমি কবি না হয়েও একটু বড়'র মতো ক'রেই ব'লে ফেলি একটা ফিল-এর কথা-
'কষ্টালজিয়া' থেকে তুমি আজ অনেক সামনে, অনেক সমৃদ্ধ। তোমার কাব্য-ম্যাচ্যুরিটি'র এই জার্নি-টা বেশ উপাদেয়, সুদৃশ্য, সুখকর।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন