প্রতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তায় বার্সিলোনা সব উৎসবের সেরা উৎসব “Feast of La Mercè” পালন করে থাকে। ওদের হিসাব অনুযায়ী প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষ কোনো না কোনোভাবে এ উৎসবের সাথে সংশ্লিষ্ট। বার্সিলোনার অত্যন্ত জনপ্রিয় এ উৎসবের সময় পুরো শহরই উৎসবের মঞ্চে রূপান্তরিত হয়। ঐতিহ্যবাহী লোক কাহিনিভিত্তিক নাটক, পালা, গান থেকে শুরু করে আধুনিক কনসার্ট কিংবা নাচের অনু...
প্রতি বছর সেপ্টেম্বরের শেষ সপ্তায় বার্সিলোনা সব উৎসবের সেরা উৎসব “Feast of La Mercè” পালন করে থাকে। ওদের হিসাব অনুযায়ী প্রায় ১৫ থেকে ২০ লাখ মানুষ কোনো না কোনোভাবে এ উৎসবের সাথে সংশ্লিষ্ট। বার্সিলোনার অত্যন্ত জনপ্রিয় এ উৎসবের সময় পুরো শহরই উৎসবের মঞ্চে রূপান্তরিত হয়। ঐতিহ্যবাহী লোক কাহিনিভিত্তিক নাটক, পালা, গান থেকে শুরু করে আধুনিক কনসার্ট কিংবা নাচের অনুষ্ঠান সেপ্টেম্বরের ২৩ থেকে ২৬-২৭ তারিখ পর্যন্ত বার্সিলোনাবাসীর রাতের ঘুম কেড়ে নেয়।
৬০০ মঞ্চের এ বিশাল আয়োজন কিন্তু কোথাও কোনো বিশৃংখলা নেই। আর তা সম্ভব হয় স্থানীয়দের সতঃস্ফূর্ত অংশগ্রহণ আর প্রশাসনের সুনিপুণ তত্বাবধানে। এক বছরের অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় পরবর্তী বছরের পরিকল্পনা, আর এতে অর্থ যোগানোর জন্য উন্মুখ হয়ে থাকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এ উৎসবের সমস্ত আয়োজন সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে, তাই পর্যটকদের কাছে এর আবেদন অনেক বেশি।
২০০৯ এর সেপ্টেম্বরের ২৪ তারিখ দুপুরের পর গেস্টহাউসে বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় বাইরে অনেক্ষণ যাবৎ বিউগল, বাঁশি আর ড্রামের একটানা চলমান সুরে বুঝতে পারলাম সামনের রাস্তায় কোনো আনন্দমিছিল হচ্ছে। কৌতূহল মেটাতে বারান্দায় আসতেই দেখি এলাহি কারবার। ছোট্ট গলি মতন রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ গিজগিজ করছে আর এর মাঝখান দিয়ে হেসে খেলে বাজনা বাজিয়ে নেচে বেড়াচ্ছে দৈত্যাকৃতির সব মানুষ। একদলের পেছনে আরেক দল, তারপর আরো, এর কোনো বিরাম নেই। বারান্দা থেকে কিছুক্ষণ দেখে নিচে নামলাম, যতদূর চোখ যায় কেবল মানুষ আর মানুষ, ছেলে, বুড়ো, বাচ্চা সবাই আছে, এরই মাঝে ছোটরা ফুটপাথ ধরে বসে গেছে আর বড়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে।
একটার পর একটা বাজনা বাজিয়ের দল আসছে, এদের মধ্যমণি হয়ে আছে দৈত্যাকৃতির কোনো ঐতিহাসিক চরিত্র। রাজা-রানী, জলদস্যু, বীর যোদ্ধা, নাবিক, আবিষ্কারক, নর্তকী থেকে শুরু করে সাধারণ মানুষের চেহারাধারী এদের কেউ কেউ আবার চারদিকে চকোলেট বিলিয়ে দিচ্ছে।
কয়েক কিলোমিটার লম্বা এ মিছিল আমার সামনে দিয়ে যেতে দুঘন্টার উপর সময় নিলো।
আজকের ছবির গল্প এই দৈত্যাকার পুতুল আর তাদের মিছিল নিয়েই, চলুন তাদের কিছু ছবি দেখা যাক।
মন্তব্য
- ৪ নাম্বার ছবিটা দেখে আপ্সুস করলাম! পুতুল না হয়ে আসল মানুষ হইলে কতো খুশিই না হইতাম!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার কাছে পুতুলের ছবি আর মানুষের ছবি একই রকম দেখতে পাবার কথা!!
...........................
Every Picture Tells a Story
- হে হে হে
আন্ধা বইলা, অতো আন্ধা আবার না মুস্তাফিজ ভাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
না রে ভাই, ঐটা মীন করি নাই, বলতে চাইছিলাম ছবি তো ছবিই, সেইটা মানুষ হউক আর পুতুল হউক। তবে সুনীল হইলে আবার অন্যকথা।
...........................
Every Picture Tells a Story
আহ... আপনিও বার্সেলোনা গেছিলেন, আর আমিও গেছিলাম, কিন্তু ছবি তোলার ব্যাপারে... (কেঁদেকেটে ভাসানোর ইমো)
প্রত্যেক বার আপনাকে সেটিংস নিয়ে প্রশ্ন করে করে বিব্রত করি... আসলে ব্যাপারটা এই, যে আমি বুঝতে পারি না, এসব ছবি আপনারা কোন মায়াক্যামেরা দিয়ে তোলেন - আমার হাতে ওইসব কামানসুলভ ক্যামেরা পড়লেও তো কিছু হবে না। ওই মনিপুরী নর্তককে অমন ফ্রিজ করে দিয়ে অত ঝকঝকে একখানা ছবি আপনি কি করে তুললেন আমার তো মাথায় ঢোকে না। ওটায় ফ্লিকার বলছে শাটার স্পিড মাত্র ১/২০০। আমি তো সাবধানের মার নেই বলে এসব ক্ষেত্রে আগে থেকেই ১/৫০০ কি আরো বেশি সেট করে রাখি। আসলে সেটিংটা জানার থেকেও আমার শোনার ইচ্ছা করে তার পেছনের ভাবনাচিন্তাগুলো।
চেষ্টা করতে থাকেন।
...........................
Every Picture Tells a Story
এত স্ট্রাকচারের ভিতরে মানুষ কিভাবে নড়াচড়া করছে ভেবে অবাক লাগছে। পড়ে যায় নাই একটা দুইটা?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নড়াচড়া তো সহজ, ঐসব নিয়া নাচানাচিও করছে। ইউটিউবে খুঁজলে এসংক্রান্ত ভিডিও পাওয়া যায়। এটা অনেক পুরোনো অনুষ্ঠান এদের, সম্ভবত ১৯০২ সাল থেকে শুরু, ঠিক জানিনা বলে পোস্টে দেই নাই।
...........................
Every Picture Tells a Story
যা জিজ্ঞেস করতে চাইছিলাম, তা মামু ভাই জিজ্ঞেস করে ফেলছে...
তাই শুধুই জাঝা দিয়ে গেলাম
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
আহা রে।।।আগে জানলে তো দেশে যা্ওয়া টা পিছিয়ে দিতাম। দেখা যাক পরের বছর যেতে পারি কি না।
স্বপ্নদ্রোহ
কোথায় বার্সিলোনা? এ বছর ঐ অনুষ্ঠান হবে সেপ্টেম্বরের ২৪ থেকে।
...........................
Every Picture Tells a Story
না বার্সালোনা নয়.... তবে ইউরোপে সস্তা ফ্লাইট রায়না এয়ারে মোটামুটি সব বড় শহরে যাওয়া যায়। দেশে যাব সেপ্টম্বরের শুরুতে।
স্বপ্নদ্রোহ
আসেন দেখা হবে।
...........................
Every Picture Tells a Story
হিংসাইলাম
ব্যাপার না, খুশি হইলাম।
...........................
Every Picture Tells a Story
বার্সেলোনার বালিকাদের ক্লোজআপ ছবি না থাকায় দিক্কার।
কি মাঝি, ডরাইলা?
যান আপনাকে মাইনাস দিলাম
...........................
Every Picture Tells a Story
লেখা পড়ে এবং দেখে খুবই প্রীত হইলাম
ধন্যবাদ বাউলিয়ানা
...........................
Every Picture Tells a Story
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
কোত্থেকে উদয় হইলা?
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন