ট্রলারে মৃদু শব্দে জেনারেটর চলছে, ২ বছর আগে আমরাই এ জেনারেটর কিনে দিয়েছিলাম, মোবাইল চার্জ, ক্যামেরা আর ল্যাপটপের ব্যাটারি চার্জে কাজে লাগে। ট্রলারের ছাদে আর ভেতরে বাতিও জ্বালানো হয় এর মাধ্যমে। হঠাৎ জেনারেটরের শব্দ ছাপিয়ে একপাল ছুটন্ত হরিণের শব্দ পেলাম, দু একটা ডেকেও উঠলো, হাতে টর্চ নিয়ে বসে বসে হরিণ খুঁজি আমি। টর্চের আলোয় হরিণের চোখ ঝিলিক দেয়। কাঠের ঘরটার হাত দশেক পেছনে দুটো চোখ অনেকক্ষণ একই জায়গায় ঝিলিক দিচ্ছে, আমার হাতের টর্চ বারবার সেদিকে ফোকাস করেও এর বেশি কিছু দেখা যায় না। একটু দূরে নৌকার গলুইয়ে সদ্য পুত্রহারা আমাদের গাইড এশার নামাজ শেষে কান্নাকাটি করছেন আল্লাহর কাছে পুত্রের জন্য দোয়া চেয়ে। একটু পর উনি উঠে এসে আমাকে বললেন “ভাই, কিছু বুঝতে পারলেন?” আমি বুঝি নাই, উনাদের মতন অভিজ্ঞতা আমার নাই, কিন্তু তৎক্ষনাৎ বাঘের গোঙানির শব্দে আমি বুঝে গেলাম এতক্ষণ বাঘের মুখে আলো ফেলে এসেছি আমি। উনি উঠে যেয়ে জেনারেটর বন্ধ করে দিয়ে বললেন “এবার আরাম করে দেখেন আর শুনেন”। আমরা আরাম করে ২০/২৫ হাত দূর থেকে বাঘের গোঙানির শব্দ শুনি। খোলা জায়গায় সে শব্দ শুনে শরীরে কাঁটা দেয়। এরই মাঝে কাছেই ছপছপ শব্দ শুনে টর্চ ফেলে দেখি দুজন মানুষের একটা কাঁকড়া ধরা নৌকা পাড় ধরে আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছে, তাদের একজন স্বগতোক্তির মতন বলে গেলো “মামা আইচে, ইদিকে আর থাকা যাবেনানি, ঘুরি পেছনের বাদায় চলি যাবো”।
আমরা বসে থাকি, থেমে থেমেই বাঘটা ডাকতে থাকে, মোটামুটি একই জায়গায় ঘোরাঘুরি করে বাঘটা। এ সময় উজান বেয়ে উঠা গোলপাতার ট্রলার ইঞ্জিন বন্ধ না করে চলে যেতে থাকলে কাঠের ঘরের জানালা খুলে যায়, শক্তিশালী টর্চের আলো নৌকার উপর ঘোরাঘুরি করে। “কার নৌকা? না থামি চলি যাচ্ছো যে বড়ো”? “নূর বক্স, পাঁচটা গেছি, মোট সাতটা যাবি, সাত নম্বরি টাকা দিয়া যাবানি বলিছে”।
মনে পড়লো এই নূর বক্সের কথা, গতকালই মাত্র পরিচয় হয়েছে ওর সাথে, হড্ডা ফাঁড়ির ওপারে নলিয়ানের দিকে কোনো এক উপজেলায় চেয়ারম্যান ইলেকশন করেছিলো বললো। গোলপাতার পাশ নিয়ে বনে মজুর নিয়ে এসেছে পাতা কাটতে। নৌকাপ্রতি বারো হাজার টাকা ডাকাতের চাঁদা, তারপরেও ডাকাতের আবদার অন্যান্য পাশওয়ালারা সবাই মিলে আট ভরি ওজনের স্বর্ণের চেইন বানিয়ে দিতে হবে। সেই কথামতো নূর বক্স খুলনার জুয়েলারী থেকে মোবাইলে চেইনের ছবি তুলে এনেছে পছন্দ করানোর জন্য। খুব দুঃখ করে জানালো নৌকা প্রতি একমাসে ওদের খরচ আশি হাজার থেকে এক লাখ টাকা, আর গোলপাতা বিক্রি করে পায় নব্বই থেকে একলাখ কিংবা ভাগ্য ভালো থাকলে একলাখ বিশ হাজার।
খুব কাছে দিয়ে ইঞ্জিনের শব্দে আমার ঝিমুনি কেটে যায়। তাকিয়ে দেখি গোলপাতা ভরা দুটো বড় বজরাকে ঠেলে নিয়ে যাচ্ছে ছোট নৌকায় লাগানো ইঞ্জিন, বজরার সাথে আরো কয়েকটা ছোট ছোট নৌকা আটকানো। এসব ছোট নৌকায় ভেতরে ঢুকে গোলপাতা কেটে বজরায় তুলে ওরা। আমার দৃষ্টি কেড়ে নিলো বজরার উপর একা বসে থাকা এক বৃদ্ধ। পাকানো শরীর, খালি গা, কোমরে একটা গামছা নেংটিমতন জড়ানো, এক হাতে দা নিয়ে গেওয়া কাঠ কেটে কেটে নৌকার বৈঠা বানাচ্ছে।
নাম জানতে চাইলে বললো জমির, একমাস বনে থেকে ফিরছে এখন, অবসর সময়ে বসে বসে বৈঠা বানাচ্ছে, মোট আটটা বানিয়েছে এই কয়দিনের মাঝে, বিক্রি হবে প্রতিটা পঞ্চাশ টাকা করে। গোলপাতার মজুরি সংসারে দিয়ে ওর ইচ্ছা বৈঠা বিক্রির টাকা দিয়ে ছেলের বউয়ের জন্য একটা পোনা ধরার জাল কিনে দিবে।
ঠিক সেই মুহূর্তে নিজেকে আমার খুব ক্ষুদ্র মনে হলো, বুঝলাম জমির আমাদের চাইতে অনেক অনেক বড় মাপের একজন মানুষ।
মন্তব্য
শহুরে চোখের আড়ালের বিশাল বাংলাদেশকে বারবার নতুন করে দেখি আপনার ছবিগুলোতে। খুব ভালো লাগলো।
ধন্যবাদ ভাই
...........................
Every Picture Tells a Story
দ্বিতীয় ছবিটা আগেও দেখেছিলাম, সুন্দর তো বটেই, তবে প্রথমটা দুর্দান্ত! লেখা তারচেয়েও চমৎকার! খুবই ভালো লাগলো। ঘোরার জন্য শুধু মন বা সময়ই লাগে না, সাথে ঘুরে দেখার চোখও লাগে! আপনার ভেতর সবই আছে!
অফটপিক: মেইলটা চেক করেন প্লিজ।
ধন্যবাদ প্রহরী। আমার সাথে তোমার আর যাওয়া হলোনা কোথাও।
...........................
Every Picture Tells a Story
আশা ছাড়ি নি। এখনও হয় নি বটে, সামনে হবে নিশ্চয়ই! ইচ্ছা রাখি।
এই ষোল তারিখ যাচ্ছি
...........................
Every Picture Tells a Story
এই ১৬! এবারও তাহলে হচ্ছে না। দেখা যাক, এরপরের বার। অথবা তারও পরের বার। অথবা তারও পরে...
ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
...........................
Every Picture Tells a Story
অসাধারণ!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ জলিল ভাই, আপনাকে দেখে ভালো লাগলো, দেখা হবে।
...........................
Every Picture Tells a Story
সবসময় আপনার ছবির প্রশসংসা করেই কেটে পরি আজকে লেখার প্রশংসাও না করে পারলাম না
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
ধন্যবাদ নিবিড়
...........................
Every Picture Tells a Story
অনেক কথা, অনেক কিছু, উঠে এল এই লেখায়। আপনার লেখা পড়ে দেশের মানুষের একটা অংশ সম্পর্কে জানা হচ্ছে।
আপনি যখন বাঘের উপর টর্চ ফেললেন তখন তাহলে ঐ কাঠের ঘরে কেউ ছিল? তাই না? গায়ে কাঁটা দেয়ার মত অবস্থা। মুস্তাফিজ ভাই, রাতে ভিডিও করা যায় এরকম কিছু কেনা যায় না?
পিপিদা ভিডিয়োতে এই মজা পাওয়া যাবেনা। গেলবার যুধিষ্ঠির একটা রেকর্ডার এনেছিলো আমার জন্য। এবারে সেটা কাজে লাগিয়েছি। খোলা জায়গায় শব্দটা যে কত ভয়ংকর হতে পারে শুনলে বুঝবেন। কাঠের ঘরের চাইতে আমাদের ভয় বেশি ছিলো।
রাতে এরকম ডাকাডাকির পর যদি একসময় ট্রলারের ছাদে কিছু একটা হেঁটে যাবার শব্দ শোনা যায় তাহলে কেমন লাগে বলুন?
আসলে এই ভয় মিশ্রিত অনূভুতি একটা নেশার মতন। এ নেশা কাটানো যায়না।
...........................
Every Picture Tells a Story
ভাই, তা আর বলতে। আমি এই হাজার মাইল দূরে বসেও সেই ভয় অনুভব করছি। দেশে গেলে আপনার সাথে সুন্দরবন যাওয়ার সাহস হবে বলে মনে হচ্ছে না।
আসেন আমি একমাস কাঁকড়া ধরা নৌকায় বনে কাটানোর প্ল্যান করতেছি।
...........................
Every Picture Tells a Story
বাঘের আওয়াজ কই?? দিবেন না এখানে?!?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
এইটা ট্রান্সফার করা যায়না, আরেকটু বুঝতে হবে ব্যাপারটা
...........................
Every Picture Tells a Story
ঐটা ছেড়ে, ল্যাপটপের মাইক্রোফোন দিয়ে আবার রেকর্ড করতে পারেন পিসিতে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
...........................
Every Picture Tells a Story
চমৎকার...।
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
দারুণ
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
শুধু বেড়ালেই হয় না, জানার আর দেখার চোখ লাগে, আর সেই সাথে জানাবার আর দেখাবারও এলেম লাগে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ধন্যবাদ যাযাবর
...........................
Every Picture Tells a Story
লেখা ও ছবি দুটোই ভালো লাগলো
ধৈবত
ধন্যবাদ ধৈবত
...........................
Every Picture Tells a Story
যাযাবরের সাথে একমত- খালি বেড়াইলেই হয়না, দেখার আর দেখাবারও এলেম লাগে
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
আচ্ছা!! জানতাম না!
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ আপনাকে।
...........................
Every Picture Tells a Story
অসাধারণ লাগলো মুস্তাফিজ ভাই।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
চমৎকার!!!
ধন্যবাদ মাহবুব ভাই।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ তিথীডোর
...........................
Every Picture Tells a Story
লেখা... ছবি-- দুটোই চমৎকার!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
গোলপাতা ঘর ছাওয়াটাওয়ার কাজে লাগে, তাই না?
গোলপাতা ঘর ছাওয়া ছাড়া অন্যকাজে ব্যবহার হবার কথা আমি শুনিনি।
...........................
Every Picture Tells a Story
শ্যামনগরে বেড়াও দিতে দেখেছি মুস্তাফিজ ভাই।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
ঘর ছাওয়া আর বেড়া দেওয়া কিংবা নৌকার ছই মোটামুটি একই ধরণের কাজ। ছনের বিকল্প হিসাবে গোলপাতার ব্যবহার হয়।
...........................
Every Picture Tells a Story
অসাধারণ বর্ণনা। সুন্দরবনের সাথে আপনার সখ্যতাই ভালো ছবি দেয়। গুরু বলেন -তিন দিনের সফরে শ তিনেক ক্লিকে যা উঠে তা স্ন্যাপশট। ছবি তুলতি হলি জানতি হপে!
এখন কী গিয়ার ব্যবহার করেন আপনি?
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ। আমার এখনকার ক্যামেরা ওয়ান ডি এস, লেন্স আছে ৩টা, ২৪ আর ৫০ প্রাইম, অন্যটা ৭০-২০০
...........................
Every Picture Tells a Story
৭০-২০০ এফ ২.৮ এর শার্প্নেস ফাটাফাটি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
৫০ প্রাইম আরো জোশ
...........................
Every Picture Tells a Story
_________________
ঝাউবনে লুকোনো যায় না
...........................
Every Picture Tells a Story
অসাধারণ! খুব চেনা গল্পই আবার নতুন করে শুনছি আপনার কাছে...
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
তোমাদের বাড়ি আবার যাচ্ছি
...........................
Every Picture Tells a Story
শ্যামনগরে থাকা হলে ঘুরে আসতে পারেন। বাপ্পী ভাই আমাদের বাড়ি চেনেন। একসময় খুব আড্ডা দিতেন গিয়ে। ১২/১৪ বছর আগের কথা! অবশ্য আমাকে চিনবেন বলে মনে হয়না। আমি তখন খুবই ছোট...
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দেখি জিজ্ঞেস করে
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ ইশতি
...........................
Every Picture Tells a Story
মুগ্ধতার সাথে অনুসরণ করি এই সিরিজটা...
স্ট্যান্ডবাই থাকেন মুস্তাফিজ ভাই। কোনো মতে ঢাকার টিকেট কাটার টাকা জমাতে পারলেই উড়াল দিমু। তারপর ঢাকা থেকে সোজা সুন্দরবন। সিরিয়াসলি। কী আছে জীবনে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ, কী আছে জীবনে!
...........................
Every Picture Tells a Story
আপনার জন্যে তো তাইলে এইবার আর আম রাখার দরকার নাই, কী কন?
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
প্রতিবছর চাপাই থেকে ঝুড়ি ভর্তি আম আসে, যখনই চাই। মুকিম ভাই আছেন না? উনাদের আমের বাগান আছে
...........................
Every Picture Tells a Story
ছবি সম্পর্কে কিছু বলা উচিত না। সেটা বরাবরের মতোই ...........
লেখা ভালো লেগেছে। কিন্তু বাঘের গল্প আরেকটু শুনতে ইচ্ছা করছিল। গায়ে কাটা দেয়।
জমির সম্পর্কে আপনার কথাটাই পুনরাবৃত্তি করছি -
"নিজেকে আমার খুব ক্ষুদ্র মনে হলো, বুঝলাম জমির আমাদের চাইতে অনেক অনেক বড় মাপের একজন মানুষ।"
সুপ্রিয় দেব শান্ত
ধন্যবাদ প্রতিবেশী, এবারেও তোমার যাওয়া হলোনা।
...........................
Every Picture Tells a Story
মুস্তাফিজ ভাই, লেখাটা ভালো লাগছে। জমিরের মতো বড় মাপের মানুষ হয়তো হয়ে ওঠা হবেনা এ জীবনে, তবু কামনা করি জমির যেন কস্ট করেই তার ছেলের বউয়ের জন্য জাল কিনে দিতে পারে, যদি নাও পারে তবুও ভালো, কিন্তু ক্ষুদ্র ঋণের পাল্লায় পড়ে যেন সর্বস্ব না হারায়।
--
কালো ও সাদা
আমার একবার মনে হয়েছিলো ওকে জাল কেনার টাকাটা দিয়ে দিই। পর মূহুর্তে ভয় হলো যদি নিতে না চায়।
...........................
Every Picture Tells a Story
দুর্দান্ত
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই
...........................
Every Picture Tells a Story
এই ছবি-গল্পে আমি তাহলে প্রত্যক্ষদর্শী, না!
তুমি ছিলে? দেখলামনা তো
...........................
Every Picture Tells a Story
কী করে দেখবেন! ডাকাইত তো আপনার চোখের মাথা খাইছিল!
...........................
Every Picture Tells a Story
ডাকাতদের আবদারেরও তো শেষ নাই দেখি!
আপনার লেখা ক্রমশঃই ধারালো থেকে ধারালোতর হচ্ছে।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ শিমুল।
ডাকাত বলেই ওদের সাধ আহলাদ থাকতে নেই? একটু আগেও শুনলাম বাংলাদেশ জিতেছে বলে ওরা গুলি ফুটিয়ে আনন্দ করেছে
...........................
Every Picture Tells a Story
লেখা ও ছবি উভয়ই ভালু পাইলাম।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
ধন্যবাদ অনুপম
...........................
Every Picture Tells a Story
চারদিন সুন্দরবনে কাটিয়ে শেষে এতটুকু? মন ভরলোনা।
ছবি বরাবরের মতই সুন্দর।
...........................
Every Picture Tells a Story
লেখাটার মধ্যেই কেমনজানি একটা সুন্দরবনের গন্ধ ঢুকিয়ে দিয়েছেন। অসাধারণ
-অতীত
ধন্যবাদ
...........................
Every Picture Tells a Story
লেখা সম্পর্কে কিছুই বলার নেই। খালি (গুড়)
তবে, ছবি আরো কয়েকটা দিলে প্রাণটা জুড়াতো। কোনদিন যাইনি, যেতে পারবো কিনা তাও জানিনা, ছবি দেখেই স্বাদ মেটাতে হবে। সেই ছবিও যদি না দেন, তাইলে ক্যামনে হবে?
------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।
ধন্যবাদ পাগল মন। এরপর থেকে ছবি থাকবে।
...........................
Every Picture Tells a Story
দারুণ
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ধন্যবাদ দিদি
...........................
Every Picture Tells a Story
অসাধারণ!!! খুব চেনা গল্পই আবারো আপনার কাছ থেকে নতুন করে শুনছি
এম এছ নিলয়
ধন্যবাদ নিলয়
...........................
Every Picture Tells a Story
নতুন মন্তব্য করুন