একবার পেয়েছিলো ঘোরে

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: সোম, ১৮/০৭/২০১১ - ৮:৫৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

কী শেখালে কাঁকন বালা
অমন করে,
চবিশ বছর পড়ল যেন
জ্বরের ঘোরে!

চোখে আঁধার, শরীর পোড়ে
মন উতালা
কেমন করে শুকনো চরে
ঝড় উঠালা?

জাদু নাকী! কাঁকন বালা
ঘুম আসে না,
দুপুর বেলার জানালাতে
কেউ হাসে না!

ইচ্ছে করে আবার ছুটি
মৃত্যু মুঠোয় রণাঙ্গনে,
তুমি যেন খোদা স্বয়ং
একটিবারের আলিঙ্গনে!

১৮/৭/২০১১
সিডনি, অস্ট্রেলিয়া।

ছবি: 
02/06/2007 - 3:11pm

মন্তব্য

নাদিয়া জামান এর ছবি

চমৎকার

মূর্তালা রামাত এর ছবি

ধন্যবাদ।

মূর্তালা রামাত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।