কী শেখালে কাঁকন বালা
অমন করে,
চবিশ বছর পড়ল যেন
জ্বরের ঘোরে!
চোখে আঁধার, শরীর পোড়ে
মন উতালা
কেমন করে শুকনো চরে
ঝড় উঠালা?
জাদু নাকী! কাঁকন বালা
ঘুম আসে না,
দুপুর বেলার জানালাতে
কেউ হাসে না!
ইচ্ছে করে আবার ছুটি
মৃত্যু মুঠোয় রণাঙ্গনে,
তুমি যেন খোদা স্বয়ং
একটিবারের আলিঙ্গনে!
১৮/৭/২০১১
সিডনি, অস্ট্রেলিয়া।
মন্তব্য
চমৎকার
ধন্যবাদ।
মূর্তালা রামাত
নতুন মন্তব্য করুন