দশদিনের স্পেন-৩

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: সোম, ১৫/০২/২০১০ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ সকালে টেলিফোনের শব্দে ঘুম ভাঙলো। চশমা ছাড়া নাম দেখতে না পারলেও বুঝলাম অচেনা। কানে নিতেই শুনলাম “স্লামালেকুম মুস্তাফিজ ভাই, হান্নান বলছি”। মূহুর্তে চিনে ফেললাম। স্পেন থেকে ঘুরে আসার পর কয়েকমাস পেরিয়ে গেছে, এর মাঝে অনেকবার চেষ্টা করেও হান্নান ভায়ের নাম মনে করতে পারছিলাম না। কয়েক ঘন্টার পরিচয় উনার সাথে অথচ মনে হচ্ছে কত আপন। দেশে এসেছেন মাস খানিক থাকবেন।

স্পেনে বেড়াতে যাবার আগে ঠিক করে রেখেছিলাম সম্ভব হলে গ্রানাডা আর কর্ডোভা ঘুরে আসবো। ভ্রমণসূচীতে এর স্থান ছিলো শেষের দিকে। সেপ্টেম্বরের সাতাশ তারিখ সন্ধায় মাদ্রিদ থেকে ট্রেনে উঠার সময় বড়ভাই হান্নান ভায়ের নাম্বার ধরিয়ে দিয়েছিলেন। ৩ ঘন্টা পর স্পেনের দক্ষিনে মালাগা স্টেশনে নামার পর আমাকে আর ফোন করতে হয়নি। সফেদ দাড়ির পঞ্চাশোর্ধ একজনকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখেই বুঝলাম ইনিই আমাদের হান্নান ভাই।

সমুদ্র পাড়ের ছোট্টশহর মালাগায় রাত নেমে এসেছে। কোলাকুলি সারতেই তাড়া দিলেন। ছিমছাম রাস্তায় গাড়ির আনাগোনা কম, উনি বললেন টের পাবেন আগামীকাল ভোরে, খুব সকালে রওনা না দিলে শহর থেকে বের হতেই ঘন্টা দেড়েক লেগে যাবে। ছোট্ট স্পোর্টস কার সাঁই সাঁই করে সমুদ্রের পাড় ঘেষে চলে এলো মূল শহরে, রাত বলে ভুমধ্যসাগরের বাতাস ছাড়া আর কিছুই অনুভব করলাম না। গাড়ি যেখানে থেমেছে তার সামনেই এক ইন্ডিয়ান রেস্তোরা, নূরজাহান। হান্নান ভাই আঙ্গুল তুলে দূরে দেখালেন আরেকটি, তাজমহল। বিশাল এ দুটি রেস্তোরার মালিক বাঙ্গালী। আমরা ঢুকলাম নবাবগঞ্জের আবদুল মালেকের নূরজাহানে।

দেখলাম পুরোটা রেস্তোরা জুড়ে টানানো ভারতীয় রাজা রানী আর দেব দেবীদের ঝকমকে সস্তা প্রিন্ট দোতালার মৃদু আলোয় কেমন এক রহস্যময়তা তৈরী করে রেখেছে। এসব কিছু হালাল করতেই যেনো ক্যাশ কাউন্টারে কলেমার স্টিকার। আবদুল মালেক নিজেই ঘুরিয়ে ফিরিয়ে দেখালেন তার রেস্তোরা, জানলাম মালাগার সব ইন্ডিয়ান রেস্তোরার মালিক বাঙ্গালী। এরপর বারান্দার চমৎকার এক কোনে রাতের খাবারের জন্য বসে গেলাম।

ভুমধ্যসাগর থেকে বয়ে আসা বাতাসে বারান্দার ছোট কমলার গাছ দুলছে। এখান থেকে সাগর পাড়ি দিলেই মরক্কো, এপথ দিয়েই তারেকের নেতৃত্বে মুসলমানরা এসে স্পেন দখলে নিয়েছিলো। স্থানীয় অধিবাসীদের চেহারায় মরোক্কান ছাপ বেশ বোঝা যায়। কাছাকাছি বলে প্রচুর আরবীয় বেড়াতে আসে এখানে। একটু পর আমাদের দুটেবিল পর আরবীয়দের একটা গ্রুপ খাবার দাবার হালাল কীনা জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে আ্যালকোহলের বোতল খুলে বসে গেলো।

আমরা উঠলাম। রাতে ঘুমানোর মত খুব সস্তার এক হোটেলে আমাদের নামিয়ে দিয়ে হান্নান ভাই জানালেন ভোর সাতে এসে আমাদের নিয়ে যাবেন।

কথা ছিলো সকালে গ্রানাডার বাসে তুলে দেবার। উনার ছোট্ট স্পোর্টস কারে যখন উঠলাম তখনও বুঝিনি সারাদিন আমাদের সঙ্গ দেবেন। উনার গাড়ী চালানো দেখার মত। অতিরিক্ত জোরে চালানোর জন্য এ পর্যন্ত চার বার লাইসেন্স বাতিল হবার পরেও স্পীড মিটারের কাটা একশ আশির নীচে নামতে দেখিনি তেমন। স্পীডিং আমার ভালোই লাগে, কিন্তু এর সাথে যোগ হয়েছে পান সেবন আর কথা। উনার কথা বার্তা সব ঘুরে ফিরে এক জায়গায় এসে থামে “দেখছেন্নি মুস্তাফিজ বাই, এসবই মুসলমানরা বানিয়েছে”।

গ্রানাডা, আলহামরা আর কর্ডোভা ঘুরে সন্ধায় কর্ডোভার রেল স্টেশনে আমাদের নামিয়ে দিয়ে চমৎকার মনের এ ভদ্রলোক বিদায় নিলেন আবার দেখা হবে এ আশাবাদ জানিয়ে।

এবারে আসুন আলহামরার কিছু ছবি দেখা যাক্‌, আলহামরার ভেতরে আমাদের অনুমতি ছিলো মাত্র ত্রিশ মিনিটের, স্বল্প সময়ে কী দেখবো আর কী তুলবো, পুরোটাই ছিলাম দৌড়ের উপর। আরো কিছু ছবি দেখা যাবে আমার ফ্লিকারে।

Details on the patio of the myrtles

Nasrid Palace

Decorated Wall of Palace of Comares, Al Hambra

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Nasrid Palace

Some arcs in the patio of myrtles


মন্তব্য

ওয়াইল্ড-স্কোপ এর ছবি

হাততালি উত্তম জাঝা!

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ ওয়াইল্ড-স্কোপ

...........................
Every Picture Tells a Story

দুর্দান্ত এর ছবি

আপনাকে হিংসা হয় মশাই। আলহামরার যতটুকু আপনি আধা ঘন্টায় দেখেছেন, আমাদের তো আধা বেলা লেগে গেল। গ্রানাডা আর কর্দোবা শহরগুলোও দেখার মত শহর। আমাদের গত বছর গ্রীষ্মের হাইলাইট ছিল স্পেন, অসাধারন সুন্দর একটি দেশ।

মুস্তাফিজ এর ছবি

আপনার তিন কিস্তি পড়লাম। নিজের গাড়ি নিয়ে এভাবে বেড়িয়ে পড়তে লোভ জাগে, কিন্তু নিয়মের বেড়াজালে আমাদের জন্য তা সম্ভব না। আপনার তৃতীয় কিস্তির প্রত্যেকটা ছবির শেষে

<br/>

এই কোড বসিয়ে দিন, ছবি হয়তো তাতে লাইনে আসবে।

...........................
Every Picture Tells a Story

সুরঞ্জনা এর ছবি

আহারে... বড় সুন্দর জায়গা। বর্ণনাও সুন্দর।
................................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

তিথীডোর এর ছবি

পুরাই মুস্তাফিজ !

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ তিথীডোর

...........................
Every Picture Tells a Story

মামুন হক এর ছবি

স্পেনে আমিও এককালে কিছু সময় কাটিয়েছিলাম। আমার দেখে সবচে সুন্দর দেশগুলোর একটি! পরের পর্বের অপেক্ষায় হাসি

মুস্তাফিজ এর ছবি

আরে ভাই, এই সিরিজটার কথা ভুলেই গিয়েছিলাম। আজকে হান্নান ভাই ফোন না দিলে হয়তো আবার শুরুও করা হতোনা।
অবশ্য স্পেনে তোলা প্রায় সব ছবি হারিয়ে যাওয়াটাও না লেখার আরেকটা কারন।

ধন্যবাদ আপনাকে। বাচ্চারা কেমন আছে?

...........................
Every Picture Tells a Story

ফাহিম এর ছবি

সুবিনয় ভাইয়ের পোস্ট পড়ে মাথায় ঢুকে গেসে বার্সিলোনার কথা, এখন আপনে ঢুকাইলেন আলহামরা... ব্যাপার না, এইবার সামারে সব ফাটায় ফেলবো...

ছবি মারাত্মক!!!

=======================
যদি আমি চলে যাই নক্ষত্রের পারে —
জানি আমি, তুমি আর আসিবে না খুঁজিতে আমারে!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

মুস্তাফিজ এর ছবি

বার্সিলোনাতেও গিয়েছিলাম, চমৎকার লেগেছে, সুবিনয়'দা যে পথে হেঁটেছেন আমিও সেই একই পথে পায়ে হেঁটে ঘুরেছি। ভালো লাগার জায়গা।

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হান্নান ভাইকে ধন্যবাদ। হাসি
দেয়ালগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

ফিরে ফিরে আসেন ভালো লাগে। আপনাকেও ধন্যবাদ।

...........................
Every Picture Tells a Story

উজানগাঁ এর ছবি

এইধরনের পোস্ট দেখলেই মন খারাপ হয়। পড়বো না পড়বো না করেও শেষ পর্যন্ত পড়ে ফেলতে হয়।

ছবি-লেখা অসাধারণ। ১০-২২ আসলেই একটা কাজের জিনিস।

মুস্তাফিজ এর ছবি

আসলেই কাজের। গতকাল ইউসড্‌ ২৪-৭০ কিনেছি, ৫০হাজারে, সেটাও মনে হয় কাজে দিবে।

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বস, আপনি ২৪-৭০ কি ফুলফ্রেমের জন্য নাকি ক্রপের জন্য কিনেছেন?

মুস্তাফিজ এর ছবি

আমার তো ক্রপ, কিন্তু একদিন তো ফুলফ্রেম হবে।
গতকাল 1DS MK2 একটা পেয়েছিলাম ১২০,০০০ এ, খুব পরিচিত একজন পছন্দ করাতে আগাইনি।

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

আরবীয়দের একটা গ্রুপ খাবার দাবার হালাল কীনা জিজ্ঞেস করে নিশ্চিত হয়ে আ্যালকোহলের বোতল খুলে বসে গেলো।

হাসি আটকানো মুশকিল হয়ে যাচ্ছিল দেঁতো হাসি, খুব সুন্দর করে লিখেছেন!
আর ছবিগুলো বেশ ভাল লেগেছে!

কাকুল কায়েশ

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ কায়েশ।

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাল্লাগলো। ছবিগুলো ফ্লিকারে আগেই দেখেছি মনে হলো।

মুস্তাফিজ এর ছবি

ঠিক, ছবিগুলা আগেই ফ্লিকারে দিয়েছি।

...........................
Every Picture Tells a Story

ধুসর গোধূলি এর ছবি

- আচ্ছা মুস্তাফিজ ভাই, আলহামরা'র সাথে কি কোনো ভাবে আল-হারামাইন'এর কোনো অন্ত্যমিল আছে? এমনিই মনে হলো, তাই জিজ্ঞেস করলাম।

স্পেন টানে। ইয়োরোপের 'লাইফ' হলো আসলে স্পেন। সবগুলো শহরই অসম্ভব জীবন্ত, মধ্য ইয়োরোপের মতো মরা মরা না।

আমরা আশায় ছিলাম, সেবার আপনার সাথে সাক্ষাত হয়ে যাবে। হলো নাতো! সামনে, অচিরেই কি সেই সম্ভাবনা আছে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুর্দান্ত এর ছবি

আলহামরা হল স্পেনের প্রাসাদ (উমাইয়াদ) আর আল হারামাইন হল একটি নিষিদ্ধ জঙ্গী দল (২০শতাব্দী)। ঠিক বুঝলাম? নাকি আর কোনো হারামাইন আছে?

ইসলামী চুড়ান্তবাদ আল-আন্দালুসকে ভাল চোখে দেখে না। সেখানে মৌলবাদ, সালাফি আর ওয়াহাবী ধারনার বাইরে অনেক কিছু ঘটেছিল। আসলে ধর্মভিত্তিক রাষ্ট্রপরিচালনার আগ্রাসনই উমাইয়াদদের পশ্চিমে চলে যেতে বাধ্য করে। তাই আলান্দালুস যে ধ্যান, ধারনা বা সভ্যতার প্রতিনিধি, আর তার মধ্যে গ্রানাডা-আলহামরার যে অতি-অনৈসলামিক সমাজব্যাবস্থা, আল-হারামাইন ও এর ভাইবেরাদরেরা সেগুলোর অনেকাংশেই বিপরীতে অবস্থান করে।

ধুসর গোধূলি এর ছবি

- আল হারামাইন নামে দুবাই ভিত্তিক একটা পারফিউম কোম্পানী আছে। খুব সম্ভবত এটার সাথে বাংলাদেশে নিষিদ্ধ হওয়া আল-হারামাইন নামক হারামী গোষ্ঠীর কোনো যোগসাজশ নাই। নাকি, আছে! (মনে নাই)।

আমি ভাবতেছিলাম, ঐ পারমিউম কোম্পানীর নামটাও আলহামরা জাতীয় কোনো কোনো হোমড়াচোমড়া গোছের শব্দ থেকে এসে থাকবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দুর্দান্ত এর ছবি

জীবনে সুগন্ধী (জাতীয় বস্তু) চিনি দুইটা - ওল্ড স্পাইস আর শেনেল ৫। অন্য সবকিছু নিশ্চিন্তে সিলেবাসের বাইরে।

ধুসর গোধূলি এর ছবি
মুস্তাফিজ এর ছবি

আল হারমাইনের (দুবাই) মালিক বাংলাদেশী, সিলেটে বাড়ী, ব্যবসায়ী। ভালো লোক।

...........................
Every Picture Tells a Story

আহির ভৈরব এর ছবি

অতি চমৎকার সব ছবি (যথারীতি)! দারুণ লাগছে সিরিজটা।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ আপনাকে।

...........................
Every Picture Tells a Story

রাহিন হায়দার এর ছবি

দারুণ! আগের দু'পর্বও পড়ে আসলাম। আরো লিখুন।
মাস দু'এক পর আশা করি যাচ্ছি ওদিকটায়। কিছু টিপ্স নিয়ে নেব আপনার কাছ থেকে।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ। ঘুরে এলে ভালো লাগবে।

...........................
Every Picture Tells a Story

তাসনীম এর ছবি

দারুন, মুস্তাফিজ ভাই। আমাদেরও আলহামরা ঘোরা হয়ে গেল।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মুস্তাফিজ এর ছবি

এবারে দশ টাকা ফেলেন।

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

লেখা, ছবি দুইই দারুণ। এ ধরনের পোস্ট দেখলেই একটু কষ্ট কষ্ট চিনচিনে ব্যথা হয় বুকে।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

সামনে ব্যথা আরো বাড়বে, বাড়ুক।
সূযোগ দিই কিন্তু কাজে লাগাওনা।

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

এমন করে বললে তো আরও দুঃখ হয়... মন খারাপ

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

আপ্নের ছবি কি আর কমু !!
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

মুস্তাফিজ এর ছবি

আমিও কিছু বললামনা।

...........................
Every Picture Tells a Story

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মুস্তাফিজ ভাই, আপনার ছবিতে প্রায়ই স্থাপত্য শিল্প, নির্মাণশৈলী-- এধরনের বিষয় বেশী দেখতে পারি। বিশেষত ভ্রমণে যেয়ে আপনি যে ছবিগুলো তোলেন, সেগুলোতে। বিশেষ কোন ফ্যাসিনেশন আছে কি?

মুস্তাফিজ এর ছবি

ঠিক তা না। আমি আসলে ল্যান্ডস্কেপ বেশী পছন্দ করি, ইদানীং লাইফ স্টাইল কিছুটা আকৃষ্ট করে কারন প্রতিটি ছবির পেছনের গল্প। আর আর্কিটেকচারাল ছবি তোলার একটা মুনশীয়ানা আছে কম্পোজিশনের বেলায়, মানে ক্যামেরায় কিভাবে আপনি দেখছেন, এ ব্যাপারটা বেশ চ্যালেঞ্জিং আমার কাছে। ভালো কম্পোজিশন পেলে এত আনন্দ পাই বলার মতন না। ব্যাপারটা অনেকটা “করে দেখাও” এর মতন।

...........................
Every Picture Tells a Story

শুভাশীষ দাশ এর ছবি

আহা

মুস্তাফিজ এর ছবি

আহা হাসি

...........................
Every Picture Tells a Story

আনাম এর ছবি

অসাধারণ !

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ আনাম

...........................
Every Picture Tells a Story

শেখ জলিল এর ছবি

চোখ জুড়ানো ছবি আর বর্ণনা।
অসাধারণ!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ জলিল ভাই

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

মনের সুখে সস দিয়ে চেটেপুটে খেয়ে ফেললাম! দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মুস্তাফিজ এর ছবি

পুলিশ ডাকবো?

...........................
Every Picture Tells a Story

অতন্দ্র প্রহরী এর ছবি

এতোদিন পর! আমি তো ভাবসিলাম এই সিরিজ আর চালুই করবেন না!

লেখা-ছবি সবই ভাল্লাগলো। আলহামরা সত্যিই খুব সুন্দর হাসি
আলহামরার ভেতর আপনাদের অনুমতি ছিল তিরিশ মিনিট। এইটা সম্পর্কে একটু বলবেন?

মুস্তাফিজ এর ছবি

আল হামরার পুরো কমপ্লেক্স বিশাল জায়গা জুড়ে (37°10'36.22"N 3°35'22.19"W), পুরোটাই পাহাড়ের উপর। চারদিক দেয়ালে ঘেরা এ কমপ্লেক্স এর মূল আকর্ষন আল হামরা প্রাসাদ ছাড়াও অসম্ভব সুন্দর বাগান, দূর্গ, কিং ফিলিপের বাড়ী এসব অনেক কিছুই আছে।
ধরো তুমি টিকিট নিলা সকাল দশটায়, সারাদিনের জন্য, তোমার টিকিটে লেখা থাকবে সাড়ে দশে আল হামরায় একবার মাত্র ঢুকতে পারবে, এর আগেও না বা পরেও না, সাথে এটাও লেখা থাকবে তুমি এগারোটা দশে একবার মাত্র দূর্গে ঢুকতে পারবা। এখন বোঝ সারাদিনের টিকিট হলেও শুধুমাত্র নির্ধারিত কিছু সময় আল হামরায় থাকতে পারবা।

...........................
Every Picture Tells a Story

ইশতিয়াক রউফ এর ছবি

গ্রানাডা আর আলহামরা দেখার শখ অনেক দিনের। টিনটিন পড়ার বদৌলতে কর্ডোভা নিয়েও খুব আগ্রহ ছিলো। এই পোস্টের ছবিগুলো দেখে... থাক, মুগ্ধতাকে অযথা ভাষা দেওয়ার চেষ্টা আর না করি।

অমিত এর ছবি

টিনটিন কোন অভিযানে কর্ডোবা যায় ? একদমই মনে পড়ছে না মন খারাপ
অ্যাস্টেরিক্স মনে হয় গিয়েছিল। আর প্রফেসর শন্কু।

মুস্তাফিজ এর ছবি

ঘুরে আসেন, ভালো লাগবে

...........................
Every Picture Tells a Story

ওডিন এর ছবি

দুর্দান্ত! অসাধারণ! গুল্লি

আর্লি রিটায়ারমেন্ট নিয়া ফ্রান্সের দক্ষিণে যখন কোন মাফিয়া বসের ব্যক্তিগত সার্জন হিসাবে চাকরি নিমু তখন এক উইকএন্ডে সময় করে ঘুইরা আসতে হবে।

______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

মুস্তাফিজ এর ছবি

আমার জন্য বডি গার্ডের চাকরী দেইখেন তো?

...........................
Every Picture Tells a Story

অতিথি লেখক এর ছবি

সামারে স্পেন যাবার কথা আছে। আপনার লেখা থেকে রসদ সংগ্রহ করতাসি। প্রচুর ধনেপাতা দিলাম। আর ছবির জন্য উত্তম জাঝা!

কৌস্তুভ

মুস্তাফিজ এর ছবি

ইয়ে মানে গাইড লাগবেনা?

...........................
Every Picture Tells a Story

s-s এর ছবি

কী বর্ণাঢ্য জীবন ছিলো স্পেনে , তাই ভাবছি। একসময় পায়ের তলে সর্ষে নিয়ে নিশ্চয়ই চষে ফেলবো দুনিয়া। আপনার ছবিগুলো মুগ্ধ হয়ে দেখি মুস্তাফিজ ভাই।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ আপনাকে। আমাদের তো আর সর্ষে নাই মন খারাপ

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।