এই এদিকে আরো কিছু কলাপাতা নিয়ে আসো। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন। কলাপাতা বিছাতে হবে এমন ভাবে যাতে ছিঁড়ে না যায়। কাটা কলাপাতার মাঝখানের ডাঁটা বরাবর চিরে দুটো কলাপাতা এপাশ ওপাশ করে সমান ভাবে বিছাতে হবে। দৌড়ে আরেকপ্রস্থ কলাপাতা আসে, পরম মমতায় বিপ্লবী সন্তু লারমা আমার সামনে বাঁশ দিয়ে বানানো পিঁড়ির উপর নিজ হাতে বেছে কলাপাতা বিছিয়ে দেন। আমার ছেলের সামনের পাতায় একটু কালো ...
এই এদিকে আরো কিছু কলাপাতা নিয়ে আসো। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন। কলাপাতা বিছাতে হবে এমন ভাবে যাতে ছিঁড়ে না যায়। কাটা কলাপাতার মাঝখানের ডাঁটা বরাবর চিরে দুটো কলাপাতা এপাশ ওপাশ করে সমান ভাবে বিছাতে হবে। দৌড়ে আরেকপ্রস্থ কলাপাতা আসে, পরম মমতায় বিপ্লবী সন্তু লারমা আমার সামনে বাঁশ দিয়ে বানানো পিঁড়ির উপর নিজ হাতে বেছে কলাপাতা বিছিয়ে দেন। আমার ছেলের সামনের পাতায় একটু কালো দাগ, তাকিয়ে দেখে মাথা নাড়তে নাড়তে বদলে দেন আপন হাতে। সেখানে ভাত পড়ে, বাঁশকোড়ল আর বরবটি দিয়ে বানানো সবজি আসে, আসে মুরগির মাংস, আলুবোখারার ঝোল আর সদ্য তোলা কাপ্তাই লেকের মাছভাজা। বালতি ভরে আনা শুকরের লাল মাংস পাতে দেবার আগে একবার জিজ্ঞেস করে নেয় চলবে কি না। ঘুরে ঘুরে দেখেন লারমা। দ্বীপায়ন খিসা আর নিশি চাকমার বিয়ের অতিথিদের দায়িত্ব আজ তাঁর নিজ কাঁধে।
আয়েশ করে পেট পুরে ভাত খেয়ে ছায়ায় বসে ঘামতে ঘামতে অপেক্ষা করি কখন এই বিপ্লবীর দুটো ছবি নিবো ক্যামেরায়। ঘামতে ঘামতে আড্ডা লম্বা হয়। সন্মানিত অতিথিদের সামনে এসে একসময়ের বিপ্লবী যোদ্ধ্বা লক্ষ্মীপ্রসাদ চাকমা স্নেহ ভালোবাসার মিশেলে পাশের বাড়ির বড় চাচা হয়ে গল্প জুড়ে দেন। বাড়িতে আসা ভায়ের ছেলের জন্য উঠে যেয়ে ভেতর থেকে ঠাণ্ডা পানি নিয়ে আসেন। আমার ভাবতে অবাক লাগে এই সরল মানুষগুলোই কি একসময় সেনাবাহিনীর দুঃস্বপ্নের কারণ হয়ে ছিলো? মনে পড়ে আমাদের পাশের গ্রামের রাখাল আলাউদ্দিনের কথা, মহিষের পাল বাথানে তুলে একদিন রাতের অন্ধকারে মিশে গিয়ে ফিরে এসেছিলো দেশ স্বাধীন হবার পর রাইফেল কাঁধে। আলাউদ্দিন একটা স্বাধীন দেশ পেয়েছে কিন্তু লক্ষ্মীপ্রসাদরা কী পেয়েছেন? চোখের সামনেই রাস্তার ওপারে বিশাল বিলবোর্ডের লেখা ভেসে আসে ”পড়ো সব এক রব আলিফ বা তা ছা স্বরে অ স্বরে আ হ্রস্ব ই দীর্ঘ ই এক দুই তিন চার এ বি সি ডি।”
সন্তু লারমা আসেন, গল্প করেন। জুম্ম জনগণের কষ্ট লাঘবে একজন স্কুল মাষ্টারের প্রতিবাদের রোমাঞ্চকর সেই কাহিনী। ”... আমি তখন ইন্টারমিডিয়েটে পড়ি, সন্ধ্যায় ঘুমাতে গিয়েছি যেই বাড়িতে সেই বাড়ি ভোরবেলায় দেখি পানির নিচে...।”
মনে পড়ে যায় প্রয়াত বন্ধু শৈবাল খিসার কথা। যার সিনেমা হলের দোতলার বারান্দার রেলিং একসময় ছিলো আমার অবসরের ঠিকানা। একদিন বসে আছি সেই বারান্দায়, সেখান থেকে নিচে আঁকাবাঁকা রাস্তার ওপারের ঢাল মিশে গেছে লেকের পানিতে, আমি তাকিয়ে আছি, দূরে পানির নিচে চাকমা রাজার বাড়ি, আশপাশ দিয়ে বয়ে যাচ্ছে পালতোলা নৌকা, হঠাৎ একটা নৌকার বৈঠা যেয়ে লাগে ডুবে যাওয়া রাজবাড়ির ছাদে। তার চিৎকারে সম্বিত ফিরে পাই। রাজা ত্রিদিব রায় কি জানতেন তাঁর বাড়ি ডুবে যাচ্ছে?
আস্তে আস্তে সময় কাটে, মাথার উপর জমে থাকা ছায়া পেছন দিকে হেলে যেতে দেখে লারমা বলেন আগামীকাল সময় করে আসেন গল্প করা যাবে।
আমি ছবি তুলি। আমার সাথে, আমাদের সাথে। আর অপেক্ষায় থাকি আগামীকালের।
মন্তব্য
ছবি ও গল্প দুইই অসাধারণ মুস্তাফিজ ভাই!
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
=================================
"রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি
মানুষ দেখি না।।"
ধন্যবাদ কাজী মামুন।
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, লেখাটা এবং ছবিগুলো ভালো লাগলো। যদি মি. লারমার সাথে আবার দেখা হয় দয়া করে জানতে চাইবেন যে জনৈক ভারতীয় সাইকোসোস্যাল এক্সপার্ট বর্তমানে জাতিসংঘের একজন কর্মকর্তা তাদের সাথে পার্বত্য জঙ্গলে কয়েক বছর কি কাজে মগ্ন ছিলেন। এবং তাকে কারা কি কাজে পাঠিয়েছিলেন। জানতে বড় ইচ্ছে। তার কোড নাম 'সিএন'।
রাতঃস্মরণীয়
উনারা যখন পাহাড়ে ছিলেন একটা দাবী বা মতাদর্শ নিয়েই ছিলেন। সেই দাবী বা মতাদর্শ কতটা যৌক্তিক কিংবা দেশপ্রেম আদৌ এর সাথে জড়িত আছে কি নেই আমি সেই তর্কে যেতে চাইনা। এর কোন শেষ নেই।
আমাদের সাথে পরদিন সূখ দুঃখ আর আশা বেদনা নিয়ে উনি অনেক গল্পই বলেছেন, হয়তো আনিস ভাই কোন একদিন সেসব নিয়ে লেখবেন। আমি শুধু উনার বলা শেষ কথাটা এখানে তুলে দিই “আপনারা পাহাড়ে আসবেন, যত বেশী আসবেন ততই আমাদের জানতে চিনতে পারবেন, বুঝতে পারবেন নিজ বসত ভিটা থেকে উচ্ছেদ হবার পরও কোন্ সুন্দর ভবিষ্যতের আশায় এখনও বুক বেঁধে আছি।“
...........................
Every Picture Tells a Story
আমার খুবই আগ্রহ তাদের জীবনাচার এবং সংগ্রামের বর্ননা শুনতে, কখনও তো ওদিকটায় যাওয়া হয়ে ওঠেনি, তাই। হয়তো কোনওদিন যাবো বা শুনবো। ততদিন আপনাদের এই লেখাগুলোই চোখের সামনে জীবন্ত হয়ে থাকে। মনে হয় আমি যেনো সেখানে। তবে তথাকথিত 'শান্তিবাহিনি' সম্পর্কে আমার একটু নেতিবাচক ধারনা আছে কারণ আমার এক অতি-অতি দূরসম্পর্কের আত্মীয় তাদের হাতে নৃশংসভাবে খুন হয়েছিলেন অনেক বছর আগে। এই দুনিয়ায় সম্ভবতঃ কোনও আদর্শই খারাপ কিছুর কথা বলে না তবে বাস্তবায়নের পন্থা বা মডালিটিজ অথবা কিছু অপ্রদর্শিত স্বার্থ মাঝে মাঝে সব আদর্শিক ধারণগুলোকে গড়বড় করে দেয়।
সন্দেহ নেই, তার এক বর্ণাঢ্য সংগ্রামী জীবন নিয়ে, এক-আধপেটা খেয়ে সাপ-মশার সাথে বসবাস বছরের পর বছর, তবে জানতে চাই। তাদের আদর্শ, তাদের মটিভেশন, এ্যাপ্রোচ, এইসব। আমি ঘৃণা করি তাদেরকে উপজাতি বলা। আমাদের পক্ষে তো সহসা সময়-সূযোগ করে পাহাড়ে যাওয়া সম্ভব না তাই আপনাদের লেখার মাধ্যমে যতটুকু পারেন আমাদের সেই কথাগুলো জানান। আবারও ধন্যবাদ।
রাতঃস্মরণীয়
কথাটা অন্যভাবে নেবেন না। রাজনৈতিক বিষয় নিয়ে লেখার মতন জ্ঞান, অভিজ্ঞতা বা ইচ্ছা কোনটাই আমার নেই। তাই বিষয়টা এড়িয়ে চলি। এছাড়া সেবব নিয়ে তর্কাতর্কিতেও যেতে ইচ্ছা করেনা। উনার সাথে আলাপচারিতায় আমাদের আনিস ভাই ছিলেন, আমার চাইতে গুছিয়ে লেখা দেয়াটা উনার জন্য সহজ তাই এ বিষয়ে আনিস ভাইকেই লেখা দিতে বলেছি। হয়তো একদিন উনি সময় পাবেন।
ভালো থাকবেন।
...........................
Every Picture Tells a Story
লেখা-ছবি ভালো লাগল।
আমার আর কোথাও যাওয়া হচ্ছে না
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
ধন্যবাদ বুনোহাঁস। হচ্ছেনা হচ্ছেনা করে দেখবে একদিন ঠিকই বেড়িয়ে গেছো।
...........................
Every Picture Tells a Story
তখন ফেরাটা কঠিন হবে মুস্তাফিজ ভাই
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
তবে তাই হোক।
...........................
Every Picture Tells a Story
ভুলে গেলে চলবে না রাজশাহী-পুঠিয়া বেড়ান হয়েছে কিন্তু!
আর হবে, ধীরে ধীরে আরো হবে, মুস্তাফিজ-আনিস ভাইরা নিচ্ছেন না সাথে, কী আর করা, আমরাও দেখে নিও একদিন ঠিকই... !
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মন্তব্যে আপত্তি।
আমরা নিচ্ছিনা কথাটার আদৌ কোন ভিত্তি নাই।
...........................
Every Picture Tells a Story
মজা করে বলেছি মুস্তাফিজ ভাই! দুঃখিত খারাপ লেগে থাকলে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরে নাহ্। কী যে বলেন!!
আমি কিন্তু এখন রাজশাহীতে।
...........................
Every Picture Tells a Story
হ! জানি! কিন্তু সময় পাচ্ছি না। আশা করছি আজ কালকের মাঝেই যোগাযোগ করব।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
গতকাল সন্ধায় সাংবাদিক সম্মেলনের সময় স্কুলে আপনার এক ক্লাস জুনিয়র জুঁইয়ের সাথে দেখা হয়েছিলো। ও তো কিছুদিন আগে আপনাদের ওখানে জয়েন করেছে।
...........................
Every Picture Tells a Story
লেখা পড়ে মন ভরেনি মুস্তাফিজ ভাই। আপনার ব্লগে প্রত্যাশা অনেক থাকেতো তাই।
ছবির গল্প আরও পড়তে চাই।
১০১ পর্বের বাকি গুলো তো আছেই।
...........................
Every Picture Tells a Story
ঈর্ষা হয় এমন বিবরণ পড়লে।
...........................
Every Picture Tells a Story
যদ্দুর মনে পড়ে বঙ্কিমচন্দ্র ছবি আঁকল না বলে তার বইয়ে লিখতেন 'ছবি লিখিল'
আপনার এই পোস্ট পড়ে মনে হচ্ছে আপনিও ছবি লিখলেন...
ধন্যবাদ লীলেন দা। আবার সুন্দরবন যেতে চাই।
...........................
Every Picture Tells a Story
যদ্দূর মনে পড়ে, কথাটা বলেছিলেন অবন ঠাকুর 'বুড়ো আংলা'-য়।
পরিযায়ী রাজহাঁসের দল রিদয়কে নিয়ে চলেছে মেঘমুলুকের পথ ধরে। ছড়া কাটতে কাটতে পরিচয় জানাচ্ছে পথের, দেশের। শেষ দিকে চমকিলা লাইন, যা এখন প্রবাদ: "কোন ঠাকুর? অবন ঠাকুর-ছবি লেখে।"
বঙ্কিমের কথাটার ব্যাপারে নিশ্চিত নই।
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
সব বিপ্লবীর চেহারাতে একটা ছাপ থাকে......ব্যাখা দিতে পারবো না...কিন্তু কিছু একটা।
আপনার ছবি গুলোতে খুব স্পষ্ট ভাবে ফুটে এসেছে তা। অসাধারণ।
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
.........
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা
ধন্যবাদ সংসপ্তক।
...........................
Every Picture Tells a Story
আপনার লেখা আর ছবি কত অসাধারন, সেটা আর নাই বললাম।
না বলেও অনেক কথাই বলে দিলেন। আমাদের মুক্তিযুদ্ধ এখনো চলছে, আরো কয়েক দশক একে কেন চলতেই হবে এটার কারন সারাংশে বলে দিচ্ছে এই কথা গুলো।
”পড়ো সব এক রব আলিফ বা তা ছা”
ঠান্ডাযুদ্ধের লাল জুজুর ভয় দেখিয়ে যে পশ্চিম আমাদের জলপাইকে চাঁন-তারা আঁকা জাঙ্গিয়া পরিয়ে পাহাড়ে পাঠিয়েছিল, আজকে তারাই সেই চাঁন-তারা সই করে ড্রোন লেলিয়ে দিচ্ছে। হরহামেশাই খুন করছে দু দেশটা চাঁন-তারা ছানাপোনা সমেত। অথচ, আমাদের ব্যাক্কল জলপাই এখনো সেই চাঁন-তারা আঁকা জাঙ্গিয়া পরে সৌদি খেজুর চুষছে।
চীনের সাথে আমাদের পাহাড়ের সম্পর্ক এখন কেমন, খুব জানতে ইচ্ছা করে।
”পড়ো সব এক রব আলিফ বা তা ছা” এই বিলবোর্ড গুলো খুব সম্ভবত এরশাদের সময় থেকে আছে। স্থানীয়রা এটাকে বলে পাহাড় ইসলামাইজেশন করা হচ্ছে।
...........................
Every Picture Tells a Story
নিয়ম করে সপ্তাহে অন্ততঃ একবার এরকম ছবি লিখেন
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
গতকাল বলেছেন বলেই একটু সময় ধার নিয়ে দিয়েছি। আগামিকাল রাজশাহী যাচ্ছি পরের সপ্তায় তাই পারবনা।
...........................
Every Picture Tells a Story
ছবি এবং লেখাগুলো ভালো লাগলো।
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________
ধন্যবাদ জাহামজেদ
...........................
Every Picture Tells a Story
কিছু বলার মত মানসিক অবস্থা নেই, তাই তারা দাগায় ফুটতেছি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
ধন্যবাদ সাইফ, মানসিক অবস্থাটা বুঝতে পারি।
...........................
Every Picture Tells a Story
এই একটা লাইনই ইতিহাস হয়ে কথা বলে।
লেখা আর ছবির জন্য মুগ্ধতা, আর অনেক ধন্যবাদ এই বিষয়টিকে বেছে নেবার জন্য।
ধন্যবাদ আনন্দী কল্যাণ। এ বিষয়টা নিয়ে লেখবো তা আমিও ভাবিনি।
...........................
Every Picture Tells a Story
ছবি তো যথারীতি ! নমস্য ।
কিন্তু আপনার গদ্য এতো আকর্ষনীয় জানা ছিলো না !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
ধন্যবাদ সুমন সুপান্থ। গদ্যের উন্নতি যদি কিছু হয় কৃতিত্ব সচলায়তন আর কিছু সচলের (যেমন বুনোহাঁস আমার বানান দেখে দেয়)।
...........................
Every Picture Tells a Story
খুব ভালো লাগলো, লেখা ও ছবি দুটাই। তবে একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল যেন মনে হয়। আরো একটূ বড় পোস্ট হলে মন ভরতো আর কি!
আমারতো ছবির গল্প। বেশী টানলে আর ছবির গল্প থাকবেনা।
...........................
Every Picture Tells a Story
অসাধারণ গদ্য আর ছবি।
+++++++++++++++++++++++++++++++++++++++++
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
ধন্যবাদ, আসলে গদ্যলেখা আমার ধাত না, চেষ্টা করি এই আরকি
...........................
Every Picture Tells a Story
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
আচ্ছা তাই সই, আমার ছবি লেখা পড়ার জন্য ধন্যবাদ তিথীডোর।
...........................
Every Picture Tells a Story
রাঙামাটি গেছি দুইবার। কিন্তু কাছ থেকে পাহাড়ি মানুষদের জীবনযাত্রা, তাদের সাথে আলাপের শখটা পূরণ করতে পারি নাই। আপনার ছবি নিয়ে আমি নতুন কিছু বলব না। কিন্তু এইবারের লেখাটুকু ছবির মতই অনবদ্য আর আমার পুরনো ইচ্ছাটাকে আবার আলোড়িত করে গেল।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
মামা আছেন না? মামাকে বলেন। মামার মেয়ের বিয়েতে গিয়েছিলাম আমরা।
...........................
Every Picture Tells a Story
আচ্ছা? তাতো জানতাম না। সামনের একটা ছুটিতে বান্দরবান যাবার ইচ্ছা ছিল, বলেছিলাম, কিন্তু উনি মনে হয় সে সময়ে নেপাল যাচ্ছেন।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
হুম, ঐ রকমই শুনেছিলাম উনি নেপাল যাবেন।
...........................
Every Picture Tells a Story
অধিকার আদায়ের জন্য, কোনো জাতি-গোষ্ঠির মুক্তির জন্য লড়াইকে কি কোনো ভালো-মন্দের যুক্তিতে আটকানো যায়??? সংগ্রাম একটা চলমান প্রক্রিয়া, আমি-আপনি আমাদের তথাকথিত 'যুক্তিযুক্ততা'র অজুহাতে নিজেদের গা বাঁচিয়ে চলবো কিন্তু যে বুকে দিগন্ত বিস্তৃত স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যায় তাকে সংগ্রামের পথ হতে রুখবে কে?
বর্ণনা ও ছবি বরাবরের মতোই সুন্দর ও সাবলীল।
===============================================
ভাষা হোক উন্মুক্ত
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধন্যবাদ অনুপম, ওয়াইডের অভাববোধ করেছি ছবি তোলার সময়। একটা ১৪ প্রাইম কিনবো ভাবছি।
...........................
Every Picture Tells a Story
চতুর্থ পর্বও ভালো লাগলো
________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
পরবর্তি পর্বগুলোও ভালো লাগবে আশাকরি
...........................
Every Picture Tells a Story
অসাধারণ!
-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার
ধন্যবাদ শুভাশীষ দা
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই,
কেমনে যে এতো ভালো লেখেন !!!!!!!
এভাবে বললে কেমন কেমন লাগে।
ধন্যবাদ দাদা।
...........................
Every Picture Tells a Story
'পড়লাম এবং দেখলাম' এই দুইয়ের সন্নিবেশ ঘটে আপনার ব্লগে সবসময়। আরো ছবি আর তার পেছনের গল্পের অপেক্ষায়।
----------------------------------------------------------------------------
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
সচল জাহিদ ব্লগস্পট
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
ধন্যবাদ, চেষ্টা করবো নিয়মিত হতে।
...........................
Every Picture Tells a Story
অসাধারণ ছবি, গল্প। আর ছবিগুলোর মাঝে যে একটি ব্যক্তিত্ব ফুঁটে উঠেছে, বিশেষ করে সাদা-কালো ছবিটিতে, এক কথায় মুগ্ধকর। নিয়মিত এমন পোষ্ট করুন, এই অনুরোধ রেখে গেলাম।
ধন্যবাদ স্বাধীন, চেষ্টা থাকবে নিয়মিত হবার
...........................
Every Picture Tells a Story
পাঁচের অপেক্ষায় রইলাম
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আচ্ছা
...........................
Every Picture Tells a Story
ইশ! তুমি কী ভালো লেখো!
ভাইয়া, আসলেই মনে হলো ছবি লিখলে! এরকম আরও আসুক! তবে সত্যিই! এবারে যাবার খুব ইচ্ছা ছিলো! ঈদ না হলে যেতেও পারতাম!
-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
ঈদ মনে হয় সমস্যা ছিল না তোমার জন্য। কার যেন আসার কথা সে সময়??
...........................
Every Picture Tells a Story
ঈদ মনে হয় সমস্যা ছিল না তোমার জন্য। কার যেন আসার কথা সে সময়??
...........................
Every Picture Tells a Story
ঈদ মনে হয় সমস্যা ছিল না তোমার জন্য। কার যেন আসার কথা সে সময়??
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, কিছু মনে না করলে জানতে চাই আপনি কি শেষের ছবিটাতে আছেন? থাকলে কোনজন, শশ্রুমন্তিত নাকি শশ্রুবিহীন?
রাতঃস্মরণীয়
আমি ঐ ছবিতে নাই। শশ্রুমন্ডিত আমাদের সচল আনিস ভাই। আরেকজন যার কথা বলেছেন নাম রাজা।
সেখানে আমার ছবিও তোলা হয়েছে। আনিস ভাই তুলেছেন।
http://www.facebook.com/photo.php?pid=6652920&l=08d0ed97d5&id=721506348
...........................
Every Picture Tells a Story
দেখলাম ভাই, থ্যাংকস।
রাতঃস্মরণীয়
স্বাগতম
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, ছবিও ভালো, লেখাও ভালো - অন্যের এতো ভালো আমার আবার কেন যেন ভাল্লাগে না
ধন্যবাদ স্নিগ্ধা’পা। আসেন একদিন ছবি তুলে দিবো তারপর আর হিংসা হবেনা।
...........................
Every Picture Tells a Story
ছবি ও লেখা বিষয়ে কোন মন্তব্য নাই। আপনি এখন ক্লাসিক পর্যায়ে মুস্তাফিজ ভাই !
এবার বিরক্ত না হলে অফটপিকে একটা কৌশলগত আলোকবাজীর প্রশ্ন-
তিন নম্বরে সন্তু লারমা'র ছবিটায় যে সাদা ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড নেই, একটা আনার কৌশলটা কী ? এটা কি ছবি তোলার সময়ে নেয়া কোনো কৌশল, মানে ডেপথ অব ফিল্ড জাতীয় কিছু ? না কি ছবি এডিটিং এর ?
প্রশ্নটা করার কারণ হচ্ছে আমার মধ্যে মুই কি হনুরে জাতীয় একটা ভাব এসেছে! কারণ একটা এডভান্সড পয়েন্ট সুটার কিনেছি, Canon SX120 । এটাতে কোন মসলা আছে কিনা দেখবো।
অনেক অনেক হিংসা ! হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ রণদা।
আলোকবাজীর বিষয়টা লিখে বোঝানোর চাইতে বরঞ্চ একদিন সামনাসামনি কথা বলি না হয়?
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন