এইবার আমি ধরা। ছবি দিতে হইলে পু্রো ক্যামেরা উজার করে দিতে হবে, কিন্তু রাতের ছবি নাই। তিন টাকার কলমে রাতের যে বিবরণ তাতে হতাশ হবার মত যথেষ্ঠ কারন আছে। পুরো চিত্র ফুটাইতে পারেন নাই বা ইচ্ছাকৃত ভাবে দ্যান নাই। কোন এক সচলাড্ডায় হয়তো সেই ঝাঁপি খুলবে।
যাহোক দ্বিতীয় দিনই মুলত আমাদের ছবি তোলার দিন, একেক জন ২/৩শ (!) করে ছবি তুলেছেন (আমার ধারনা আরো বেশী)। আমি ছবি দিচ্ছি এখানে দু ভাগ করে, প্রথম ভাগে বৃষ্টি আসার আগে দুপুরের পূর্বের ছবি আর পরের ভাগে থাকবে বিকেলের ছবি।
ছবি-১, হংস রাজ ফরেস্ট বিটের সামনে
ছবি-২, একজন বড়শীয়াল
ছবি-৩, ছুঁয়ে যাওয়া খাড়ির প্রবেশ মুখ, ঢোকার মাথায় বামে কেওড়া গাছ, পেছনে চিড়ল পাতা গুলো গোলপাতা
ছবি ৪, কেওড়া গাছ আর নীচে এর শ্বাসমূল
ছবি ৫, খেয়াল করে দেখলে কেওড়া গাছের নীচেই হরিনের দেখা মিলে
ছবি ৬, একটি শিশু গড়ান
ছবি ৭-৮, কেওড়া গাছে ঢাকা খাড়ি
ছবি ৯, নিশ্চিন্ত হরিন পরিবার
ছবি ১০, দূর থেকে দেখা বন, ছবিটা দেবার উদ্দেশ্য হলো একটু খেয়াল করে দেখুন গাছের নীচের অংশ গুলো কী সমান করে কাটা। আসলে এসব গাছের পাতা হরিনের খাদ্য। দু’পা উঁচু করে হরিন যতটুকু নাগাল পায় সে পর্যন্ত পাতা নাই।
ছবি ১১, অলস সকালে নৌকার উপর। নজরুল ভায়ের পেছনে পা তুলে বসা গাজী ভাই, তার পেছনে খালি গায়ে কপালে হাত তুলে বাপ্পি দা, বাপ্পি দা’র সামনে শুয়ে আছে মামুন, সাদা গেঞ্জী এমদাদ, তার সামনে দত্ত বাবু। লিলেনদার পেছনে শরী, এরপর রয়েল এবং তুষার।
মন্তব্য
শরনার্থীদের ছবিটা দেখে সত্যিই চোখে পানি আইলো। মাবুদ রহম কর।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
যদি কেদেই ফেলেন সেই ভয়ে থাকার জায়গার ছবিটা দিলামনা
...........................
Every Picture Tells a Story
আপনের ওয়াইড এ্যাঙ্গেলে সবকিছুই বড় বড় দেখায়... আমার ভূড়ি তো এতো বিশাল না
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ছোট সাইজের আরেকটা আছে, দিমু নাকি?
...........................
Every Picture Tells a Story
ফোটোতে আমাদের কবে না ছেলো! দিয়ে দ্যান!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আমিও অট্টহাসি দিতাম, কিন্তু জায়গা পাইলাম না দেইখা চাইপা গেলাম।
চোখে দেখা আর ছবিতে দেখার মধ্যে পার্থক্য অনেক। তবুও ভালো লাগছে। বাঘের পায়ের ছাপটাপ দেখেননি?
দুবছর আগে দেখেছিলাম
...........................
Every Picture Tells a Story
মামা দেখি সরলরেখায় হাঁটে! থ্রিলিং ছবি!!
হুম...
..........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
১, ২, ৩ আর ৮ খুবই ভাল্লাগছে।
৩ নম্বরটাই তাহলে গোলপাতা...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
গোলপাতা দেখতে কিন্তু গোল না। এখানে যে নৌকা গুলো দেখা যাচ্ছে সেগুলোর ছাউনি কিন্তু এই গোলপাতায় তৈরী
...........................
Every Picture Tells a Story
১৯৯০ সালের দিকে বরিশাল অঞ্চলে চাকরি করার সুবাদে প্রথম গোলপাতা দেখে বিশ্বাসই হয়নি- গোলপাতা আবার লম্বা হয় কিভাবে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
- ক্লাশ ফোরে সমাজ বইয়ে পড়েন নাই? "গোলপাতা আসলে গোল নয়, এক ধরণের লম্বা পাতা"।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
অসাধারণ ছবি।
নৈশী ।
ধন্যবাদ নৈশী
...........................
Every Picture Tells a Story
সুন্দরবন আমার সবচে প্রিয় জায়গা। ছবিগুলো দিয়ে আবারও মনে করিয়ে দিলেন তাই অনেক ধন্যবাদ। দারুণ লেগেছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আমারও প্রিয়
...........................
Every Picture Tells a Story
সুন্দরবন দেখার অপূর্ণ সাধ পূরণ হচ্ছে... ধন্যবাদ ভাইয়া
কয়কী? যাবার জন্য নাম লিখিয়েছেন না? তার কী হবে?
...........................
Every Picture Tells a Story
বাঘের পায়ের ছাপ দেখেই সাধ পুরণ হয়েছে ...
যাব তো বটেই। এইটা হচ্ছে না যাওয়ার আগ পর্যন্ত সাধ মেটানো। প্রকৃতিপ্রেমিক ভাই, আপনিও কিন্তু যাবেন বলসিলেন। সময়মতো চলে আসেন দেশে, চলেন সবাই একসাথে যাই। অনেক মজা হবে তাহলে
দেশে যখনই যাই, সুন্দরবনে যাবোই যাবো এবং তা অবশ্যই মুস্তাফিজ ভাইয়ের সাথে।
আপনাদের যুগলবন্দীর অপেক্ষায় থাকলাম
সত্য কথা বলেন, প্রহরী ডরাইছে
...........................
Every Picture Tells a Story
ওটা উহ্য রাখছিলাম
বললেই হইল! গেলে তো লীলেনদাকে নিয়েই যাব। উনি থাকতে আবার বাঘের ভয় আছে নাকি?
হা হা.. তা অবশ্য ঠিক। কলমের জোর বলে কথা
অসাধারণ!
ছবির সাইজ বড় করার জন্য অনেক ধন্যবাদ!
হুঁ, ৭০০ পিক্সেলে দিলাম
...........................
Every Picture Tells a Story
হরিণে-খাওয়া গাছের ছবিটা অন্যরকম ভালো লাগল। এরকম ছবি আগে দেখিনি।
ঘটনা সত্য... সচলাড্ডার জন্য কিছু তুলে রাখতে হবে না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বাঘের ছবিটা তাইলে দিলেনই না?
তুলিনাই, ভয় পাইছিলাম
...........................
Every Picture Tells a Story
পাগল কইরা দেয়ার মতো ছবি সব ! ২ নম্বর নৌকার ছবিটা দেখে তো বর্ণনা করার ভাষাই হারাইয়া গেছে !
আর ১১নম্বর মানে শেষ ছবিটার কথা কইতে গেলে বাপ-মায় খেদাইন্যা পোলাপানগুলার দিকে চাইলে আসলেই কাইন্দা দেওন লাগবো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ রণদা
লিলেন দা কিন্তু মোবাইল দিয়েও ছবি তুলেছে
...........................
Every Picture Tells a Story
প্রথম ছবিটাই সবচে দুর্দান্ত! বুকটা একদম মায়ায় ভরে যায় ওটা দেখলে!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ঐ ছবিটার আরো কয়টা কম্পোজিশন আছে, দেখাবোনে
...........................
Every Picture Tells a Story
সুন্দরবন যামু ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
পাইপ রেখে যেতে হবে
...........................
Every Picture Tells a Story
ছবিগুলো দেখা সুন্দরবন যাবার লোভ বাড়িয়ে দিলো।
_____________________________________________
কার জন্য লিখো তুমি জলবিবরণ : আমার পাতার নৌকা ঝড়জলে ভাসে...
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
সুন্দরবনের তুলনা সুন্দরবন নিজেই
...........................
Every Picture Tells a Story
সুন্দরবন যামু, বাঘের লগে এক বাটিতে খিচুড়ি খামু— এইটা আমার অনেক দিনের প্ল্যান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আগে থেকেই বাবুর্চিকে জানিয়ে রাখবেন যাতে খিচুড়িতে হলুদ কম দেয়
...........................
Every Picture Tells a Story
সুন্দর !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
চোখ জুড়ানো সব ছবি মুস্তাফিজ ভাই...। চমৎকার।
আপনার নিজের একটা ছবি মিসাইলাম...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
একবার যেতে সাধ হয় সুন্দরবনে! ছবিতে
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
গোল পাতা আমিও দেখেছিলাম। তবে সেটা কুয়াকাটা যাওযার পথে।
মুস্তাফিজ ভাই , ছবিগুলো এক কথায় অসাধারণ!
ইশ্! কী সুন্দর বন!
আর, কী ফটো মুস্তাফিজ ভাই!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন