কেন জানিনা এবারে সুন্দরবন থেকে ঘুরে আসার পর ব্যক্তিগত বার্তায় অনেকেই সুন্দরবন ভ্রমন নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। সবাইকে আশাহত না করলেও ছাড়া ছাড়া ভাবে কিভাবে, কখন, কাদের সাথে, কেমন খরচে সুন্দরবন ঘুরে আসা যায় সে সব অনেক খবরই তাদের জানিয়েছি। এসব করতে গিয়ে মনে হলো সব তথ্যগুলো এক করে সচলে পোস্ট দিলে ভালো হতো, কিন্তু যাকে বলে আলসেমী, সেকারনেই হয়ে উঠেনি। সেদিন পিপি’দা খোঁচা না দিলে হয়তো দেরী হতো আরো, তাই এ পোস্টের জন্য পিপি’দা কে ধন্যবাদ।
সুন্দরবন ভ্রমনের সবচাইতে জনপ্রিয় রুট হচ্ছে খুলনার কাছে ডিঙ্গামারী ফরেস্ট অফিস থেকে অনুমতি সংগ্রহ করে কটকা, কচুখালী এসব এলাকা ঘুরে বেড়ানো। কটকা কিংবা কচুখালী দুটো জায়গাই সুন্দর। দেশের বড় ট্যূর অপারেটর গুলো সাধারণত এপথই অনুসরণ করে, এর মূল কারন নদীর নাব্যতা। এছাড়াও সুন্দরবনের বড় দুটো ফরেস্ট অফিসের মধ্যে কটকা, কচুখালী অন্যতম।
ঢাকার বেঙ্গল ট্যূরস্ এর ভেলা আর ডিঙ্গি নামে দুটো বেশ ভালো বোট আছে, দুই বোট মিলিয়ে প্রায় ৮০ জন একসাথে বেড়ানো যায়। সুন্দরবনের বিদেশী পর্যটকদের সিংহ ভাগ বেঙ্গলের মাধ্যমে আসে।
এরপর আসবে গাইড ট্যুরস্ এর নাম, ছুটি, অবসর আর বনবিবি নামে এদের তিনটা বোটে যথাক্রমে ২৪, ৫২ এবং ১২ জনের ঘুমানোর বন্দোবস্ত আছে। বিদেশী পর্যটকদের পছন্দের দ্বিতীয় স্থানে গাইড ট্যুরস্, ন্যাশনাল জিওগ্রাফী চ্যানেল এবং ডিসকোভারীতে সুন্দরবনের উপর যে ৩টা ডকু দেখেছি তাদের ক্রুরা সবাই গাইড ট্যুরস্এর মাধ্যমে সুন্দরবন এসেছিলো।
ছোটখাটো আরো যে কয়টা ট্যুর অপারেটর যাদের নিজস্ব বোট আছে তাদের মধ্যে আন্ধারমানিক নামের বোটটা দেখতে সুন্দর, ২৪ জনের বন্দোবস্ত হয় এখানে।
খরচের ব্যাপারটা আসলে নির্ভর করে দলে কতজন আছেন এবং খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন হবে আর ঢাকা খুলনা ট্রান্সপোর্টের উপর। সাধারণত ৪দিন ৩রাতের খরচ সব মিলিয়ে এদের কাছে পড়বে দশ থেকে সাড়ে দশের ভেতর, বিশেষ ছুটির দিনগুলোতে এ খরচ পনেরহাজার পর্যন্ত উঠে থাকে তারপরও সীট পাওয়া যায়না।
বেঙ্গল ট্যুরস্ রাস মেলায় দুবলার চর ভ্রমনের বন্দোবস্তও করে থাকে, এক্ষেত্রে পূর্নিমার দুদিন আগে হিরনপয়েন্ট চলে আসে এবং সেখান থেকে দুবলারচর যায়, জেলে জীবন খুব কাছে থেকে দেখার জন্য এটাই ভালো উপায়। এছাড়াও মধু সংগ্রহ মওসুম শুরুর সময় বুড়িগোয়ালিনী ফরেস্ট অফিসে একটা পুজা আর উৎসব হয় দেখার মত, বেঙ্গল ট্যূরসে সেটারও প্যাকেজ আছে। মনে রাখবেন পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গতবার কিছু হয়নি আর এর আগের বছর পুজার বদলে মিলাদ হয়েছিলো।
এবারে আসেন অ জনপ্রিয় রুটের কথায়
এ রুট ঢাকা থেকে বাসে সাতক্ষীরা হয়ে শ্যামনগর, সেখানথেকে মাইক্রোতে সুন্দরবনের বুড়িগোয়ালিনী স্টেশন, এখান থেকে অনুমতি সংগ্রহ করে সুন্দরবনে ঢোকা এবং অনেকগুলো পথের একটি বেছে নিয়ে হিরণপয়েন্ট ঘুরে আসা। ঢাকা থেকে বুড়িগোয়ালিনী আসতে যে পরিমান সময় লাগে আর যেভাবে গাড়ি পাল্টাতে হয় তাতে বেশীর ভাগ ট্যূর কোম্পানী এ রাস্তায় আসেনা। এখানে মূলত আশেপাশের জেলা থেকে লোকজন বেড়াতে এসে ছোট ট্রলার ভাড়া করে এক বড়জোড় দুরাত বনে থাকে। এভাবে ট্রলার ভাড়া করে টানা বিছানায় রাত কাটিয়ে সুন্দরবনে ৩রাতের খরচ প্রায় নয় থেকে সাড়ে নয়ের মত পড়বে। আমি সুন্দরবন যতটুকু দেখেছি তাতে সুন্দরবনের এ অংশটাই আমার কাছে আকর্ষনীয় মনে হয়েছে।
কখন যাবেন
সুন্দর বন বেড়ানোর সময় নিয়ে একেকজনের একেক রকমের মন্তব্য থাকতে পারে, কারন প্রতি ঋতুতেই সুন্দরবন রঙ বদলায়, একেক সময় একেক রকম। আমার কাছে সব ঋতুতেই সুন্দরবন অসাধারণ লাগে। তবে সবচাইতে ভালো আলো, আবহাওয়া আর আকাশের কথা মাথায় নিলে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত যেকোন সময় নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন সুন্দরবন।
এবারে দেখুন সুন্দরবনে বেড়াতে গেলে সাথে কী নেবেন?
১। আপনার অফিসের আইডিকার্ড
২। আপনার সম্পর্কে জরুরী তথ্য সম্বলিত একটা কাগজ, যাতে আপনার ব্লাড গ্রুপ, কোন বিষয়ে এলার্জী আছে কীনা, আপনার সাস্থ্যবিষয়ক তথ্য ইত্যাদি লেখা থাকবে।
৩। আপনি যদি কোন ঔষধ নিয়মিত সেবন করেন সেই ঔষধ যতদিন বাইরে থাকবেন তারচাইতে অন্ততঃ দিন দুয়েকের বেশী পরিমান সাথে রাখবেন। সহযাত্রী কাউকে এই ঔষধের ব্যাপারটা জানিয়ে রাখবেন।
৪। জরুরী চিকিৎসা সরঞ্জামাদী যেমন ডেটল, তুলা, ওরস্যালাইন ইত্যাদি।
৪। চশমা ব্যবহার করলে সাথে অতিরিক্ত একটি নেবেন, সানগ্লাস রাখতে পারেন।
৫। যত কম সম্ভব কাপড় চোপড় সাথে নেবেন, উজ্জ্বল রঙ এর কাপড় নেবেননা। টাওয়েল না নিয়ে গামছা রাখতে পারেন, হ্যাট নিতে পারেন। পানিতে ধোয়া যায় তেমন বুট, এক জোড়া চপ্পল, সানস্ক্রীন লোশন।
৬। ক্যামেরা, মেমরী কার্ড, টর্চলাইট, পর্যাপ্ত ব্যাটারী, মাল্টিপ্লাগিং সিস্টেম, দূরবীন।
৭। বাক্স টাইপের ব্যাগ পরিহার করে ঝোলানো যায় তেমন কাপড়ের ব্যাগ।
কী কী জিনিষ রেখে যাবেন?
১। আপনি কোন কোন জায়গায় যাচ্ছেন তার বিবরণ (Itinerary) সাথে গাইডের কন্টাক্ট নাম্বার, গ্রুপের সাথে গেলে গ্রুপ লিডারের নাম এবং কন্টাক্ট নাম্বার এসব লিখে রেখে যাবেন।
২। সুন্দরবনে মোবাইল ফোনের নেটওয়ার্কের সমস্যা আছে, সুতরাং সেভাবে বাসায় বলে যাবেন।
যাবার আগে আরোকিছু করনীয়
১। আপনার ব্যাগের ভেতরে একটা কাগজে নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার লিখে রাখুন।
২। তালা লাগানো যায় তেমন ব্যাগ নিন।
৩। অলংকার জাতীয় কিছু সাথে না নেয়াই ভালো, তারপরও মূল্যবান কিছু থাকলে দলনেতাকে জানিয়ে রাখুন।
৪। সাচ্ছন্দে ঘোরাঘুরি করা যায় তেমন কাপড় চোপড় নির্বাচন করুন।
নিরাপদ থাকতে হলে
১। যাবার সময় আপনার ব্যাগ অহেতুক কোথাও ফেলে/আলাদা করে রাখবেননা।
২। সবাই একসাথে থাকুন, ফেরিতে বা অপেক্ষার সময়গুলোতে আলাদা একা কোথাও যাবেননা।
৩। কুলী/বাস কোম্পানীর লোক কিংবা ট্যুর কোম্পানীর লোকদের প্রতি খেয়াল রাখুন যাতে আপনার ব্যাগ ঠিকমত উঠে।
৪। আপনি সাথে কত টাকা নিয়ে যাচ্ছেন তা অন্যদের না জানতে দেয়াই ভালো।
৫। ফেরিতে বা বাস যেসব জায়গায় খাবার জন্য থামবে সেখান থেকে কিছু না খাওয়াই ভালো, অজানা লোকের থেকেও খাবার নিবেননা, এমনকি পানিও না।
নৌকায় এবং বনে
১। উচ্চ স্বরে কথা বলবেননা
২। বনে ধুমপান করবেননা, আগুন জ্বালাবেননা, কোন কারনে জ্বালাতে হলে নিশ্চিত হউন আগুন নেভানো হয়েছে।
৩। পাশাপাশি না হেঁটে এক লাইনে চলুন।
৪। বনে হাঁটার সুবিধার জন্য কাঁধ সমান উঁচু লাঠি ব্যবহার করুন।
৫। একা হাঁটবেননা।
৬। অজানা গাছের সংস্পর্শ এড়িয়ে চলুন, পাতা বা কষ যাতে গায়ে না লাগে খেয়াল রাখুন।
৭। বনে খাবার পানি মূল্যবান একটি জিনিষ, খাবার পানির সঠিক ব্যবহার করুন।
৮। গাইডের নির্দেশ মেনে চলুন, অন্যদেরকেউ মেনে চলতে উপদেশ দিন।
৯। নিজের যতটুকু ক্ষমতা তার চাইতে বেশী কিছু করতে যাবেননা।
১০। সর্বোপরি সবার সাথে ভালো ব্যবহার করুন।
******** ******** ******** ********
অনেক কথাবার্তা হলো এবারে চলুন সুন্দরবনে তোলা কিছু বৃষ্টির ছবি দেখি। সেই সাথে আমরা যে বোটে ছিলাম তার ভেতরের ঘুমানোর যায়গাটার ছবি।
সবাইকে ধন্যবাদ
মন্তব্য
আপনার ছবিগুলো যে অদ্ভুত সুন্দর, সেকথা বলার অপেক্ষা রাখে না।
একবার সুন্দরবন গিয়েছিলাম। ভালো করে দেখা হয়নি। সঙ্গী-সাথীরা এতো বেশী ডরাকু ছিল যে, লঞ্চ থেকে সামান্য নেমেই ফিরে আসতে বাধ্য হই। সেটুকুতে একেবারেই মন ভরে নি।
জানুয়ারীর শেষে ঢাকা আসছি। আপনার সাথে দেখা করতে চই। সময় হবে কি?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ তীরু দা। আমি ঢাকায় থাকলে অবশ্যি দেখা হবে। এই ঈদের ছুটিতেও দেখা হতে পারে
বলা যায়না প্রহরীর মত আমিও
...........................
Every Picture Tells a Story
আমার সাথে গেলেও তো পারতেন
ক্ষেপায়েননা
...........................
Every Picture Tells a Story
পরেরবার দুইজন তাইলে একসাথে যাবনে আবার
ছবি ৬ আর ৭ খুব সুন্দর
ধন্যবাদ পরী
...........................
Every Picture Tells a Story
ছবিগুলা দেখতে না দেখতেই শেষ হয়ে গেল।
আরও ছবি দেখতে মঞ্চায় মুস্তাফিজ ভাই!
সুন্দরবনের ছবি শিরোনামে নজরুল ভায়ের পোস্ট দেয়ার কথা, ব্যাচারা ঈদের ঝামেলায় পড়ছে
...........................
Every Picture Tells a Story
সুন্দর একটা গাইডলাইন পাওয়া গেল। আশা করি অনেকেরই কাজে লাগবে, মানুষ সুন্দরবন ঘুরতেও উৎসাহিত হবে। ছবিগুলোও সুন্দর। বিশেষ করে আকাশ ভেঙে বৃষ্টি নামার ছবিটি।
মুস্তাফিজ ভাই, মন্তব্য আকারে হলেও ফটোগ্রাফি বিষয়ে কিছু বলেন-- কী সাইজের লেন্স নিতে হবে, ক্যামেরা কয়টা থাকলে ভালো ইত্যাদি।
যারা প্রফেশনাল তাদের জন্য কোন উপদেশ নেই, কারন তারা জানে কী কারনে যাচ্ছে সেখানে। সুন্দরবনের ল্যান্ডস্কেপ অসাধারণ, বিশেষ করে আমি যে সময়ের কথা বলেছি সে সময় বনে যে কোন দিকে চোখ বন্ধ করে সাটার টিপলেই ভালো ছবি আসে। বনে ওয়াইল্ড লাইফের ছবি তুলতে গেলে মোটামূটি এক মাসের প্ল্যান নিয়ে আসতে হবে, এর কমে শুধুমাত্র পর্যটকের চোখে দেখা টাইপের ছবি পাওয়া যাবে। যারা বেড়াতে আসবেন তারা মোটামুটি মানের কম্প্যাক্ট ক্যামেরা নিয়ে এলেই হবে। সবচাইতে ভালো হয় ভিডিও ক্যামেরা নিয়ে এলে, এসব যায়গায় ভিডিওর কোন বিকল্প নেই। মোটামুটি সব ট্যূর অপারেটররা বোটে জেনারেটর রাখে, সন্ধ্যা সাতটা থেকে এগারটা পর্যন্ত চালু থাকে, এসময়ে ব্যাটারী চার্জ করে রাখতে পারবেন। বোট যদি রিজার্ভ হয় তাহলে গরমের দিনে একটু বেশী পয়সা দিয়ে ফ্যান চালুর জন্য জেনারেটর চালু রাখা যায়, সেটাও যাত্রা শুরুর আগেই আপনাকে করতে হবে কারন ওরা ওভাবেই তেল নিয়ে যাবে।
ভালো কথা সব ধরনের ক্যামেরা ব্যবহারের জন্য বনবিভাগকে কর দিতে হয়, সুতরাং যাত্রা শুরুর আগেই আপনার অপারেটর কে আপনার ক্যামেরার কথা জানিয়ে নিশ্চিত হয়ে নেবেন যে কর দেয়া হয়েছে।
...........................
Every Picture Tells a Story
আগে যানতাম শুধু ভিডিও ক্যামেরার জন্য কর দিতে হয়, এবারে বাপ্পি ভাই বললেন আমাদের ক্যামেরার জন্যও নাকি দিতে হয়েছে।
...........................
Every Picture Tells a Story
ভিডিও কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো এসেছে। আগে আপনার এই পোস্টটা পড়া থাকলে আমি ঐদিকেই মন দিতাম বেশি। কিন্তু ভিডিও এডিট করি নাই অনেকদিন, ভালো সফটওয়্যারো নাই, পেলেও গুঁতোগুঁতি করে দেখার সময় নাই ইদানীং। দেখি ছোট ছোট ক্লিপ করে সেগুলোকে অন্য ফরম্যাটে কনভার্ট করে কোথাও আপ করতে পারি কিনা, চেষ্টা করতে হবে সময় নিয়ে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
দরকারি তথ্য, সাথে চমৎকার ছবি - তোফা!
এইবার হলোনা, আগামীবছর যাওয়ার ইচ্ছা রাখি।
"Life happens while we are busy planning it"
যখনই হোক একবার ঘুরে দেখেন, নিজের দ্যাশ।
...........................
Every Picture Tells a Story
ভালো একটা গাইডলাইন পাওয়া গেলো। কাজে লাগবে।
ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।
ধন্যবাদ ফিরোজ ভাই
এগুলোই একটু কাটছাট করে বাপ্পি ভাইকে দেবো উনার গেস্ট দের জন্য।
...........................
Every Picture Tells a Story
ঝর ঝর বৃষ্টির ফটুটা জোশ
যাও এইটাও দিলাম
...........................
Every Picture Tells a Story
ছবি দেখার পর পাঁচ না দাগিয়ে উপায় নেই
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
বৃষ্টির এমন চমৎকার ছবি এর আগে দেখি নাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সুন্দরবনে বৃষ্টি দেখা সেই বৃষ্টি গায়ে মেখে তা অনুভব করার মাঝে যে আনন্দ তা এসব ছবিতে একভাগও ফুটে আসে নাই। একটা ছবিতে দেখেন লিলেন দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন, আমি কিভাবে সেই অনুভূতি ফুটিয়ে তুলি বলেন
...........................
Every Picture Tells a Story
ছবিগুলা খুবই সুন্দর। তারচেয়েও ভাল্লাগল পোস্টটা। সুন্দর করে সব বলে দিলেন কী কী করতে হবে। এরপর কখনও সুন্দরবন গেলে, এই পোস্টটা খুবই কাজে দিবে। মাথায় রেখে দিলাম।
শিমুল আপু পোস্টটা দেখলে খুব খুশি হবে মনে হয়
হুঁ, দশ টাকা তাহলে পাওনা থাকলো
...........................
Every Picture Tells a Story
ঠিকাছে
আচ্ছা, বৃষ্টির মধ্যে ছবি তুললেন কীভাবে? ক্যামেরা ভেজে নাই? নাকি ওয়াটার রেসিস্ট্যান্ট ছিল?
ক্যামেরা ভিজাইছি।
...........................
Every Picture Tells a Story
- রজার দ্যাট!
বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিলো দেখে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বুঝতে পারলাম, আমি আর লিলেন দা কিন্তু ভিজেছি, ইচ্ছেমত
...........................
Every Picture Tells a Story
কী দারুন বৃষ্টি।
সুন্দরবনের বৃষ্টি- পুরুষ না নারী?
কবিরা বলতে পারবেন
...........................
Every Picture Tells a Story
কি সর্বনাশ মুস্তাফিজ ভাই, বৃষ্টির ছবি তো আমার ল্যাপি ভিজিয়ে দিলো, মনে হলো বৃষ্টির ঘ্রান পাচ্ছি। এতোটাই জীবন্ত!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
তখন তো বৃষ্টির ছবি তোলা আর বৃষ্টিতে ভেজা ছাড়া আর কোন কাজ ছিলো না।
ভালো কথা এর মাঝে অন্ততঃ দুইটা ছবি নজরুল ভায়ের তোলা।
...........................
Every Picture Tells a Story
ওয়াও!!! ঝুম্ বৃষ্টি! কী যে ভাল লাগছে ছবিগুলো! ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
নৈশী।
ধন্যবাদ নৈশী আপু
...........................
Every Picture Tells a Story
বৃষ্টির ছবিগুলো অসাধারন। বৃষ্টি আসলেই আমরা ক্যামেরা, লেন্স সব গুটিয়ে ফেলি, কিন্তু এই বৃষ্টির মধ্যেই ভয়াবহ সব ভালো ছবি তোলা সম্ভব। আপনার ছবি দেখে আবার এই কথাটা মনে হলো।
এই অভ্যাস্ টা সিলেটে যেয়ে হয়েছে, আরো পরিষ্কার করে জাফলং যেয়ে। দুইদিনের দুনিয়া, মানুষেরই বেল নাই আবার ক্যামেরা।
...........................
Every Picture Tells a Story
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সিরিজটা সেইরাম হয়েছে!
ঈদের ছুটিতে কোথাও বেরিয়ে পড়েন বস। আমরা নতুন ছবির অপেক্ষায় থাক্লাম।
এই ঈদে স্পেন যাবার ইচ্ছে আছে।
একটু পরিষ্কার করি, আমার বঊএর এয়ারলাইন্সে চাকরীর সুবাদে প্যারিস পর্যন্ত ডিস্কাউন্টেড টিকিট পাচ্ছি সম্ভবত, বাকি থাকে প্যারিস থেকে মাদ্রিদ এ যাওয়ার খরচ, এটা কনফার্ম হলেই ভিসার জন্য দাড়াবো, আমার বড়ভাই সেখানকার বাঙ্গলাদেশ মিশনের পলিটিক্যাল মিনিষ্টার, উনার ওখানেই উঠবো।
আরেকটা হতে পারে মিউনিখ বা ফ্রাঙ্কফ্রুট এসে সেখান থেকে মাদ্রিদ যাওয়া, দেখা যাক সম্ভবত সোমবারে জানতে পারবো কিভাবে যাচ্ছি, তারপর পরিবার নিয়ে ভিসার জন্য দাড়াবো।
...........................
Every Picture Tells a Story
- যদি এই মাসের শেষের দিকের কোনো সময়ে হয় তাহলে মিউনিখ ভালো হবে। আর যদি এর এদিক সেদিক হয়ে যায়, তাহলে মনে রাইখেন মুস্তাফিজ ভাই, "মিউনিখ অনেক দূর!"
আর ঐখানে দেখার কিছুই নাই। তারচেয়ে ফ্রাংকফুর্ট আসেন। দেখার মতো শহর। খাওয়ার মতো বিরানি। আর পাশেই কাসেল শহরে আছে জার্মানীর নামকরা সমুদ্র সৈকত।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফ্রাঙ্কফ্রুট পঁচা, একবার ধরা খাইছি। এয়ারপোর্টে চেক ইনে আইল চাইলে সুন্দরী মহিলা বললো তোমাকে আইল না একদম আপগ্রেড করে দিছি, তারপর দেখা গেলো কোথায় কী, আমার দুইপাশেই লোক বসে আছে আর সারারাত তাদের ঘুমন্ত মাথা সরাতেই ব্যস্ত ছিলাম আমি।
তারপরও বলি দেখা যাক।
...........................
Every Picture Tells a Story
ইউরোপের দেশগুলোর মধ্যে ভ্রমণে বাজেট এয়ারলাইন্স এর জুড়ি নেই। এই সাইট থেকে পাবেন কোন এয়ারলাইন্স গুলো কোথায় যায়। http://www.whichbudget.com/
আমার পরিচিত একজন রায়ান এয়ারে (http://www.ryanair.com/site/EN/) ফ্রান্কফুর্ট থেকে স্পেনে গেছে ৫০ ইউরো রিটার্ণ টিকেটে।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
ধন্যবাদ রেজওয়ান। আমি আসলে ঐ এয়ারলাইন্স সম্পর্কে জানি। আমার মূল লক্ষ্য ঢাকা থেকে ফ্রান্স বা জার্মানী পর্যন্ত কমদামে টিকিট নেয়া। এটার উপরই নির্ভর করবে কোন্দিক দিয়ে যাবো
...........................
Every Picture Tells a Story
গাইডের জন্যে অনেক ধন্যবাদ!
সবুজ দেখে প্রাণ জুড়িয়ে গেল!
------------------------
আমার ফ্লিকার
---------------------
আমার ফ্লিকার
নির্দেশিকাটুকু কাজে লাগলে খুশী হবো
...........................
Every Picture Tells a Story
আপনি হ্যারি পটার পড়েছেন? হ্যারি পটারের ম্যাজিক জগতের ফটোগুলো নড়াচড়া করে, অনেকটা ভিডিও ক্লিপের মত। হোক সেটা খবরের কাগজের পাতায়, ফটো অ্যালবামে, নয়তো ফ্রেমে বন্দী। ছবির মানুষগুলো হাত-পা নাড়ায়, ব্যাকগ্রাউণ্ডে পাখি উড়ে যায়, বাতাসে গাছের পাতা নড়ে - এরকম।
আপনার বৃষ্টির ছবিগুলো সেইরকম, নড়াচড়া করা ছবি। হাত বাড়িয়ে ধরা যায়। অপূর্ব!
হ্যারী পটার পড়িনি
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
...........................
Every Picture Tells a Story
এক্কেবারে মনের কথাটা বলেছেন!
---------------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঈর্ষান্বিত।
ঈর্ষান্বিত হউন আর না হোন আমি কিন্তু ৪২ পর্বের অপেক্ষায় আছি।
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, সিরিজ এবং অসাধারণ ছবিগুলোর জন্য অনেক ধন্যবাদ। সবগুলো পর্বই পড়েছি। আশা করি এরকম সিরিজ আরো অনেক পাবো আপনার কাছে।
আপনাকে দেখে যেটা প্রায়ই মনে হয় কিন্তু আবার ভুলে যাই তা হলো অনেক আগে আমার প্রফেসর একটা অভিনব ভ্রমণ (ছবি তোলা) প্রজেক্টের কথা বলেছিল যেখানে বাংলাদেশের কিছু জায়গার কথা বলা আছে এবং এখনো পর্যন্ত সে জায়গাগুলোতে কোন বাংলাদেশীর পা না পড়লেও (মানে ছবি তোলে নি কেউ) চারজন বিদেশী এসে চারটা জায়গার ছবি তুলে নিয়ে গেছে। সময় পেলে এটা নিয়ে শিঘ্রী পোস্ট দেব।
ধন্যবাদ তানভীর ভাই।
অক্ষাংশ দ্রাঘিমাংশ যেখানে মিলে তেমন জায়গার কথা বলছেন কী? বাংলাদেশে আমি তেমন দূটো জায়গায় গিয়েছি, একটা সুনামগঞ্জে হাওরে 25° 0'0.00"N 91° 0'0.00"E অন্যটা সরিষাবাড়ী 25° 0'0.00"N 9০° 0'0.00"E।
আপনার পোস্টের অপেক্ষায় থাকলাম।
...........................
Every Picture Tells a Story
হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু ওরা এটা আপডেট করছে না কেন? আপনি কি এ দু' জায়গার ছবি, বর্ণনা পাঠিয়েছিলেন?
আসলে যখন গিয়েছি সেসময় ছবি তুলতামনা আর এটা নিয়ে যে আন্তর্জাতিক কমিটি আছে সেটাও জানা ছিলোনা, শুধুমাত্র ব্যক্তিগত কৌতুহলের কারনেই গিয়েছিলাম। এ নিয়ে বাসায় পাগল আখ্যা পাবার কারনেই বাকি গুলো আর যাওয়া হয়নি।
...........................
Every Picture Tells a Story
এই বিষয়ে তানভীর ভাই এবং মুস্তাফিজ ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানার অপেক্ষায় থাকলাম।
দিজ আর অল ম্যাথস্, তানভীর ভায়ের থেকে জেনে নিয়েন, উনি বলেছেন পোস্ট দেবেন।
...........................
Every Picture Tells a Story
ছবিগুলোর তুলনা নাই গুরু।
কী যে কর্তাছি এই শহরে। গাট্টি বাইন্দ্যা কাইলই বাড়ি যামু।
আপনি পারবেন
...........................
Every Picture Tells a Story
সুন্দরবনে বৃষ্টির সময় যাওয়া হয় নি, খালি শীতের সময় যাওয়া হয়েছিল
আজ থেকে প্রায় ১৯ বছর আগে
এবারে আর এক সপ্তা থাকলেই কাজ হইতো। অবশ্য আপনি চলে যাবেন সেটাও বুঝতে পারিনি। না হয় এগিয়েও আনা যেতো।
...........................
Every Picture Tells a Story
এটা মনে হয় অমিত বিভ্রাট
আমি তো গত ২ বছর দেশেই যাইনি
এই বিভ্রাট-টা আমিও পয়লা পয়লা করতাম। প্রোফাইল পিকচার দেইখা একদিন সন্দেহ হইলো... তারপরে ভাবলাম এইটা বুঝি একই অমিতের দুইটা ব্লগ...
অনেক পরে বুঝলাম... এই তাইলে গঠনা!!
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
লে ঠেলা, এখানে দুইনাম্বারটা কে বলেন তো?
...........................
Every Picture Tells a Story
আমি দুইনম্বর কভি নেহি !
অমিত আহমেদ এর কথা কইতে পারি না।
...........................
Every Picture Tells a Story
কী আর কইতাম... দূর্দান্ত... আমি আসলেই ঈদের ঝামেলায় ভয়ানক ফাঁইসা গেছি। একটু গুছায়া বিরাট একটা ছবি পোস্ট দিমু...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ, দ্যান, অপেক্ষায় আছি
...........................
Every Picture Tells a Story
ছবিগুলো খুবই সুন্দর হইছে।একবার বৃষ্টিতে সুন্দরবন যেতে হবে।
সদস্যনাম: বর্ণ
মেইলঃ
ধন্যবাদ বর্ণ
...........................
Every Picture Tells a Story
প্রথমটা ছাড়া বাকীগুলো দুর্দান্ত৷ আমার কেন যেন প্রথমটা, বা ঐ রকম ছবিগুলো বেশী ভাল লাগে না৷ নিতান্তই ব্যক্তিগত মত৷
-----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আপনার ভালো লেগেছে জেনে খুশী হলাম.
...........................
Every Picture Tells a Story
আমিতো যাবো মুস্তাফিজ ভাইয়ের সাথে।
আপনারা আবার কবে যাবেন? আমাকে সাথে রাইখেন।
যাবার আগে পোস্ট দেবো
...........................
Every Picture Tells a Story
এই পোস্ট প্রিয়তে যোগ না করা বোকার কাজ হবে।
বস, লোনলি প্লানেট জাতীয় সংস্থারা বাংলাদেশের উপর যেসব বই লেখে সেগুলোর বদলে আপনি ছবি+তথ্য দিয়ে বাংলাদেশ ভ্রমণের বই লেখেন। আমার বিশ্বাস আপনার বই দেখে ঐ ব্যাটাদের চোখ ট্যারা হয়ে যাবে।
বই লিখতে যে কামলা লাগবে তার জন্য আমাকে একটা ফোন দিবেন।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
লোনলী প্ল্যানেট আসলেই জিনিষ। বাইরে গেলে আমি অনেক ব্যাপারেই ওদের উপর নির্ভর করি।
বাংলাদেশে ভ্রমনের উপর কেউ লিখলে আমি ছবি তুলে দিতে পারি।
...........................
Every Picture Tells a Story
যেই চাকরি হইতে পাইরা ভাইবা এইবার সুন্দরবন যাওয়ার প্রস্তাবটা ফিরায়ে দিলাম- শালার চাকরিটাও হইলো না, আর এখন তো এই ছবি দেইখা কান্দতে ইচ্ছা করতেছে।
পরের বারের অপেক্ষায় থাকলাম
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
খুব খুশী হইছি
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই ,বৃষ্টির এমন অসাধারণ ছবি আমি আগে কখনো দেখিনি।
ধন্যবাদ অনিন্দিতা। বৃষ্টির ছবি আমিও আগে কখনও তুলিনি তেমন ভাবে পানিতে ক্যামেরা ভিজে যাবে সেই ভয়ে। ইদানীং মানে এবারথেকে নিয়মিত তুলবো।
...........................
Every Picture Tells a Story
একেবারে সহি সফরনামা দিয়ে দিলেন
কিন্তু সফরের আগে এই সফরনামা দেখার কথা মনে করিয়ে দেবে কে?
০২
এ্যাঁ???????????????????
লিলেন দা, ওয়াইল্ড লাইফ কাছে থেকে দেখতে হলে আপনাকে ধুমপান বন্ধ রাখতে হবে। বন্য পশুপাখি আমাদের ধারনার চাইতে বেশী দূর থেকে ঘ্রাণ পায়, আর এরকম বিজাতীয় ঘ্রাণ পেলে ওরা যে আরো দূরে সরে যাবে তাতে সন্দেহ নেই।
আরেকটা কথা বনে যাতে আগুন না লাগে সে কারনেও পর্যটকদের ভেতরে ধুম্পান নিরুৎসাহিত করা হয়।
...........................
Every Picture Tells a Story
প্রায় দিন চারেক আগে অপ্র আপনার এই ব্লগটার লিঙ্কদেবার পর থেকেই ট্রাই করছি, কিন্তু লগ ইন করে মন্তব্য করতে পারছিলাম না কেন জানি! যাই হোক, এইটা একটা খুবই কাজের পোস্ট। তবে ট্যুর অপারেটরদের সাথে যোগাযোগের ঠিকানাগুলো / ওয়েব লিঙ্ক/ ফোন নম্বর দিয়ে দিলে খুবই ভালো হতো।
আর ৫ আর ৭ নং ছবি দেখে মুগ্ধ।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
যতোই দেখি, সুন্দরবন দেখার স্বাদ কোনোদিন শেষ হবেনা। আমার কাছে সাতক্ষীরার শ্যামনগরের দিক দিয়েই বেশি এডভেঞ্ছারাস লেগেছে। একবার বেঙ্গলের ভেলায়ও কটকা গিয়েছিলাম।
বরষার ছবিগুলো অসাধারন, ধন্নবাদ মুস্তাফিজ ভাই।
নতুন মন্তব্য করুন