চিঠিযুগ

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: রবি, ২৪/০৭/২০১৬ - ৬:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি তোমার কাছের মানুষ হবো।

এত্তো কাছে, মনে হবে বাড়ির পিছে
সরিষা ক্ষেত, মৃদু নদী- জলের সারস
অতীতে তার কোল ঘেঁষা পথ-

মনে হবে লতানো লাউ, জানলা খুলে
হাত বাড়ালেই পাখি পাখি গাছের ছায়া,
ঘাসের ঘাড়ে হেলেঞ্চাতে শুকনো পাতায়
মুখ ডোবানো রোদের আরাম-

উঠোন ভরা শাকসব্জি, পুঁইয়ের মাচা
পাটির ওপর ছড়িয়ে দেয়া চালতা আচার
মনে হবে, নিজেরই সব- বুনো ফুলের
ছোট্ট বাগান- কপাল থেকে চুল সরানোর
অযত্নতেও রঙ ছড়িয়ে চোখের কোণে
উঠছে বেড়ে
অনন্তকাল, কাছের মানুষ-

আকাশতো নয় তাকিয়ে দেখো,
মাথার ওপর কতোটা নীল আস্ত মানুষ!

--------------
সিডনি, জুন-২০১৬।


মন্তব্য

অনিকেত এর ছবি

বাহ, তুমুল লাগল!

সোহেল ইমাম এর ছবি

স্বরবৃত্তের যাদু। ছোট ছোট মাপের ঘোড়ার লাফে এঁকে ফেলছেন বর্ণময় জীবন, আকাঙ্খা, স্বপ্ন। দারুন হাততালি

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

অনার্য সঙ্গীত এর ছবি

চমৎকার!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

দুনিয়া  এর ছবি

খুব ভালো লেগেছে ! ধন্যবাদ !

অতিথি লেখক এর ছবি

বেশ ভালো লাগলো। হাসি

অতিথি লেখক এর ছবি

বেশ ভালো লাগলো।

অতিথি লেখক এর ছবি

অনন্য হয়েছে।
শুভেচ্ছা নিরন্তর।
mdkamrulislam

Abeer Ashraf এর ছবি

বেশ হয়েছে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।