ছবিঃ ১। মাধবপুর লেক, সন্ধায় পদ্ম ফুলের সাথে আলোছায়ারা যেখানে লুকোচুরী খেলে
ছবিঃ ২। পাত্রখোলা বাংলো, ভোরে ঘুম ভাঙ্গাবে পাখির ডাক
ছবিঃ ৩। বাংলো থেকে নেমে আসা মাটির রাস্তা, একদিকে সূর্যের আলো অন্যদিকে কুয়াশায় ঢাকা
ছবিঃ ৪। প্রকৃতির ডাকে মাতিস জেগেছে খুব ভোরে
ছবিঃ ৫। ওদের সকাল হয় আমাদের আগে, বাগানের ভেতর দিয়ে কুয়াশা মেখে হেঁটে যায় কর্মস্থলে
ছবিঃ ৬। মাগুরছড়া, যেখানে গ্যাস বিস্ফোরণ ঘটেছিলো সেখানে এখন ফুটে আছে পদ্ম
ছবিঃ ৭। ফুলবাড়ী বাগানে (এ বাগানের ফুল নিয়ে আলাদা একটা ছবিব্লগ দেবার ইচ্ছা আছে)
ছবিঃ ৮,৯। সাতছড়ি বনে সন্ধায় নরম আলোয় পাখিরা যখন ঘরে ফিরে আমরা তখন হেঁটে বেড়াই
ছবিঃ ১০। সাতছড়িতে ত্রিপুরা বাড়ী, বাঁশ দিয়ে বানানো ঘর ঘুরে দেখে বেড়িয়ে আসছে মাতিস
ছবিঃ ১১। পর্দা সরিয়ে উঁকি দিয়ে যায় ত্রিপুরা বালক
ছবিঃ ১২। এখানে বিদ্যূত নাই, পড়া শেষ করতে হবে সূর্য ডোবার আগেই
ছবিঃ ১৩। নিঃসঙ্গতার সুর শুনতে সূর্য উঠার আগেই সাতছড়িতে বেড়িয়ে পড়া
ছবিঃ ১৪। সূর্যের আলো ফালি ফালি হয়ে নেমে আসে আকাশ ছোঁয়া গাছের ফাঁক দিয়ে
ছবিঃ ১৫। অবশেষে একসময় সূর্য হাসে, সোনা রঙ আলোয় ঝলমল করে উঠে চারদিক
ছবিঃ ১৭। গভীর মমতায় খাড়ির ঢালে শাওন (উজান গাঁ) ধরে রাখে রিমা কে
মন্তব্য
বুড়া ভাই জিন্দাবাদ...ছবিগুলার বিশেষণ খুঁজে পেলে জানাবো। আপাতত আরেকবার দেখি
ধন্যবাদ মামুন ভাই
...........................
Every Picture Tells a Story
আপনার এই আইডিয়াটারে স্যালুট জানাইলাম। এখন থেকে ঘুরাফিরা শেষে দুইটা পোস্ট দিবেন, একটা লেখার, আরেকটা ছবির।
যদিও ছবি নিয়ে কোনো কিছুই বলার নাই, কেবল মুগ্ধতা জানানো ছাড়া।
খালি একটা প্রশ্ন: রিমা কে? ঝাতি ঝানতে চায়...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তিনটা পোস্ট দেয়া যাবেনা??
রিমা কে আমি জানিনা।
...........................
Every Picture Tells a Story
- রিমা কে সেইটা এইখানে আলোচ্য না। আলোচ্য হইলো রিমা'র ছোট বোন ক'জন আছে, সেইটা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ রিমার শালি আসে কয়টা সেইটারো খুঁজ করন দরকার
মুস্তাফিজ ভাই, এত বেছে বেছে ছবি দিয়েছেন কেন?
আরো অনেক ছবি দেখতে পারলে ভালো লাগত। ছবির পরিমাণ দেখে মনে হচ্ছে, খুব একটা বেশি ঘোরেন নি আপনারা। কিন্তু সেরকমটা তো আসলে ঘটার কথা নয়।
এই বন্ধে আমিও ঘুরে এলাম ধামরাই। লেবুবাগানের সাম্রাজ্য। দারুণ জায়গা। ঢাকার এত কাছে এত সবুজ, আর গ্রামের মানুষজনও এত নিরীহ, ভাবাই যায় না...
দুই পয়সা হিসেবে ধামরাইয়ের সূর্যাস্তের একখান ছবি দিলাম কমেন্টের সাথে।
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
ছবি আসলেই তুলিনাই তেমন
বাপ বেটা অলস সময় কাটিয়েছি
আপনার তোলা ছবিটা ফ্লিকারে দেখেছি
...........................
Every Picture Tells a Story
৩,১৪ অসাধারণ!!
সবগুলোই সেভ করেছি, আমার পিসিতে একটা ফোল্ডার শুধু আপনার তোলা ছবিতে ভরা!
উদ্ধৃতি
"রিমা কে?
ঝাতি ঝানতে চায়" :D
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
রিমা কে আমি জানিনা, শাওন জানতে পারে
...........................
Every Picture Tells a Story
আপনার ছবি সম্পর্কে বিশেষন সব আগেই হারিয়ে ফেলেছি। তাই ইদানিং আর তেমন মন্তব্য করিনা। পোস্ট দিলেই হুড়মুড়িয়ে ঢুকি, ছবি দেখি, আর "মুস্তাফিজ ভাইয়ের ছবি তো এমনই হবে, এ আর নতুন কি" মনে মনে বলতে বলতে চলে যাই।
---------------------------------------------------------------------------
একা একা লাগে
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সেটাই বা কম কি রেনেট
...........................
Every Picture Tells a Story
সেই!!!
রেনেট ভাই আমার মনের কথা বলে দিয়েছেন।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
ইয়াল্লা !
আমি কি আগে কখনো পদ্মফুল দেখি নাই?
কেন আমার মনে হচ্ছে পদ্মফুল বিশাল বড় আর পানি ছুঁইছুঁই হয়ে থাকার কথা???
২, ৩, ৯, ১৩ বেশি পছন্দ হলো।
শেষের ছবির ক্যাপশন বেশি পছন্দ হইছে।
শাওনের জবাবের প্রত্যাশায় ঝাতি উম্মুখ...
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
পদ্মফুল আসলেই পানি ছুঁই ছুঁই করে থাকে, এখানে বেশীর ভাগ ফোটার অপেক্ষায়।
...........................
Every Picture Tells a Story
নো কমেন্ট!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
...........................
Every Picture Tells a Story
ল্যাকের এই ঘাটের ডান পাশে একসময় বড় বড় রড পুতে রাখা ছিলো। আমি বেছে বেছে সেই দিকেই ঝাপ দিলাম। ঝাপ টাপ দিয়া যখন ঘাটে উঠে কাঁপছি, তখন বাগানের এক লোক এসে বলে, দাদা এইখানে আর ঝাপ দিয়েন না, রড পুতা আছে!
তখন্ও শইলডা এমুন বস্তা হয় নাই। নাইলে খবর ছিলো। হে... হে...
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
হ।
...........................
Every Picture Tells a Story
আমি সহজ সরল মানুষ। আপনার কথামতো গিয়ে ঐ যায়গায় গিয়ে দাঁড়ালাম।
হায়!!!! এই ছিলো আপনার মনে !!!!
আর আমি তোমার কথামতো ঐদিকেই বেড়াতে গেলাম
...........................
Every Picture Tells a Story
রিমা কে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ভাইডি, এখন আমি যদি বলি এইটা আমাদের বুড়াভাইয়ের (চোখ টিপির ইমো) ডিজিটাল কারসাজি। আপনি কি বিশ্বাস করবেন?
রীমা, পাথরের বুক ঘষে লেখা একটা নাম।
...........................
Every Picture Tells a Story
সত্যি আসলেই আমাদের দেশটা অনেক অসাধারন
বাংলা ভাষা
হুঁ, অসাধারণ।
...........................
Every Picture Tells a Story
বাকি গুলোর কথা নাই বা বলি, ১২ নম্বর (সূর্য ডোবার আগেই পড়া শেষ করতে হবে) ছবিটা অন্যরকম ভালো লাগলো। দারুণ একটা মুহূর্ত ধরা পড়েছে।
ইদানিং দেশে যাওয়ার টান অনুভব করছি। সেই টান আরো বেড়ে গেল।
চলে আসেন, ঘুরে বেড়াই।
...........................
Every Picture Tells a Story
ছবি দেখে মনে হচ্ছে আমি কখনই ঐ জায়গাটাতে যাইনি। এ এক অন্য ভূবন।
আমি পুরা
B-)
...........................
Every Picture Tells a Story
বেশ কয়েকটা ছবি মারাত্মক সুন্দর লাগলো। এর বেশি অবশ্য বলার আর কী-ই বা আছে!
আমিতো ভাবছিলাম সবগুলোই সুন্দর
...........................
Every Picture Tells a Story
জবাব নাই। মুগ্ধতায় তব্দা খাইয়া আছি।
--
বস, এক বোটানিস্টরে জিগাইসিলাম, পদ্ম আর শাপলার মধ্যে তফাত কি? সে কইসিলো পদ্ম (লোটাস) পাতা নাকি পানির উপরে বাতাসে দুলে, আর শাপলা (লিলি)পাতা পানিতে ভাসে। আপনার ছবির পদ্মপাতা কি সুন্দর পানিতে ভাসতেসে।
আবার ঐ বোটানিস্ট এর দেখা পাইলে আপনার এই ছবি দেখাইয়া অর মাতবরি ঘুচায়া দিমুনি।
ধরা খাইলাম মনে হয়? শাপলাও হৈতারে এইগুলা (আমি ফুল অত চিনিনা)। পান্ডবদা কে দরকার।
...........................
Every Picture Tells a Story
এইগুলো শাপলা। পদ্ম নহে।
জলকে জলের মত দেখি
পদ্মপাতায় জলদেবী বসে--
ধন্যবাদ কুলদা রায়। জানা থাকলো।
...........................
Every Picture Tells a Story
সবকিছু ছাপিয়ে প্রকৃতির রং একেবারে ঠিকরে বের হয় আপনার ছবি থেকে! অপূর্ব।
রিমা আর শাওনের প্রেমকাহিনী অমর হউক।
ধন্যবাদ যুধিষ্ঠির।
আমিও বলি অমর হউক।
...........................
Every Picture Tells a Story
ছবিগুলা নিয়ে বলাটা খুবই মুশকিল। এতো কসরত-কায়দায় মুস্তাফিজ ভাইয়ের যাবতীয় ছবিতে মানুষ ভালো লাগা জাহির করে যে নতুন ভাবে বলার কোন রাস্তাই আর নাই।
আর শাওনদার শেষের ছবিটা দেখলাম, আর উনার সদ্য পোস্ট করা কবিতার একটা লাইন পড়লাম।
মুচকি হাসলাম।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমিও মুচকি হাসলাম। (শাওন জি টকে একটু আগেই বলেছে আমি নাকি লোক ভালোনা)
...........................
Every Picture Tells a Story
লা-জওয়াব
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
কী আর কই। খাসা জায়গা, খাসা ছবি। ফুলবাড়ির অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ দেবনাথ দা। ফুলবাড়ি আসবে রাশিরাশি ফুল নিয়ে।
...........................
Every Picture Tells a Story
যথারীতি দুর্দান্ত লাগলো ছবিগুলো!
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
খেলুমনা, এমন সব ছবি তুলতে আপনারে কইছে ক্যাডা???
৬ নম্বর ছবির ফুল গুলা পদ্ম না, ঐগুলা শাপলা (খোদা কি কসম) !!!
শাওন তো জন্মের পর থিক্কাই 'লুল', ওর জন্য এইসব রীমা, সীমা, হীমা জাতীয় ঘটনা কুনু ব্যাপারই না।
===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
আমিতো ছবি তুলিইনা। ছবি তুলছে শাওন, ওর ছবি দেইখো টাশকি খাইয়া থাকবা।
কসম খাওয়া লাগবোনা, মানছি শাপলা।
নাহ্ শাওন ভালো ছেলে।
...........................
Every Picture Tells a Story
আপনার ছবি আরো মুগ্ধতা এনে দেয় সাথে দেয়া বর্ণনায়। জড়িয়ে রাখে মায়াবী আবেশে। আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ চড়ুই
...........................
Every Picture Tells a Story
দারুন, প্রিয়তে রাখছি, যাব বেড়াতে ওখানে কোন একদিন।
+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শাওনকে সাথে না নিলে ওদিকে বেড়ানো অসম্পূর্ণ থেকে যাবে
...........................
Every Picture Tells a Story
হা রে রে রে
এমন ছবি কে তুলে রে
এমন ছবি ভালো পাই
পাঁচ দাগানো ছাড়া উপায় নাই।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
১১ নম্বর অসাধারণ, অসাধারণ, অ-সা-ধা-র-ণ
ধন্যবাদ অমিত
...........................
Every Picture Tells a Story
সবগুলাই অসাধারন
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
বুঝি ক্যামনে? ছবি চাইলানাতো
...........................
Every Picture Tells a Story
আর সবার মতো আমিও ফোল্ডার বানামু ভাবতেছি তাই চাইলাম না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
আমাদের এখানে আজকে বাজে আবহাওয়া, সাথে তুষার ঝড় শুরু হবে রাত থেকে, তাই মেজাজ এখন ''খেপচুরিয়াস''। অসংখ্য ধন্যবাদ আপনাকে ছবিগুলার জন্য, বিশেষ করে ১,৬,৭ আর ১৪ নম্বরগুলা। শাপলা ফুটতে শুরু করলে চোখ জুড়িয়ে যায় - আমার দাদাবাড়ীর পুকুরের কথা মনে পড়ল আপনার ছবি দেখে (ওগুলো আসলে শাপলাই)। অনেকবছর যাওয়া হয় না, কবে যে হবে!
আমার দাদাবাড়িও কিন্তু ময়মনসিংহে! ঃ)
- শরতশিশির -
আজকাল পুকুরে শাপলার দেখা পাওয়া ভার। কিছু বিল ঝিল ছাড়া এগুলো হারিয়ে যেতে বসেছে।
দেশে এলে যোগাযোগ হবে নিশ্চয়ই।
...........................
Every Picture Tells a Story
গত কযেকদিন ঘুমের আগ আগ দিয়ে পরিচিত কয়েক জন ফোন করে একই কথা আপনাকে আমার খু্ব হিংসা হয়-কি জন্য অব্যাখ্যাত। সেই কথা আপনার জন্য তবে ব্যাখা করছি-'ছবি' দেখে। কিন্তু রামকৃষ্ণ এসে দাঁড়ায় বাণী নিয়ে হিংসা পরিহার্য। তাই সাধুবাদ।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
মজা পাইলাম
...........................
Every Picture Tells a Story
তব্দা খাইয়া আছি
একটা ঝাঁকি দ্যান ঠিক হয়ে যাবে
...........................
Every Picture Tells a Story
আপনার ছবির ব্যাপারে কিছুই বলার নেই। শুধু কোথায় যেন একটা অস্বস্তিকর ব্যাথা...
ধন্যবাদ নৈষাদ, আপনি তো বেড়াতে পছন্দ করেন, চলেই বেড়িয়ে যাই
...........................
Every Picture Tells a Story
অসাধারন সুন্দর কিছু ছবি,
দেখে খুবই ভাল লাগল
"গভীর মমতায় খাড়ির ঢালে শাওন (উজান গাঁ) ধরে রাখে রিমা কে" বুঝিনাই একটু বুঝিয়ে দিন
ধন্যবাদ নীল কাব্য।
কিছু কিছু জিনিষ আমাদের বুঝার ক্ষমতার বাইরে, এটাও তেমন
...........................
Every Picture Tells a Story
স্যার
এইবার ছবির মইদ্যে ক্যাপশন বসানো ছাইড়া টাইটেল দেয়া শুরু করেন
তাইলেই দেখবেন পুরা ছক্কা
জ্বী স্যার
...........................
Every Picture Tells a Story
১৪ নং ছবিটা সবচাইতে সুন্দর লাগলো। মাধবপুর লেক এর আরো কিছু ছবি দিতে পারতেন। খুব সুন্দর জায়গা।
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
ধন্যবাদ।
মাধবপুর লেকের ছবি ঐ একটাই তুলেছি। রাত নেমে আসাতে তোলা হয়নি। পরদিন ভোরে যাবার ইচ্ছা থাকলেও অন্যকেউ রাজী না থাকাতে হয়ে উঠেনি।
...........................
Every Picture Tells a Story
ফুলবাড়ী বাগানের ফুল নিয়ে পোস্ট দেন। জলদি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
রোববারে দেবো
...........................
Every Picture Tells a Story
খাসা ছবিগুলো। আপনার গতবারের পোস্টে লেখার সঙ্গে কম ছবি দিয়েছিলেন বলে দুঃখু করেছিলাম, এবার মন ভরে দেখে গেলাম।
তবে, বুগনভিলিয়ার অমন চমৎকার একখানা ক্লোজ-আপ তুললেন আর শাপলাগুলোর কাছ থেকে কিছু তোলেননি?
বাপ-পোলার ছবিটাও বেশ ভাল লাগল। একখন্ড অবসরের একটুকু ছবি।
কৌস্তুভ
ধন্যবাদ কৌস্তুভ।
কাছে থেকে শাপলার ছবি তোলা হয়নি। প্রথম যখন শাপলার কাছে যাই (মাধবপুরে) তখন সন্ধ্যা নেমে গেছে। দ্বিতীয় বার মাগুরছড়ায় সেসময় কটকটা রোদ, যদিও কিছুটা পানি ভেঙ্গে কাছাকাছি যাওয়া যেতো কিন্তু সেখানে চোরাবালি আছে শোনাতে যাওয়া হয়নি
...........................
Every Picture Tells a Story
তারা দিয়া ভাগি। কোন হিংসা নাই বড় ভাই, কারণ পেশাদারী ক্যামেরা জীবনেও কিনব না
লেম্বু বাগানে যান নাই? ছবি দেখি না যে।
- এক কাজ করি চলেন আলমগীর ভাই। আপনে আর আমি, কাগজের কিছু ক্যামেরা আছে না? ঐগুলা কিনি। তারপর সেগুলা দিয়া ইচ্ছামতো নদীনালাপাহাড়খালবিলছালছাবিল সব ফটুক তুলে সেগুলা নিয়ে ফটুক এগজিবিশন করি। সেই এগজিবিশনে মুস্তাফিজ ভাইরে দাওয়াত দেই। উনি আইসা দেখুক, আমরা কী করতে পারি কাগজের ক্যামেরা দিয়াই। খালি কেউ একটা পেশাদারী ক্যামেরা দিয়া দেখুক না আমাগো হাতে! এক্কেরে হোতায়ালামু না!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ধন্যবাদ আলমগীর। লেবু বাগানে যাই, ছবি তোলা হয়না।
...........................
Every Picture Tells a Story
টাইপ করতে পারতেছি না- আঙ্গুলগুলো অসাড় হয়ে যাচ্ছে, মনে হয় হিংসায়!
নতুন করে কি আর বলবো মুস্তাফিজ ভাই- আবার বলি অসাধারণ।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
ধন্যবাদ ওডিন
...........................
Every Picture Tells a Story
এগুলো শাপলা ফুল, পদ্ম নয় তো৷
আচ্ছা ১৫ র পরে ১৭ কেন? ১৬ কই?
১,৩ আর ১২ বেশী বেশী সুন্দর৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
এটা আমার ভুল, ১৬ এখনও হয়তো সাতছড়িতে
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন