মফস্বল শহরগুলোতে যেসব বাড়ির কর্তারা একটু সৌন্দর্যপ্রেমিক তাঁদের বাড়ির গেটে আলো ছড়ায় যে গাছ তার নাম বাগানবিলাস, ইংরেজীতে বোগেনভিলিয়া।
আদিবাস দক্ষিণ আমেরিকায়, আমাদের দেশে কার হাত ধরে কখন এসেছে জানা না থাকলেও এটি এখন আমাদের পরিচিত মুখ। ৬/৭ ফুট লম্বা গাছ কিছু একটা আঁকড়ে ধরে বেড়ে উঠে। আমাদের দেশে সারাবছরই এর পাতা থাকে সবুজ। ফুল খুবই ছোট, সাধারণত সাদা, তিনটি ছোট ফুল একসাথে ছয়টি কিংবা তিনটি বড় পাতাকৃতি পাপড়ি দিয়ে তৈরী ঘেরাও এর ভেতর থাকে। সেই পাপড়ির আবার বিভিন্ন রঙ, গোলাপী, ম্যাজেন্টা, বেগুনী, লাল, কমলা, হলুদ, সাদা। এক গাছেই কয়েক রঙ এর সমাহার থাকতে পারে। পাপড়ি গুলো দূর থেকে দেখলে মচমচে মনে হয়। এ কারণে এটাকে অনেকেই কাগজের ফুল বলে থাকেন।
বোগেনভিলিয়া বেশ কয়টা দেশের জাতীয় ফুলের মর্যাদা পাচ্ছে।
মাঝের ছবিটি মাতিসের তোলা
মন্তব্য
আপনাকে ধন্যবাদ দেবার ক্ষমতা নেই বস্। চলুক, এভাবে চলতে থাকুক। তাতে শীঘ্রই আমাদের পুষ্পকোষ দাঁড়িয়ে যাবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সিরিজটা চমৎকার হচ্ছে।
বোগেনভিলিয়া আমার একটা প্রিয় ফুল। চৈত্র-বৈশাখ মাসের উঠাল-পাথাল বাতাসের রাতে কৃত্রিম আলোতে বোগেনভিলিয়া অপূর্ব লাগে...।
বোগেনভেলিয়াকে আমার কখনোই খুব উঁচুশ্রেণীর ফুল মনে হয়নাই। ফুলের মাঝে শ্রেণী বিভাগ করলে এই রকম হয় অনেকটা
১) গোলাপ, পদ্ম, অর্কিড
২) জবা, গন্ধরাজ, বেলি
৩) নীলকন্ঠ গোত্রীয় ফুল..
কিন্তু, তারপরও কোথাও যখন থোকাভর্তি বাগানবিলাস ফুটে থাকে, সেটার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। লাল রঙটাই মনে হয় জাদুকরী। টেনে রাখে।
ছবিগুলা ফাটাফাটি।
- মুক্ত বয়ান
আচ্ছা, বাগানবিলাসকেই কী অনেকে গেটফুল বলে?
কাজটা চালু রাখুন।
ছবি প্রথমটায় ৯.৫, তৃতীয়টায় ৯ আর ২য়টায় ১০।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
# "সেরা সন্দেশে" তারাপদ রায়ের একটা গল্পের নাম "কাগজ ফুলের গাছে"
# একসময় আমাদের পুরো বাড়িটা আগাপাশতলা মোড়ানো ছিলো বাগানবিলাসে... দূর থেকে দারুণ লাগতো দেখতে!!!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
কাকতাল ছাড়া আর কি! আজকেই ক্যাম্পাসের কাছের একটি নার্সারিতে বাগানবিলাসের গাছ দামাদামি করলাম। বাসন্তী আর হলুদের মাঝে যেই রঙ, সেটা আমার বেশ পছন্দের। ছবিকটা খুব সুন্দর এসেছে। ধন্যবাদ।
একটা ঠ্যাংনোট- বাগানবিলাস নামটা রবীন্দ্রনাথ দিয়েছিলেন। নামকরণ নিয়ে একটা ঘটনা ছিল, ভুলে গেছি
অন্যতম প্রিয় ফুল। মাতিসের ভালই হাত হচ্ছে। চলতে থাকুক, মুস্তাফিজ ভাই।
- শরতশিশির -
- মাতিসের তোলা ছবি দেখে বুঝতে পারছি ও বাপকা ব্যাটা হচ্ছে আস্তে আস্তে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যে ফুল গুলোকে দেখলে সবকিছু ফ্রেশ মনে হয়, বাগানবিলাস তাদের একটা। ছবিগুলো চমৎকার হয়েছে।
আমাদের বাড়িতে ৭-৮ রঙের বোগেনভিলিয়া ছিল। তাদের ফুলের পাপড়ি দিয়ে কত রঙ বানাতাম। কিন্তু আপ্নের মতন এমন ছবি কখনও তোলা হয় নি।
কৌস্তুভ
নিয়ম করে পাঁচ মেরে যাই আপনার ছবি(এবং লেখা)গুলায়। আজ একটা দিন ভাইস্তাকে পাঁচ দিতে এসে দেখি এটা ছবিব্লগ। ধুরো!
চমৎকার পোস্ট!
- অসামাজিক
যত ফুল তত ফুল কণ্টক জাগে, বোগেনভিলিয়ার কাঁটার কথা বললেন না? লালমাটিয়ার যে বাড়িতে রেজওয়ানা বন্যাদি গান শেখাতেন সেখানে একটা গাছ ছিলো যদ্দুর মনে পড়ে, অনেক আগে, গাছ আলো করে ফুল ফুটতো
বোগেনভিলিয়া ঝোপ জাতীয় গাছ, অন্যকিছু নয় নিজেই নিজেকে আঁকড়ে বেড়ে উঠে।
মাতিসকে ভালবাসা আর উৎসাহ জানালাম।
বাগানবিলাস - শব্দটি কোনো এক অজানা কারণে আমার খুব পছন্দ।
ছবিগুলো দারুণ
---------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....
-----------------------------------------------------------------------------------------------------
" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি
নতুন মন্তব্য করুন