পোষ মানা কিছু কথা আছে
যাদের ডানা নেই
যারা ঘরেই থাকে সারাদিন
আর হাততালি দেয়
যখন যেভাবে মন চায়
পিছু ছাড়ে না কিছুতেই
যখন বাইরে যাই
কথারা কীভাবে যেন
কানের কাছে কারো
শেখানো বুলি আউড়ায়-
নামীদামি কথানাশক দিয়ে বহুবার চেষ্টা করে দেখেছি
কাজ হয়নি, নিরুদ্দেশে গেলেও
দুঁদে গোয়েন্দার মতো মুহূর্তেই
তারা হাজির হয়েছে অজ্ঞাতবাসে-
অতঃপর ঘরের তালাও বদলেছি ইচ্ছামতো
তবু তারা ঘরে ঢোকে, ধূলো ঝেড়ে
এটা ওটা নেড়েচেড়ে দেখে-অবলীলায়
তাহার মতোই তারা
ভালোবেসে হৃদয় ঠোরায়...
১/০৮/১০
সিডনি, অস্ট্রেলিয়া।
মন্তব্য
কবিতাটা ভালো লেগেছে...
জাহামজেদ
ধন্যবাদ..
মূর্তালা রামাত
কবিতা টা সুন্দর... কিন্তু কার ঢোকার কথা বলেছে বুঝিনি...।
কথা.....
মূর্তালা রামাত
:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ধন্যবাদ...
মূর্তালা রামাত
ভালো লেগেছে।
ধন্যবাদ
মূর্তালা রামাত
আহা... বেশ লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আহা....বেশ লাগলো আপনার মন্তব্য পেয়ে
মূর্তালা রামাত
ভালো লেগেছিল। তাই দেরীতে এসে মন্তব্য করে গেলাম![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
দেরীতে মন্তব্য পেয়ে ভালো লাগলো....
মূর্তালা রামাত
নতুন মন্তব্য করুন