ডালিয়া

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: শুক্র, ০৫/০৩/২০১০ - ১১:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সতেরশ শতকের মাঝামাঝি সময়ে জন্ম নেয়া সুইডিশ উদ্ভিদবিদ আন্দ্রেজ ডাল স্মরনীয় হয়ে আছেন ডালিয়া নামের ফুলটির মাঝে। উদ্ভিদবিদ্যায় তাঁর অবদানের স্বীকৃতি দিয়ে উত্তর আমেরিকার এই ফুলের নাম করা হয়েছে উনার নামে।
প্রায় ৩৬ প্রজাতির ডালিয়ার বেশ কয়টিই আমাদের দেশে দেখা যায়। নানান রঙ আর আকারের এইফুল সাধারণ বাগানের শোভা বাড়ানোর কাজেই ব্যবহৃত হয়।
মেক্সিকোর জাতীয় ফুলের মর্যাদায় থাকা ডালিয়ার বিশ্বজয়ের যাত্রা খুব মসৃণ ছিল না। মূলত সতেরশ শতকের শেষভাগ থেকেই ডালিয়া এর সৌন্দর্য দিয়ে বিশ্ব যাত্রা শুরু করে। বীজ কিংবা শিকড় উভয় ভাবেই এর বংশ বিস্তার ঘটানো যায়।

Dahlia

Dahlia

Dahlia

লেখাটি অসম্পূর্ণ


মন্তব্য

নাশতারান এর ছবি

ছবিগুলো মাথা খারাপ করে দেয়ার মতো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

অতিথি লেখক এর ছবি

ডালিয়া ছবি তোলার মডেল হিসাবে বড়ই দুষ্ট। একটু বয়স হয়ে গেলেই ছেতরে পড়ে। আপনি মনে হচ্ছে তাদের ঠিক যৌবনের সময়েই ঘপ করে তুলে ফেলেছেন। হাসি

শেষের ছবিটা সবথেকে ভাল লাগল।

কৌস্তুভ

অতিথি লেখক এর ছবি

বর্ণনাটা ভাল লাগল। তবে অসম্পূর্ণ কেন?

ফারাবী

জোহরা ফেরদৌসী এর ছবি

ফুলের জন্য ভালাবাসা ।

কখনো কখনো মনে হয় আমি এই প্রকৃতির অংশ, মানবকূলের কেউ নয়...

.......................................
তোমারই ইচ্ছা কর হে পূর্ণ ....

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

পলাশ দত্ত এর ছবি

আচ্ছা, দ্বিতীয় ও তৃতীয় ছবিতে যে-ডালিয়া তার নাম কী?
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ওডিন এর ছবি

বাহ! ডালিয়ার নামকরনের পেছনের কাহিনীটা জানা ছিলো না। ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
আর ছবির ব্যপারে তো মন্তব্য নিষ্প্রয়োজন। হাসি
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না

নীড় সন্ধানী এর ছবি

ডালিয়া নামটা এতদিন বাংলা মনে করতাম। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

পলাশ দত্ত এর ছবি

আমিও। মন খারাপ
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ফারুক হাসান এর ছবি

ওহ্ ডালিয়া!

অতিথি লেখক এর ছবি

কোনটার কি নাম, সেটা জানাইলে আমাদের জন্য সুবিধা হইত। হাসি
ছবিগুলা সুন্দর।

- মুক্ত বয়ান

ফারাবী [অতিথি] এর ছবি

আচ্ছা, হঠাত মনে হল, এরকম একটা বৃক্ষকোষ হলে আরো ভাল হত না? অন্তত আমার মত অর্বাচীনের জন্যে ত বটেই। আর নিশ্চই এখানকার গুরুজনেরা সে সম্পর্কে ভেবে ফেলেছেন, তাদের মতামত কি?

অতিথি লেখক এর ছবি

খুব সুন্দর ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।