পর্ব-৫। কাঞ্চনজংঘা, দার্জিলিং এ সূর্যোদয় আর সুন্দরীদের ছবি

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: বুধ, ২৬/১১/২০০৮ - ২:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

পর্ব-১ পর্ব-২ পর্ব-৩পর্ব-4

চট্টগ্রামে একটা রাস্তা আছে ‘লাভ লেন’, কি কারনে এই নামকরন জানিনা তবে দার্জিলিং এর একটি রাস্তার নাম কেন ‘লাভার্স রোড’ হয়েছে তা সেখানে গেলেই বোঝা যায়। রাস্তাটি ব্যস্ত পর্যটক নগরীর পর্যটকদের চোখের বাইরে, ভীর তাই কম, অসম্ভব সুন্দর এই রাস্তায় স্থানীয় প্রেমিক প্রেমিকা দের আড্ডাটা একটু বেশীই। বাড়ী ঘর কম, চারদিকে প্রকৃতির অপার সৌন্দর্য, মল থেকে নীচের দিকে নেমে কিংবা সিংগামারী হয়ে সেখানে যাওয়া যায়। একবার গেলেই ভালো লাগবে। এ ছবিটি সেখানে তোলা, প্রেমিক তার প্রেমিকার আঙ্গুলে চুমু খাচ্ছে। ছবি থেকে মেয়েটার মুখ বাদ দিয়েছি ইচ্ছা করেই।

দ্বিতীয় ছবিটাও লাভার্স রোডের হাটা পথে তোলা, আমি যতক্ষণ ছিলাম এ দুজনকে হাটঁতে দেখেছি সেখানে। টাইট ব্লু জীন্স আর গেঞ্জী যে কারো দৃষ্টি কাড়বেই, সুন্দরী তো অবশ্যই। এদের নিয়ে মজাও হয়েছিলো বেশ, যতবার আমার সামনে দিয়ে যায় আমি ক্যামেরা তাক করি আর ডানের মেয়েটা হাতের জ্যাকেট টেনে বুকের উপর তুলে ফেলে। গেঞ্জীটা কি একসাইজ বড় ছিলো? আমার মনে হয়না।

এই ছবিটা এক মা’এর, মলে আমার পাশে বসেছিলেন, কথাও হয়েছে, ফুটফুটে এক বাচ্চা আছে উনার, আমি চেষ্টা করছিলাম বাচ্চাটার খেলার ছবি তুলতে, ২০-২৫বার চেষ্টাতেও মনমত পাচ্ছিলামনা। হয় সামনে কেউ চলে আসে কিংবা বাচ্চাটার মুখ থাকে অন্যদিকে, আবার বাচ্চাটাও চাচ্ছিলোনা মাকে ছেড়ে থাকতে। আমার উত্‌সাহের কথা বিবেচনা করেই উনি নিজেই বাচ্চাকে নিয়ে নামলেন আমার সামনে। বিশাল এক বেলুন ঝুলিয়ে বাচ্চাকে নিয়ে খেলছিলেন, আমি ছবি তুলেছিলাম, বাচ্চাটা এবং ওর মা দুজনেরই।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

এতোদিন দার্জিলিং যেতে চেয়েছি প্রকৃতির টানে। এখন এর সাথে আরেকটা টান যোগ হলো- লাভার্স রোড।

মুস্তাফিজ এর ছবি

প্রকৃতির টানে যাওয়াটাই ভালো

...........................
Every Picture Tells a Story

কীর্তিনাশা এর ছবি

আহা ছবি দেখে তাব্দা খেলাম।
কিন্তু নিচের মেয়েটাকে তো মনে হচ্ছে অল্পবয়সী। এত তাড়াতাড়ি মা হয়ে গেল? অ্যাঁ

আহাহা - দার্জিলিং যাইতে হবে। লাভার্স রোড দেখতে হবে। প্রানটা আমার এখনই আনচান করছে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুস্তাফিজ এর ছবি

আহা রে বয়স

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক (অফলাইনে) এর ছবি

আমাদের ডিপার্টমেন্টে এরকম গড়নের একটা ছেলে পড়ত। মাঝে মাঝে দেখা হতো, কথা হতোনা। দেখে মনে হয় বড়জোর এইট কি টেন-এ পড়ে এমন। আমি সময় সময় ভাবতাম একি আসলে এখানকার ছাত্র নাকি কারো আত্নীয়!

পরে জানলাম উনি এখানকার পোস্টডক স্টুডেন্ট। এর আগে তার দুইটা পিএইচডি করা আছে, চীন থেকে।

বয়স চুরিতে এরা ওস্তাদ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

একবার শ্রীলঙ্কা থেকে একটা টিম আসলো দেশে থিয়েটার উত্সবে... আমি আপ্যায়ন কমিটিতে। এক মেয়েরে দেখে খুব পছন্দ হইলো... ৩/৪ দিন টানা টাঙ্কি মারার পরে চলে যাওয়ার আগের রাতে পার্টি... সেখানে জানা গেলো তিনি আমার চেয়ে দশ বছরের বড়... লইজ্জা লাগে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর ছবি।

উত্তরার কাছে একটা জায়গা আছে... প্রেম নগর। তবে সেখানে প্রেম করার জায়গা কম...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

সুন্দর বললে ভরসা পাই

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

প্রথম ছবিটা অসম্ভব রোমান্টিক! দারুন লাগল! তবে ছবিটা একটু অন্যরকম লাগতেসে আপনার বাকি ছবিগুলা থেকে, মানে দেখে মনে হচ্ছে যেন মোবাইল ক্যামেরায় তোলা। বোকার মত কিছু বলে ফেললে, কিছু মনে কইরেন না ইয়ে, মানে...

মাঝের ছবিটা দেখে মনে হচ্ছে যেন কোন ভার্সিটির ক্যাম্পাসের অ্যাড (বিদেশী ছাত্রছাত্রীদের জন্য)। মজা লাগল ছবিটা দেখে, কাহিনী পড়ে।

এই পর্ব এত তাড়াহুড়ায় সারলেন যে! মন খারাপ


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

মুস্তাফিজ এর ছবি

আপনার অনুমান ঠিক, প্রথম ছবিটা মূল ছবির ক্ষুদ্রাংশ মাত্র, পুরো ছবিতে এদের চেনা যায় তাই 'নাগরিক সচেতনতা'র' কারনে ঐটুকু বাদ দিয়েছি। 'Social Darjeeling' বলে দার্জিলিং এর শিক্ষিত ছেলেমেয়েদের একটা গ্রুপ আছে, আমি একমাত্র নন্‌দার্জিলিংগি সদস্য ওদের, এবং সক্রিয় সদস্য। ছোট শহর সবাই সবাইকে চেনে, আর ওরা আমার ছবির দারুন ভক্ত, সুতরাং বুঝতেই পারেন।
আরো দু/তিনটা ছবির কথা এপর্বে দেয়া যেতো, ওপরের টুকু লেখার পর খবর এলো আমাদের অফিসের একছেলের বাবা মারা গেছেন, তাই সেখানে গিয়েছিলাম পোস্টে ক্লিক করেই, আগামীতে পুষিয়ে দিব।

...........................
Every Picture Tells a Story

স্নিগ্ধা এর ছবি

অতন্দ্র প্রহরীর সাথে একমত, প্রথম ছবিটা খুবই রোমান্টিক!!! যে কারণেই এরকম খন্ডাংশ দিয়ে থাকুন না কেন, এভাবেই মনে হয় বেশী ভালো হয়েছে !

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

বাহ্, আপনাকে তো ওরা অনেক বড় সন্মান দিয়েছে দেখি। আর আপনার সচেতনতা আসলেই প্রশংসার দাবীদার। তবে ছবির যেটুকু দেখা যায়, তাতেই বোঝা যায় ছবিটা অসম্ভব রোমান্টিক, আর সুন্দর।

মৃত্যুর খবরটা শুনে খারাপ লাগল। চারপাশে আজকাল কিছুদিন পর-পর এত মৃত্যুর খবর পাই, ভাল্লাগে না...

ঠিকাছে মুস্তাফিজ ভাই, পরের পোস্টের অপেক্ষায় থাকলাম কিন্তু... হাসি


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

দেবোত্তম দাশ এর ছবি

ভারী সুন্দর,
আপনি professional photography কোথাও আলাদা করে শিখেছেন কি ?

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

মুস্তাফিজ এর ছবি

দাদা কি যে বলেন।
ছবিই তো তুলছি বছর খানিক যাবত্‌, এর আগেও তুলেছি তবে 'পয়েন্ট এন্ড শ্যূট' ফ্লিম ক্যমেরায়'। গতবছর চায়না বেড়াতে গেলে ঐ ক্যামেরাটাও নষ্ট হয়ে যায়। সেখানে অনেক সস্তা ক্যামেরা পাওয়া গেলেও না কিনে ঢাকায় এসে বর্তমানেরটা কিনেছি। এইতো চলছে

তবে আমার কিছু প্রফেশনাল ফটোগ্রাফার ফ্রেন্ড আছে, ওরা হেল্প করে।

...........................
Every Picture Tells a Story

খেকশিয়াল এর ছবি

আহা কি সুন্দর মুখগুলা হাসি, দারুন ছবি ।
পেইলিং এ এক ঝর্নার পাশ দিয়ে বসা স্থানীয়দের মেলায়, চুল্লু খেতে গিয়ে প্রেমে পড়ে গিয়েছিলাম এক সিকিমিজ চুল্লু বিক্রেতা তরুনীর (খাবার আগেই) । আবার দার্জিলিঙ্গে এসে পড়েছিলাম সাইবার ক্যাফে কাম রেস্তোরায় দ্বায়িত্বরতা এক সুন্দরীর, (ট্যুরের মধ্যে বোধহয় আরো বার কয়েক পড়েছিলাম ..)

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মুস্তাফিজ এর ছবি

হুম, বুঝতে পেরেছি, দার্জিলিং এর ঐ ক্যাফের নাম 'গ্লীনারী' তাইনা? ঐ মেয়ের প্রেমে অনেকেই পড়েছে।

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- আপনার অনেক দয়া মুস্তাফিজ ভাই। এতোদিনে এসে তবেই না কিছু ছবি দিলেন! এক সাইজ বড় জামা ললনাদ্বয় উহু লালা... তবে জ্যাকেট ছাড়া দেখতে পারলে ঠিকঠাক বুঝতে পারতাম। মন খারাপ

পরবর্তী আরও 'সেইরম' ফটুকের প্রতীক্ষায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুস্তাফিজ এর ছবি

হাসি

...........................
Every Picture Tells a Story

তানবীরা এর ছবি

চট্টগ্রামে একটা রাস্তা আছে ‘লাভ লেন’, কি কারনে এই নামকরন জানিনা তবে দার্জিলিং এর একটি রাস্তার নাম কেন ‘লাভার্স রোড’

আমিতো ভেবেছিলাম লাভার্স পয়েন্ট জাতীয় ব্যাপারগুলা শুধু হিন্দী ফ্লিমেই থাকে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

মজা পাচ্ছি এমন ফটো ব্লগিং্যে...

আলমগীর এর ছবি

সূর্যোদয় কোথায়? আমি তো খালি সুন্দরীদের ছবিই দেখি।

মুস্তাফিজ এর ছবি

সূর্যোদয় মনে হয় ২পর্ব আগেই হয়ে গেছে, এখন সূর্যাস্থের সময়

...........................
Every Picture Tells a Story

মাল্যবান এর ছবি

@আলমগীর: "সূর্যোদয় কোথায়?"
এইই তো সূর্যোদয়! আমাদের শীতের সন্ধ্যায় এইসব ঝলমলে ছবিগুলোইতো মনে করিয়ে দিচ্ছে আগামীর সূর্যোদয়ের কথা।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

প্রকৃতির (নারী তো প্রকৃতিরই মতো) ছবিগুলো চমত্কার হাসি

কিছুটা অফ-টপিক:
ছবির ব্লগেই দিই লিংকটি। কী যে মুগ্ধ হয়েছি ছবিগুলো দেখে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।