অজানা দুনিয়ায় কয়েক ঘন্টা মালয়েশিয়ায় তৃতীয় দিন
পরিশ্রান্ত ছিলাম বলে রাতে ঘুম ভালো হয়েছে। সাড়ে ছ’টায় ঘুম থেকে উঠে কফি’র খোঁজ নিলাম, এসব রিসোর্টে রুম সার্ভিসের বালাই নেই, অগত্যা হেঁটে হেঁটে সামনের রেষ্ট্রুরেন্টে। সেখানেই হোটেলের ম্যানেজারের রুম থেকে আজকের নির্ধারিত সুচী জেনে নিলাম। দুপুর আড়াইটা পর্যন্ত স্নরকেলিং, তিওমেন থেকে বেশ কিছুটা দূরে ছোট একটা কোরাল রিফ আছে, স্পিডবোটে করে সেখানে পানিতে ছেড়ে দেয়া হবে আমাদের, প্রথম দ্বীপে দেড় ঘন্টা এরপর দ্বীপের আরেকদিকে ঘন্টা খানিক সবশেষে ছোট্ট একটা রিফের পাশে আধা ঘন্টা। বোটে ছিলাম ছোট বড় মিলিয়ে ১০ জন। চার সিঙ্গাপুরিয়ানের সাথে দুই আইরিশ আর আমরা দুজন।
স্নরকেলিংএ আমার পূর্বাভিজ্ঞতা ছিলোনা। নীচে নেমে ছবি তোলার অভিজ্ঞতাও নেই। বছর দুয়েক আগে সেন্টমার্টিনে তথাকথিত স্কুবা অভিজ্ঞতার পর সখ করে নীচে ছবি তোলার জিনিষ্পত্র কিনেছিলাম, ব্যবহার করা হয়নি, এবারে সাথে করে নিয়ে এসেছি, তিওমেন থেকে অরূপ পানির নীচে ছবি তোলা যায় তেমন কোডাকের পয়েন্ট এন্ড শ্যূট ফ্লিম ক্যামেরা কিনেছে একটা, সেটা ওর গলায় ঝুলছে।
পানির নীচের দুনিয়া এর আগে এমন ভাবে দেখা হয়নি। এ দুনিয়া যে কত সুন্দর নিজ চোখে না দেখলে বোঝা যায় না। নামার পর থেকেই শুধু চমৎকৃত হচ্ছি, এত রঙ্গীন এত প্রানবন্ত, একবারের জন্যও মাথা না তুলে পুরো দেড়ঘন্টা কাটিয়েছি।
দেড়ঘন্টা পর অন্যদিকে তুলে নিয়ে নামিয়ে দেবার পর আরো চমৎকৃত হলাম এখানকার নীচের বালু দেখে। সাদা একদম ধবধবে, উপরের আলো ঠিকরে পরে চোখে জ্বালা ধরায়। এখানে সমুদ্র আরেকটু গভীর, মাছগুলোও কিছুটা বড়, কোন মাছই চিনিনা, এমন কোন রঙ নেই যে রঙ এর মাছের দেখা পাইনি। এমনিতেই সমুদ্রে অনভস্থতা তারপর ঢেউ এর কারনে নিজেকে ঠিক রাখাই কঠিন তাই ছবি তুলতে বেশ কসরৎ করতে হয়েছে।
সবশেষে যেখানে নামিয়েছে সেখানকার রিফটা ছিল ঠিক ছবির মতন, আমি আর সেখানে নামিনি, উপর থেকে ছবি তুলেছি।
যথাসময়ে তিওমেনে ফিরে এলাম। দুপুরে কাঠফাটা রোদ, পানিতে নামার সময় শরীরের যে জায়গা গুলো খোলা ছিলো সেসব পুড়ে জ্বলা শুরু হয়েছে, আমার জন্য এ অভিজ্ঞতা নুতন, মাঝে একবার ঠান্ডা পানিতে ভিজিয়ে জ্বলুনী কমিয়েছিলাম, শুনলাম অরূপেরও হচ্ছে, কাপড়ের ঘষা লাগলেও জ্বলে। আসলে এসব জায়গায় যারা আসেন সবাই চামড়া পুড়ে না যাবার ক্রীম সাথে আনেন, মাশীদ আর রিতা দুজনেই আমাদের জন্য তেমন ক্রীম ব্যাগে দিয়েছিলো, কেউই ব্যবহার করিনি। এর মজাটা টের পাচ্ছি এখন।
দুপুরের খাবার বিকেলে সেরে তিওমেন দেখতে বেরুলাম। ফিরে এসে বাকিটা।
মন্তব্য
হালার, আমগো কপালে কোনো দেখাই নাই
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুনেন, আপনাগো ঐখানে যা আছে এক বয়সে দেখা শেষ হইবোনা
...........................
Every Picture Tells a Story
ঘুরেন মুস্তফিজ ভাই, বেশি বেশি ঘুরেন। লাভ তো আমাদেরই। আপনার বদৌলতে এত সুন্দর সুন্দর ছবি দেখতে পাই।
এইবারের ছবিগুলো অনন্য, অসাধারণ-এর চেয়েও সুন্দর হয়েছে !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
...........................
Every Picture Tells a Story
তোলার সময় বুঝিনাই, খালি মনে হইতাছিলো কোন ছবিতে দেখসি, কন ছবিতে দেখছি...
পরে বুঝছি নিমো
...........................
Every Picture Tells a Story
...........................
Every Picture Tells a Story
এইসব ছবি আগে দেইখ্যা ফালাইছ ক্যামেরায়
নতুন ছবি চাই
সিরিয়ালে আছে
...........................
Every Picture Tells a Story
আরে দূর ! পানির তলে আবার শুকনা ছবি ওঠে নাকি !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
না দাদা খেয়াল করেন ভিজা ভিজা, জিব লাগান লবন লবন লাগবো
...........................
Every Picture Tells a Story
হা হা হা
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দেখে ভালো লাগে।
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
স্বপ্নের মতো!
বড়ো হয়া আমি মুস্তাফিজ ভাই হইতে চাই।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
বড় হন নাই!!!
আল্লায় বাচাইছে
ভাগ্যিস খালাম্মা ডাকিনাই
...........................
Every Picture Tells a Story
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
পরিচিত কারো তোলা এইসব ছবি, এইটা ভাবতেই ভাল্লাগতেসে।
অফিসে এক কলিগের সামনে ছবিগুলা নিয়া ইচ্ছা কইরাই গুতাগুতি করতেসিলাম যাতে জিগায়, পরে জিগাইতেই বেশ ভাব লইয়া কইলাম আমার এক বড় ভাইয়ের তোলা
মাগ্না দেখাইছেন? পয়সা দেয় নাই?
...........................
Every Picture Tells a Story
স্যার, আপনার আন্ডারওয়াটার ক্যামেরা হাউজিং কোনটা? মানে কোন ব্রান্ডের, দাম কিরকম?
আমার একটা ক্যানন জি৯ ক্যামেরা আছে। খুব পছন্দের। ডিএসেলার ছাড়া এটা অনেক ব্যবহার করি। যখন কিনেছিলাম দাম ছিলো ৭শ ডলারের মত। সেসময় একবার সেন্টমার্টিন যেয়ে আন্ডারওয়াটার হাউজিং এর প্রয়োজনীয়তা অনূভব করি, ঢাকায় ফিরে খোঁজ খবর নিয়ে দেখলাম ডিএসেলার এর হাউজিং পোষাবেনা তাই ক্যানন জি৯ ক্যামেরার হাউজিং কিনেছি, এটাও ক্যাননের বানানো, সেসময় দাম ছিলো সাড়ে তিনশ ডলার। জি৯ এর পরের মডেল জি১০ বাজারে আসায় সেই হাউজিং এর দাম অর্ধেকে এসেছে।
...........................
Every Picture Tells a Story
থ্যাংস ভাই, ওমুখো হতে পারবোনা।
মুস্তাফিজ ভাই... ঐটা দিলেন না
ধূগো তো মাইন্ডাইবো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মাইন্ড খাইলেও ভালো, য়ামাদেরই লাভ, রাগ করে যদি একা একাই চলে যায় দেখতে
...........................
Every Picture Tells a Story
- আশা কিন্তু ছাড়ি নাই
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নাহ, কিছুই করলাম না এই জীবনে...
এইটা কোন ব্যাপার হইলোরে ভাই? আসেন নেপালের বুটা কোশী নদীর উপরে ৫০০ফুট উপর থেকে বাঞ্জী জাম্প দেই, পৃথিবীতে যত জাম্প আছে এইটা সবচে ফাটাফাটি। এরপর গ্রেড ৬ রাফটিং। একবার ঘুরে আসেন। জীবনে আর মুখ থেকে ঐ কথা বের হবে না।
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাইয়ের লগে পানির নিচের দুনিয়া দেইখ্যা আইলাম।
...........................
Every Picture Tells a Story
ইসস্ মুস্তাফিজ ভাই, কত্ত সী ফুড চরেবরে বেড়াচ্ছে, ডিনারের জন্য দারুণ হতো!
আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??
চলে আসেন
...........................
Every Picture Tells a Story
আর ছবি কই? মাত্র এই কয়ডা তুলছেন?
বাকি গুলা এখানে
[http://www.flickr.com/photos/rahmanmm/sets/72157616895118021/]
...........................
Every Picture Tells a Story
ছবিগুলো দারুন এসেছে। অমন চোখ ঠিকরানো বালুর ছবি দেখেছি টিভিতে আসলেই অন্যরকম সুন্দর।
-----------------------------------------
--------------------------------------------------------
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন