এ জার্নি বাই লাভ

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: বুধ, ২৫/০৮/২০১০ - ৯:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অবশেষে উড়ে এলো
একরাশ হাসি- প্রতীক্ষা যদি হতো
শূন্য টিনের থাল তবে
ঝনঝন শব্দ হতো নিশ্চয়ই আর
মোহর ছুঁয়ে যেভাবে মূল্য চেনে অন্ধ ফকির
সেভাবে এ মন বুঝে নিতো
--অবজ্ঞা...

কিন্তু, অপেক্ষারত একটি চিরজীবী দেবদারুর
মাটির শামুক বনবার মতোই
হৃদয় যখন কেঁদে মাটি হয়ে যায়
তখনও সেখানে ভালোবাসা কাদা হয়ে থাকে তাই
সুরাইয়া সুলতানা আপনার হাসি
একটি গন্ধ গোলাপের গোপন চারায় আমাকে আকড়ালো
বলে-

ঘুম ঘুম চোখে
তাদেরকে আমি শোনালাম
সুতোকাটা ঘুড়ির মতো এক ট্রেনের গল্প
যা কোন এক শৈশবি ভোরে
যাচ্ছিলো সিলেট টু সৈয়দপুর-

এবং যাচ্ছেই...

১৩/০৮/১০
সিডনি, অস্ট্রেলিয়া।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

স্নিগ্ধ সুন্দর একটি কবিতা।

--আরিফ বুলবুল

রণদীপম বসু এর ছবি

আহ্ ! দারুণ !
একেবারে শেষে গিয়ে বুকের ভেতরে এরকম একটা মোঁচড় দিয়ে দিলেন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতিথি লেখক এর ছবি

চমৎকার লেখা।

রাতঃস্মরণীয়

guest_writer এর ছবি

এ রকম কবিতা পড়লে মন কোথায় যেন হারিয়ে যায়। খুব ভালো লাগ্লু।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।