রং, মেঘ আর আলোর খেলা-৪
রং, মেঘ আর আলোর খেলা-৩
রং, মেঘ আর আলোর খেলা-২
রং, মেঘ আর আলোর খেলা-১
ফিওয়া তাল, নেপালী ভাষায় তাল মানে হ্রদ। আয়তনের দিক দিয়ে নেপালে দ্বিতীয়, প্রথমটার নার ‘রারা’। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫০০হাজার ফুট উপরে এই হ্রদ আর আশপাশকে নেপালের অন্যতম সুন্দর স্থান বলা হয়। ষোল হাজার ফুট উপরে নেপালের সবচাইতে উঁচু লেক ‘তিলিচো’ দেখার সৌভাগ্য হয়নি, শুনেছি সেটার সৌন্দর্যও অসাধারণ।
পোখারা শহরের প্রায় সব ট্যুর/ট্রেকিং অপারেটর আর হোটেল গুলোর অবস্থান এই দেড় কিলোমিটার লম্বা ফিওয়া তালের একপাশের রাস্তা জুড়ে।
ফিওয়া তালের বিশেষত্ব হলো এর স্বচ্ছ পানি, পরিষ্কার দিনে ২৮ফুটের মত গভীর হ্রদের তলদেশ দেখতে পেলেও পেতে পারেন। সবচাইতে মজা হলো এর পানিতে বরফ পাহাড়ের প্রতিবিম্ব। শান্ত পানিতে মাছাপুছরে (fishtail) আর অন্যপূর্ণা রেঞ্জ প্রায় পুরোটার প্রতিবিম্ব দেখতে পাওয়ার অভিজ্ঞতা যাদের হয়েছে শুধুমাত্র তাঁরাই এর সৌন্দর্যটুকু অনুভব করতে পারবেন। প্রায় সারাদিনই ছোট ডিঙ্গিতে করে টুরিস্ট আর পূণ্যার্থীরা ভেসে বেড়ায় ফিওয়া তালের পানিতে, এমনকি সূর্য ডোবার অনেক পরেও মাঝরাত পর্যন্ত ভেসে বেড়াতে দেখেছি অনেককে। এখানে একটা কথা জানিয়ে দিই, এ লেকের মাঝখানে ছোট্ট একটা দ্বীপে মন্দির আছে একটা।
এবারে আসি ছবির কথায়, নীচের ছবিটা সেই ফিওয়া তালের, ২০০৮ এর মে মাসের ৩ তারিখ তোলা। ডিঙ্গিতে আমরা ৪ জন, তারমাঝে আরো একজন ফটোগ্রাফার ছিলেন, জুবায়ের ভাই। সেবারই প্রথম উনার থেকে টিপস্ নিয়ে মেন্যূয়াল সেটিংস্এ ছবি তুলি আমি, নীচের ছবি দেখার আগে চলুন এর সেটিংস্ গুলো জানি এক্সপোজারঃ ১/৮০ বা ০.০১৩সেকেন্ড, এপারচারঃ ১৪, ফোকাল লেন্থঃ ২২মিমি। এখানে এপারচার খেয়াল করুন ১৪। আমি আরেকটু বাড়িয়ে ৭, ৮ কিংবা ৫.৬ তেও এ ছবি নিতে পারতাম তাতে ছবির পেছনে আবছা দেখা যাওয়া পাহাড়ের ধাপগুলো ততটা পরিষ্কার দেখাতো কীনা সন্দেহ আছে। এছাড়া শাটার স্পীডও আরেকটু কমিয়ে তোলা যেতো যদি ডিঙ্গিতে না থেকে ডাঙ্গায় থাকতাম আর ট্রায়পডে বসিয়ে তুলতাম।
একই ছবি আসুন দেখি সেটিংস্ এর কিছুটা পরিবর্তন করে,
এক্সপোজারঃ ১/১২৫ বা ০.০০৮সেকেন্ড, এপারচারঃ ১৪, ফোকাল লেন্থঃ ১০মিমি। দুটোই ডিএসেলারে তোলা। তবে নিচের ছবিটা কম্প্যাক্ট ক্যামেরায় পরদিন সারাংকোটে তোলা। সারাংকোট পোখারার খুব কাছেই। কোট মানে গ্রাম, ১৫০০মিটার উঁচু এ গ্রামে জাপানী পিস প্যাগোডা আছে একটা, আর আছে প্যারাগ্লাইডিং স্টার্টিং স্টেশন, ১৪০ডলারে একঘন্টা বা ৭০ডলারে আধাঘন্টা পোখারা শহরের উপর পাখির মতো ভেসে বেড়াতে মন্দ লাগবেনা কারো। টুরিস্টদের কাছে এর জনপ্রিয়তা অবশ্য অন্যকারনে। প্রতিদিন ভোরে পোখারা থেকে এখানে এসে ভীর জমায় সূর্যদ্ধোয় দেখার আশায়, আকাশ পরিষ্কার থাকলে ঠান্ডা ঠান্ডা আমেজে হাতে একগ্লাস গরম চা নিয়ে বসে থেকে বিফল হতে হবেনা কাউকে।
সারাংকোটে তোলা নীচের ছবিটা দেখুন, ২০০৭ এর অক্টোবরে তুলেছিলাম, সেসময় ডিএসেলারের অনেক কিছুই বুঝতামনা। কেনার পর থেকে প্রিসেট দিয়ে ছবি তুলতাম, এক্সপোজারঃ ১/৫০ বা ০.০২সেকেন্ড, এপারচারঃ ২২, ফোকাল লেন্থঃ ১০৫মিমি।
তারেকের একটা কবিতা পড়েছিলাম কিছুদিন আগে, দ্বিতীয় প্যারার চারটা লাইন
"মৌনী পাহাড়ের গায়ে দূরের কুয়াশার ঢেউ
ভেঙে পড়ছে... ভেঙে পড়ছে যেমন
মেঘপুঞ্জের রোশনাই রূপোলী ঝিলের জলে
নরোম তরঙ্গের মত ভেঙে পড়ে ধীরে.."
পড়ার পর প্রথমেই যে দৃশ্যটা চোখের সামনে ভেসে এসেছিলো সেটা নীচের ছবি।
মন্তব্য
"গোপনে হিংসার কথা বলি"![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
২ নম্বর ছবিটা যে সত্যি ছবি... হাতে আঁকা না... প্রমাণ দেন... নাইলে বিশ্বাস করুম না
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ঐটা এখন তিন নম্বরে নামছে, মাঝখানের ছবিটা বাদ পড়ছিলো, দিয়া দিলাম
...........................
Every Picture Tells a Story
লেখা পড়ুম কী, ছবি দেখে স্তব্ধ হয়ে আছি............
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
অসাধারণ!![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
সত্যি বললেন নাকি "অসাধারণ" বানান ভুল করেছিলাম তা ধরিয়ে দিলেন?
...........................
Every Picture Tells a Story
ঞঁ! কয়েকটি ছবি দেখতে পারি না ক্যা! আগে তো এমন হয় নাই। ব্রাউজারের আবার কী হলো?![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
ইয়ে হাত মুঝে দে দে ঠাকুর!!!!!!!!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
মুস্তাফিজ ভাই, একটা ব্রাশ নিয়ে পা ঝেড়ে কিছু বালু একটা হোমিওপ্যাথির গুল্লির শিশিতে ভরে রাখতে পারবেন?
সচলায়তনের পক্ষ থেকে এই ধুলা সংগ্রহ করার অফিসিয়াল উদ্যোগ নেয়ার আহ্বান জানাই। হোমিওপ্যাথির শিশি আমি সাপ্লাই দিব।
এসব কথা বললে ঝামেলা, ক-ত ভালো ফটোগ্রাফার আশে পাশে। আরে আমাদের সচলেই তো 'উজান গাঁ' মত দারুণ একজন আছে, ওর ছবির কাছে আমারগুলা নস্যি
...........................
Every Picture Tells a Story
অদ্ভুত সুন্দর সব ক'টাই !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
শেষের ছবিটা বেশি ভালো লাগলো।
ধন্যবাদ
শেষের ছবিটা আমারও অনেক প্রিয় একটা ছবি
...........................
Every Picture Tells a Story
স্বর্গীয় টাইপের ব্যাপার স্যাপার। আগার ফেরদৌস... না কি জানি একটা বলে। একটাই প্রশ্ন, ক্যামনে সম্ভব! আপনে ভাই অত্যন্ত কামেল ব্যক্তি। পেন্নাম হই গুরুমশাই।
আমি লুকাছাপার মইধ্যে নাই। প্রকাশ্যেই তীব্র হিংসা জানাইলাম।
হুম, অসুবিধা নাই।
চুল কাটাইনা প্রায় দু’বছর, মাঝে মাঝে গলায় নানা রং্যের পাথরের মালা পড়ি, এখন না হয় নিয়মিতই পড়বো আর চুলে একটু আঠা জাতীয় পদার্থ লাগিয়ে নিলেই হবে
...........................
Every Picture Tells a Story
প্রণতির ভাষা জানিনা, জানিনা স্তুতির স্তবক___
শুধু টের পাই, হৃদয় আমার ময়ুরের মতো নাচে মুস্তাফিজ ভায়ের ছবির দেশে।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আপনিও দেখি এখন ক্যামেরার টেকি পোস্ট দেয়া শুরু করলেন- হিমাংক গণনাংক সেকেন্ড এক্সপোজার...
আমরা নাদান মানুষ বিশ্বসুন্দরী আর ছবিটবির সৌন্দর্যটাই দেখতে চাই
(ডাক্তাররা তাদের পেটচিরে করুক এনাটমি। আমাদের আসে যায় না কিছুই)
অসাধারণ সব ছবি।
আমি পাঁচ নম্বর ফটোর সাথে আছি। মন উদাস করা শান্ত নীল আকাশ। মুস্তাজিফ ভাই, কিছু সুন্দর ছেলের ছবি দেয়ার জন্য জোর গলায় আবেদন জানাই গেলাম আমি ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন