অতঃপর...

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ১৭/০২/২০১০ - ১০:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

থেমে আছে, বিরতিহীন গাড়ি
নেমে গেছে সবাই যার যার বাড়ি-
কেবল চালক ও তার সহকারী
নিশ্চল চাকার মতো নিশ্চুপ লাশ...

ক্রমাগত জমেছে ময়লা আড়ালে আড়ালে
পাওয়া যেতো সহজেই হাতটা বাড়ালে
সময় হয়নি তাই
যাত্রাপথে আজ, যাত্রা নাই !

গাড়ি যাবে জম্পেশ, দুজনেই ধরেছিলো বাজি
এবেলায় দোষ নিতে কেউ নয় রাজি
দুই দিকে মুখ দিয়ে দুইজন
করে দুই গন্তব্যের আয়োজন !

বরাবর ফেলে দীর্ঘশ্বাস, গাড়ি হাসে
এভাবেই ক্রমাগত কতজন যায় আর আসে-
পরিচিত প্রণয়ের আশেপাশে
সর্বদা কেন জানি উঁকি দেয় বিবর্ণ ঘাস...

১৭/০২/১০
সাউদারল্যানড, সিডনি, অস্ট্রেলিয়া।


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

অনেক দিন পর তোমার কবিতা পড়লাম ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ ভাই। কেমন অছেন?

মূর্তালা রামাত

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

এইডা কি ছবি দিলেন - উইন্ডজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড তো ভাইঙ্গা ফালাইলেন খাইছে
auto

মূর্তালা রামাত এর ছবি

ভাঙ্গা উইন্ডোজ ঠিক করে দেয়ার জন্য ধন্যবাদ।

মূর্তালা রামাত

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

অভ্রনীল এর ছবি

শিরোনাম আর ছবি দেইখা ভাবসিলাম, উইন্ডোজ এক্সপিরে বুঝি আছাড় টাছাড় মাইরা অতঃপর লিনাক্সে আগমন টাইপের কোন কবিতা হবে খাইছে
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।

মূর্তালা রামাত এর ছবি

আপনাকে হতাশ করার জন্য দু:খিত।

মূর্তালা রামাত

সাইফুল আকবর খান এর ছবি

অসাধারণ!

বহুদিন পরে দিলে উঁকি,
দিলে কষ্টেরই চেনা আঁকিবুকি!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মূর্তালা রামাত এর ছবি

আপনার উৎসাহ হোক আমার এগিয়ে চলার অনুপ্রেরণা...ধন্যবাদ ভাই

মূর্তালা রামাত

সাইফুল আকবর খান এর ছবি

হাসি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পোলাডা বিদেশ গিয়া ভুইলাই গেছিলো কবিতা লেখা... যাউক... অনেক ধন্যবাদ...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মূর্তালা রামাত এর ছবি

আরে বস...গরিবের বাড়িতে হাতির পাড়া! ভালো আছেনতো বস...

মূর্তালা রামাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।