মদের বোতল থেকে
বেরিয়ে এলে মনে হয়,
পৃথিবী দুলছে!
জানপ্রাণ বাজি ধরে,
টলতে টলতে মানুষ ও ধ্বংস
লড়ছে কুস্তি-
মদের ভেতর
এই সব নাই, সানজিদা ও আমি
এখনো খুব ভালো বন্ধু, হাত ধরে
কার্জন হলের লনে হেঁটে বেড়াই, আঙুল কেটে
চিঠি লিখি-
রক্তের সেই সব অক্ষর
যতো পুরোনো হয়
নেশার বুদ্বুদ বাড়ে, মনে হয় জাতিসংঘের
শান্তি এসে জড়ো হচ্ছে
ক্রমাগত
বেরোলেই ভয়,
লাল লাল চোখ করে
কেউ হয়তো বলবে, কান্নার ভান করে
কাকে চাস,
শালা মাতাল!
২১/০৮/১৫
সিডনি, অস্ট্রেলিয়া।
মন্তব্য
চমৎকার! পাঁচ তারা।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ধন্যবাদ।
মূর্তালা রামাত
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
ধন্যবাদ।
মূর্তালা রামাত
একরাশ ভালো লাগা জানিয়ে গেলাম। যদ্দুর মনে পড়ে আপনার কবিতা আমি বন্ধুসভার প্রথমদিককার সময়েও পড়েছি...
নুরুজ্জামান লাবু
অসংখ্য ধন্যবাদ। হ্যা ওই সময়েও লিখতাম।
মূর্তালা রামাত
কবিতা ভালো লাগলো।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
অসংখ্য ধন্যবাদ।
মূর্তালা রামাত
দারুণ লাগলো।
ধন্যবাদ।
মূর্তালা রামাত
আহা কার্জন হল, কতদিন দেখিনা... (কবিতা ভাল লাগল)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
আমিও অাপনার মতোই কার্জন হল অনেক দিন দেখি না।।।
মূর্তালা রামাত
দারুণ লাগলো। পুরো কবিতাই।
স্বয়ম
ধন্যবাদ।
মূর্তালা রামাত
মদের ভেতর
এই সব নাই, সানজিদা ও আমি
এখনো খুব ভালো বন্ধু, হাত ধরে
কার্জন হলের লনে হেঁটে বেড়াই, আঙুল কেটে
চিঠি লিখি-
মদের বাইরে কি সানজিদা ঝাঁটা নিয়ে তাড়া করে ফেরে নাকি?
তানভীর আকন্দ
মাদের বাইরে চোখে ভালো দেখি না ভাই- তাই বলতে পারতেছি না, সরি।
মূর্তালা রামাত
নতুন মন্তব্য করুন