একজন প্রতুল মুখোপাধ্যায়

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: মঙ্গল, ৩০/০৩/২০১০ - ৪:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

১৯৪২ সালে বরিশালে জন্ম নেয়া প্রতুল মুখোপাধ্যায় বাল্যকাল থেকেই গায়ক হিসাবে খ্যাতি লাভ করেন, বলা হয়ে থাকে এ বিরল প্রতিভা উনার জন্ম সময় থেকেই। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলাচারণের একটি কবিতায় সুর দিয়ে সবাইকে অবাক করে দেন তিনি। সেই থেকে শুরু।
প্রতুল মুখোপাধ্যায়
একাধারে কবি, সঙ্গীতকার, গায়ক প্রতুল মুখোপাধ্যায় গান আর কবিতায় সুর দেয়া নিয়ে এত পরীক্ষা করেছেন অথচ নিজ মাটির সুর কখনও ছেড়ে যাননি তা ভাবতেও অবাক লাগে। নানান জায়গার নানান সুর নিয়ে নিজের গায়কী পরিশুদ্ধ করেছে আস্তে আস্তে।
তাঁর গানে, সুরে মানুষের বিভিন্ন সময়, নানান পরিস্থিতির যে আবেগের সমন্বয় দেখতে পাই তাতে প্রতুল মুখোপাধ্যায়কে উনার প্রজন্মের একজন শ্রেষ্ঠ সংগীতকারের আসনে বসাতে বিন্দুমাত্র দ্বিধা করবোনা আমি।
৬০ এর দশক থেকে প্রতুল আস্তে আস্তে কমুউনিস্ট আন্দোলনে শরীক হন এবং নিজের গানকে পরিনত করেন প্রতিবাদ, আন্দোলন আর জাগরণের শক্তিতে।
কোনরকম বাদ্যযন্ত্র ছাড়াই কেউ এত সুন্দর গাইতে পারে তা উনার গান শোনা ছাড়া কল্পনাতেও আসেনা, সবচাইতে বড় কথা গানের ফাঁকে ফাঁকে বিভিন্ন আন্দোলন আর বিষয় নিয়ে উনার আলাপ চারিতা একবার যে শুনেছে সারা জীবন তার সেটা মনে থাকবে।
নমস্য এই শিল্পী ঢাকায় এই প্রথমবার এলেন আমাদের স্বাধীনতা দিবস ২৬শে মার্চের দুপুরে। সেদিন বিকেলে প্রথম তাঁর মুখোমুখি হই মগবাজারের এক বাসায়, ছবি তুলি কয়েকটা, এরপর গতকালের জাদুঘর মিলনায়তনে একক সন্ধ্যা। অদ্ভুত সুন্দর কিছু স্মৃতি।
ব্যানার
(আমার তোলা ছবি দিয়ে গতকালের অনুষ্ঠানের ব্যানার বানিয়ে দিয়েছিলাম)

আশাকরি আস্তে আস্তে উনার আলাপচারিতা সবাইকে শোনাতে পারবো। এখন চলুন উনার কিছু গান শুনি। নেট স্পীডের কথা খেয়াল রেখে রেকর্ডিং কোয়ালিটি লো রাখা হয়েছে। কিছু কিছু গানে যন্ত্রানুসঙ্গ পরে যোগ করা, সেগুলো প্রকাশিত সিডি থেকে নেয়া।

ফিরিয়ে দাও

Get this widget | Track details | eSnips Social DNA

ছোকরা চাঁদ

Get this widget | Track details | eSnips Social DNA

ডিঙ্গা ভাসাও

Get this widget | Track details | eSnips Social DNA

শ্লোগান

Get this widget | Track details | eSnips Social DNA

সাপের মাথায় পা

Get this widget | Track details | eSnips Social DNA

লাল ফৌজ

Get this widget | Track details | eSnips Social DNA

লাল কমলা হলুদ সবুজ

Get this widget | Track details | eSnips Social DNA

যেতে হবে দূরে

Get this widget | Track details | eSnips Social DNA

মানুষ

Get this widget | Track details | eSnips Social DNA

মা সেলাই করে

Get this widget | Track details | eSnips Social DNA

ভালোবাসার মানুষ

Get this widget | Track details | eSnips Social DNA

বাবরের প্রার্থনা

Get this widget | Track details | eSnips Social DNA

তোমারই জন্যে

Get this widget | Track details | eSnips Social DNA

জন্মিলে মরিতে হবে

Get this widget | Track details | eSnips Social DNA

ছোট ছোট পা

Get this widget | Track details | eSnips Social DNA

চ্যাপলিন

Get this widget | Track details | eSnips Social DNA

কাঁচের বাসন

Get this widget | Track details | eSnips Social DNA

আলু বেচো ছোলা বেচো

Get this widget | Track details | eSnips Social DNA

আমি বাংলায় গান গাই

Get this widget | Track details | eSnips Social DNA

আমি এত বয়সে

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

তিথীডোর এর ছবি

গুরু গুরু
ধনেপাতা আনলিমিটেড!!
গানগুলো ডাউনলোড করে নি আগে তারপর আবার পড়বো... হাসি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

কাকুল কায়েশ এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
'আলু বেচো, ছোলা বেচো' গানটা আমার অ-নে-ক অ-নে-ক পছন্দের একটা গান। আমার কাছে এটাই প্রতুলের বেস্ট গান।
গানটা শেয়ার করার জন্য আবার ধন্যবাদ। আজকের দিনে খালি এটাই শুনতে থাকব; অন্য গানগুলা আপাতত শুনছি না, কালকের জন্য জমা রাখলাম।
আর ভাই, উনার সাথে আপনার আলাপচারিতাটা শুনতে ইচ্ছা হচ্ছে। জলদি পোস্ট দিয়েন।
===================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

মুস্তাফিজ এর ছবি

"আলু ব্যাচো, ছোলা ব্যাচো, ব্যাচো বাখরখানি
ব্যাচোনা ব্যাচোনা বন্ধু তোমার চোখের মনি।
কলা ব্যাচো, কয়লা ব্যাচো, ব্যাচো মটর দানা
বুকের জ্বালা বুকেই জ্বলুক কান্না ব্যাচোনা।
ঝিঙ্গে ব্যাচো পাঁচ সিকেতে, হাজার টাকায় সোনা
বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন ব্যাচোনা।
ঘর দোর ব্যাচো ইচ্ছে হলে, করবো নাকো মানা
হাতের কলম জনমদুখি তাকে ব্যাচোনা।"

কি অদ্ভুত তাইনা?

...........................
Every Picture Tells a Story

মনামী এর ছবি

অদ্ভুত - এছাড়া আর কোনো অভিব্যক্তি খুঁজে পাইনি টিভির পর্দায় এই অসাধারণ শিল্পীকে এই গানটা গাইতে দেখে।

কাকুল কায়েশ এর ছবি

টিভিতে বা সামনাসামনি উনাকে এই গান গাইতে দেখার সৌভাগ্য আমার হল না।
এটার কি কোন লিংক পাওয়া যাবে? কেউ প্লিজ অনুগ্রহ করে দিলে খুব খুশী হব, কৃতজ্ঞ থাকব।

=====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

মুস্তাফিজ এর ছবি

গতকালের অনুষ্ঠানের পুরো ভিডিয়ো করেছে দেশ টিভি, হয়তো কোনদিন দেখাবে। এছাড়া আমার কাছেও আছে। একসময় আপলোড দিব।

...........................
Every Picture Tells a Story

কাকুল কায়েশ এর ছবি

আলাপচারিতা শোনার ও ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকছি মুস্তাফিজ ভাই।
====================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

==========================
একটাই কমতি ছিল তাজমহলে,
......তোমার ছবিটি লাগিয়ে দিলাম!

রণদীপম বসু এর ছবি

দুর্দান্ত একটা ছবি দিলেন মুস্তাফিজ ভাই ! আর বিশটা গান !
মারাত্মক ব্যাপার !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মুস্তাফিজ এর ছবি

হুঁ, আসলেই, তবে এখন এ কথা বললে আমার কাছে উনার ১০ ঘন্টার যে রেকর্ড আছে তার সবটুকু পেলে কী বলবেন? আর ছবির কথা ? প্রায় দুশো'র উপর ছবি তুলেছি।

...........................
Every Picture Tells a Story

যুধিষ্ঠির এর ছবি

দারুণ প্রিয় শিল্পী একজন। আপনাকে হিংসে হচ্ছে মুস্তাফিজ ভাই, উনার গান লাইভ দেখলেন, আলাপচারিতা শুনলেন। ধন্যবাদ পোস্টের জন্য।

গানগুলোর ব্যাপারে একটা কথা। এই গুনী মানুষটি অসম্ভব প্রচারবিমুখ আর বিনয়ী বলেই জানি। এজন্যই এই ঢাকার বাণিজ্যিক সাংস্কৃতিক অঙ্গনে উনাকে অন্য অনেক ভারতীয় শিল্পীর মত প্রতিনিয়ত লাইভ অনুষ্ঠান করতে দেখা যায়নি। উনার গান নিয়ে মাহমুদুজ্জামান বাবুর মত মিডিওকার শিল্পীরা অনেক অর্থ উপার্জন করেন, কিন্তু বাবুর কোন একটা কনসার্টে বা সাক্ষাৎকারে কখনও এই ভদ্রলোকটিকে বিন্দুমাত্র স্বীকৃতি দিতে বা কৃতজ্ঞতা স্বীকার করতে শুনিনি। বিশেষ করে আজকের প্রজন্ম যখন বাবুকে "তার" বিখ্যাত" বাংলায় গান গাই" নিয়ে প্রশংসা করে, বাবু সেটা নির্দ্বিধায় গ্রহন করেন।

যাহোক, কথাগুলো বলার একটাই উদ্দেশ্য। আমি যতদূর জানি এই গুনী শিল্পী অর্থের অনেক প্রলোভন থাকা স্বত্বেও বাণিজ্যিকভাবে বিকিয়ে যাননি, অন্য অনেক শিল্পীর মতো, অথবা অন্য অনেক এক্স-বামপন্থীর মত। সবাইকে তাই অনুরোধ করবো উনার গান ডাউনলোড না করে উনার সিডি কিনে নিতে - এটা কিছুটা হলেও শিল্পীকে সাহায্য করবে। আর মাহফুজ ভাই, আপনার কাছে অনুরোধ, গানগুলো ডাউনলোডেবল হিসেবে না রাখার জন্য।

আরেকটা কথা, ছবিটা অদ্ভুত সুন্দর তুলেছেন। উনার ব্যক্তিত্ব বা সারা জীবন ফুটে ওঠে এই এক ছবিতেই।

মুস্তাফিজ এর ছবি

গান আর প্রাণ যখন এক হয়ে যায় তখন তার নাম প্রতুল মুখোপাধ্যায়। সেসব গান তাঁর কড়ি ও কোমলে, উদারা ও মুদারায় অফুরান সুরের ফুল ফোটায়। গান তাঁর ক্রোধ, ঘৃণা, বিক্ষোভ, আনন্দ, বেদনা আর ভালবাসার অনিবার্য প্রকাশ। ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার চিফ ম্যানেজার, স্ট্যাটিস্টিক্স এন্ড লং রেঞ্জ প্ল্যানিং পদ থেকে অবসরে যাওয়া প্রতুল মুখোপাধ্যায় শুধু ভালবাসা খুঁজেন তাঁর শ্রোতাদের কাছ থেকে। থলি হাতে গলায় গান নিয়ে কলকাতার রাস্তায় একা নেমে যান ‘সিডর’ আর ‘আইলা’র’ মতন দূর্যোগ মোকাবেলায়। তিনি বলেন “কারো প্রতি আমার কোন ক্ষোভ নেই, আমি জীবনকে উপভোগ করি আমার মতন করে”।
আমার তোলা ছবি উনিও পছন্দ করেছেন, ইচ্ছে আছে যাবার আগে কয়েকটা প্রিন্ট উনাকে দিতে পারবো।

...........................
Every Picture Tells a Story

যুধিষ্ঠির এর ছবি

হুমম, দেখা যাচ্ছে উনার শিল্পী জীবনের বাইরের জীবন সম্পর্কে আমার কাছে সঠিক তথ্য ছিলো না। ধন্যবাদ জানানোর জন্য।

আপনাকে ভুল করে মাহফুজ ভাই ডাকার জন্য দু:খিত। আপনার ভক্তরা ইতিমধ্যেই আইএম দিয়ে আমাকে বকাবকি করছে এই ভুলের জন্য হাসি

মুস্তাফিজ এর ছবি

ব্যাপারনা, আমার বড় ভায়ের নাম মাহ্‌ফুজ

...........................
Every Picture Tells a Story

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধন্যবাদ, মুস্তাফিজ ভাই।
পরশু দেশটিভিতে লাইভ দেখছিলাম, কোনো বাদ্যযন্ত্র ছাড়া কী চমৎকার গেয়ে গেলেন প্রতুল। কী উদ্যম, গায়কী। অসাধারণ!

প্রতুলের আরেকটা গান শুনি মাঝে মাঝে -
'একদা এক রামছাগল খুঁজছিল তার দাদাকে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল ঠাকুরবাড়ির গাধাকে' ঃ)

সুহান রিজওয়ান এর ছবি

প্রতুলের আরেকটা গান শুনি মাঝে মাঝে -
'একদা এক রামছাগল খুঁজছিল তার দাদাকে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল ঠাকুরবাড়ির গাধাকে' ঃ)

আমি ঠিক এই গানটাই খুঁজছিলাম মুস্তাফিজ ভাইয়ের লিঙ্ক দেয়া গানগুলোর মাঝে। এটার লিঙ্ক আছে কারো কাছে ??

সেই সাথে মুস্তাফিজ ভাইকে ধন্যবাদ এই প্রচারবিমুখ গায়ককে নিয়ে লেখবার জন্যে। উনার সম্পর্কে কিছু জানিনা বলতে গেলে, কেবল 'আমি বাংলায় গান গাই' নিয়ে মা.বাবুর কারণে যা আলোচনা হয় - তা ছাড়া।

গানগুলো রাতে নামিয়ে নেবো।

_________________________________________

সেরিওজা

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

আমার খুবই প্রিয় একটা গান। এখানে গানটা পাবেন, আর প্রতুল মুখোপাধ্যায় সম্পর্কে আগ্রহ থাকলে এখানে উঁকি মেরে দেখতে পারেন।

মুস্তাফিজ এর ছবি

'একদা এক রামছাগল খুঁজছিল তার দাদাকে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল ঠাকুরবাড়ির গাধাকে' গতকাল উনার গলায় এটা শুনেছিলাম। উনার সাথে আলাপ চারিতায় এ গানের কথাও এসেছিলো, সে প্রসঙ্গে যেদিন আসবো তখন না হয় গানের ভিডিও পোস্টে দেয়া যাবে। (আসলে সেদিন নজরুল ভাইকে বলছিলাম কিভাবে ভিডিও সিকোয়েন্স আলাদা করতে হয় শেখাতে, শিখে নিই)।

...........................
Every Picture Tells a Story

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

'একদা এক রামছাগল খুঁজছিল তার দাদাকে, খুঁজতে খুঁজতে পেয়ে গেল ঠাকুরবাড়ির গাধাকে'

ঠাকুরবাড়ি না ধোপার বাড়ি ?

_প্রজাপতি এর ছবি

অনেক অনেক ধন্যবাদ মোস্তাফিজ ভাই গানগুলোর জন্য। 'ডিঙ্গা ভাসাও সাগরে সাথিরে' গানটা খুবই প্রিয় আমার।

যন্ত্রানুষঙ্গ ছাড়াই শুধু কন্ঠ দিয়ে মানুষকে মোহাবিষ্ট করার ক্ষমতা উনার মত আর কারো আছে কিনা আমার সন্দেহ আছে ।

-----------------------------------------------
ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

মুস্তাফিজ এর ছবি

ডিঙ্গা ভাসাও গানটা এতদিন শুনেছি বাদ্যযন্ত্র সহ, গতকাল শুনলাম লাইভ সেটাও যন্ত্র ছাড়া, মোহাবিষ্ট করে রাখার মতন একটা গান। গলার কাজ সাথে অংগভঙ্গী, আর কনদিন দেখতে পাব কীনা কে জানে

...........................
Every Picture Tells a Story

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এই লেখায় আমার কোনো মন্তব্য নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

গতকাল যেতে পারেননাই তাতে কী? যদি বলেন আগামীকাল ব্যবস্থা করে দিতে পারি (বিকেল চারটায়), যদি সাক্ষাৎকার নিতে চান আমাকে ফোন দেন। আমি তো আর পারিনা নাইলে সচলায়তনের জন্য একটা সাক্ষাৎকার ঠিকই নেয়া যেতো।

...........................
Every Picture Tells a Story

তাসনীম এর ছবি

মুস্তাফিজ ভাই, পোস্টের জন্য অনেক ধন্যবাদ। সচলের কেউ সাক্ষাৎকার নিতে পারলে খুবই ভালো হয়।

আরেকটা জিনিস, সবগুলো গান শুনতে পাচ্ছি না। ইস্নিপের সার্ভারের গন্ডগোল আছে মনে হয়।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মুস্তাফিজ এর ছবি

হইতে পারে সার্ভার সমস্যা।

...........................
Every Picture Tells a Story

বাউলিয়ানা এর ছবি

একটা গানও শুনতে পাচ্ছিনা ইস্‌নিপ্সের গণ্ডগোলের কারনে মন খারাপ । গান গুলো যে আমার কত প্রিয় তা বলে বুঝাতে পারবনা।

পোষ্টের জন্য মুস্তাফিজ ভাইকে অনেক অনেক ধন্যবাদ।

মুস্তাফিজ এর ছবি

আপনাকেও ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

বইখাতা এর ছবি

ধন্যবাদ আপনাকে। আলাপচারিতার রেকর্ড এখানে দেবেন তো ? শোনার জন্য অপেক্ষায় রইলাম।

মুস্তাফিজ এর ছবি

আর মাত্র কয়েকদিন। শুনতে পাবেন।

...........................
Every Picture Tells a Story

নাশতারান এর ছবি

নেটের বেহাল অবস্থা। কষ্টেসৃষ্টে একটা গান শুনলাম। মন খারাপ
পরে আবার চেষ্টা করবো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, মুস্তাফিজ ভাই।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মুস্তাফিজ এর ছবি

বুনো ভাই আপনাকেও ধন্যবাদ

...........................
Every Picture Tells a Story

আরিফ জেবতিক এর ছবি

একদিন দুজনেই বাঙালি ছিলাম,
এখন দেখো দেখি কান্ডখান;
তুমি এখন বাংলাদেশী
আমারে কও ইন্ডিয়ান।

××× এই নতুন গানটা কি পাওয়া যাবে ?

সামনা সামনি শোনার খুব ইচ্ছে ছিল, রওনা দিয়েও যেতে পারলাম না; শালার ছকে বান্ধা গোলামির জীবন।

মুস্তাফিজ এর ছবি

আরিফ ভাই সবই আছে

...........................
Every Picture Tells a Story

হাসান মোরশেদ এর ছবি

বুড়াভাই এই গানটা শুনতে চাই-ই চাই
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মূলত পাঠক এর ছবি

অনেক আগে কলকাতা বইমেলায় মঁমার্ত্র মঞ্চে ওঁকে গাইতে শুনেছিলাম। তালি আর তুড়ি বাজিয়ে। গান তো অতুলনীয়, তবে গায়কি নিয়ে অনেকের সমস্যা হয়, আমারও হতো অভ্যেস হওয়ার আগে। তারপর একবার ভালো লেগে গেলে আর কথা থাকে না।

ঐ বাবু নামক শিল্পীর গানটাও শুনেছি, অনেক বাজনাটাজনা যোগ করেও আসলের ধারেকাছে আসে নি, এবং এখন যা শুনছি তাতে তো মনে হচ্ছে ইনি বলিউডের টোকামাস্টারদের সমগোত্রীয়।

সুজন চৌধুরী এর ছবি

হাহাহহাহ! "বলিউডের টোকামাস্টারদের সমগোত্রীয়।"
ভালো বলছেন।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

মুস্তাফিজ এর ছবি

"আমি বাংলার গান গাই" গানটা লেখা হয়েছিলো বাংলা ১৪০০ সাল কে সামনে রেখে, সেবার পয়লা বোশেখে উনি এ গানটা গেয়েছিলেন।
বাবু'র গাওয়া জনপ্রিয় সন্দেহ নেই, কিন্তু যারা প্রতুলের গলায় গানটা শুনেছেন তারা বাবু গায়কীকে ধারে কাছেও আনবেননা নিশ্চিত। তুলনা ত পরে।

...........................
Every Picture Tells a Story

সুজন চৌধুরী এর ছবি

অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই ।
দেশে থাকলে অবশ্যই যেতাম, এখন তো ঘোলে মেটাতে হবে স্বাদ।


লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ সুজনদা তবে ঘোলটাও কিন্তু ভালো হবে, মহিষের দুধের।

...........................
Every Picture Tells a Story

শরতশিশির এর ছবি

মুস্তাফিজ ভাই, আমি বাধ্য হলাম লগাতে। প্রতুল মুখার্জি'র গান শুনেছি বাবার বদৌলতে, আজকে আব্বুকে শোনাতে পারলে ভাল হতো। আর ঢাকায় থাকলে অবশ্যই যেতাম। সবগুলো গান শুনতে পারছি না কিন্তু অনেকগুলোই চেনা।

প্রতুল মুখার্জি কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গেয়েছিলেন? আমাকে একটু কনফার্ম করতে পারবেন, প্লীজ?

খুব,খুব মন ছুঁয়ে গেল। অনেক ধন্যবাদ আপনাকে, নস্টালজিক করে দিয়ে। আমার প্রিয় পোস্টেও যোগ হলো।

ভাল থাকবেন। হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি দেখতে চাই না বন্ধু তুমি
কতখানি হিন্দু আর কতখানি মুসলমান
আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ।

মুস্তাফিজ এর ছবি

উনি স্বাধীন বাংলা বেতারে গান গেয়েছেন বলে জানা নেই, তবুও দেখি কনফার্ম হয়ে জানাবোনে।

...........................
Every Picture Tells a Story

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

bangla asche na keno jani...
idaning mustafiz bhai darun darun post den... shuveccha...
Amar khub priyo gayok.... apnake eersha...
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ মোতাহির ভাই। আমাকে ঈর্ষা করে লাভ নেই, আমিতো শুধু কিছু তথ্য যোগ করলাম মাত্র।

...........................
Every Picture Tells a Story

অমিত এর ছবি

পোস্ট নিয়ে মন্তব্য করার কিছু নাই। ভিডিও আপলোডান

মুস্তাফিজ এর ছবি

ঠিক আছে দেবো।

...........................
Every Picture Tells a Story

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ মুস্তাফিজ ভাই। সোজা-সাপ্টা গানের মানুষ প্রতুল মুখোপাধ্যায়ের এমন অসাধারণ ছবি আগে দেখিনি।

এর পরের অংশের অপেক্ষা শুরু করলাম।

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ আনন্দী কল্যাণ, উনার আরো কিছু চমৎকার ছবি তোলা আছে আমার কাছে।

...........................
Every Picture Tells a Story

ইশতিয়াক রউফ এর ছবি

আহা, প্রতুলের গান!! কী যে আফসোস হলো সরাসরি দেখতে না পেরে! আমার প্রবাস জীবনের প্রথম দিকে প্রতুলের গান শুনতাম খুব। মন চলে যায় সেই সময়গুলায়।

মুস্তাফিজ এর ছবি

আমাদেরও আপনাদের ওখানকার অনেক কিছু নিয়ে আফসোস করি হাসি

...........................
Every Picture Tells a Story

উজানগাঁ এর ছবি

আমি কেনু গানগুলো শুনতে পারি না !!

মুস্তাফিজ এর ছবি

আচ্ছা তোমাকে মেইলে পাঠামুনে।

...........................
Every Picture Tells a Story

আবির আনোয়ার [অতিথি] এর ছবি

ধন্যবাদ মুস্তাফিজ গান গুলোর কথা নতুন করে মনে করিয়ে দেয়ার জন্য। এখানে দেয়া প্রায় সবগুলোই আগে শুনেছি তবে একদা এক রামছাগল এই গানটির কথা আগে শুনিনি। ইস্নাইপ্স এ পেয়ে গেলাম, বেশ মজার গান হাসি

Get this widget | Track details | eSnips Social DNA

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ ভাইয়া

...........................
Every Picture Tells a Story

নিঃসঙ্গ গ্রহচারী [অতিথি] এর ছবি

ধন্যবাদ, ভাইয়া।
ভিডিওর জন্য অপেক্ষা করছি।
আপাতত গানগুলোই শুনি...

মুস্তাফিজ এর ছবি

শুনতে থাকেন

...........................
Every Picture Tells a Story

আবির আনোয়ার [অতিথি] এর ছবি

যুধিষ্ঠিরদা ডাকলেন ভুল নামে আর আমি আপনার নামের পর ভাই যোগ করতে ভুলে গেলাম। এই ভুলের জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত এবং লজ্জিত। হাসি

মুস্তাফিজ এর ছবি

ধুর ভাই ঐগুলা কোন ঘটনা না

...........................
Every Picture Tells a Story

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আলু ব্যাচো, ছোলা ব্যাচো, ব্যাচো বাখরখানি
ব্যাচোনা ব্যাচোনা বন্ধু তোমার চোখের মনি...
আমি তো গানটার প্রেমে পড়ে গেলাম।
গলায় প্রাণটা টের পাওয়া যায় পরিষ্কার।

........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মুস্তাফিজ এর ছবি

কিছু একটা কইতে চাইছিলাম, কইলামনা

...........................
Every Picture Tells a Story

দুষ্ট বালিকা এর ছবি

ও ভাই, ভাইরে... উনার গান সামনা সামনি শুনার শখ মনে হয় পূরণ হবার নয় তাই আপ্নেরেই লাল সেনাম দেই...জাবিতে থাকা অবস্থায় তিনখান আন্দোলন করেছিলাম আমরা...সেসময় সারাদিন উনার গান গুলো গাইতাম...এখনও মাঝে মাঝে গুনগুনানো হয়ে যায় দুয়েকটা... অনেক ধন্যবাদ, পোস্টের জন্য! যদি পারেন শাওনদাকে পাঠানো মেইলটা আমাকে একটু ফরোয়ার্ড করবেন? ডাউনলোডে কী জানি সমস্যা হচ্ছে! মন খারাপ

-----------------------------------------------------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি, বলি আমি এই হৃদয়েরে; সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

মুস্তাফিজ এর ছবি

দিমুনে

...........................
Every Picture Tells a Story

হিমু এর ছবি

ভালো লাগে এমনসব মানুষ দেখলে। মন ভালো হয়ে যায়।

প্রতুল মুখোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার নিয়ে ফেলেন মুস্তাফিজ ভাই।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

মুস্তাফিজ এর ছবি

ঐটা আমার দ্বারা হবেনা, তবে উনার আলাপ চারিতা রেকর্ড করা আছে আমার কাছে, সেইটা দিমুনে।

...........................
Every Picture Tells a Story

মণিকা রশিদ এর ছবি

যাদবপুর বিশ্বাবিদ্যালয়ে প্রতুল মুখোপাধ্যায়ের গান হতো প্রায় প্রতি সংস্কৃতিতে। গান্ধীভবনে তাঁর অনেকগুলো অনুষ্ঠান উপভোগের সৌভাগ্য আমার হয়েছিল। অসাধারণ তাঁর গানগুলো এখনো শুনতে বসলে অন্য সবকিছু ভুলে যাই। পোস্টের জন্যে ধন্যবাদ মুস্তাফিজ ভাই। দারুণ একটা পোস্ট হয়েছে!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ, আপনার প্রতিবেশিনীকেও নিয়ে গিয়েছিলাম অনুষ্ঠানে।

...........................
Every Picture Tells a Story

রেনেট এর ছবি

অনেক গানই আগে শোনা ছিল না। চমৎকার লাগছে শুনতে। সত্যিই একবার মাথায় গানগুলো ঢুকে গেলে বের করা মুশকিল হাসি

অসাধারণ এই পোস্টটির জন্য অনেক ধন্যবাদ।
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মুস্তাফিজ এর ছবি

ধন্যবাদ রেনেট

...........................
Every Picture Tells a Story

অনিন্দিতা চৌধুরী এর ছবি

প্রতুলের গান খুব শোনা নেই আমার । তবে আমার বন্ধু প্রতুলের গাওয়া ' আমি বাংলার গান গাই ' টি শুনিয়েছিল।
এবার আপনার পোস্ট পড়ে অনেক গানের কথা জানলাম।
তবে নেট আর লোডশেডিং এর কারণে এখনো শুনতে পারিনি।
শুনে আবার জানাব।
মুস্তাফিজ ভাই ,অনেক ধন্যবাদ অসাধারণ পোস্টের জন্য।

মুস্তাফিজ এর ছবি

শুনে ফেলেন সময় করে

...........................
Every Picture Tells a Story

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।