আত্মপ্রশ্ন

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: রবি, ২১/০৫/২০১৭ - ১২:১৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বলো তুমি কেমন মানুষ?

ভেতরে কি পাহাড়, নদী
তার পাশে পথ; পথিক চাইলে হাঁটতে পারে?

আছে আকাশ? মেঘলা দুপুর—
গাছের ছায়ায় রাখালরা কি মনের সুখে বাঁশী বাজায়?

জানলা আছে? চুল ওড়ানো ফুলের বাতাস?
রোজ বিকেলে চিঠির আশায় কেউ কি বলো
দাঁড়িয়ে থাকে?

মানুষটা কি এমন তুমি?

পাল তোলা এক মনের মাঝে ‘বউ কথা কও’ পাখি পোষো,
যত্ন করে ছড়িয়ে রাখো সোনালী ধান উঠোন জুড়ে—

ঘুম না এলে অরণ্য হও, বুকের কাছে এলাম বলে
এলিয়ে পড়ো জোছনা তারায়?

নাকী তোমার শরীর ঠাসা বিক্রি-বাট্টা,
কলের গাড়ি, উঁচু দালান— বসে বসে শিকার শেখো;

বলো তুমি মানুষ নাকি, অন্তরে এক মানুষখেকো?

---------
সিডনি, ২০১৭।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

আপনার কবিতা বেশ লেগেছে। একই সাথে গভীরতা আর সরলতা ধারন করা কঠিন। আপনি এই কঠিন কাজটা খুব সাবলীল ভাবে করেছে। আপনার অন্য কবিতাগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হাততালি হাততালি হাততালি হাততালি

-ইকরাম ফরিদ চৌধুরী

কনফুসিয়াস এর ছবি

দারুণ হয়েছে!

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রীনা তালুকদার এর ছবি

হৃদয় ছুঁয়ে যায়

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।