• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

কেক কেটে জন্মদিন পালন করলেন খালেদা জিয়া !!!

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: রবি, ১৫/০৮/২০১০ - ২:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিবার ১৫ আগস্ট এলেই পত্র পত্রিকার পাতায় বড় করে দেখা যায় এই শিরোনাম! সাথে থাকে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার হাস্যোজ্জ্বল মুখে বিশাল বড় কেক কাটার ছবি!

এবারও তার ব্যতিক্রম নয়। নিজের দলের অনেকের মৌন আপত্তি সত্ত্বেও তিনি গুলশানে নিজ কার্যালয়ে রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে তার ৬৬ তম জন্মদিন পালন করেছেন। এ উপলক্ষে তার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন-জন্ম মৃত্যুর ওপর কারো হাত নেই, ম্যাডামের জন্ম ১৫ আগস্ট হতেই পারে।

অবশ্যই ১৫ আগস্ট বেগম জিয়ার জন্ম হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ১৯৯০ সাল অবধি তার জন্মদিবস ১৯ আগস্ট ১৯৪৭ বলে সবাই জানত (যদিও শিক্ষাবোর্ডের ফাইলে তার জন্ম তারিখ রয়েছে ৫ সেপ্টেম্বর ১৯৪৬ এবং বিবাহ সনদে রয়েছে ৫ আগস্ট ১৯৪৪)। ১৯৯১ তে প্রথমবারের মত দেশের প্রধানমন্ত্রী হবার পর হঠাৎ করে কেন তিনি ১৫ আগস্ট তার জন্মদিন পালন শুরু করলেন?

যার বা যাদের পরামর্শেই তিনি ১৫ আগস্টকে জন্মদিন বানালেন তারা নিশ্চিত তার মঙ্গলের চেয়ে অমঙ্গলই কামনা করেছেন বেশি। ১৫ আগস্ট বাঙালি জাতির জন্য এক শোকাবহ দিন। এই দিনে কেকে কেটে ঘটা করে জন্মদিন পালন করাটা খুবই দৃষ্টিকটু বিষয়। বিএনপির অনেক কট্টর নেতাকর্মীরাও এটা মানেন। এবং আমজনতা যাদেরকে এদেশের রাজনৈতিক নেতারা বলদসম জ্ঞান করেন তারাও এই জন্মদিন নিয়ে হাসাহাসি করে। তারপরও খালেদা জিয়ার বিজ্ঞবান নামীদামি উপদেষ্টারা যখন তাকে এই জন্মদিন চালিয়ে যেতে বলেন এবং বেগম জিয়াও হাসিমুখে কেক কাটেন তখন বিএনপির বর্তমান ও ভবিষ্যত অবস্থাটা সহজেই অনুমান করা যায়।

এই জন্মদিন পালন একটি বড় ধরনের রাজনৈতিক ভুল। বিএনপির সাবেক সাংসদ মেজর আখতারুজ্জামান-এর মত কেউ কেউ দেরিতে হলেও তা বুঝতে পেরেছেন বলে খালেদা জিয়াকে প্রত্যক্ষভাবে এ জন্মদিন পালন থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন। কিন্তু এই ভুলটি খালেদা বুঝেও বুঝছেন না, তারেক রহমা্নও লন্ডন থেকে শাড়ি পাঠিয়ে ১৫ আগস্ট জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মাকে ভুল পথে হাঁটতে উৎসাহ দিচ্ছেন।

আর বঙ্গবন্ধুর মৃত্যুকে সেলিব্রেট করার এ জঘন্য প্রবণতায় বঙ্গবন্ধুর এতাটুকু ক্ষতি হচ্ছে না বরং বিএনপি দিন দিন দেশের জ্ঞান বুদ্ধিসম্পন্ন বিবেকবান মানুষ ও উদার আধুনিক দৃষ্টিভঙ্গির তরুণ প্রজন্মের সহানুভূতি হারাচ্ছে। বিএনপির কর্ণধারেরা যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততোই তা দলটির জন্য মঙ্গলজনক হবে।

১৫/০৮/১০
সিডনি, অস্ট্রেলিয়া।


মন্তব্য

হাসিব এর ছবি

শোনা যায় খালেদা জিয়া ৬ বার জন্মগ্রহণ করেছিলেন। জন্মদিনগুলোর একটা তালিকা পেলাম -

  • অগাস্ট ৫, ১৯৪৪ - ম্যারেইজ সার্টিফিকেট।
  • সেপ্টেম্বর ৫, ১৯৪৬ - মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র। এই লিংকে ওটার স্ক্যানড কপি আছে।
  • সেপ্টেম্বর ৫, ১৯৪৫ - মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র। এই লিংকে দেখুন।
  • অগাস্ট ১৯, ১৯৪৭ - প্রধানমন্ত্রী হিসেবে শপথ
  • অগাস্ট ১৫, ১৯৪৭ - পোস্টের ছবি ওটার প্রমান
  • অগাস্ট ১৫, ১৯৪৬ - নির্বাচনের সময় প্রার্থীতার আবেদনপত্র
তালিকার ২য় এবং ৪র্থ জন্মদিনের প্রামানিক দলিল এই মুহুর্তে ডিজিটাল ফর্মে আছে। বাকিগুলোর হদিস কীভাবে বের করা সম্ভব? সবগুলো একত্র করে এই আলোচনার ইতি টানা দরকার।

মূর্তালা রামাত এর ছবি

এতোগুলো!!! এটা কি গিনিজ বুকের কোন রেকর্ড হতে পারে?

মূর্তালা রামাত

নিবিড় এর ছবি
হাসিব এর ছবি

এগুলো ভুল না। প্রতারণা, জোচ্চুরি, জালিয়াতি।

হাসান মোরশেদ এর ছবি

ঠিক।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মূর্তালা রামাত এর ছবি

অবশ্যই প্রতারণা..এবং এই প্রতারণা সবাই বুঝে ফেলার পরও তা চালিয়ে যাওয়াটা বিএনপির একটা রাজনৈতিক ভুল...

মূর্তালা রামাত

মূর্তালা রামাত এর ছবি

খোদাই মালুম...

মূর্তালা রামাত

অতিথি লেখক এর ছবি

সত্যিই সেলুকাস,আর কত রঙ্গ দেখতে হবে এই বঙ্গে ?

অদ্রোহ।

মূর্তালা রামাত এর ছবি

এ বিষয়টি নিয়ে বোধকরি আমরা সবাই ভাবিতেছি...কবে এই রঙ্গ বন্ধ হইবে?

মূর্তালা রামাত

জাহামজেদ [অতিথি] এর ছবি

খালেদা জিয়ার পরবর্তী জন্মদিন সেপ্টেম্বর মাসে ।
উনি অনেক বড় নেত্রী হওয়ার কারণে একসাথে জন্ম নিতে পারেননি, তিনটা সহজ ইনস্টলমেন্টে জন্মাইছেন !!!

মূর্তালা রামাত এর ছবি

হা হা হা ...দারুণ কথা কইছেন!!

মূর্তালা রামাত

পল্লব এর ছবি

উনি অনেক বড় নেত্রী হওয়ার কারণে একসাথে জন্ম নিতে পারেননি, তিনটা সহজ ইনস্টলমেন্টে জন্মাইছেন !!!

=))

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

নাশতারান এর ছবি

৫ সেপ্টেম্বর > ৫ আগস্ট > ১৯ আগস্ট > ১৫ আগস্ট

জন্মদিন ক্রমাগত এগিয়ে আসছে। ই-ন্টা-রে-স্টিং!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মূর্তালা রামাত এর ছবি

আর মনে হয় এগাবে না...জন্মদিন তার লক্ষ্যে পৌঁছে গেছে..

মূর্তালা রামাত

জাহামজেদ [অতিথি] এর ছবি

এখানে তো দেখি আরেকটা ইনস্টলমেন্ট বেড়ে গেছে !

অতিথি লেখক এর ছবি

জন্মদিন পালন না করলে কি ক্ষতি আছে?

মূর্তালা রামাত এর ছবি

বেগম জিয়াই সেটি বলতে পারেন..

মূর্তালা রামাত

ধুসর গোধূলি এর ছবি

কালকে একটা জিনিস হিসাব করলাম। ৬৬ পাউন্ড ওজনের ৪টা কেক ওনার গুলশানের কার্যালয়ে হাজির হৈছে। তার মানে ৬৬ গুণ ৪ হলো ২৬৪ পাউন্ড। তার মানে ১২০ কেজি! অর্থাৎ ১ দশমিক ২ কুইন্টাল (মেট্রিক পদ্ধতিতে)।

রোযা রমযানের এই দিনে, যখন জিনিস পাতির দাম এমনিতেই আকাশছোঁয়া, তায় আবার সংযমের মাস- এই ১ দশমিক ২ কুইন্টাল কেক খেয়ে দেশ ও ধর্মের কোন বালের উপকারটা করছেন উনি আর ওনার দলের মাথামোটা পায়জামাখোলা দেলোয়ারেরা?



বিএসএফ—
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ

মূর্তালা রামাত এর ছবি

গরিবের কথা কে আর ভাবে?

মূর্তালা রামাত

রানা মেহের এর ছবি

এই অশ্লীল কাজটা প্রতি বছর দেখতে হয় আমাদের। দুর্ভাগ্য
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

মূর্তালা রামাত এর ছবি

দুর্ভাগ্যই বটে..

মূর্তালা রামাত

শুভাশীষ দাশ এর ছবি

অশ্লীল একটা কাজ।

-----------------------------------------------------------------
অভ্র আমার ওংকার

মূর্তালা রামাত এর ছবি

সহমত..

মূর্তালা রামাত

সংসপ্তক এর ছবি

ম্যাট্রিক ফেল একটা অশিক্ষিত মহিলা।
তার নোংরামি গুলা তো এই পর্যায়েরই হবে। নটরডেমের প্রাতঃস্মরণীয় মোক্তার স্যার এনাকে একটা বিশেষ গ্রাম্য নামে ডাকতেন, তাই মনে পরে গেল।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা

মূর্তালা রামাত এর ছবি

সেই নামটা জানার আগ্রহ থাকলো..

মূর্তালা রামাত

সাঈদ আহমেদ এর ছবি

১. লজ্জা
আজ অনেকবার ভাবলাম, এটা নিয়ে কোথাও কিছু লিখি। এমন অশ্লীল একটা বিষয় নিয়ে লিখতে গিয়ে একটু লজ্জা পেলাম।

আর দ্বিতীয় লজ্জাটা পেলাম প্রথম লজ্জাটা পাবার কারনে। একজন সাবেক প্রধানমন্ত্রী যদি এমন লজ্জাজনক একটা কাজ প্রতিবছরই করতে পারেন, তাহলে তার নির্লজ্জতার কথা বলায় আমার লজ্জিত হওয়া ঠিক না। লেখক ধন্যবাদ এটা তুলে ধরার জন্য।

২. ৩০ মে জন্মদিন
জন্মদিন পরিবর্তনে তার যেহেতু কোন লজ্জা নেই, তাই এখন থেকে প্রতি ৩০ মে-তে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো ঠিক করেছি। ৩০ মে যেহেতু জিয়ার মৃত্যু-বার্ষিকীর খাওয়া-দাওয়ার আয়োজন করাই হয়, একই দিন খালেদা জিয়া যদি তার জন্মদিনটাও পালন করেন, তবে দেশের অনেক সাশ্রয়ও হয়।

"ত্রিশে মে শুভদিন
খালেদা জিয়ার জন্মদিন।"
-----------
চর্যাপদ

-----------
চর্যাপদ

পল্লব এর ছবি

জন্মদিন পরিবর্তনে তার যেহেতু কোন লজ্জা নেই, তাই এখন থেকে প্রতি ৩০ মে-তে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবো ঠিক করেছি। ৩০ মে যেহেতু জিয়ার মৃত্যু-বার্ষিকীর খাওয়া-দাওয়ার আয়োজন করাই হয়, একই দিন খালেদা জিয়া যদি তার জন্মদিনটাও পালন করেন, তবে দেশের অনেক সাশ্রয়ও হয়।

কঠিন আইডিয়া!

==========================
আবার তোরা মানুষ হ!

==========================
আবার তোরা মানুষ হ!

মূর্তালা রামাত এর ছবি

কঠিন আইডিয়া..

মূর্তালা রামাত

অতিথি লেখক এর ছবি

এই মহিলার যদি লজ্জা নামক জিনিসটা থাকতো, তাইলে তারেক বাবুরে ফালু ভাইয়ের পিছে পিস্তল নিয়া দৌড়াইতে হইতো না!

--- থাবা বাবা!

মূর্তালা রামাত এর ছবি

এইরকম ঘটনা ঘটছে নাকী!!

মূর্তালা রামাত

অতিথি লেখক এর ছবি

শুনেছিলাম একবার... !

--- থাবা বাবা!

থার্ড আই এর ছবি

ঘাতকের হাতে স্বাধীনতার স্থপতি ও তাঁর পরিবার নিহত হবার জন্য যদি খালেদা জিয়ার মনে এতটুকু শোক না জাগে আমার আপত্তি নাই এইটা তার ব্যক্তিগত অনুভূতি, তবে প্রকাশ্যে বেহায়ার মতো কেক কেটে উল্লাস করে সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত করার কোন অধিকার তার নাই। তাকে ধিক্কার জানাই।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মূর্তালা রামাত এর ছবি

তার শুভ বুদ্ধির উদয় হোক..

মূর্তালা রামাত

আলমগীর এর ছবি

শিরোনাম পাল্টায়ে দিতে পারেন:
খাল কেটে কুমির আনয়ন করলেন মেজর জিয়া।

মূর্তালা রামাত এর ছবি

পরামর্শের জন্য ধন্যবাদ..

মূর্তালা রামাত

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কিছু বলতেও লজ্জা লাগে। ওনার লজ্জা কবে হবে সেটাই দেখার বিষয়।

মূর্তালা রামাত এর ছবি

সত্যিই এটা দেখার মতোই বিষয়..

মূর্তালা রামাত

সৈকত আরেফিন [অতিথি] এর ছবি

আমরা আর কিছু বছর অপেক্ষা করতে পারি।...
তারপর এমনিতেই এ জন্মদিন পালন বন্ধ হয়ে যাবে।

মূর্তালা রামাত এর ছবি

যতো তাড়াতাড়ি সেটা হয় ততোই তা ভালো..

মূর্তালা রামাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।