রং, মেঘ আর আলোর খেলা-১
ক্যামেরা হাতে নেবার পর থেকে আমার প্রিয় বিষয় সূর্যোদয় আর সূর্যাস্থের ছবি তোলা। তেমনি কিছু কিছু ছবি এ লেখায় আপনাদের দেখানোর ইচ্ছা আছে। চলুন শুরু করি
১/২।
২০০৫ এর ফেব্রুয়ারীর ২০ তারিখ ভোর বেলা, ঘুম চোখে গাড়ী চালাচ্ছি, বারে বারেই চোখ চলে যাচ্ছে ডাইনে, সুর্যের প্রথম আলো গাছপালার ভেতর দিয়ে উঁকি দিচ্ছে, পাশে কোন খালি জায়গা না থাকাতে পুরো সৌন্দর্যটা ঠিক ধরতে পারছিনা। রাস্তা খালি দেখে একটু জোরেই টানছি যদি কোন খালি জায়গা মেলে। আমার মনের চাহিদা বুঝেই যেন বিধাতা সঠিক সময়ে সঠিক স্থানে আমাকে পৌঁছে দিলেন। সামনে খোলা মাঠে ২/১ টা ইতিউতি গাছ দিগন্ত ছাড়িয়ে সুর্য সেইমাত্র মাথা তুললো, কোন কিছু চিন্তা না করেই শিশির ভেজা রাস্তার পাশে শুয়ে পড়ে ছবিদুটো তুললাম। ক্যামেরা ছিলো এইচপি ফটোস্মার্ট সি৯৪৫।
৩।
২০০৫ এর সেপ্টেম্বরের ১০ তারিখ, টাইগারহিলের চূড়ায় তিন দিকে কাঁচের জানালার ঘেরদেয়া তিনতলা ঘরের দোতলায় বসে আছি। শীতের শুরুতে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, হাত আর কানের লতিতেই ঠান্ডা বেশী লাগে। ছোট্ট প্লাস্টিকের গ্লাসে এক কাপ চা তৃষ্ণা আরো বাড়িয়ে দিলো, আশপাশের লোকজন বেশীর ভাগই ঝিমুচ্ছে, এমন সময় বাইরে কোলাহল শুরু হতেই সবাই ছুটলাম জানালার দিকে পাহাড়ের কালো চূড়ার উপরদিক আস্তে আস্তে লাল হচ্ছে, সেই রঙ ঠিকরে উপরের মেঘে, সূর্য উঠে আসছে উপরে। পুরো ঘটনা ঘটতে সময় নিলো আট মিনিট। টাইগার হিলে সেবারই আমার ডিজিটাল ক্যামেরায় প্রথম ছবি তোলা। ক্যামেরা ছিলো এইচপি ফটোস্মার্ট সি৯৪৫।
৪।
২০০৬ এর অক্টোবরের ২৪ তারিখ, আগের দিন বিকেলে নাগরকোট এসেছি, উদ্দেশ্য এখানে সূর্যোদয় দেখবো। কান্ট্রি ভিলেজ নামের হোটেলের ডাইনিং স্পেস আর অফিসের পেছনের টানা বারান্দা থেকে পুরো হিমালয়ান রেঞ্জটা স্পষ্ট দেখা যায়, হাতে আমার নুতন কেনা ডিজিটাল এস এল আর, ক্যানন ৩০ডি সাথে ২৪-১০৫ লেন্স। ক্যামেরার বেশী কিছু তখনও বুঝিনা, শিখছি।
৫।
এটা অক্টোবরের ২৮ তারিখ তোলা, সারাংকোটে, সেদিন ছিলো ঈদ। ভোর বেলা পোখারা থেকে সারাংকোটে এসেছি, উদ্দেশ্য একটাই সূর্যোদয় দেখা। আপনারাও দেখুন।
৬।
২০০৬ এর ডিসেম্বরের ৮ তারিখ পরিবারের সবাই ঘুরতে বেড়িয়েছি। বাসা থেকে রায়েরবাজার হয়ে বেড়ি বাঁধের উপর দিয়ে আশুলিয়া হয়ে আবার বাসায়। শহীদ বুদ্ধিজিবী স্মৃতি সৌধে নীচের ছবিটা তোলা। আমার প্রিয় ছবিগুলোর একটি।
৭/৮।
চলুন এবারে কক্সবাজার যাই। ২০০৬ এর ১৫ই ডিসেম্বর লাবনী পয়েন্টে সূর্যাস্থের সময় নীচের ছবি দুটো তোলা।
মন্তব্য
ওরেব্বাস কী ছবি!
আমি ফার্স্ট আজকে!
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
ছবিগুলো অতি মনলোভা কোন সন্দেহ নেই।
কিন্তু এখন আমরা ক্যামেরাবাজির বেয়াড়া ছাত্র, ছবি শুধু মনলোভা আঁখিলোভা হলেই হবে না, ছবি দেখে আমাদের ভাবতে হয় অ্যাপারচার কতটুকুন ছিল, শাটার কত দ্রুত নেমেছে, কিংবা আইএসওর মান কি ছিল, এত সুন্দর ছবি তোলার জন্য কত বছর ক্যামেরাবাজি করতে হবে ইত্যাদি।
অল্পবিদ্যা ভয়ংকরী ...........যাকে বলে আর কি
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ছবির এক্সপোজার দেখতে ছবিতে ক্লিক করুন (আপনাকে ফ্লিকার-পাতায় নিয়ে যাবে)
সেখানে ছবির ডানদিকে কলামে দেখুন Additional Information নামে একটা সেকশন আছে। তার মধ্যে More properties নামে আরেকটা লিংক আছে। সেটাতে ক্লিক করলেই ছবির বিস্তারিত দেখা যাবে। অনেকেই আছেন ছবির properties হাইড করে রাখেন। তাই properties লিংক দেখতে না পেলে বুঝবেন সেই ব্যক্তি ওটাকে লুকিয়ে রেখেছেন। মুস্তাফিজ ভাইয়ের ছবির প্রোপার্টিজ উনি প্রকাশ্য রেখেছেন।
মুস্তাফিজ ভাই বলার কিচ্ছু নাই।
এক কথায় অসাধারন সব গুলো ।
তবে আপনার ৫,৬ ,৮ নং ছবি আমাকে ভীষণ টানছে।
দুর্দান্ত রকমের ভাল।
কিছু ছবি আমাকেও টানে
...........................
Every Picture Tells a Story
দারুন সব ছবি!
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
সুর্যোদয় সুর্যাস্তের ছবি এতো বেশী তুলেছেন সবাই
আর টানেনা এগুলো
আপনার গুলো টানলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
সুর্যোদয় সুর্যাস্তের ছবি ই মনে হয় সবচাইতে বেশী উঠে, আর ভেরিয়েশনও পাওয়া যায়।
ভালো লেগেছে যেনে আনন্দিত হইলাম
...........................
Every Picture Tells a Story
ছবিগুলো সুন্দর। এর চেয়েও অসম্ভব সুন্দর কিছু ছবি আপনার স্ট্রিম-এ আছে। যেহেতু এইটা ১ম পর্ব, ২য় পর্বে ওইগুলো দেখতে পাব আশা করি।
আমিও তাই ভাবছি, তবে আপনার থেকেও ছবি নিয়ে লেখা আশা করি
...........................
Every Picture Tells a Story
এইচপি ফটোস্মার্টের ছবি দেখার সৌভাগ্য আগে হয়নাই। আজকে প্রথম দেখতে পারলাম। সেই সুযোগে মুস্তাফিজ ভাইয়ার প্রথম ডিজিটাল ক্যামেরার নামটাও জানা হয়ে গেল। আর আপনার ছবি নিয়ে বলার তেমন বেশিকিছু নেই। অল্পকথায় বলি- সত্যি অসাধারণ।
------------------------------------
--------------------------------------------------------
এই ক্যামেরার প্রতি আমার একটা মায়া আছে, দূর্ভাগ্য নষ্ট হয়ে গেছে
...........................
Every Picture Tells a Story
ওমা! এতো সুন্দর।
পান্থ বলে কথা, ওর কাছে এখন সবই রঙ্গীন
...........................
Every Picture Tells a Story
সুন্দর ছবি।
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
কি অসাধারণ সব ছবি তুলেছেন মুস্তাফিজ ভাই। সাধে কি আর আপনাকে গুরু বলি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
না ডাকাই ভালো, উকারের উপর জোর কম, কোনোদিন পরে গেলে ভেজাল হবে
...........................
Every Picture Tells a Story
হা হা হা
মজাক পাইলাম।
২ নম্বর আগুনলাগা ছবিটা সবথেকে বেশি সুন্দর।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
দুর্দান্ত সব ছবি। বুদ্ধিজীবি স্মৃতিসৌধেরটা তো ক্লাসিক।
আপনার আর অরূপের ছবি তোলার ডেডিকেশন দেখে দেখে আমরাও ক্যামেরা নতুন করে নাড়াচাড়া করতে শুরু করেছি।
আমাদের ফ্লিকার গ্রুপে আপনার একটা ছবি তোলার কারিগরী বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলে আমাদের মত শিক্ষার্থীদের উপকার হয়। আমন্ত্রণ রইলো।
এই পোস্টে কাহিনী জানলাম আমরা। ফটুরেদের জীবনাচরণ ও ছবি তোলার জন্য পরিশ্রম সম্পর্কেও একটা ধারণা পাই। কিন্তু ছবি তোলার কারিগরী সিদ্ধান্তগুলো জানতে চাই।
আপনাকে একটা ছবিল শুভেচ্ছা। আমার কম্পিউটারে বাংলাদেশের কয়েকটা আকাশের ছবি ডাউনলোড করে রেখেছিলাম। সেখান থেকে একটা দিলাম। সম্ভবত: নয়নের তোলা ছবি।
আহা আকাশ ও মেঘের কী ঘনঘটা
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ভাই আসলেই আমার কারিগরী দিকে জ্ঞান কম। কয়েক মাস হলো মাত্র ‘র’ ফরমেটে ছবি তোলা শুরু করেছি। এমনকি এই সেদিন মাত্র অরূপ থেকে জানলাম কিভাবে ব্রাকেট দিয়ে ছবি তুলতে হয়, এখনও HDR করতে পারিনা। তারপরেও যতটুকু জানি সানন্দে শেয়ার করবো।
আর স্মৃতি সৌধের ছবিটা তোলার পর বুঝেছি কম্পোজিশন ভালো হয়েছে।
...........................
Every Picture Tells a Story
ভালো কথা , আকাশের ছবিটা সুন্দর, এরকম আকাশের দেখা অচিরেই পাওয়া যাবে (একটু বৃষ্টি শুরু হলেই)
...........................
Every Picture Tells a Story
আপনার ব্যানারটা ঝুলছে এখন। Ctl+F5 দিলে রংগুলি দেখতে পাবেন।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এই একাউন্টটি কোন মডারেটরের নয়। এই একাউন্ট থেকে মডারেশন করা হয়না, কিংবা এই একাউন্টের কর্মকান্ডের দায়ভার সচলায়তন নেবে না।
জ্বী দেখতে পেলাম। ধন্যবাদ।
এই ব্যানারের ডিজাইন মাথায় এসেছিলো প্রজাপতির পাখা দেখে। সেরকমই করতে চেয়েছিলাম। লিঙ্ক গুলোর রঙ বদলে দেয়াতে আরো ভালো লাগছে।
...........................
Every Picture Tells a Story
শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে গেলেও, পুরান কথাই আবার বলি, খুবই সুন্দর ছবি। সূর্যোদয় ও সূর্যাস্ত আমারও খুব প্রিয়। মজার কথা হলো, প্রায়ই সুযোগ পেলে সূর্যাস্তের ছবি তুলি (সূর্যোদয়ের ছবি খুব একটা তোলা হয় নাই)।
আচ্ছা, আপনি পিপি করেন কোন সফটওয়্যার দিয়ে? পিকাসা নাকি ফটোশপ?
ধন্যবাদ।
পিপি ফটোশপ দিয়ে আর 'র' কনভার্ট করি DPP দিয়ে
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, ব্যানারটা অসাধারণ হইসে। সাথে লিংকগুলার কালার বদলানোর কারণে সচলায়তনের চেহারাই পাল্টায়া গেছে। খুব ভাল্লাগতেসে...
ধন্যবাদ।
লিঙ্কের রঙ বদলানোর ধারনা মডুদের, উনাদের ধন্যবাদ দেন।
...........................
Every Picture Tells a Story
আসল ফার্স্ট কিন্তু আমি। পোস্টানোর একদম সাথে সাথে দেখেছিলাম ছবিগুলো। অসামান্য, স্রেফ অসামান্য কিছু ছবি। যতই সামনে আগাচ্ছিলাম, ছবিগুলো যেন ততই ধাক্কা দিচ্ছিল। শেষ পর্যন্ত বাকশূন্য হয়ে ঘুম দিলাম।
আবার ঘুম না এলে বলেন, আরেকটা পোস্ট তখনই দেব না হয়
...........................
Every Picture Tells a Story
এখনই দিলে মন্দ হয় না। ঘুম-ঘুম ভাবটা চোখে থাকতেই আবার...
ফ্লিকার থেকে ঘুরে আসেন
...........................
Every Picture Tells a Story
ব্যানারটা ভাল হইছে। ক্যামনে যে করেন এইসব! আপনার আর অরূপ দা'র এইসব ব্যানারবাজি দেইখ্যা আমি কাইত !
পরের বার সোজা করে দিবো
...........................
Every Picture Tells a Story
অরূপদা আমাকে বলছিলো, HDR করার জন্য পারফেক্ট বলে মেঘের ছবি।
আপনার তো HDR ছাড়াই যেইসব ছবি তুললেন, থাক আপনার আর HDR করার দরকার নাই
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
অরূপ দা জ্ঞানী মানুষ
...........................
Every Picture Tells a Story
৬নং ছবিটা দেখে জামি ভাইয়ের কথা মনে পরে গেলো।জামি ভাই এই সৌধের নকশাবিদ।নকশার ব্যাখ্যা দেয়ার সময় তিনি এমনই একটা দৃশ্যের বর্ণনা দিচ্ছিলেন।
অসাধারণ।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
উনার চিন্তা ভাবনা দারুন
...........................
Every Picture Tells a Story
আগুন হইছে সবগুলা ছবি! পুরা আগুন!!!
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
ঘুম ভেঙ্গে ছবি দেখিয়া জাগিয়া উঠিতে হইল, ছবি এতটাই সুন্দর।
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
দূর্দান্ত...
আকাশে আগুন লাগা ছবি।
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
ছবির কথা আর কী বলবো?
ব্যানারটা জোশ হইছে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
- খেলুম না, ব্যানারের কথা আমি লিখতে গেছিলাম, আপনে মাঝখান থাইকা ফুশ কইরা ঢুইকা গেলেন ক্যা?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তারপরও নাটকে চান্স দেননা । আপনে লোক খারাপ
...........................
Every Picture Tells a Story
- ছবির কথ তো সবাই বললোই, আমি বরং ব্যানারটা নিয়ে বলি। এতো সুন্দর নীল ব্যানার। নীল পছন্দ বলেই কীনা জানি না, মজে গেছি একদম। আমার কাছে গ্রীন সুপার মার্কেটের সামনের ভ্যান গাড়ি থেকে দুইটা সিঙারা পাওনা হইলেন মুস্তাফিজ ভাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাড়াতাড়ি পাওনা শোধের ব্যবস্থা করেন, দিনে দিনে ২টা সিঙ্গাড়া বাড়তে বাড়তে কোথায় যাবে চিন্তা করছেন?
...........................
Every Picture Tells a Story
হা...
...........................
Every Picture Tells a Story
দেখতে দেখতে মাথা ঘুরছে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মাথা ঘুরলে তো সমস্যা।
...........................
Every Picture Tells a Story
তাব্দা খাইয়া রইছি।
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
এইটাতে সমস্যা আরো বেশী।
...........................
Every Picture Tells a Story
এইসব দেখলেই আমার ক্যামেরাবাজ হইতে মন চায়।
আহা, আমার অলস মন...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুরু করেন, আমরাও সাথী পাই
...........................
Every Picture Tells a Story
আপনার ছবিগুলো ভাষায় বর্ণনা করা যায় না, এত অদ্ভুত সুন্দর৷
-----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন