মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী,
গত ২৬শে মার্চ আপনি ঘোষণা দিয়েছিলেন যে যুদ্ধাপরাধীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে http://www.prothom-alo.com/detail/date/2010-03-26/news/51803। তারা যাতে পালাতে না পারে সেজন্য দেশের সবগুলো বিমানবন্দর এবং ইমিগ্রেশন চেক পয়েন্টে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনি যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেহেতু অপরাধীদের বিরুদ্ধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। তাই আপনার কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম,পুলকিত হয়েছিলাম এই ভেবে যে "যুদ্ধাপরাধী ঘাতক দালাল এবার তোরা পালাবি কোথায়?"
কিন্তু আজ সকালেই খবর পাওয়া গেলো যে যুদ্ধাপরাধীদের মধ্যে অন্যতম একজন, জামায়াতের নির্বাহী সদস্য এবং দিগন্ত মিডিয়া কর্পোরেশন-এর চেয়ারম্যান মীর কাশেম আলী তাবৎ গোয়েন্দ সংস্থার নাকের ডগা দিয়েই দেশের প্রধান আর্ন্তজাতিক বিমানবন্দরের সমস্ত চেক পয়েন্ট নির্বিঘ্নে পার হয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন http://www.prothom-alo.com/detail/date/2010-03-28/news/52237 ! এ ঘটনায় আমরা বস্তুত বাকরুদ্ধ হয়ে পড়েছি! যুদ্ধাপরাধীদের বিচারে বজ্র আটুনী ফসকা গিরোর ভয়াবহতা আমাদের মারাত্মক ভাবে ভাবিয়ে তুলেছে।
বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলোর সূত্রে বলা হচ্ছে যুদ্ধাপরাধীদের পূর্ণাঙ্গ তালিকা তারা ঐ ব্যক্তি পালিয়ে যাবার পর হাতে পেয়েছে! অথচ গত ২৬ তারিখেই দেশের সম্স্ত পত্রপত্রিকায় সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশিত হয়েছে যেখানে বড় বড় অক্ষরে মীর কাশেম আলীর নাম রয়েছে http://www.prothom-alo.com/detail/date/2010-03-26/news/51694 ! এখানে সর্ষের ভেতর ভুতের বাসার অবস্থান বুঝতে কারো মহাজ্ঞানী হতে হয় না।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর এহেন সমন্বয়হীনতা তথা নজিরবিহীন সিরিয়াল ব্যর্থতার (এর আগেও তার বিডিআর পিলখানার ঘটনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলো) দায়ভার আপনার মন্ত্রনালয় তথা আপনার ওপরই বর্তায়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু বকরের মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে এবং জাতির সামনে শীর্ষ সন্ত্রাসীদের ভুলে ভরা হাস্যকর তালিকা উপস্থাপন করে আপনি আপনার অযোগ্যতা প্রমাণ করেছেন। আর ঘোষণা দেয়ার পরও মীর কশেম আলীর বীরদর্পে পালিয়ে যাবার ঘটনা দেশের অত্যন্ত গুরুত্ভপূর্ণ মন্ত্রনালয়ের দায়িত্বে আপনার মতো ব্যক্তির দায়িত্বপালনকে সন্দেহাতীতভাবে প্রশ্নবিদ্ধ করেছে।
তাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ক্ষমার অযোগ্য চরম ব্যর্থতার দায় মেনে নিয়ে যত তাড়াতাড়ি পারেন পদত্যাগ করে আমাদের রেহাই দিন প্লিজ। ধন্যবাদ।
২৮/০৩/১০
সিডনি, অস্ট্রেলিয়া।
মন্তব্য
--সাহেরা খাতুনের জায়গায় একটা কাঠের চেয়ারও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেশি কার্যকর হতো। উনি আসলে একটা ওয়ার্ড কমিশনার হবার উপযুক্তও না।
আপনার দাবীর সাথে সহমত জানিয়ে গেলাম।
যা বলেছেন দাদা....খাসা...
মূর্তালা রামাত
ব্যাপার না মান।
সবচাইতে অযোগ্য না হলে মন্ত্রনালয়ের কাজের দায়িত্ব পাওয়া যায় না। এটা বুঝতে হবে। বুঝে ইজি থাকতে হবে।
বাংলাদেশে এটাই ধ্রুব সত্য...
মূর্তালা রামাত
হিড়িম্বা
বুঝছি আরো একটা লেখা লাগবো।
আপনার লেখার অপেক্ষায় রইলাম...
মূর্তালা রামাত
দাবির সাথে সহমত।
কাশু বরাহের পলায়নের পেছনে রয়েছে সাহারার অযোগ্যতা।
সহমতের জন্য ধন্যবাদ...
মূর্তালা রামাত
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এটাও কি একটা বিচ্ছিন্ন ঘটনা? এভাবে কি সবাই পালিয়ে যাবে?
আমি চরম বিরক্ত এই বেডির প্রতি!
===অনন্ত ===
এই বেডি স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে এমনই হতে থাকবে বলে মনে হয়...
মূর্তালা রামাত
জনাব ,
আরেকটা খবর সবিনয়ে জানাতে চাই ।
এর কিছুদিন আগে সৈয়দ আশরাফুল ইসলাম ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের সাথে কাশেমের
বৈঠক হয়েছে ।সরিষাতেই ভুত ।মনে হয় বিচারের নামে প্রহসনের শুরু মাত্র ।
বলেন কী! এইটাতো একটা বোমা ফাটাইলেন! এ ব্যাপারে বিস্তারিত জানা থাকলে শেয়ার করুন প্লিজ...
মূর্তালা রামাত
এ ব্যপারে তদন্ত হওয়া প্রয়োজন, কাদের সহযোগীতায় সে পালাতে পারল। সাহারা খাতুনের বক্তব্য কি জানা গেছে এ বিষয়ে?
সাহারা খাতুন বলেছেন যুদ্ধাপরাধী কারও দেশত্যাগের খবর তার কাছে নেই।(এটি তার আরেকটি অযোগ্যতার প্রমাণ)। তারপর তিনি বলেছেন কেউ পালিয়ে গিয়ে থাকলেও সেটা কোন ব্যাপার না, ইন্টারপোলের মাধ্যমে তাকে নাকী তিনি যখন তখন ধরে আনতে পারবেন!!
সুতরাং ভাইসব নো চিন্তা ডু ফূর্তি, আসেন আমরা নাকে তেল দিয়ে রাজাকার, আলবদরদের পালিয়ে যাও দেখি আর ইন্টারপোলের অপেক্ষায় থাকি.....
মূর্তালা রামাত
কেবল তো একজন।দেখেন সামনে আরো কতজন পালায়......
ঘুম পরী
দেখতেআছি.......
মূর্তালা রামাত
এখনই সতর্ক না হলে পালিয়ে যাবে বাকীগুলাও
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
খাঁটি কথা বলেছেন নসু ভাই...
মূর্তালা রামাত
চোখে চশ্মাও লাগায়ছে দেখি!
শতকরা ১০০ ভাগ কথাই উনার ফালতু ক্যাটাগরির।
বাকি কথা নাই আর বললাম...
এইটুকু যে কইছেন তাতেই অনেক...
মূর্তালা রামাত
গোয়েন্দা সংস্থাগুলির কার্যকারিতা কি খালি মুরগীচোর ধরতে?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
তাও ধরতে পারবে কীনা সন্দেহ...
মূর্তালা রামাত
পুরো পোস্টের সাথেই দ্বিমত পোষণ করছি। এইসব পোস্ট প্রমান করে আমরা আসলেই ভোদাই।
স্বরাষ্ট্রমন্ত্রী তাই করেছেন যা তার করার কথা - হাত পা গুটিয়ে বসে আছেন।
আর আমরা ভোদাইয়ের দল প্রতিদিন প্রতাড়িত হয়েও বিশ্বাস করি যে, সরকারেরা যা বলেন তাই করবেন।
যুদ্ধাপরাধীদের বিচার হবে এই কথায় যারা বিশ্বাস করে তাদের সবার প্রতি আমার করুণা। এইসব দিবাস্বপ্ন দেখা বন্ধ করেন ভাইয়েরা।
বি.দ্র.
...সবিনয়ে মাফ চাই মূর্তালা,
আমি একটা জেনারেল অনুভূতি জানালাম, আমার হতাশাও বলতে পারেন। সকাল সকাল আপনার এই পোস্ট পড়ে মেজাজ খারাপ হইছে, এটা তারই বহিপ্রকাশ।
আপনার মেজাজ খারাপ করানোর জন্য দু:খিত ভাই...মেজাজ আমার ও প্রচণ্ড খারাপ হইছিলো.......তারপরও আমরা স্বপ্ন দেখতে চাই কারণ মানুষ তার আশার সমান বড়.....ধন্যবাদ
মূর্তালা রামাত
সহমত
▀ ▄
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ।
মূর্তালা রামাত
ঐকমত্য পোষণ করিলাম।
দুই বৃদ্ধাঙ্গুলি উত্থিত।
আমার দুই বৃদ্ধাঙ্গুলীও আপনার সম্মানে উত্থিত হইলো...
মূর্তালা রামাত
খুবই দু:খজনক, ব্যপারটা ঘটলো কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রীর অভিজ্ঞতার অভাব, না কি সদিচ্ছার? ক্ষমতা বা নিয়ন্ত্রনের অভাব বললে তো ভুতেও হাসবে |
-আতিউর
আমার মনে হয় অভিজ্ঞতা এবং সদিচ্ছা দুটোর অভাবই এখানে রয়েছে...তবে ইচ্ছা থাকলে কাশু বরাহকে আটকানো কোন ব্যপার হতো না বলে আমার মনে হয়...
মূর্তালা রামাত
মেজাজ খুব খারাপ
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আমারও ভাই.....
মূর্তালা রামাত
আচ্ছা বাংলাদেশে কোন মন্ত্রী/প্রতিমন্ত্রী কি কখনো কোন ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন?
এইডা কী কইলেন ভাই! বাংলাদেশের কোন মন্ত্রী কি এ পর্যন্ত ব্যর্থ হয়েছে নাকী?!!!!
মূর্তালা রামাত
ওহ! আসলেই তো! এটাতো চিন্তা করিনি! আমারই ভুল হয়েছে। ক্ষমা চাই।
শুধু ক্ষমা চাইলে হইবো মিয়াভাই...তাড়াতাড়ি তওবা পড়েন...
মূর্তালা রামাত
- কাশেম আলির পলায়নের দায়ভার অবশ্যই স্বরাস্ট্র মন্ত্রী'র ওপর বর্তায়। ইন্টারপোলের দোহাই না দিয়ে তাঁর অবিলম্বে যোগ্য কারো কাছে ক্ষমতা হস্তান্ত করা উচিৎ যিনি অন্তত বরাহদের দেশ ছেড়ে পালানো কঠোরভাবে বন্ধ করতে পারবেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমাদের সবার এটা মনে হলেও উনার মনে হয় সেটা মনে হয় না....
মূর্তালা রামাত
যিনি নিজের নিয়ন্ত্রনাধীন গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়ে মুরগী চোর পর্যন্ত ধরতে পারে না তিনি কেমন করে ইন্টারপোলকে কাজ করাবেন তা বোধগম্য হচ্ছে না। শুনেছি চোর পালালে বুদ্ধি বাড়ে, বড়সড় রাজাকার পালালে স্বরাষ্ট্রমন্ত্রীর কী বাড়বে তাই ভাবছি.....অপরাধবোধ???
শারমিন শিমুল
উনার যে কী বাড়বে আল্লাই মালুম.....বুদ্ধি যে বাড়বে না সে ব্যাপারে ১০০% নিশ্চিত থাকতে পারেন.....
মূর্তালা রামাত
একজন অকর্মণ্য নির্বোধ ব্যক্তি, কিন্তু মুশকিলটা হলো তিনি নিজে সেটা জানেন না...
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কেন জানি স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসলেই সবাই কেমন যেন অকর্মন্য হয়ে যায়....রহস্যটা কী আমি নিজেও তা বুঝি না।
মূর্তালা রামাত
আমরা যতই চিল্লাই, উনি মনে হয়না পদত্যাগ করবেন।
এই সব কিছুইতো উনার কাছে বিচ্ছিন্ন ঘটনা।
এমনতো ঘটতেই পারে।
আফসোস...!
আফসোস...
মূর্তালা রামাত
লেখকের সাথে দ্বিমত পোষন করে ১টা পোস্ট দেয়া যায় ।
সাহারা নয় , আশরাফুল ও তথ্যমন্ত্রী এর সাথে জড়িত থাকতে পারে ।
তাদের পদত্যাগ করা উচিত ।আশরাফুল-আজাদ-কাসেমের বৈঠকের ছবি আমার কাছে আছে ।
সচল কেউ ই-মেইল এড্রেস দেন ।আপনি ছবিটা আপলোড করেদিয়েন ,আমি পারছি না.
টুটুল বরকত সাহেব, আপনি ফ্লিকারে আপলোড করে এমবেড করতে পারেন। আপনার ছবি আপনার নিজেকেই ম্যানেজ করতে হবে।
ছবিসহ আপনার পোস্টের জন্য অপেক্ষায় আছি...
মূর্তালা রামাত
সবই তো ওদের দখলে। শুদ্ধি অভিযান হয়নি বরং পোশাক বদলে এখন অনেকে বহাল তবিয়তে আছে।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
হতাশ হলে চলবে না...আশা রাখেন...
মূর্তালা রামাত
অযোগ্যতাই এই পদের জন্য একমাত্র যোগ্যতা সেটাই তিনি বারংবার প্রমান করছেন। গতকালকের সকল পত্রিকায় যেখানে লিড নিউজ হয়েছে মীর কাশেমের পলায়ন সেখানে উনার কাছে কোন খবর নেই, হু। এই না হলে স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু পদত্যাগে কি কিছু পরিবর্তন হবে? হাসিনা কি চাইলে যোগ্য একজনকে দিতে পারতেন না? এখন তো মনে হচ্ছে একে একে সবাই সময়মত পালিয়ে যাবে। দেশে বিচারও হবে, রায়ও হবে কিন্তু দেশে কোন অপরাধী থাকবে না। কি মজা, তাই না?
অযোগ্যতার জন্য স্বেচ্ছায় পদত্যাগের কালচার আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি...কিন্তু গনতান্ত্রিক সরকার ব্যবস্থায় এটি খুব প্রয়োজনীয় একটা বিষয়...খালি মুখে বললেইতো আর দিনবদল হবে না...করে দেখাতে হবে.....এক সাহারা খাতুন গেলে আরেকজন আসবেন ঠিকই তবে ভুল স্বীকার করে পদত্যাগ করলে সাহারা খাতুনের মর্যাদা কিছুটা হলেও উদ্ধার হতো বলে আমার মনে হয়...
মূর্তালা রামাত
স্বরাষ্ট্রমন্ত্রীর উপর আমার কোন আস্থা নেই, তবে মী্র কাশেম আলি পালিয়েছে ২৪ এ মার্চ, আর দেশত্যা্গএ নিষেধ আরোপিত হ্য় ২৬ শে মার্চ, তাই তার পালিয়ে যাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদ্ত্যাগ চাওয়াটা হয়তো ঠিক ন্য়। তবে, ওনার পদ্ত্যাগ চাওয়ার মত অনেক বড় বড় কারণ আপনারা ভবিষ্যতে পাবেন, এ ব্যপারে আমি নিশ্চিত।
এটাতো আরো বড় অযোগ্যতার প্রমাণ। ২৪ তারিখে অপরাধী পালিয়ে গেছে, উনি নাকে তেল দিয়ে ঘুমিয়ে ২৬ তারিখে ঘোষণা দিলেন যে কোন অপরাধীকে পালাতে দেয়া হবে না!!!....অতঃপর ২৮ তারিখ সকালে পত্রিকা মারফত সবাই মীর কাশেম আলীর পালিয়ে যাওয়ার খবর জানলেও বিকাল পর্যন্ত আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে বেড়ালেন যে কোন যুদ্ধাপরাধীর পালিয়ে যাবার খবর তার কাছে নেই!!!!....আর তারপর সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনের সাথে বৈঠকে তিনি প্রশ্ন তুললেন যে আপনাদের সবার নাকের ডগা দিয়ে মীর কাশেম আলী পালালো কীভাবে !!!! তারওপরে এতাদিন পর তিনি তাদেরকে নির্দেশ দিলেন যে যুদ্ধাপরাধীদের উপর নজর রাখুন!!! তাহলে উনি ২৬ তারিখে যুদ্ধাপরাধীদেরকে পালাতে না দেয়ার ব্যাপারে প্রশাসনকে নির্দেশ দেয়ার যে তথ্য জাতির সামনে উপস্থাপন করেছিলেন তা ছিলো চরমভাবে অসত্য, এটাইতো প্রমাণিত হয় নাকী?
স্বরাষ্ট্রমন্ত্রীর পদ অলংঙ্কৃত করা সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রীর কাজের নমুনা যদি এই হয় তবে তাকে পদত্যাগে বাধ্য করানো উচিৎ বলে আমি মনে করি।
মূর্তালা রামাত
আমার যুক্তি হল – সোহেল তাজের পদত্যাগের কথা মনে আছে আপনাদের ?
কয়েকজন সিনিয়র নেতার অনুরোধ সত্তেও কিছু অপরাধীকে দেশ ছাড়তে দেননি ।
ফলে তারা তাজের সাথে খারাপ ব্যবহার করেন ।
সেই অভিমানে তাজ পদত্যাগ করেন যদিও কেউ এ ব্যপারে মুখ খুলেনি ,
এটা পত্রিকার ভাষ্য ।
বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেকে ২০ কোটি টাকা ঘুষ নিয়ে
বিমানবন্দর পার করে দেয় বাবর । এ খবর আমরা কখনোই জানতাম না
যদি সেনাশাসন না আসত ।
আশরাফ-কাশেম-আজাদের বৈঠকে কি কথা হয়েছিল আমরা কখনোই জানতে পারব না ,দেশে ঐরকম পরিস্থিতি তৈরি না হলে ।
শুধু বৈঠকের ২ মাস পর দেখলাম কাশেমের পলায়ন ।
প্রথম আলোর ভাষ্যমতে ঐ সময় একজন আওয়ামী সাংসদ
কাসেমকে দেখে হৈচৈ করেন ।তিনি তার দেশ ত্যগে বাধা দেননি কেন ?
এটা তো ট্রেন না যে , ছেড়ে দিল , চলে গেল । বিমানকে বিলম্ব করে আসামীকে নামিয়ে আনা যেত । যেমনটা আমরা দেখেছি শফিক রেহমানের ক্ষেত্রে ।
ধন্যবাদ।
আশরাফ-কাশেম-আজাদের বৈঠকে কি কথা হয়েছিল আমরা কখনোই জানতে পারব না ,দেশে ঐরকম পরিস্থিতি তৈরি না হলে ।হয়ত তাই,তা জানার জন্য আমাদের আরেকটা ১/১১ এর নিচে চাপা পড়তে হবে।
প্রথম আলোর ভাষ্যমতে ঐ সময় একজন আওয়ামী সাংসদ
কাসেমকে দেখে হৈচৈ করেন ।তিনি তার দেশ ত্যগে বাধা দেননি কেন ?
এটা তো ট্রেন না যে , ছেড়ে দিল , চলে গেল । বিমানকে বিলম্ব করে আসামীকে নামিয়ে আনা যেত । যেমনটা আমরা দেখেছি শফিক রেহমানের ক্ষেত্রে ।
অবশ্যই তাকে ঠেকানো যেতো। বিমানবন্দরের দায়িত্বশীল সূত্রগুলে বলছে তাদের হাতে থাকা যুদ্ধাপরাধীদের তালিকায় কাশু বরাহের নাম ছিলো। তারপরও কেন তাকে আটকানো হলো না সেটা একটা মস্ত রহস্য! আওয়ামী লীগ যদি যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে আইওয়াশ বা দীর্ঘমেয়াদী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার গোপন ইচ্ছা ধারণ করে থাকে তবে তার পরিণাম যে সুদূরপ্রসারী ভয়াবহ হবে তা বলে দেয়ার অপেক্ষা থাকে না।
আর আশঙ্কার কথা হলো আওয়ামী লীগের ইতিহাস বলে যে তারা সব বুঝেশুনেও এ্কই ভুল বারবার করতে পছন্দ করে।
বি:দ্র দিগন্ত মিডিয়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবী করা হয়েছে যে কাশু বরাহ দেশে ফিরে আসবেন(কবে আসবেন সে ব্যাপারে তারা কোন অবশ্য কোন কিছু বলেন নি)। সাহেরা খাতুনও বলেছেন যে তিনি যদি পালিয়ে গিয়ে থাকেন তবে ইন্টারপোলের মাধ্যমে তাকে আশু ফেরত আনা হবে। আসুন আমরা সবাই তার দেশে ফিরে বিচারের কাঠগড়ার সামনে দাঁড়ানোর মুলোর সামনে ধৈর্য নিয়ে অপেক্ষা করতে থাকি....
মূর্তালা রামাত
উনি এমনিতে কোনভাবেই পদত্যাগ করবেন না।
তবে আমার মাথায় একটা আইডিয়া আসছে...উনাকে আধাবোতল পানি আর একটা ছিলা বিচিকলা হাতে ধরিয়ে ভারতের সাহারা কোম্পানীর ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাহারা মরুভূমিতে এক্সকারশনে পাঠানো যেতে পারে।।
হা হা হা....যা কইছেন মামুন ভাই...আইডিয়ার জন্য স্যালুট আপনাকে....
মূর্তালা রামাত
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগে কিছুই হবেনা, বরং জামাত-শিবির গোষ্ঠীর গ্যাঞ্জাম পাকানোর একটা ছুতা তৈরী হবে
প্রশাসনে অনেক জামাত-অন্তঃপ্রাণ লোক আছে, এদেরকে এখন এ্যালার্টে না নিতে পারলে এরকম ফাঁকা গলে বের হয়ে যাওয়া রাজাকারগুলোর জন্য কঠিন হবেনা ... সরকারের ভেতরেও বিভীষন থাকতে পারে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
হোম মিনিস্ট্রি যদি নাকে তেল দিয়ে ঘুমায় আর গোয়েন্দা সংস্থাগুলো যদি মুরগীচোর ধরতে কুপোকাত হয় তবে ভাই প্রশাসনের জামাত-অন্তঃপ্রাণ লোকদেরকে কে কীভাবে এ্যালার্টে নিবে বলেন?
আর সাহারা খাতুনের র মতো অযোগ্য লোক দায়িত্বে থাকলে দেশের হোম মিনিস্ট্রি এমনি করে ঘুমাতে থাকবে বলেই আমার মনে হয়।
মূর্তালা রামাত
শুধু প্লেন বিলম্ব করানো না, আকাশ থেকে প্লেন নামিয়ে এনেও কালা ফারুককে প্রেপ্তার করা হয়েছিলো। এমনও নজীর আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা ও কাজের মাধ্যমে শুরু থেকেই বিভ্রান্তি সৃষ্টি করে চলেছেন। দেশে থাকতে শুনেছিলাম ঢাকা তহসিল অফিস ও কোর্ট থেকে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা চলার সময়ে তারই জুনিয়র তার ফার্ম "সাহারা খাতুন এন্ড এ্যাসোশিয়েটস"-এর সিল দিয়ে যথাক্রমে জমির কাগজের ও মামলার নকল তুলে এনেছিলো।
কি জানি বাপু, মনে হইচ্ছে তো রসুনের গাইড় সব এক জা'গায়। খালি মরতি মরোন সোহেল তাজের। ছ্যামড়া ভালোই ভোদাই ছিলো, আন্টিরে ম্যানেজ করতি পারিনি।
ও ভালো কথা, একটু অন্য কথা কই, আমার একজন বন্ধুর সাথে আবেদ খানের মিটিং ছিলো বসুন্ধরার নিচতলায় কালের কন্ঠ অফিসে। আমি তারে নামায়ে দেয়ার সময় দ্যখলাম একটা বিএমডব্লু পার্ক করা; সামনে লেখা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের জন্যি সংরক্ষিত পার্কিং। কিন্তু গাড়িডায় কোনো নম্বর পেলেট নেই। ওনাগের গাড়িতি কি নম্বর লাগে না?
রাতঃস্মরণীয়
নতুন মন্তব্য করুন