ফেরাফিরি

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বিষ্যুদ, ১৯/০৮/২০১০ - ৭:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

"ঘর ছেড়ে যে বাইরে গেছে তার থাকে না ঘর বাড়ি
শহীদ কাদরী
"

সব ফেলে
কতবারই তো নেমেছি রাস্তায়
শেষ ট্রেন ফেল করার তাড়াহুড়োয় চেপে বসেছি
আন্তঃনগর হৃদয়ে-
জলের ঝাপসায় চোখ পাথর হয়ে গেলে
বিরতিহীন বাসও বিরতি নেয়-বাইপাস
পথেও ব্যারিকেড থাকে-ঘুর পথে ঘুরতে ঘুরতে
ভুলে যেতে হয় স্নেহের ঠিকানা-

তবুও তো কতবার
বদ্ধ পাগলের মত সব উড়িয়ে গুড়িয়ে
পরিচিত কড়া দুটি নাড়তে গিয়েও
ভেতরের কোলাহলে, লাশ কাটা ভুতের মত থেমে গেছি
দরজায়; বেশতো আছে সব পরিপাটি-
বুকের সেলাই খুলে তবে কেন এই ছন্দছেঁড়া
ফেরা?

ফিরেও তাই ফিরে যেতে হয়
না ফেরায়,
হে হৃদয়-
ফেরো বললেই কি ফেরা যায়?

১৪/০৮/১০
সিডনি, অস্ট্রেলিয়া।


মন্তব্য

শাহেনশাহ সিমন এর ছবি

ভালো লাগলো হাসি
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।